নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
তুমি এত সবুজ কেন
পাতারাও তো এত সবুজ নয়
প্রবর্তিত সব লিরিক আত্মলীন
বিষ্ময়াবিষ্ট এবং শিরার মত
লোহুর মত সমসাময়িক।
তুমি এত অবুঝ কেন
শিশুরাও এতটা অবোধ নয়
আত্মতা ব্যক্তিবিশ্বে যে যাযাবর
শ্বাপদ ছড়িয়েছে তা ক্রমাগত মানুষের
সশ্রদ্ধায় স্থিতধী, শান্ত ও গম্ভীর।
বিরুদ্ধে মানে স্বেচ্ছাচার!
অকম্প্র যাতনার গা'য়ে এ কোন দাগ
শতচ্ছিন্ন বহুতল মনে পর্বতের হীম
তরল গলে মখমল যেন পরিহাসে
নিয়তির ঘোষিত দ্বারে সাম্প্রতিক তালা
আমার তোমার বিরহপ্রকরণ হৃদয়বাদী ভেলা
কবিরাও আজ দাবী রাখে তাই
এলোচুলের সন্ধ্যামালতীর সাথে
ঘুমাবে সারারাত।
তুমি এত অস্পষ্ট কেন
চওড়া পানার শাড়ীটা ঝুলছে দড়িতে
ঘোর নগ্নতায়
ঘোলাটে একাদশীকে মনে হচ্ছে তোমারই বহিরঙ্গ
আরাধনার সমার্থক নারীস্তোত্র
মন্ময় মন্তব্যে। দেহপন্থী মহলে
শারদীয় উর্দি আর
সাবালক মিছিল তোমাকে বিরাট কোন
বিতর্ক ভেবে প্রতিগামী কল্পনায়
শিশ্ন ঘষছে কাব্যক্ষতে।
তুমি তো নারীই শুধু
তুমি তো উপান্তে ঝুলবরষা
রাতের মত, তারার মত ভুলকূয়াশা
আকাঙ্খার মাতাল বাজুতে
সময় কুঠার;
এরও অধিক বস্তুবাদ
তোমায় করেছে আমারও অধিক
কাব্যবোধহীন
মন্ত্রসাধক
দ্বন্দ্বের বিরুপ আত্মবিদ্রুপ
নারীর বিপরীতে বিমর্ষতা
এ যেন এক অন্য বিপ্লব।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ ভাইয়া।
প্রেম আর সৃষ্টির সম্পুরক যজ্ঞে পাঠকের নিবিষ্টতা এখানে প্রাণ এনেছে।
মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন রাইসুল.....
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ জেসন ভাই।
প্রিয় ব্লগারের উপস্থিতি সবসময় সুখকর.....
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
একজন আরমান বলেছেন:
তৃতীয় আর চতুর্থ প্যারা দুর্দান্ত লেগেছে কবি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ আরমান ভাই।
এসব কমেন্ট খুব মুগ্ধকর!!
শুভকামনা রইল।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
শারদীয় উর্দি আর
সাবালক মিছিল তোমাকে বিরাট কোন
বিতর্ক ভেবে প্রতিগামী কল্পনায়
শিশ্ন ঘষছে কাব্যক্ষতে।
অদ্ভুত লিখেছেন ভাই। ++++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই একটা অদ্ভুত কবিতা হয়েছে এটা!!
কমেন্টে কৃতজ্ঞতা।
শুভসকাল...........
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো।।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মাহতাব ভাই।
আমার কবিতায় আপনাকে স্বাগতম!!
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
উফ! চমৎকার।
কবে যে আমি এমন লিখতে পারবো।
শুভ কামনা কবি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, এসব কমেন্ট শুধুই লজ্জা এনে দেয়!!
শুভসকাল..........
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রবর্তিত সব লিরিক আত্মলীন
বিষ্ময়াবিষ্ট এবং শিরার মত
লোহুর মত সমসাময়িক
আকাঙ্খার মাতাল বাজুতে
সময় কুঠার
চমৎকার! অনেক ভালো লাগা রইলো কবিতায়!
শুভকামনা চিল!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রিয় কবি,
আপনার কমেন্ট কবিতার প্রতি ভালোবাসারই প্রকাশক!!
শুভসকাল।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
দ্বন্দ্বের বিরুপ আত্মবিদ্রুপ
নারীর বিপরীতে বিমর্ষতা
এ যেন এক অন্য বিপ্লব।
দারুণ লাগলো কবিতাটি প্রিয় চিল।
+++++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেকদিন র আপনার কমেন্ট দেখে খুব ভালোলাগলো
শোভন ভাই!
শুভকামনা রইল...............
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: দ্বন্দ্বের বিরুপ আত্মবিদ্রুপ
নারীর বিপরীতে বিমর্ষতা
এ যেন এক অন্য বিপ্লব।
চমৎকার প্রকাশ কবি !
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার!
আপনার ভালোলাগাই আমার লেখার প্রেরণা!!
শুভসকাল, ভালো থাকুন সবসময়।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর কবিতা
অকম্প্র -- অর্থ কি??
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ আহসান ভাই।
এখানে আমি স্হির বুঝিয়েছি।
ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা।
ভাল লাগা রইলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেকদিন পর আমার কবিতা পড়তে এলেন;
খুব ভালো লাগছে আপনার কমেন্ট পেয়ে।
কেমন আছেন রাতুল ভাই!!
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে ভাই । খুবই সুন্দর ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।
শুভসকাল......................
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগা রইল অনেক।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রফেসর।
ভালো থাকুন সবসময়।
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাসুম ভাই।
শুভকামনা রইল।
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
অপর্ণা মম্ময় বলেছেন: শেষটা সুন্দর বেশি !
তুমি তো শুধু নারীই !!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
আমি কিন্তু পুরো কবিতাটিতে অলক্ষ্যে নারীর মহত্ব যা
পৃথিবী, প্রকৃতি অথবা সময়ের চেয়েও গতিশীল সেটা
বুঝাতে চেয়েছি; হয়তো অকাব্যের ঘোরপ্যাচে তা ততটা
দৃশ্যমান হয়ে উঠেনি; কিন্তু আমি আমার স্বপক্ষে আছি!!
শুভকামনা রইল।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১
ভিয়েনাস বলেছেন:
তুমি তো নারীই শুধু
তুমি তো উপান্তে ঝুলবরষা
রাতের মত, তারার মত ভুলকূয়াশা
চমৎকার লাগলো ব্রো
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ ভিয়েনাস।
শুভকামনা আপনার জন্য।
ভালো থাকুন সবসময়।
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: যতভাবে অনুভব করা যায় তাকে... সবারই এরকম একজন 'তুমি' থাকুক।
অনেক ভালো লাগলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই কমেন্টের জন্য।
তুমিময়তা অনুভবের বাইরেও সঞ্চারশীল!!
শুভকামনা আপনার জন্য।
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
মায়াবী ছায়া বলেছেন: অনেক ভাল লাগা ।
ভাল থাকুন ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মায়াবী ছায়া।
আমার কবিতায় স্বাগতম।
ভালো থাকুন সবসময়...............
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে শায়মা।
ভালো থাকুন, শুভকামনা রইল...............
২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
বোকামন বলেছেন:
শব্দ এবং ছন্দের চমৎকার বুনন !
খুব সুন্দর কবিতা ! মনে হচ্ছে খুব সুন্দর করেই লিখা ...
আপনার অন্যরকম একটি কাব্য এই পোস্টখানা। “তুমি” কী ! প্রশ্নটা শেষ হলো কিন্তু প্রশ্নের মাঝে উত্তরখানা কবি নিজেই দিলেন..
প্রিয় কবির জন্য অনেক শুভকামনা রইলো :-)
এরও অধিক বস্তুবাদ
তোমায় করেছে আমারও অধিক
কাব্যবোধহীন
- দারুণ ! দারুণ !
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় বোকামন,
অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার মন্তব্যের জন্য।
আর আমি খুব আপ্লুত যে কবিতাটি আপনার ভালো লেগেছে।
আসলে নারী দিয়েই নিরুপন করা যায় সমস্ত আবেগ, চলাচলের
সব উপযোগীতাকে; আমি কবিতায় মাঝে মাঝে সে মায়াময়তা,
সেই আবেগ ফেরি করে ফিরি।
শুভকামনা রইল, খুব ভালো থাকুন!!
২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আপনি সুন্দর লিখেন। মার্জিত এবং স্মার্ট।
চমৎকার লাগছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় কবি,
আপনার আগমন শুধুই আনন্দের নয় আমার জন্য উৎসাহের
উৎসমূলও বটে!!
মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভসকাল।
২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতার এক লাইন ৩ বার না পড়েই যদি বুঝে চলে আসে ,ঐ কবিতা আমাকে চিন্তার খোরাক দেয় না , দেয়না তারিয়ে তারিয়ে রস আস্বাদনের সুযোগ ।
----- কবিতা পাঠে তৃপ্ত । কবিকে অভিনন্দন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় ব্লগার,
আমি খুবই আবেগিত আপনার পাঠপ্রতিক্রিয়ায়!!
কবিতা আসলেই সাহিত্যের একটি রমনীয় অধ্যায়,
যার আধোআধো বোঝাপড়ায় মায়াবী সৌন্দর্য্যে বিলিন,
তাই কবিতা মানুষকে ভাবায়, অতঃপর মুগ্ধ করে!!
খুব ধন্যবাদ আপনাকে। শুভদুপুর।
২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
সমুদ্র কন্যা বলেছেন: এক রাশ মুগ্ধতা কবিতায়!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সমুদ্রকন্যা।
আপনার মুগ্ধতাই আমার নতুন কবিতার প্রেরণা!!
শুভকামনা সবসময়.............
২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বিপ্লব বেচে থাকুক........ সত্যের জন্য যুদ্ধ... বেচে থাকুক,...........
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
বিপ্লব দীর্ঘজীবী হোক!!
অনেক ধন্যবাদ বন্ধু তুহিন। শুভকামনা রইল।
২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫
শ্রাবণ জল বলেছেন: বরাবরের মতই চমৎকার, ভাই।
অনেক দিন খোঁজ নেয়া হয়না কারো।
ভাল আছেন তো?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় শ্রাবণ,
আমরাও মিস্ করেছি আপনাকে।
অনেক ধন্যবাদ কমেন্টের জন্য। বেশ কাটছে প্রবাসী দিনকাল!!
আপনার খবর কি? কোন নতুন পোষ্ট!!
শুভকামনা রইল..........
২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
নেক্সাস বলেছেন: বন্দ্বের বিরুপ আত্মবিদ্রুপ
নারীর বিপরীতে বিমর্ষতা
এ যেন এক অন্য বিপ্লব
Darun blechen
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
আপনার চা'টা দেখলেই কেমন যেন চাঙ্গা হয়ে উঠি!!!
ভালো থাকুন সবসময়।।
২৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১
শাহেদ খান বলেছেন: চমৎকার ! কবিতাটাই যেন প্রবর্তিত সব লিরিকের মত "আত্মলীন বিষ্ময়াবিষ্ট এবং শিরার মত লোহুর মত সমসাময়িক"
এরপর যত এগিয়েছে ঘোরটা আরও গাঢ় হয়েছে।
'অকম্প্র' বলতে কি 'যা কম্পনশীল নয়' বুঝিয়েছেন? সেক্ষেত্রে কি 'অকম্প' হবে না? আমি জানি না, শব্দটা প্রথম দেখছি - তাই সরল জিজ্ঞাসা।
শুভকামনা, কবি।
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ শাহেদ ভাই.
হা, এটাই হবে।
থ্যাংকস এগেইন.
ভাল থাকুন সবসময়
২৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
সপন সআথই বলেছেন: sundor lekhoni
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮
সোনালী ডানার চিল বলেছেন: থ্যাংকস ব্রো!!
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
রাইসুল নয়ন বলেছেন:
প্রেমময় কবিতা!!
আপনার সব সৃষ্টিই আমাকে মুগ্ধ করে ভাইয়া!