নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
বুকের মধ্যাহ্নে ঘুমায় যে ভালোবাসার সরিসৃপ,
কবি ভাবনায় তাই গোলাপ, মেহগনির আসবাব;
স্বপ্নপ্রেম ধরে রাখা উছ্বাস শুধু প্রেমিকারই থাক
আমাদের কবিদ্বয় মহৎ সব কাব্যঝলক
৩২ নং এর কোণায় গচ্ছিত রেখে চন্দ্রিমা ঘুরে আসুক
শামীম রেজা'য় বুদ হয়ে থাকা হৃদয় পোড়ামন নিয়ে
তবু বানিজ্যশাখায় ফুল ফোটাক
প্রেমিকাকে ভুলে আলাদিন নামী মানুষের তকমায়
বিবেক বেচুক আমি চাইনি তা! তবুও দূর্জয় কবির
পাতা ভরে উঠুক মান্নান সৈয়দের কবিতায়, বুদ্ধদেবের অনুবাদে
চা চলুক, হাস্যমুখে কবিতাভাজা খাওয়া হয় এখানে
ভালোবাসা তোমার নরম মেয়েটিকে রেখে যেওনা কবিদের এ মাতাল উৎসবে
কবিরা সব পারে, গোলাপ মেহগনি বিলিন করে ঘাষফুল পিঁপড়ায়
নীল টি-শার্টের বোতাম চুরী করা হুমায়ূন, কতদিন আর
জ্বালাবে বলো!
চল ফিরি সবুজ গাঁ'য়ে
কবিদ্বয়, চল ফিরি অরুদ্ধ পথে
ব্যালকনিতে পড়ে থাক সামহ্যয়ারইনের স্মৃতি কিছু
আমাদের সাদাসাদা পাতলুনে বরফমালাই মিশিয়ে
জমিনে শালিক-চড়ুই ডিম তা দেবে কবিতার উচ্ছিষ্ট ভেবে
দূর পল্লবের আনাচে কানাছে কেউ খুঁজবে হয়তো কিছু কিছু গান
যখন কবিতা হবে বাঁচার শ্লোগান
শব্দ হবে প্রেমিকের দারুন সঞ্চায়
ফেষ্টুনে লিরিক বেঁধে চলো দূরগামী হই।।
অলগেট, লন্ডন
২৯/০৯/২০১৩
উৎসর্গ: আলাদিন আর দূর্জয়; কবিতার কবিদ্বয়।। (আপনাদের সাথে কথপকথনের পরম্পরায় নেমে এসেছে এ অনিবার্য কবিতা; সহ্য তো করতেই হবে!)
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় রাইসুল।
আপনাদের ভালোবাসায় আমার কবিতার প্রধানতম প্রেরণা!!
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রিয় এক কবির কবিতায় নিজেকে দেখতে পাওয়ার আনন্দ প্রকাশের ভাষা থাকে না। কেবল এতোতুকুই বলতে পারি, এমনতর আনন্দ খুব কমই পেয়েছি। সামহ্যয়ারইন, প্রিয় কবিতার খোঁজ, কবিতা এইতো আপাত জীবন।
আপনার কবিতার প্রতি ভালোবাসা এতোটা অনুপ্রাণিত করে শব্দে আসে না বলার কথাগুলো।
এই কবিতার পর কিংবা আপনার সাথে পরিচয় পর্বের পর বলতেই হয়, জীবনে প্রাপ্তির খাতায় উল্লেখযোগ্য এক পর্বই সংযোজিত হয়ে গেল অকস্মাৎ।
ধন্যবাদ নয়।
শোধ না হবার মতো অনুপ্রেরনা আর এই অতি চমৎকার শব্দমালায় নিজেকে দেখার আনন্দে রাত কাটবে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
আমার যা বলার কবিতায় কিছুটা বলতে চেষ্টা করেছি;
বাকিটা অনুভূতির..............
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
আমিনুর রহমান বলেছেন:
কবিতা বরাবরের মতোই অসাধারণ ও অনন্য।
প্রিয় কবি'র কবিতা আরো দুই প্রিয় কবিকে উৎসর্গ দেখে আরো ভালো লাগলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
জেসন ভাই,
খুব অনুপ্রেরণা পাই আপনার চমৎকার এবং আপতঃদ্রুত মন্তব্যে। আর ঐ দু'কবির কাছে আমার অনেক ঋণ, তাই কবিতায় এ ধারাময়তা............
থ্যাংকস্ ব্রো!!!
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অদ্ভুত কবিতা লিখেছেন। আরও ভালো লাগল প্রিয় দুই কবিকে উৎসর্গ করা দেখে।
অগনিত +++++ রইল
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
কান্ডারী ভাই,
কবিদের নিয়ে লেখার কেউ নেই!!
তাই নিজেদের ঢোল নিজেদেরই পিটানো, আর কি!!!
(এ মন্তব্যের দায়ভাগ শুধুই আমার)
ইদানিং আপনার কবি হয়ে উঠায় খুব সাহস পাচ্ছি।।
থ্যাংকস্
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার , দুর্দান্ত এবং মুগ্ধপাঠ !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রিয় স্বপ্নবাজ।
ভালো থাকুন সবসময়............
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৪
অনাহূত বলেছেন: কি অদ্ভুত সুন্দর।
পুরোটা জুড়ে ভাল লাগার রেশ থেকেই গেলো।
শুভেচ্ছা দুই প্রিয় কবিকে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
কৃতজ্ঞতা চমৎকার মন্তব্যের জন্যে।
আমার কবিতায় স্বাগতম।
শুভকামনা রইল...................
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++ ভালোলাগা/
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ শোভন ভাইয়া।
কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম।
শুভদুপুর।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১২
ভিয়েনাস বলেছেন: বরাবরের মতো মুগ্ধতা রেখে গেলাম.......
প্রিয় দু`কবিরা জন্য শুভ কামনা থাকলো
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় ভিয়েনাস,
অনেক ধন্যবাদ আপনাকে।
আর ব্লগে আপনাকে নিয়মিত দেখে খুব ভালোলাগছে।
শুভকামনা রইল।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৬
এহসান সাবির বলেছেন: দারুন কবিতা। ভালো লাগা।
++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ সাবির ভাইয়া।
আমার কবিতায় আপনাকে স্বাগতম।
ভালো থাকুন সবসময়।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
মামুন রশিদ বলেছেন: বুকের মধ্যাহ্নে ঘুমায় যে ভালোবাসার সরিসৃপ,
কবি ভাবনায় তাই গোলাপ, মেহগনির আসবাব;
তিন কবিকেই দারুণ পছন্দ
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে মামুন ভাই।
শুভকামনা রইল.............
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
স্বাগতম আমার কবিতায়।
কবিতা পাঠে কৃতজ্ঞতা, শুভদুপুর।
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
ছিরা কবি বলেছেন: চা চলুক, হাস্যমুখে কবিতাভাজা খাওয়া হয় এখানে
ভালোবাসা তোমার নরম মেয়েটিকে রেখে যেওনা কবিদের এ মাতাল উৎসবে
কবিরা সব পারে, গোলাপ মেহগনি বিলিন হয়ে ঘাষফুল পিঁপড়ায়
নীল টি-শার্টের বোতাম চুরী করা হুমায়ূন, কতদিন আর
জ্বালাবে বলো......।
+++++++++++++++++++++++++
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি;
আমার কবিতায় আপনাকে স্বাগত জানাই।
ভালো থাকুন সবসময়।
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
হাসান মাহবুব বলেছেন: কবিতায় বেশ কিছু চেনা দৃশ্য আর চরিত্র অন্যরকম মাত্রা দিয়েছে। খুব ভালো লাগলো।
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯
সোনালী ডানার চিল বলেছেন:
শুভদুপুর হাসান ভাই।
দুইকবির সাথে কথপকথনের রেশ ধরে এই শব্দগরল!!
আপনার ভালোলাগা আমাদের জন্য সব সময়ই প্রেরণা
আর শক্তি, কিছু ভাবার - কিছু লেখার।
কবিতাপাঠে কৃতজ্ঞতা আর ভালোথাকার কামনা সবসময়ের....
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
টুম্পা মনি বলেছেন: বুকের মধ্যাহ্নে ঘুমায় যে ভালোবাসার সরিসৃপ, শুরুটাই অসাধারণ, তারপরে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম ভালো লাগা বাড়তে থাকলো।
শুভকামনা কবি।
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে টুম্পামনি কবিতা পড়ে চমৎকার
মন্তব্য করার জন্যে। আমার কবিতায় আপনার নিয়মিত পঠন
আশা করছি।
ভালো থাকুন সবসময়...................
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
সকাল রয় বলেছেন:
সুন্দরম!!
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ সকাল।
শুভকামনা রইল................
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: খুবভাল লেগেছে সুপ্রিয় সোনালী ডানার চিল। +
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ভালো থাকুন সবসময়।।
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
সায়েম মুন বলেছেন: কবিতাটা কালকে এফবিতে পড়েছিলাম। আজকেও পড়া হলো। খুব ভাল লেগেছে। অন্যমাত্রার!
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯
সোনালী ডানার চিল বলেছেন:
কবিদ্বয়ের সাথে ফেবু-র কথপকথনের সম্পদ এই কবিতা;
তাই হয়তো অন্যরকম হয়েছে একটু।
আপনার মন্তব্যের জন্য খুব ধন্যবাদ মুন।
ভালো থাকুন, নিরাপদে থাকুন.....................
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা।
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম খুব।
শুভকামনা রইল............
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটি আমি গতকালই পড়েছি। কিন্তু একটা অবাক করা কাণ্ড হয়ে গেলো যে!!! ফেইসবুকে যাঁদের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ হয়, আশরাফুল ইসলাম আর আহমেদ আলাউদ্দিনের নাম শীর্ষের দিকে। কবিতা লিখবার ব্যাপারে তাঁদের উৎসাহ যেমন পাই, পাই তাগাদাও। তাই মনের মধ্যে সূক্ষ্ম একটু বাসনা ছিল- পরের কবিতা দুটো তাঁদের নামেই উৎসর্গ করবো। কিন্তু আমি ব্লগে কোনো পোস্ট কারো নামে উৎসর্গ করেছি মাত্র একবার- নিজের সাথে অনেক যু্দ্ধ করে এই ইচ্ছেটা দমন করেছি। কেবল প্রকাশ করাটাই ভালোবাসার চূড়ান্ত নয়, অ-প্রকাশেও আরও গভীর ভালোবাসা লুকায়িত থাকে।
আরেকটা মজার বিষয় আছে- দুজনকে মাঝে মাঝেই আমি গুলিয়ে ফেলি আশরাফুলকে মনে হয় আলাউদ্দিন এবং ভাইস ভার্সা
আপনার কবিতা অনেক ভালো লাগলো। স্নিগ্ধ এবং আন্তরিক।
কোন্ শামীম রেজার কথা বললেন? কোনো টিচার?
শুভ কামনা থাকলো।
০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার মন্তব্যের জন্য শুরুতেই ধন্যবাদ আপনাকে।
আসলেই এটাই ঠিক যে, 'কেবল প্রকাশ করাটাই ভালোবাসার চূড়ান্ত নয়, অ-প্রকাশেও আরও গভীর ভালোবাসা লুকায়িত থাকে।' তবুও সময় আর আবেগ হয়ত কখনও কখনও ভালোবাসার প্রকাশক হয়, অজান্তে!
কবি আলাদিন আর দূর্জয় ব্লগে এই মুহূর্তে সবচেয়ে কবিতাপ্রেমি বা কবিতার জন্য নিবেদিত কবি, দু'জনে লেখেও চমৎকার আর তাদের সাহিত্যভানাও নিতান্তই কবিতাকেন্দ্রিক। আমার মনে হয় যারা কবির পাঠক তাদের মানবিক সম্মিলন আর ভালোবাসার টানাপোড়েন অনেকটা কবির কাছাকাছি, তাই আমাদের পরস্পরের এই অনুভব আমরা অবশ্যই প্রত্যাশা করতে পারি!!
আপনি আর হাসান (হামা) ভাই আমার কাছে ব্লগে সবচে বিদগ্ধ ব্যক্তিত্ব মনে হয়েছে, তাই আপনাদের লেখা, মন্তব্য অথবা প্রতিমন্তব্য খুব মন দিয়ে পড়ার চেষ্টা করি। আজ খুব ভালো লাগলো আমার কবিতা সম্পর্কে আপনার মূল্যায়নে।
শামীম রেজা জাবির একজন শিক্ষক এবং চমৎকার কবি, দূর্জয়ের কাছে উনার প্রথম কবিতা দেখি এবং মুগ্ধ হই।
আলাদিন আর দূর্জয়কে আমি গুলিয়ে ফেলি না আলদিন একটু লম্বা, দূর্জয় একটু ছোট
আপনাকে আবারও ধন্যবাদ, শুভদুপুর...................
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম ভাই।
ভালো থাকুন সবসময়............
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতায় উত্তর দিতে আসবো।
০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
সোনালী ডানার চিল বলেছেন:
অপেক্ষায় আছি!!!!
২২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: @ খলিল ভাই,
শামীম রেজার বড় পরিচয় কবি। পরে একজন শিক্ষক।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক উনি।
০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
শুধু কবি নন, চমৎকার কবি..........
২৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খলিল ভাই ও আপনি,
কৃতজ্ঞতার ভাষা থাকে না।
এটুকুই বলি, আপনারা কবিতা শুরুর শিক্ষক আমার, সম্ভবঃত আমাদেরও। ব্লগ প্রীতি আর লেখায় আপনাদের কবিতা আর প্রেরনার অবদান অনেকটাই।
০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
কবির বিনয় কবিতাতেই মানায়
থ্যাংকস্ দূর্জয়, থ্যাংকস্ কবি!!!
২৪| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
ডট কম ০০৯ বলেছেন: কবিরা সব পারে, গোলাপ মেহগনি বিলিন হয়ে ঘাষফুল পিঁপড়ায়
নীল টি-শার্টের বোতাম চুরী করা হুমায়ূন, কতদিন আর
জ্বালাবে বলো
আসলেই কবিরা সব পারে।
খুব সুন্দর লিখা।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় আপনাকে স্বাগতম।
কবিতায় আপনার মন্তব্য বাড়তি মাত্রা এনে দিল, খুব ধন্যবাদ সেজন্যে। আর কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
শুভকামনা রইল অফুরান।
২৫| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬
নেক্সাস বলেছেন: অসাধারণ কাব্যক ভাবনা।
অনেক ভাল লাগলো কবি।
প্রিয় কবিত্রয়ের জন্য শুভকামনা
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
শুভসকাল প্রিয় ব্লগার।
কবিতা পাঠে কৃতজ্ঞতা!!
আপনার শুভকামনা পৌছে দিলাম।
ভালো থাকুন সবসময়...................
২৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন!!!
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়.............
২৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯
বোকামন বলেছেন:
অনেকদিন পর আপনার খুব সহজ একটি কবিতা পড়লাম। যদিও কবিতার সহজ কঠিন বলে কিছু নেই।
অতি সাধারণ পাঠক বোকামনের সহজ ভালোলাগা জানবেন।
আবৃত্তি করে পড়তেই অবাক হলাম ! কী দারুণ ছন্দ রয়েছে এতে
আপনি খুব সুন্দর লিখেন,
আমরাতো আর লিখতে পারিনা, পারিনা সুন্দর করে মন্তব্য করতেও
তবুও ভালোলাগা জানাই কবিতায় শুভকামনা জানাই কবিদের
ভালো থাকবেন প্রিয় কবি।।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০২
সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় বোকামন,
আপনার এই ভাবনায়, পঠনে এবং মন্তব্যে আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা রইল। বড় বিনয় তো আপনাকে মানায়........কেননা আপনি সমৃ্দ্ধ!!
আর, পাঠক বোকামন আমার কাছে অনেক উপরের মানুষ!!
কবিদ্বয়ের শুভকামনা পৌছে দিলাম.......
আপনি ভালো থাকুন সবসময়, শুভসন্ধ্যা!!
২৮| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা বরাবরের মতই মুগ্ধ করল কবি।
শুভকামনা রইল।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রফেসর।
ভালো থাকুন সবসময়.............
২৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
যখন কবিতা হবে বাঁচার শ্লোগান
শব্দ হবে প্রেমিকের দারুন সঞ্চায়
ফেষ্টুনে লিরিক বেঁধে চলো দূরগামী হই।।
কবিতায় ভালোলাগা, কবি।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
স্বাগতম আমার কবিতায়।
খুব ধন্যবাদ কমেন্টে...............
৩০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮
লেখোয়াড় বলেছেন:
প্রিয়তার নিদর্শণস্বরূপ লেখা কবিতা।
কবিতার কাব্যতা ছাড়িয়ে সেই ব্যাপারটিই আমাকে বেশি সুখ দিল।
ঘুরে ঘুরে আবার সেই সোনালী ডানার চিল।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কমেন্টের জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়..............
৩১| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
শ্যামল জাহির বলেছেন: হাস্যমুখে; মুগ্ধমনে কবিতাভাজা খেলাম।
চলুক চা!
শুভ কামনা।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতাভাজার উষ্ণতায়
অবুঝ, সবুজ চা'য়ের মগে
চুমুক দিয়ে
অলস সময় শুধু হৃদ্ধতা খোঁজে..................
থ্যাংকস্ ভাইয়া।।
৩২| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১০
আরজু পনি বলেছেন:
প্রিয় কবি, প্রিয় ব্লগ সবই এনেছেন লেখঅয় দারুণভাবে...অবাক হয়ে পড়ছিলাম দারুণ মুগ্ধতায় ।
পড়তে পড়তে ভাবছিলাম নিকটা যেমন দারুণ , লিখেন্ও আপনি তেমনি দারুণ ।
অনেক শুভকামনা রইল ।।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ প্রিয় ব্লগার।
আমার কবিতা ভালোলাগে জেনে আমি আনন্দিত!!
শুভদুপুর.............
৩৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
নিরুদ্দেশ বলেছেন: অনেক ভালোলাগা কবি। মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছি।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার মুগ্ধতায় আমার কবিতার শক্তি, প্রেরণা.........
ভালো থাকুন সবসময়।।
৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯
বশর সিদ্দিকী বলেছেন: আপনার কবিতা সবসময় ভাল লাগে। আগে অফলাইনে পরতাম এখন অনলাইনে পড়ি। সবসময়ই অসাধারন।
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতাই আপানাকে স্বাগত
খুব ভাল লাগল আপনার কমেন্ট পড়ে
ভাল থাকুন সবসময়, সুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
রাইসুল নয়ন বলেছেন:
বাহ!!
স্মৃতি ধরে ভাষা দিয়ে কবিতার খাতায় গেঁথে ফেলেছেন কবি!!
প্রতিবারের মতই মুগ্ধ হয়ে ফিরে যাচ্ছি!!