| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
ইচ্ছে তো হয়
দাঁড়াই মানুষের মুখোমুখি
সাহসের মুখোমুখি
স্বপ্নের মুখোমুখি
কবিতার বাড়ান্ত সময়, নিঃস্ব কাব্যে-গল্পে
পা-পোড়া অসহায় লঘুদিনের কার্তুজ ফেলে
মুখোমুখি হই তোমার
নিরুত্তাপ এ দহন যদি
হলকা বলাকায়
আকাশী বেদনায়
প্রগাঢ় কুয়াশা এনে দেয়; অতঃপরও
আমার খুব ইচ্ছে হয়
তোমার হাতে হাত রেখে
শেষ সূর্যাস্থের বিলম্বিত কাতরতা শুনি কান পেতে
হয়না আমার মুখোমুখি বসবার অবসর
আসোনি তুমিও ততটা কাছে, যতটা এলে
কেউ শুনে ফেলে হৃদপিন্ডের ধুকধুকানি
কেউ জেনে যায় অভিপ্রায় অবুঝ মনের
আমার ইচ্ছে তাই আজ তলনী
আমার বধিরতা তাই আজ নপূংশক
আমি আর হয়ত শুধু ভালোবাসাকে
ভালো না বেসে
ইচ্ছেকেই ভালোবেসে যাবো, ইচ্ছেমত।।
১৩/১০/২০১৩
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:০৪
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি, চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা।
এই আপনাদের আস্কারা তো কবিতার সাহস,
ভালো থাকুন সবসময়
২| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৩
মামুন রশিদ বলেছেন: নিরুত্তাপ এ দহন যদি
হলকা বলাকায়
আকাশী বেদনায়
প্রগাঢ় কুয়াশা এনে দেয়; অতঃপরও
আমার খুব ইচ্ছে হয়
তোমার হাতে হাত রেখে
শেষ সূর্যাস্থের বিলম্বিত কাতরতা শুনি কান পেতে 
স্রেফ মুগ্ধ! মুগ্ধ পাঠ!!  
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:০৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস মামুন ব্রো!!
শুভকামনা জানবেন
৩| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি আর হয়ত শুধু ভালোবাসাকে
 ভালো না বেসে
 ইচ্ছেকেই ভালোবেসে যাবো, ইচ্ছেমত।।
বিদ্রোহ নাকি প্রেমের বাড়াবাড়ি। বাড়াবাড়ি রকমের সুন্দর কবিতা।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময় । 
 
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:০৬
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনি সবসময় মনে আছেন থাকবেনও
ভালো থাকুন সারাবেলা
৪| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:০৩
সুমন কর বলেছেন: ভাল লাগল।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:০৭
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ব্রো।
কবিতাই আপনার আগামন শুভ হোক
৫| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:২২
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর.. ভালো লাগল 
 
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:০৮
সোনালী ডানার চিল বলেছেন: 
ধন্যবাদ ভাই।
কবিতাপাঠে কৃতজ্ঞতা।
৬| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:২২
বশর সিদ্দিকী বলেছেন: আমার খুব ইচ্ছে হয়
তোমার হাতে হাত রেখে
শেষ সূর্যাস্থের বিলম্বিত কাতরতা শুনি কান পেতে
আসলেই ইচ্ছা হয়। একটা ফিলিংস এনে দিলেন।
খুব ভাল লাগল
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:১০
সোনালী ডানার চিল বলেছেন: 
এখানেই আমার লেখা কবিতা হয়ে উঠলো
থ্যাংকস ফর কমেন্ট
৭| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:৪৮
দুঃস্বপ্০০৭ বলেছেন: প্রিয় কবির সুন্দর কবিতায় অজস্র ভালো লাগা 
 
আমার ইচ্ছে তাই আজ তলনী
আমার বধিরতা তাই আজ নপূংশক
আমি আর হয়ত শুধু ভালোবাসাকে
ভালো না বেসে
ইচ্ছেকেই ভালোবেসে যাবো, ইচ্ছেমত।।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:১১
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকেও খুব ধন্যবাদ
ভালো থাকুন সবসময়, শুভসকাল।
৮| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:৪২
নুসরাতসুলতানা বলেছেন: ইচ্ছে তো হয়
দাঁড়াই মানুষের মুখোমুখি
সাহসের মুখোমুখি
স্বপ্নের মুখোমুখি ------- ভাল লাগলো কবিতাটা।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:১৩
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল,
থ্যাংকস কবিতাটি পড়ার জন্য।
৯| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ১০:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ++++++
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:১৩
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস,
শুভ কামনা রইল।
১০| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:০৪
হাসান মাহবুব বলেছেন: সুখপাঠ্য কবিতা। শুভেচ্ছা রইলো।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:১৪
সোনালী ডানার চিল বলেছেন: 
কৃতজ্ঞতা হাসান ভাই নিরন্তর উৎসাহ দেবার জন্য।
শুভসকাল।।
১১| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন: 
নিরুত্তাপ এ দহন যদি
হলকা বলাকায়
আকাশী বেদনায়
প্রগাঢ় কুয়াশা এনে দেয়; অতঃপরও
আমার খুব ইচ্ছে হয়
তোমার হাতে হাত রেখে
শেষ সূর্যাস্থের বিলম্বিত কাতরতা শুনি কান পেতে
অদ্ভুত সুন্দর একটি কবিতা ভাই। 
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:১৬
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস কাণ্ডারী ভাই।
শুভকামনা আপনার জন্য।
ভালো থাকুন সবসময়।
১২| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:২৫
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা। ++++++++
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:২০
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস সাবির
শুভ সকাল
১৩| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:২৮
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
প্রগাঢ় কুয়াশা এনে দেয়; অতঃপরও --- এই লাইনে অতঃপরও শব্দটা ভালো লাগছে না। পড়ার গতিকে বাঁধাগ্রস্থ করছে মনে হচ্ছে।
''অতঃপরও'' শব্দটা ছাড়া কবিতা সুখপাঠ্য।
ঈদের শুভেচ্ছা কবি।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:২৪
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি, থ্যাংকস
দেখি শব্দটা নিয়ে কি করা যায়।
শুভেচ্ছা কবি।
১৪| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৩৭
ভিয়েনাস বলেছেন: দারুন চিল ব্রো।
ঈদ ও পূজার শুভেচ্ছা রইলো।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:২৩
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভিয়েনাস, 
দেরিতে হলেও আপনাকে শুভেচ্ছা
ভালো থাকুন সবসময়
১৫| 
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার লিখেছেন! ইচ্ছেঘুড়ি উড়িয়েই তো বেচেঁ আছি!
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:২৬
সোনালী ডানার চিল বলেছেন: 
ইচ্ছেঘুড়ি উড়ুক স্বপ্নবাজের আকাশে।
শুভ কামনা।
১৬| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:০৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি আর হয়ত শুধু ভালোবাসাকে
ভালো না বেসে
ইচ্ছেকেই ভালোবেসে যাবো, ইচ্ছেমত।।
পুরো কবিতাটাই অসম্ভব সুন্দর। তবে শেষের এই ক'লাইনে মনে হলো, আপনি আমার লেখার কথা ছিলো এমন কথাগুলোই বলে ফেললেন।
এরকম আমার আরো আগে হয়েছে। মাঝে মাঝে খুব রাগ হতো নিগুণ'দার প্রতি। তিনি এতো সব কেনো আগেভাগে লিখে রেখেছেন? ও সবের অনেক কিছুই তো আমার বলার কথা ছিলো। 
যখন মহাদেব সাহার মন ভালো নেই কবিতাটা পড়ি বা আবৃত্তি শুনি, আমার মনে হয় এই কবিতাটা কি আমার লেখার কথা ছিলো না? 
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:২৯
সোনালী ডানার চিল বলেছেন: 
চমৎকার এই প্রকাশিত আবেগ আমার কবিতায় এক অন্য
ব্যঞ্জনা এনে দিল। কবির ভাবনার সাথে পাঠকের সমন্বয়
ভিন্নসুখ এনে দেয়।
থ্যাংকস ব্রো।
শুভ কামনা রইল।
১৭| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা ভালো হয়েছে।
শুভেচ্ছা। 
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস প্রোফেসর
ভালো থাকুন সবসময়
১৮| 
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১:১০
নিরুদ্দেশ বলেছেন: কবিতায় ভালোলাগা।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩৫
সোনালী ডানার চিল বলেছেন: 
ধন্যবাদ ভাই
শুভ সকাল।
১৯| 
১৪ ই অক্টোবর, ২০১৩  ভোর ৪:০০
শ্যামল জাহির বলেছেন: জাদু! 
অনেক ভাল লাগলো কবি।
শুভ কামনা।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩৬
সোনালী ডানার চিল বলেছেন: 
পাঠে কৃতজ্ঞতা।
শুভকামনা রইল
২০| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ৯:১৬
বৃতি বলেছেন: চমৎকার কবিতায় ভাল লাগা থাকলো ।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩৭
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকেও অনেক ধন্যবাদ বৃতি।
শুভকামনা।
২১| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৪০
সায়েম মুন বলেছেন: মুগ্ধপাঠ!
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩৮
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস কবি।
শুভেচ্ছা রইল।।
২২| 
১৪ ই অক্টোবর, ২০১৩  দুপুর ১২:১৯
 আমিনুর রহমান বলেছেন: 
অসধারন ও অনন্য। পাঠে মুগ্ধতা। 
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩৯
সোনালী ডানার চিল বলেছেন: 
শুভ সকাল জেসান ভাই।
কবিতা পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়।।
২৩| 
১৪ ই অক্টোবর, ২০১৩  দুপুর ২:২৯
রাইসুল নয়ন বলেছেন: 
ভালোলাগা রইলো কবি।।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৪০
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস প্রিয় নয়ন।
সুভকামনা নিরন্তর।।
২৪| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২১
আমি সাজিদ বলেছেন: মুগ্ধ।
শুভেচ্ছা জানবেন।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৪২
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস সাজিদ ভাই।
আপনাকেও শুভেচ্ছা।।
২৫| 
২১ শে অক্টোবর, ২০১৩  রাত ১:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা লেখা!! মুগ্ধপাঠ! 
অনেক ভালো লাগল ভাই।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
আপনাদের কমেন্ট খুব বেশি আবেগিত করে,
ভালো থাকুন সবসময়।।
২৬| 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:১৫
লাবনী আক্তার বলেছেন: ছবিটা যেমন সুন্দর ঠিক তেমনি কবিতাটাও চমৎকার লাগল।
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস আপনাকে,
শুভ কামনা নিরন্তর।।
২৭| 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৩১
বোকামন বলেছেন:  
তো বাড়ান্ত তলনী 
শব্দ তিনটি কবিতাকে ভিন্ন মাত্র দিয়েছে !  
তুমিও ততটা কাছে, যতটা এলে
কেউ শুনে ফেলে হৃদপিন্ডের ধুকধুকানি 
পাঠক উপলব্ধি করার চেষ্টা করছি মুখোমুখি অথবা কাছাকাছির দূরত্ব !
কবিতায় অনেক ভালোলাগা , প্রিয় কবি :-) 
ভালো থাকুন যুগ যুগ ...
 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৫
সোনালী ডানার চিল বলেছেন: 
প্রিয় বোকামন,
আপনার অবিমিশ্র ভালোলাগায় এ কবিতা নিজেই উৎফুল্ল!!
শুভকামনা রইল।
২৮| 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৫:৩১
বোকামন বলেছেন: *মাত্রা
 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস।
২৯| 
২২ শে অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৪
অস্পিসাস প্রেইস বলেছেন: "ইচ্ছে তো হয়
দাঁড়াই মানুষের মুখোমুখি
সাহসের মুখোমুখি
স্বপ্নের মুখোমুখি"
ভালো লাগলো কবিতাটা
 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৬
সোনালী ডানার চিল বলেছেন: 
খুব ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
কবিতা পাঠে কৃতজ্ঞতা।।
শুভকামনা রইল।
৩০| 
২৩ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৪:০০
সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর।
 
২৮ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস।
শুভবিকেল।।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিরা কিন্তু ঠিকই সময় কে দাঁড় করিয়ে দেয়,
নিজেকেই দাঁড় করিয়ে প্রশ্নবানে জর্জরিত করে।
ঈশ্বরকে অভিযোগের পাহাড় ঠেলে দেয়।
শুধু কবিরাই পারে অনুযোগ গুলো শিল্প সম্মত করতে,
কবিতার মাধ্যমে তার হুঙ্কার জানান দিতে।
কিন্তু কবিদের হৃদয়ে বিশাল এক নরম উদ্যান থাকে।
যেখানে সে নিতান্তই শিশু, কথা বলতে না পারা কেউ।
যেন অনেক কথার প্রস্তুতি নিয়ে নিছক ফিরে যায় বার বার।
অপ্রাসংগিক, কিন্তু শুরুটা এই কথা বলতে দিল।
আপনার কবিতা নিয়ে বলার নেই।
ব্লগে নিখাদ কবি কয়েকজন ই, আপনি তাদের প্রথম দিকের একজন।
ভালো লাগা জানিয়ে যাই।