নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

জোছনা-হাওয়ার বিষাদী কথোপকথন

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

রাতের বার্নিশ স্মৃতির তেলাপোকা কুরে খায়

জোছনা, চাঁদনি আলো হাওয়ায়

উড়ে আসে মন, ভেসে যাওয়া কথোপকথন

ম্যাপলের ফাকে চাঁদ, জাগে সারারাত

আদরে জোছনা বলো যাকে;

হে স্বৈরাণী হাওয়ার কানাকানি

কখনও বাতাসের রং মেখেছো কি!

বিষন্ন পেলবতার আড়ালের হুতাশন

শুধুই কি মেঘ জড়ো করে ভাবো!



তেলাপোকা কোরা, সার্ডিনের গন্ধভরা আগুন

বেদনার চারপাশে অযুত তামাশা

তোমার নয়, আমার নয়

কান্নার বারিধারায় বিহ্বল চোখ

কারিগর রাতপেঁচার মিলিত সুখে

এ জংধরা মন নিভানো আলোই শুধু খোঁজে

ভুলে যাওয়া সে সুখের ছলকানি দেখা

যেখানে আদিমপ্রীতি ক্ষোভ হয় শুধু

সহজ মরন পায় আবারও জীবন

যে জীবনে আরোধ্য সব প্রেমিক পাবে পূরোহিতমন!



বার্নিশ রাতের পাখি আকাশেই উড়ে

সস্তা কাঁচেরজারে গোল্ডফিশ ঘুমায় অবলীলায়

তোমার হৃদয় কি তার কাছে গচ্ছিত আজ!



বাতাসের রং আনো, জোছনার চাঁদ আনো

আধারের মিশকালো ভুলে যাওয়া সুখ আনো

আমায় ফিরিয়ে দাও জলদ তপন

আমার শরীরে আজ সঘণ স্বজন

বুকে ঘুমায়, কাঁধে মুখ, গন্ধে ব্যাকুল

আমি আজ আঁধারে, জোছনার বিহারে

কল্পসুখের কৃত্রিম বাজারে

এভাবেই দুখে থাকা, নিরব বামনরাত

সুখ-সুখ তোমার দারুন উষ্ণতায়

ঘষামাজার বুনোঝোপে রুইয়ে দেবে

বাসনার অনল

তখন ভুলকোপে সত্যিসাপের ছোবলে

বিনিময় বুঝবে বাতাস, জোছনা আর সদ্যমৃত

অপরুপ কামনারা তোমার!!





অলগেট, লন্ডন।

২২.১০.২০১৩

মন্তব্য ৫৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

নেক্সাস বলেছেন: কবি মেলাদিন পর আপনার লিখা একটা অনবদ্য ময়াচিউরড কবিতা পড়লাম।

খুব ভালা লাগা রইল

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই;
চমৎকার কমেন্টে উৎসাহ আসে, প্রেরণা পাই নতুন লেখার।।

শুভকামনা রইল.।.।.।.।.।

২| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

সুমন কর বলেছেন: আমার শরীরে আজ সঘণ স্বজন
বুকে ঘুমায়, কাঁধে মুখ, গন্ধে ব্যাকুল
আমি আজ আঁধারে, জোছনার বিহারে
কল্পসুখের কৃত্রিম বাজারে


ভালো হয়েছে।

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস সুমন।
আমার কবিতায় আপনাকে স্বাগতম।

শুভকামনা রইল..............

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

রাইসুল সাগর বলেছেন: অনেকদিন পর একটা খুবই চমৎকার গদ্য কাব্য পড়ে অনেক অনেক ভালো লাগলো। শুভকামনা জানিবেন নিরন্তর।

ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে দেখেও খুব ভালো লাগছে।
কবিতা পাঠে কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন।

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

একজন আরমান বলেছেন:
নতুন কিছু শব্দ জানলাম।
চমৎকার লিখেছেন প্রিয় কবি।


সার্ডিন কি?

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আরমান ব্রো।
সার্ডিন আমার খুব প্রিয় একটি মাছ! অনেকটা ছোট ইলিশের মত স্বাদ।


শুভকামনা রইল।


৫| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর, বাহ !

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ মুন।

ভালোথাকুন সবসময়।

৬| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

জুন বলেছেন: বাতাসের রং জোছনার চাঁদ
আর আধারের মিশকালো ভুলে যাওয়া সুখ আনার পর ফিরিয়ে দিল জলদ তপন, আমার শরীরে আজ সঘণ স্বজন

চমৎকার কাব্য কথন সোনালী ডানার চিল।
+

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে আমার কবিতায় পেয়ে খুব ভালো লাগছে।
চমৎকার মন্তব্যের জন্য থ্যাংকস।

শুভকামনা নিরন্তর।

৭| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার!

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস প্রিয় ব্লগার।
শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়।

৮| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
এ জংধরা মন নিভানো আলোই শুধু খোঁজে"

চমৎকার!

প্লাসের ঝর্ণাধারায় সিক্ত হোন ....

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
ওয়েলকাম আমার কবিতায়।
আন্তরিক শুভেচ্ছা জানবেন।

শুভদুপুর।

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭

আমিনুর রহমান বলেছেন:




... এবং অনন্য। পাঠে মুগ্ধতা।


বাতাসের রং আনো, জোছনার চাঁদ আনো
আধারের মিশকালো ভুলে যাওয়া সুখ আনো
আমায় ফিরিয়ে দাও জলদ তপন
আমার শরীরে আজ সঘণ স্বজন

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস জেসন ভাই।
আপনার মুগ্ধতা থেকেই কবির পূর্ণতার শুরু!!

কৃতজ্ঞতা দারুন মন্তব্য।।

১০| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল,


রাতের বার্নিশ স্মৃতির তেলাপোকা যখোন কুরে কুরে খায়, তখোন সোনালী ডানায় ভর দিয়ে আসা জোছনায় বিষাদী কথোপকথন এমোনটাই হয়... যেমোনটা আপনার কবিতায় ।

সে রাতের স্বৈরাণী হাওয়াকে তাই শুধাতেই হয় - কখনও বাতাসের রং মেখেছো কি !


ভালো লেগেছে ।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় আহমেদ ভাই।
আমার কবিতায় আপনাকে স্বাগত।

চমৎকার মন্তব্যের পুরোটার কবিতার পূরস্কার হিসাবে নিলাম!!

শুভকামনা রইল!!

১১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

মামুন রশিদ বলেছেন: রাতের বার্নিশ স্মৃতির তেলাপোকা কুরে খায়
জোছনা, চাঁদনি আলো হাওয়ায়
উড়ে আসে মন, ভেসে যাওয়া কথোপকথন
ম্যাপলের ফাকে চাঁদ, জাগে সারারাত
আদরে জোছনা বলো যাকে;

ভাবনার বিচিত্রতা, উপমার দারুণ প্রয়োগ আর অনুভুতির সূক্ষ্ণ প্রকাশ পুরো কবিতায় যেন মুগ্ধতা ঢেলে দিয়েছে ।

মু্গ্ধ করা কবিতায় ভালোলাগা, ভালোবাসা!

৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

চমৎকার কমেন্ট খুব উৎসাহিত করে সবসময়।

ভালো থাকুন।

১২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।

৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মুন ভাই।

শুভকামনা রইল।।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ম্যাপল, স্বৈরানীর মত কিছু শব্দ এসেছে কিন্তু খটকা লাগেনা পাঠে। বাক্যের বুনন এমনি ক্ষমতাধর ভালোলাগায় আচ্ছন্ন করে রাখে।
আপনার কবিতায় চরিত্রের ব্যাপকতা থাকে, এই কবিতায় যেন আরো বেশি। কিন্তু বললাম না, পাঠে ভালোলাগাটা থেকে যায়।

জোছনা নিয়ে সবকিছু প্রিয়।
জোছনা দেখার লোভ কখনো ঘোরে ফেলেও দেয়।

নেক্সাস ভাই ম্যাচুরিটির কথা বললেন।
আমি বলবো, আপনার কবিতায় ম্যাচুরিটি নতুন না।
বরং যারা ম্যাচুরড কবিতায় আমাদের মুগ্ধ করছেন নিয়মিত, আপনি তাদের একজন।

৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
আপনার প্রগাঢ় পাঠে আমার কৃতজ্ঞতা !!

কবিতার ম্যাচুরিটি নিয়ে আর ভাবি না!!

শুভ দুপুর!!

১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মাসুম ভাই।

ভালো থাকুন।।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে কবিতা পড়তে। কিছু টাইপো আছে ।
এটা কি স্বৈরিণী হবার কথা নয় ?

শুভকামনা ভাইয়া

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে।
হয়ত এটা স্বৈরিণী হওয়ার কথা ছিল।

ভালো থাকুন সবসময়।।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ফেসবুকেই পড়েছি। ভালো লেগেছে। তাই এখানেও বলে গেলাম।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
ভালো থাকবেন সবসময়!!

১৭| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ কবিতা।

ভালো লাগা জানিয়ে গেলাম।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস প্রোফেসর!!
ভালো থাকবেন সবসময়।

১৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনাকে শব্দকর বলা যেতে পারে কিংবা শব্দের যাদুকর। অসাধারন লাগলো।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
কাণ্ডারি ভাই থ্যাংকস।
একজন শব্দ সৈনিক বলতে পারেন!!

১৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।

অলগেট থেকে ১৫/ ১১৫/ এন১৫ বাসের জন্য কতদিন দাঁড়িয়ে থেকেছি.... পুরানো কথা মনে পড়ে গেল....

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

হ্যাঁ, অথবা ২৫ নং বাস!!

২০| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

ভিয়েনাস বলেছেন: রাতের বার্নিশ স্মৃতির তেলাপোকা কুরে খায়
জোছনা, চাঁদনি আলো হাওয়ায়
উড়ে আসে মন, ভেসে যাওয়া কথোপকথন
.... প্রথম তিন লাইন পড়েই ভরাট কবিতার স্বাদ পেলাম। খুব চমৎকার কিছু শব্দের ব্যবহার মুগ্ধ করলো।

জোছনা-হাওয়ার বিষাদী কথোপকথন কবিতায় অনেক ভালো লাগা রেখে গেলাম ব্রো।

শুভ কামনা সব সময়ের জন্য।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভিয়েনাস।

চমৎকার মন্তব্যে খুব ভালো লাগা।

আপনার জন্যও শুভকামনা।

২১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কবিতা চমৎকার হয়েছে!

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
শুভকামনা রইল।।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

বেদনার চারপাশে অযুত তামাশা। লাইনটা কেন যেন মনের ভেতর গেঁথে গেলো।

কবিতায় মুগ্ধতা।

শুভেচ্ছা।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাইয়া।
আপনার ভাললাগা আমার কবিতায় একটা দ্রষ্টব্য!!

ভালো থাকুন সবসময়।।

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

রাইসুল নয়ন বলেছেন:







মুগ্ধ হওয়া ছাড়া আর কি ই বা পারি!!
আপনার মতো ভাবতে ইচ্ছা করে কবি।।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
ভাবুন, আর আমরা তো সব একগোত্রভুক!!

থ্যাংকস কবি!!

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

লাবনী আক্তার বলেছেন: বাতাসের রং আনো, জোছনার চাঁদ আনো
আধারের মিশকালো ভুলে যাওয়া সুখ আনো
আমায় ফিরিয়ে দাও জলদ তপন
আমার শরীরে আজ সঘণ স্বজন



ভালো লাগল কবিতা।

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য।
ভালো থাকুন সবসময়।।

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮

আরজু পনি বলেছেন:
অনক দারুণ কবিতা ...

মুগ্ধতা রইল ।

'সার্ডিন' শব্দটার মানে আম্ওি জিজ্ঞেস করবো ভেবেছিলাম, পড়ে দেখি আরমান্ও জিজ্ঞেস করে জেনে নিয়েছে এর মধ্যেই ।

শুভেচ্ছা রইল ।।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতাপাঠে কৃতজ্ঞতা জানবেন!!
শুভকামনা রইল আপনার জন্যও।

থ্যাংকস।

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার শব্দচয়ন। মুগ্ধপাঠ।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই।
শুভ সকাল।।

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২

আশিক মাসুম বলেছেন: যে জীবনে আরোধ্য সব প্রেমিক পাবে পূরোহিতমন!




দারুণ দারুণ দারুণ।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবিভাই।
ভালো থাকুন সবসময়।

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনার কবিতা পড়ে আমার পছন্দের একটা গান মনে পড়ে গেলঃ
Let's dream in the moonlight
Tell me that you love me
Tell the stars above me
What's in you heart

Let's dream in the moonlight
Say you're glad you found me
Put your arms around me
Before we part

Even though it's just pretending
And the night is almost through
I can say I'm only lending
When I give my heart to you

Let's dream in the moonlight
Let your lips touch mine
Though we're only dreaming tonight
Tonight :)

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ লিরিক!!
শেয়ার করার জন্য ধন্যবাদ।

থ্যাংকস এ লট!!

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

শ্যামল জাহির বলেছেন: সার্ডিন আমারও প্রিয়।
তেলে ভেজে খাই। কখনো ভাজাহীন- পেয়াজ ঝোলে মন্দ লাগেনা। কৌটার সার্ডিনের আমন্ত্রণ জানালে চিলের সোনালী ডানায় ভর করে চলে আসব একদিন।

শব্দের জাদুকর,
কবিতা পড়ে বিস্মিত! মুগ্ধ!

অনেক অনেক ভাল থাকবেন।
শুভ কামনা।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
খুব আমন্ত্রণ রইল।
আসুন একদিন শুধু কবিতা আর প্রিয় মাছ ভাজা হবে!!!

থ্যাংকস কমেন্ট এ।
শুভ সকাল।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.