নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
যেখানে রাতগাড়ী মন খারাপ করে থামে
যেখানে সমুদ্র ফেলে দীর্ঘঃশ্বাসের ফেনা
আমারও গন্তব্য আজ সেই মঞ্জিলে
বিষাদ ছড়িয়ে সুখের ঢেউ গোনা
মনের বিকারে পুড়ছে ক্ষোভ-তাপ
ষ্টেশনের ঘড়িটা বেজায় লেট
আমার বুকের উপসম উধাও
প্রেমকি ভরায় উপবাসী বুকপেট
কালো আগুনে আত্মহুতি দিল যে
সুখসাগরে এ কার বসতী আজ
কোথায় লুকিয়ে সেই পুড়ামুখখানী
বিরহে প্রাচীরে জংলালাবনী সাজ
আর কতকাল খুঁজবো তোমায় মেয়ে
কোথায় পাবো দেখা তোমার বলো
তারায় ফেরারী মনান্তরে দেখো
আত্মত্যাগের ওপাশে ভীষন আলো
কষ্টপাহাড় ঠেলেঠেলে হয়রান
সাগরমাতাল বিচ্ছেদে অবসান
রাতগাড়ীও ফিরবে নিশ্চয়
তুমি যদি আসো
কন্ঠে নিয়ে গান
যে গান পোড়াবে হতাশা আশিদাঁগ
যে গানে উষ্ণ বিষুবরেখা ঘোরে
আমার সিথানের রঙচঙা শয়তান
অথর্ব সেই প্রেমাগুনে পোড়ে
সুখশান্তি কুলুঙ্গীতে তুলে রাখো
হয়তো ফিরে আমিষ খাবো আজ
শুদ্ধদানব মনের গহীনে জ্বালে
বিতৃষ্ণার কল্পিত কারাগার
আগুনে আগুন শোকের পরিধি শেষ
প্রেমিকা তুমি চলে যেত পারো আজ
আমার হৃদয়ে নেই আর অধিকার।।
অলগেট, লন্ডন
২৮।১০।২০১৩
(কৃতজ্ঞতা - কবিত্রয়ী)
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, লাইনগুলো রেজিষ্ট্রি করে দিলাম আর অন্যশব্দরা অন্যকারো জন্যে;
শুভদুপুর।।
২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯
মহিদুল বেস্ট বলেছেন: দারুন লেগেছে! মাঝের দিকে +
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাইয়া;
আপনাকে স্বাগত জানালাম।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস ওয়ান কবি।
আর কতকাল খুঁজবো তোমায় মেয়ে
কোথায় পাবো দেখা তোমার বলো
তারায় ফেরারী মনান্তরে দেখো
আত্মত্যাগের ওপাশে ভীষন আলো
অসাধারণ।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, দূর্জয়কবি ফেলে রাখা লাইনগুলো কি আপনি নিবেন!!
কৃতজ্ঞতা!!
৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩
সুমন কর বলেছেন: প্রথমের দিকে বেশী ভাল লেগেছে। তবে পুরোটা সুন্দর।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার ভালোলাগাটুকুই আমার উদ্বৃত্তফলন, কবিতার সার্থকতা!!
থ্যাংকস বন্ধু।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিতে পারি নতুন কবিতা
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
জবাব আসবে নতুন কবিতায়!!!
৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এত সুন্দর ভাবে লিখেন, মাঝে মাঝে আমারও ভীষন লিখতে ইচ্ছে করে। ভাবছি একটা কবিতা লিখব- এক দিন আমি কবি হব।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ কাভা ব্রঅ!!
আপনার মত দারুণ সৃজনশীল মানুষের উচ্ছাস প্রেরণা আনে সতত!!!
আপনার কবিতাতো পড়েছি অলরেডি!!
৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯
নিরুদ্দেশ বলেছেন: অনবদ্য। মন ছুঁয়ে গেল
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার নিকটা কবিতা মনে করিয়ে দেয়।
থ্যাংকস মন্তব্যের জন্যে,
ভালো থাকুন সবসময়।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: খুব ভাল লাগল কবিতাটি।
কবি ভাল থাকুন নিরন্তর।
++++++
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ শোভন;
ভালো থাকুন সবসময়
৯| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
ভিয়েনাস বলেছেন: কালো আগুনে আত্মহুতি দিল যে
সুখসাগরে এ কার বসতী আজ
কোথায় লুকিয়ে সেই পুড়ামুখখানী
বিরহে প্রাচীরে জংলালাবনী সাজ ...
অদ্ভূত সুন্দর ঝরঝরে কবিতা মনে হলো।প্রান্জল ভাষায় বলে যাওয়া কিছু বিষাদী কথা।
ভালো লাগা থাকলো ব্রো।
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভিয়েনাস
ভালো থাকুন সবসময়।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯
মামুন রশিদ বলেছেন: আপনার কবিতা যত পড়ছি, ততই মুগ্ধ হচ্ছি ।
আমারও গন্তব্য আজ সেই মঞ্জিলে.. মঞ্জিল শব্দটা দুর্বল ঠেকেছে ।
শুভকামনা কবি ।
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মামুন ভাই।
আমারও মনে হয়েছিল, দেখি কোন শব্দ পাওয়া যায়!!
আপনার জন্যও শুভকামনা।।
১১| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১০
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা.... ভালোলাগ..।
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আমার কবিতায় আপনাকে স্বাগতম।
ভালো থাকুন।
১২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৪
নাজিম-উদ-দৌলা বলেছেন:
মুগ্ধ হয়ে গেলাম পড়ে।
শেষ প্যারাতে গিয়ে হঠাৎ ফরম্যাট চেঞ্জ করাটা কি নতুন ধরনের কিছু লেখার উদ্দেশ্যে করেছেন?
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ প্রিয় ব্লগার।
লিখতে লিখতে লেখা আর কি!!
শুভকামনা রইল।
১৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার শেষাংশ ভালো লেগেছে।
বসতি, পোড়ামুখখানি -- হবে।
শুভকামনা ভাইয়া
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে।
ঠিক করতে হবে!!!!!
ভালো থাকুন সবসময়।।
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০
সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা
আত্মহুতি শব্দটা ঠিক করে নিয়েন।
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ মুন।
নিতে হবে!!
শুভকামনা সবসময়।।
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৯
বোকামন বলেছেন:
অথর্ব সেই প্রেমাগুনে পোড়ে
সুখশান্তি কুলুঙ্গীতে তুলে রাখো
হয়তো ফিরে আমিষ খাবো আজ
শুদ্ধদানব মনের গহীনে জ্বালে
বিতৃষ্ণার কল্পিত কারাগার
খুবই চমৎকার কবিতা !
বিষাদের সুরে অচেনা বিষাধময়তা ...
আগুনে আগুন শোকের পরিধি শেষ
প্রেমিকা তুমি চলে যেত পারো আজ
লাইনদুটির সাখে বোকমনের বোকা ভাবনার বেশ মিল পেলুম ! View this link হাহ হা :-)
ভালো থাকুন প্রিয় কবি :-)
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
বোকামনের ভাবনার সাথে মিলতে পেরে আমি খুব উচ্ছ্বাসিত!!
থ্যাংকস প্রিয় ব্লগার;
শুভ দুপুর!!
১৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
একজন আরমান বলেছেন:
প্রতিটা লাইন মনে ধরার মতো।
শুদ্ধদানব মনের গহীনে জ্বালে
বিতৃষ্ণার কল্পিত কারাগার
আগুনে আগুন শোকের পরিধি শেষ
প্রেমিকা তুমি চলে যেত পারো আজ
আমার হৃদয়ে নেই আর অধিকার।।
অনেক ভালো লাগলো প্রিয় কবি।
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আরমান ভাই।
খুব ভালো থাকুন।
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার কবিতা ভাই।
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কাণ্ডারি ভাই।
শুভকামনা রইল।
১৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইল কবির জন্য।
কবিতা বেশ ভালো লেগেছে।
ধন্যবাদ।
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে কবিতায় স্বাগত!!
থ্যাংকস ফর কমেন্ট।।
১৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ!! মুগ্ধপাঠ!
৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ অভি।
ভালো থাকুন সবসময়।
২০| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
হাসান মাহবুব বলেছেন: মোহময়।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই।।
শুভসন্ধ্যা!!
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম পাঠ বলা যাবে না,
কিন্তু প্রথম মন্তব্য।
কবিতা বরাবরের মতই সুন্দর।
কিছু লাইন নিজের মনে হয়।
শুধু এক দুটো শব্দের অন্য ভাবনায়।