নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

নিরীক্ষা - ১

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২



কখনও যখন সাগর নুয়ে পড়ে

আকাশ বাঁধে দীর্ঘঃশ্বাসের খোঁপা

আমার পরাণে তোমার বিষহুল

প্রেমহীন শোক যায়কি তখন মাপা?



অংশপূরাণ হংস সায়রে খেলে

চতূর্ভূজের পুরোটাই খেয়ালী

দুঃখ নাটাই তোমার হাতেই ছিল

অপেক্ষার নামে এ কোন হিয়ালী!



চিকন সতেজ পাথররঙের ফল

অসম এক দ্বন্ধে ভরা মন

আমার পকেটে ডিমের খোসা রেখে

জোৎস্না কি ভেজাবে চোখের কোণ!



আবেগসবেগ পুরোটা তোমার দান

সন্ধ্যা এখন কৃষ্ণের গোয়ালে

ফানুস উড়িয়ে প্রতিবন্ধী প্রেম

প্রশ্ন করে কতটা খোয়ালে?



কতটা হারালে কবি হতে পারে কেউ

কতটা দূরে নিশ্চুপ বাতিঘর

কান্নার রঙ কেন আজ বিষাদী

তৃষার মায়ায় হৃদয়ে অন্তর্জর।



তোমাকে নিয়ে এই প্রেমপ্রেম খেলা

মুছে ফেলার দারুণ সাহস নিয়ে

বর্মে ঢেকে গচ্ছিত স্মৃতিখানি

কিনেছি অশ্রু সবটা স্বপ্ন দিয়ে।।

মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
''অংশপূরাণ হংস সায়রে খেলে
চতূর্ভূজের পুরোটাই খেয়ালী
দুঃখ নাটাই তোমার হাতেই ছিল
অপেক্ষার নামে এ কোন হিয়ালী!''

পুরো কবিতাটাই কোট করার মত।
দূর্দান্ত।
আপনার সব কবিতাই অসাধারন।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
এইসব প্রেরণার আলোই কবিতার পথ দেখাচ্ছে!!

থ্যাংকস; আমাদের কবিতার যাত্রা শুভ হোক!!
শুভসন্ধ্যা.

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আকাশ বাঁধে দীর্ঘঃশ্বাসের খোঁপা---- এই লাইনটা সুন্দর

আমার পকেটে ডিমের খোসা রেখে
জোৎস্না কি ভেজাবে চোখের কোণ!
---ছুয়ে গেছে

শুভেচ্ছা নেবেন

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আমার কবিতায় আপনাকে স্বাগত!!

ভালো থাকুন সবসময়; শুভসন্ধ্যা!!

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১:০২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কতটা হারালে কবি হতে পারে কেউ
কতটা দূরে নিশ্চুপ বাতিঘর
কান্নার রঙ কেন আজ বিষাদী
তৃষার মায়ায় হৃদয়ে অন্তর্জর।

০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
থাঙ্ক্স আপনাকে;

ভাল থাকুন সবসময়....

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ২:৫১

শিপন মোল্লা বলেছেন: দারুন কবিতা। এক কথায় চমৎকার।

০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক থাঙ্ক্স বন্ধু

অনেক দিন পর আমার কবিতায় আপনাকে দেখে ভাল লাগল

ভাল থাকুন...

৫| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:০৯

তওসীফ সাদাত বলেছেন: খুবই ভালো লেগেছে । চমৎকার।

০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
থাঙ্ক্স ভাই

ভাল থাকা হোক...

৬| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


===========================
অংশপূরাণ হংস সায়রে খেলে
চতূর্ভূজের পুরোটাই খেয়ালী
দুঃখ নাটাই তোমার হাতেই ছিল
অপেক্ষার নামে এ কোন হিয়ালী!
===========================

কবি! চমৎকার লাগল।
অনেক অনেক ভাল লাগা জানবেন।
++++

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস শোভন ভাই।

খুব ভালো লাগল আপনার কমেন্ট পড়ে,
ভালো থাকবেন সবসময়।

৭| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৪

শোশমিতা বলেছেন: চমৎকার কবিতা!
অনেক ভালো লাগলো +

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস প্রিয় পাঠক।
অনেক দিন পর আমার কবিতায় আপনার কমেন্ট দেখে সুখী হলাম।

ভালো থাকুন, নিরাপদে থাকুন।।

৮| ০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৫:১০

অনাহূত বলেছেন:
ভালো লাগা কবি।

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি।

আপনার ব্যস্ততার মাঝেও এই কমেন্ট মুগ্ধ(!) করল খুব।

৯| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল,

.....কতটা হারালে কবি হতে পারে কেউ...
বিপুল কষ্ট নিয়ে নিটোল একটি নিরীক্ষার কথা লিখেছেন ।সুন্দর ।


অনুমতি দিলে আমিও একটি নিরীক্ষন যোগ করতে চাই -

.....যদি হৃদয় মন্দিরে কারো ছায়া
ফেলে রাখে শুধু ধুসর ছাপ,
যদি অপসৃয়মান কারো কায়া
সবটা অশ্রু নিয়ে এক বিষাদী মায়া
হয়ে যায় বাড়ালেই হাত ।
তাকে হারালেই খানিকটা কবি
হয়তো হ্ওয়া যায়, কবিতায় মাত
করা যায় হয়তো নিশ্চুপ কোনও রাত .....

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস প্রিয় ব্লগার!
চমৎকার কমেন্টের জন্য খুব একরাশ ধন্যবাদ।

আপনার নিরীক্ষণ আমার কবিতাকে আলাদা মর্যাদা দিল!
খুব সুন্দর হয়েছে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।।

১০| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

এম মশিউর বলেছেন: কতটা হারালে একজন ভালো কবি হওয়া যায়? কবিতা লিখতে পারি না কেন? যে দুয়েকটা লিখেছি তার কোনটাই কবিতার মর্যাদা পায় না।

আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতার ক্ষরণ রোখে সাধ্য কার!!

শুভকামনারা আপনার জন্য!!

১১| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা কবির জন্য!



কবিতা ভালো লেগেছে। ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস নিলসাধু;

ভালো থাকুন সবসময়।।

১২| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

হাসান মাহবুব বলেছেন: আপনি তো ছন্দকবিতায়ও দারুণ কবি!

হিয়ালি- হেঁয়ালী হবে নাকি?

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই। আপনার কমেন্ট উৎসাহ এনে দেয়।।

হেঁয়ালী ই হবে!!

শুভ বিকেল।।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ! :)

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে;
ভালো থাকুন সবসময়।।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২

সপ্নাতুর আহসান বলেছেন: কতটা হারালে কবি হতে পারে কেউ- চমৎকার লিখেছেন

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

খুব শুভকামনা রইল।।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

ভিয়েনাস বলেছেন: অংশপূরাণ হংস সায়রে খেলে
চতূর্ভূজের পুরোটাই খেয়ালী
দুঃখ নাটাই তোমার হাতেই ছিল
অপেক্ষার নামে এ কোন হিয়ালী! ..... এতো সুন্দর করে লিখেন বলেই বার বার পড়তে আসি।

অনেক ভালো লাগলো।

শুভ কামনা ব্রো।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
আমার আন্তরিক ধন্যবাদ জানবেন।
খুব ভালো লাগল আপনার কমেন্ট পড়ে।

শুভ বিকেল।।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

মোঃ ইসহাক খান বলেছেন: কয়েকটি চমৎকার দৃশ্যপট তৈরি করতে পেরেছেন। কবিতায় প্রাণপ্রতিষ্ঠা যাকে বলে। শুভেচ্ছা রইলো।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আমার কবিতাই আপনাকে স্বাগত!!

শুভকামনা নিরন্তর।।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বরাবরের মতই প্রাণবন্ত !

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস অভি।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মাসুম ভাই।

শুভেচ্ছা অফুরান।।

১৯| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৭:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার পকেটে ডিমের খোসা রেখে
জোৎস্না কি ভেজাবে চোখের কোণ!


দৃশ্যপট ভেবে আমোদিত হচ্ছি। নাইস ওয়ান কবি।

শুভেচ্ছা।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, আপনার আমোদ আমার কবিতায় ভুয়াসি প্রেরনা!!
থ্যাংকস পড়ার জন্য।

ভালো থাকুন সবসময়।।

২০| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

সায়েম মুন বলেছেন: কতটা হারালে কবি হতে পারে কেউ
কতটা দূরে নিশ্চুপ বাতিঘর
কান্নার রঙ কেন আজ বিষাদী
তৃষার মায়ায় হৃদয়ে অন্তর্জর।
---সুন্দর ছন্দময় কবিতা!

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মুন ভাই।
শুভকামনা রইল।।

২১| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: পুরোটা সুন্দর !!!

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

সোনালী ডানার চিল বলেছেন: থ্যাংকস দাদা।
ভালো থাকুন সবসময়।।

২২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।

শুভকামনা।।

২৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

নেক্সাস বলেছেন: তোমাকে নিয়ে এই প্রেমপ্রেম খেলা
মুছে ফেলার দারুণ সাহস নিয়ে
বর্মে ঢেকে গচ্ছিত স্মৃতিখানি
কিনেছি অশ্রু সবটা স্বপ্ন দিয়ে।।


কবি আমার চোখে পানি এনে দিলেন

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় ব্লগার!
আপনার আবেগ আমার কবিতার খুব বড় প্রাপ্তি;
ভালো থাকুন সবসময়।।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কতটা হারালে কবি হতে পারে কেউ
কতটা দূরে নিশ্চুপ বাতিঘর
কান্নার রঙ কেন আজ বিষাদী
তৃষার মায়ায় হৃদয়ে অন্তর্জর।

জানিনা কবিরা কখন কবি হয়? অতি সুখে না অতি দুঃখে? কবিতায় অনেক ভালো লাগা... অভিনন্দন...

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
সুখ আর দুঃখের পরম্পরায় কবিতার উপাদান, কবিরা হয়তো অসুখেই সুখ খোঁজে, সুখে অ-সুখ!!!

থ্যাংকস সুন্দর কমেন্টে,
শুভকামনা রইল!!

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


কতটা হারালে কবি হতে পারে কেউ
কতটা দূরে নিশ্চুপ বাতিঘর
কান্নার রঙ কেন আজ বিষাদী
তৃষার মায়ায় হৃদয়ে অন্তর্জর।



ভাই মুগ্ধতা এইলাইনগুলোতে, অদ্ভুত লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই।
আপনার মুগ্ধতা ধার করে আবারও লিখবো কিছু!!

ভালো থাকুন সবসময়।

২৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

সোমহেপি বলেছেন: আমি ঠিক রিকগনাইস করতে পারছি না নিরীক্ষা কেনো বলছেন। প্রথম অংশে একটা ছন্দ দোল খায় যদিও ২য় প‌্যারাতে এসেই কেমন যেনো আর সেই দোল টা বন্ধ হলো মনে হলো ।

মিটার মাপামাপি করে অবশ্য দেখিনি।

ভাললাগা।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস, চমৎকার মন্তব্যেও জন্য।

আমি এখানে আসলে নিরীক্ষা করেছি, ভালবাসার, আমাদের সম্পর্কের, কবিতার ভিতরকার অভিব্যক্তির!!
আর কবিতার ছন্দ নিরীক্ষণের আসলে আমি তো কিছুই জানি না!!

ভালো থাকুন সবসময়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.