নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

তিনজন কৃষক কবিতার সংজ্ঞায় নিজেদের প্রশ্নবিদ্ধ করেছে!

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

আমি অপেক্ষার জাল বুনি

হলুদ রাতে

আমি আশাহত নই, লাল প্রভাতে যখন তুমি তড়পাও

বিবেকের মত, শনির মত; কালসাপ হয়ে

আমি দারুণ আশা বুকে নিয়ে মসৃণ কার্পেটে দাগ রাখি

ফেনাহীন তুষের মত শীতল অঙ্গার পোড়ে কামনার এসট্রেতে

শাখাহীন, ঝোপঝাড় পাতাহীন

কবিতা বোনে তিনজন কৃষক

বোধের শরীর ঘেষে যে নরম মেঘ তুমি দেখেছিলে

সেখানে কেউ কেউ উত্তেজক লালা ফেলে

ঘামচাটা, কামগন্ধভূক নারীর মত

যা কবিরও দৃষ্টি এড়িয়ে শুধুই ঘূর্ণিতে;

সম্ভ্রম মানে কি রোদভরা দিন!

সন্তাপ মানেই কি ভোরের আযান!



আমি অপেক্ষার জাল বুনি সেসব কৃষকমননে

যারা নারীরও উর্ধে লেলুপ বিপরীত বাসনায়

হয়তো বলতে পারো, বাসনার অন্তর্নিত অভিজ্ঞান যদি উপভোগই হয়

হে কবিসকল! তোমরা কি মুখোসের আড়ালে বেয়াদপ প্রতারক নও!



আমি সাজিয়ে রেখেছি সে প্রতিউত্তর

আমার মনবাসনা টলেনি এত ক্রোধেও

যতই আঙুল তুলে বলো: আসামী!

আমিতো ভাসতে আসি নি

রঙের গোলকে মন চুবায়ে

শুধু পেটেভাতে কাঁদতে আসিনি:



কবিরা স্বপ্ন দেখে এমন

কবিতা এসব কৃষকের নিড়াণীর ফসল

নারীর কামগন্ধ খোঁজে যে বাউন্ডুলে মন

কবিতা তারই কামজ সঙ্গম!!



০৬/১১/২০১৩

মন্তব্য ৫৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বোকামন বলেছেন:
হে কবিসকল! তোমরা কি মুখোসের আড়ালে বেয়াদপ প্রতারক নও!

লাইনটি নিয়ে আগে ভাবতে হবে !
অতঃপর কবিতাগাহন করবো ।

প্লাস রেখে গেলুম ।

আবার আসবো :-)

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় বোকামন,
আপনার আগমন আমার কবিতায় সবসময় প্রশস্তির!

আবারো আপনার অপেক্ষায়!!
শুভদুপুর।।

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৫

বোধহীন স্বপ্ন বলেছেন:
শিরোনাম দেখে ডুকলাম, দেখি এ তো কবিতা !!!

হলুদ রাত, লাল প্রভাত, কবিতা বোনে তিনজন কৃষক, পেটেভাতে কাঁদতে আসিনি,........ অদ্ভুত লাগলো !!!

"মুখোসের আড়ালে বেয়াদপ প্রতারক", প্লাস দিলাম ।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় আপনাকে স্বাগত।
আপনার এ অদ্ভূত ভালোলাগা তুলে রাখলাম কবির হৃদয়ে।।

শুভকামনা রইল।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২২

হাসান মাহবুব বলেছেন: মুগ্ধতা...

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে হাসান ভাই।
আপনার এই মুগ্ধতা আমার কবিতায় উদ্দীপক তিয়াশা!!

শুভদুপুর।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪

তন্ময় ফেরদৌস বলেছেন: +++

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়।।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর কবিতা খুব ভালো লেগেছে প্রিয় কবি সোনালী ডানার চিল :)

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ;
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম!

ভালো থাকুন সবসময়।।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

মামুন রশিদ বলেছেন: কবিতায় ভালোলাগা ।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মামুন ভাই।
শুভকামনারা আপনার জন্য।।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়!!

৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭

ভবঘুরের ঠিকানা বলেছেন: সুন্দর একটি কবিতা পরলাম। শুভকামনা নিরন্তর।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার জন্যও অনেক শুভেচ্ছা;
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ.।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দেখে গেলাম।
রাতে আবার অনলাইন হয়ে পড়বো :)

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
বিশদ উত্তরের অপেক্ষায়।।

শুভসন্ধ্যা!!

১০| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:




কবিরা স্বপ্ন দেখে এমন
কবিতা এসব কৃষকের নিড়াণীর ফসল
নারীর কামগন্ধ খোঁজে যে বাউন্ডলে মন
কবিতা তারই কামজ সঙ্গম!!

দারুণ !!

চমৎকার কিছু শব্দ ব্যাবহার করেছেন পুরো কবিতায়।
অনেক অনেক ভাললাগা প্রিয় চিল।
++++

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস শোভন।
চমৎকার কমেন্টে অনেক ভাললাগা।

খুব শুভকামনা রইল!!

১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭

এম মশিউর বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আপনাকেও শুভেচ্ছা!!

১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কবিতারব্যাপ্তিসীমা অসীম প্রিয় সোনালী ডানার চিল , নিজেকে সৌভাগ্যবান মনে করছি আপনার কবিতার নিয়মিত পাঠক হতে পেরে !

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
গুড মর্নিং প্রিয় ব্লগার!!
আপনার এই কমেন্ট কি আমার কবিতার সবচে বিশাল প্রাপ্তি নয়!!


থ্যাংকস এই চমৎকার উদ্দীপনায়!!

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩২

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
শুভকামনা রইল।।

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

সুমন কর বলেছেন: চমৎকার!!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে।
ভালো থাকুন সবসময়।।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

হয়তো বলতে পারো, বাসনার অন্তর্নিত অভিজ্ঞান যদি উপভোগই হয়
হে কবিসকল! তোমরা কি মুখোসের আড়ালে বেয়াদপ প্রতারক নও!


ভাবনায় পরে গেলাম ভীষণ এই লাইন দুটো পড়ে।

যার সমাধান এসে পেলাম

আমিতো ভাসতে আসি নি
রঙের গোলকে মন চুবায়ে
শুধু পেটেভাতে কাঁদতে আসিনি:

কবিরা স্বপ্ন দেখে এমন
কবিতা এসব কৃষকের নিড়াণীর ফসল
নারীর কামগন্ধ খোঁজে যে বাউন্ডুলে মন
কবিতা তারই কামজ সঙ্গম!!


দারুণ উপস্থাপনা কবিতা লেখার যাতনাকে তুলে ধরার এই প্রয়াসে মুগ্ধ।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা।
যাতনা বলুন আর প্রেরণা বলুন সবি কবিতার অনুসঙ্গ!!

কান্ডারি ভাইকে শুভেচ্ছায় ভেজালাম!!

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

একজন আরমান বলেছেন:
আমি অপেক্ষার জাল বুনি সেসব কৃষকমননে
যারা নারীরও উর্ধে লেলুপ বিপরীত বাসনায়
হয়তো বলতে পারো, বাসনার অন্তর্নিত অভিজ্ঞান যদি উপভোগই হয়
হে কবিসকল! তোমরা কি মুখোসের আড়ালে বেয়াদপ প্রতারক নও!


দারুণ উপলব্ধি কবি।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আরমান।
কবিতার উপলব্দিতে আমার জমজ!!

শুভকামনা রইল।।

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা তো নিছক কবির বুনে যাওয়া ফসল না।
কবিতা ঔষধি, জ্বর মাথায় মায়ের ভেজা শাড়ির আঁচল।
কবিতা মাথায় হাত, যখন পৃথিবী ভাবে তাকে বহু দূর।
আবার কবিতা ফসল,
কবিতা তাকে মুগ্ধ চোখে বাঁচিয়ে রাখে যেন সন্তান সম্মুখ।

কবির মনে যে অনুতাপ, শুধু তা জানে না পাঠক।
কবিতা তা শুষে নিয়ে নীল হয়ে যায় বহু আগেই।

কৃষক কবিদের চোখ ভরে রোদ্দুর নামুক, বেশিই কি চাওয়া?

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
এই কমেন্ট এর বিপরিতে আমাকে একটা কবিতা লিখার সুযোগ দেবেন!!
আমি সেখানে জানব!!

একজন কৃষক যতটুকু পারে!!

থ্যাংকস।।

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

এরিস বলেছেন: আমি সাজিয়ে রেখেছি সে প্রতিউত্তর
আমার মনবাসনা টলেনি এত ক্রোধেও
যতই আঙুল তুলে বলো: আসামী!
আমিতো ভাসতে আসি নি
রঙের গোলকে মন চুবায়ে
শুধু পেটেভাতে কাঁদতে আসিনি:


অসাধারণ লিখেছেন প্রিয় কবি। আপনার কবিতার অর্থ বুঝতে হলে ভাবনার পরিধি একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় আমি এখনো আপনার লেখার যোগ্য পাঠক হতে পারিনি।

সম্ভ্রম মানে কি রোদভরা দিন!
সন্তাপ মানেই কি ভোরের আযান!


রূপকগুলো চমৎকার। বারবার পড়লে ভাল থেকে আরও বেশি ভাল লাগে। মুগ্ধতা রেখে গেলাম।

আচ্ছা, ছবিটার মানে কি! অনেকক্ষণ দেখলাম, কিন্তু কিছুই বুঝলাম না।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস প্রিয় এরিস।
বেশ কিছু দিন আপনার কমেন্ট মিস করেছি।
এ কমেন্ট টা পড়ে খুব ভালো লাগলো।

ছবিটা তিন জন কবির চিন্তায় একই বিষয় ভিন্ন রকম হতে পারে, এটাই মোটা দাগে বুঝানো!!

শুভকামনা রইল!!

২০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

ইমানুয়েল নিমো বলেছেন: কবিরা স্বপ্ন দেখে এমন
কবিতা এসব কৃষকের নিড়াণীর ফসল
নারীর কামগন্ধ খোঁজে যে বাউন্ডুলে মন
কবিতা তারই কামজ সঙ্গম!!
++++++

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আমার কবিতাই স্বাগতম!

ভালো থাকুন।

২১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

বেঈমান আমি. বলেছেন: নারীর কামগন্ধ খোঁজে যে বাউন্ডুলে মন
কবিতা তারই কামজ সঙ্গম!!


বাপরে ;)

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
বহুদিন পড় এই নিক অ্যাক্টিভ দেখে খুব ভালো লাগলো!!

শুভকামনা একরাশ।

২২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

এরিস বলেছেন: তিনজন কৃষক কে কে?

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:
তিনজন কবি!

থ্যাংকস।।

২৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

নেক্সাস বলেছেন: উপলব্দির আগুনে জলসানো কবিতা

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ ভাই।
এটা আসলে উপলব্ধি!!

শুভকামনা রইল।

২৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

রাবেয়া রব্বানি বলেছেন: সেইরকম লাগলো। প্লাস

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ভালো লাগলো আপনার ভালো লেগেছে জেনে।
থ্যাংকস।

ভালো থাকবেন।।

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

রাবেয়া রব্বানি বলেছেন: রসুনের ছবিটা ৃষকের অপেক্ষার

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
রূপক শস্য!!

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

যাতনা বলুন আর প্রেরণা বলুন সবি কবিতার অনুসঙ্গ!!


ভাই খুব সম্ভবত যাতনা আর প্রেরনা না থাকলে কবিতা লেখা সম্ভব হতো না। আমারও ঠিক তাই মনে হয়। যে কবি কখনও দেখেনি অজস্র অশ্রু রবি তার ভেতর কবিতা কি করে জন্ম নেবে ?

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
একদম ঠিক,
আর কাণ্ডারি ভাইয়ের মন্তব্যতো আসলেই দারুণ!!

থ্যাংকস।।

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

সুপান্থ সুরাহী বলেছেন: কবিতা আর কমেন্ট সব মিলয়িে... কম্‌প্লিট প্যাকেজ...

দারুণ! দারুণ!!

মুগ্ধতা!

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
চমৎকার কমেন্ট কবিতা কে আলোকিত করেছে!

খুব ভালো থাকুন।।

২৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা হোক, উত্তর-প্রত্যুত্তরে, কিংবা নিছক খেলায়।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
লিখবো কবি;

শব্দ ভাংগার অপেক্ষায়!!!

২৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা কবি!

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
কবিতা পাঠে কৃতজ্ঞতা।

ভালো থাকুন সবসময়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.