নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
'কবিতা লিখে নারীরা কিভাবে সফল হবে, যেখানে কবিতায় নারীদের ব্যাখ্যা করা হয়!'
বৃদ্ধ এক কবি পান চিবাতে চিবাতে হাত রাখল সদ্য উনিশের এক টালমাটাল তরুণীর কাঁধে;
বিষ্ণু দে পড়া সেই তরুণী যার দুঃসাহসে কোন কোন তরুন কবি হয়রান, সে তো চমকে উঠবেই; তবুও বৃদ্ধ কবির সৃষ্টিশীলতাকে সমীহ করে শুধু মুচকি হাসিই দ্রষ্টব্য হয়েছিল সেই সন্ধ্যায়!
আমাদের চলাচল সেই কাঁটা ঘেরা তমশাই যেখানে রাত্রি মানে শোকের অতুল মেদুল কোমরে খুব সুশীল খোঁজে বয়স্ক মুক্তি
হানাদার চাহনির এক একটা দৃশ্যপট যেন পূর্ণদৈর্ঘ্য হরর মুভি
নষ্ট ক্যামেরার ফাঁদ পাতা অশ্লীল এ নগরে, যখন নিভে যায় আলো অভিমানে
'কবিতায় নারীরা অপ্রতুল!' চমকে উঠার মত রিনরিনে গলায় তরুনীর আক্ষেপ কবিকে সজাগ করে;
'দেখো, এই যে প্রগাঢ় আপ্যায়ন নারীর, দেহলতার বিপুল বাঁকে কোমল হুঙ্কার, এসব মোহগ্রস্থ কিছু প্রতিভাবানের নিছক যোগ-বিয়োগ, হুমড়ি খাওয়া হাঙরের অক্টোপাশবধ
আর আমার মত কিছু সত্যভাষীর মাতাল হবার পরের স্বীকারোক্তি, যাকে প্রায়শঃ প্রেরণা বলা হয়।'
তরুনী একটু সরে দাঁড়ায়, কবি পিকের সাথে হিক্কা তুলে মেহগনির মত নাভীমূল হাতড়ায়;
আর অল্পদুরে, অন্য টেবিলে আমি সুন্দরীতমার চোখের জল কেন অমৃত নয়, এই ভেবে লিখতে থাকি ফরমায়েশী পদ্য।।
অলগেট, লন্ডন
০৭.১১.২০১৩
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ডট কম ভাই।
আপনার ভালো লাগা তুলে রাখলাম!!
শুভকামনা রইল।।
২| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ শব্দ প্রয়োগ আর দৃশ্যপট!
আমি ভাবছি এর দৃশ্যপট আর ভাবনার গভীরতা।
এখানে নারী মেটাফোরের ব্যখ্যা খুঁজে বেড়াচ্ছি।
এই কবিতা অনেকদিন ভাবিয়ে যাবে।
শুভেচ্ছা কবি।
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, অনেকদিন পর আপনার দারুণ কমেন্টে আপ্লুত হলাম।।
খুব থ্যাংকস কবি।
ভালো থাকবেন সবসময়।
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
'দেখো, এই যে প্রগাঢ় আপ্যায়ন নারীর, দেহলতার বিপুল বাঁকে কোমল হুঙ্কার, এসব মোহগ্রস্থ কিছু প্রতিভাবানের নিছক যোগ-বিয়োগ, হুমড়ি খাওয়া হাঙরের অক্টোপাশবধ
আর আমার মত কিছু সত্যভাষীর মাতাল হবার পরের স্বীকারোক্তি, যাকে প্রায়শঃ প্রেরণা বলা হয়।'
ভাল লাগা জানবেন প্রিয় চিল।
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস শোভন ভাই।
আপনার ভালো লাগায় কবিতার বড় প্রেরনা!!
শুভ দুপুর।।
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: লা জাওয়াব হইছে। +++++++++++++++++
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আমার কবিতায় আপনাকে স্বাগত!!
ভালো থাকুন সবসময়।।
৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
তাহমিদুর রহমান বলেছেন: জবাব নাই
View this link
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবিতা পড়ার জন্য।
থ্যাংকস ফর দ্যা লিংক এজওয়েল!!
ভালো থাকবেন।
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ধূর্ত উঁই বলেছেন: আর অল্পদুরে, অন্য টেবিলে আমি সুন্দরীতমার চোখের জল কেন অমৃত নয়, এই ভেবে লিখতে থাকি ফরমায়েশী পদ্য।।
চমৎকার। সুন্দর হইছে ।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস উঁই ভাই।
ভালো থাকুন সবসময়।।
৭| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
সোমহেপি বলেছেন: অনেক ধারালো হইছে।
ভাল লাগা।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল।
৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার এই কবিতা অদ্ভূত সুন্দর।
দৃশ্যপট বিন্যাস ভাবায়, ঘোরগ্রস্থ করে।
কবিতা শেষ হয়ে গেলেও দেখার পর্ব শেষ হয় না যেন।
অসাধারন।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
কিছু একটা ঘোর তো আছেই, আর স্বভাবত আপনিই জানেন ঘোরের সংক্রমণ!!
থ্যাংকস।।
৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
প্যাপিলন বলেছেন: সুখপাঠ্য
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
ভাল থাকুন সবসময়।।
১০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা পড়ে আমি ভাষা হারিয়ে ফেললাম। সত্যিই, এ অসাধারণ কবিতাটার জন্য কোনো বাক্য খুঁজে পাচ্ছি না, যা দ্বারা এর প্রাপ্য প্রশংসা প্রকাশ করা যায়- এতো ভালো লাগলো।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
সোনালী ডানার চিল বলেছেন:
সম্ভাবত অথবা নিশ্চিত এই কমেন্টটাই কবিতাটির পরিতৃপ্তির মার্জিন।
কৃতজ্ঞতা!!
১১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ভালো লাগছে
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মাসুম ভাই।
খুব ভালো থাকুন।।
১২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মুগ্ধ ++++++++++++++++++++++++++++
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ এতগুলো প্লাসের জন্য!!
শুভকামনা রইল।
১৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! খুব ভালো লেগেছে!
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।।
১৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ সেই সাথে গভীরতাটাও কিছুটা আছ করতে পেরেছি মনে হয় !
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস অভি,
এই হালকা বৃত্তান্ত আপনাকে ছুয়েঁ গেলেই কবিতা সার্থক!!
ভাল থাকুন।।
১৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪২
অপর্ণা মম্ময় বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম ।
এতো সুন্দর কবিতা! শেষ টুকু কল্পনা করলাম ! মনে রাখার মতো !!!!
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ, চমৎকার মন্তব্যের জন্য!!
খুব সুখী হলাম কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে!!
শুভকামনা একরাশ!
১৬| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
কবি পিকের সাথে হিক্কা তুলে মেহগনির মত নাভীমূল হাতড়ায়
এমন লাইন পড়লে মন্তব্য করার কিছু থাকেনা।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই,
মন্তব্যের দরকার নেই!
ব্যবহৃত ছবিটি কেমন হয়েছে?
শুভকামনা আপনার জন্য।।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
আমিনুর রহমান বলেছেন:
ওহে কবি অসাধারণ হয়েছে !
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস জেসান ভাই।
কেমন আছেন?
কমেন্টের জন্য খুব কৃতজ্ঞতা।।
১৮| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা লেখা!! অনেক ভালো লাগল।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই,
এইসব কমেন্টই কবিতার নির্ধারণ।
শুভকামনা আপনার জন্য।।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০
সাদরিল বলেছেন: অন্যরকম ভালো লাগার অনুভুতি হচ্ছে লেখাটা পড়ে।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতাই আপনাকে স্বাগত,
থ্যাংকস ফর কমেন্ট
ভালো থাকুন সবসময়!!
২০| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভালো লাগলো
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা রইল।।
২১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: গদ্য কবিতা !!
শুরুটাই অনেক চমৎকার হয়ে গেছে শেষটা আর কি বলবো ।
'কবিতা লিখে নারীরা কিভাবে সফল হবে, যেখানে কবিতায় নারীদের ব্যাখ্যা করা হয়!'
হক কথা ।
১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় আপনার আগমনকে স্বাগত জানালাম!!
খুব ধন্যবাদ কমেন্টের জন্য!!
ভালো থাকুন সবসময়।।
২২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ কবিতায় চমৎকার এক দ্বন্দ্ব ফুটে উঠেছে। মুগ্ধ হলাম। যেন শুধু কবিতা নয় এটি, তার চেয়েও বেশি কিছু।
১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
শুভদুপুর হাসান ভাই।
আমার কবিতা পূর্ণতা পেল আপনার এই কমেন্টে!!
কৃতজ্ঞতা আপনার কাছে, খুব আন্তরিক উৎসাহের জন্য।
ভালো থাকুন খুব!!
২৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২
সায়েম মুন বলেছেন: ব্যতিক্রমী আপনার এই লেখাটা খুব ভাল লেগেছে। এরকম লেখা আরও চাই!
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ মুন।
খুব উদ্দীপ্ত হলাম।
শুভকামনা রইল।।
২৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
অনাহূত বলেছেন:
অনেক গুণীজনই ভাষা হারিয়ে ফেলেছেন এই কবিতা নিয়ে কিছু বলতে। আমার মতো ক্ষুদ্র পাঠক কি বলবে?
তবে, আমার পঠিত কবিতার ভীড়ে খোঁজ পেলাম এক নতুন স্বাক্ষর, নতুন অনুভূতি, নতুন ব্যঞ্জণা। এতো মুগ্ধতায় আসলে কিছু বলার ভাষা থাকেনা। ভাল থাকুন কবি।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
আপনার গভিরতা আর দারুণ মন্তব্যে ভাললাগা রাখলাম।
কবিতা আমাদের পরস্পরের সম্পর্কের সাঁকো!!
শুভকামনা নিরন্তর।।
২৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
বাবুল হোসেইন বলেছেন: ছবির নীচে কি একটা ক্যাম দেখা যাচ্ছে?
বিষ্ণু দে পড়া সেই তরুণী যার দুঃসাহসে কোন কোন তরুন কবি হয়রান, সে তো চমকে উঠবেই; তবুও বৃদ্ধ কবির সৃষ্টিশীলতাকে সমীহ করে শুধু মুচকি হাসিই দ্রষ্টব্য হয়েছিল সেই সন্ধ্যায়!
মন্তব্য করার মত দুঃসাহস দেখাতে পারিনি বলে আপনার একটা লাইনই তুলে দিলাম।
প্লাস এবং মুগ্ধ কবি সোনালি ডানার চিল।
২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা দারুন কমেন্টে।
ভালো থাকুন সবসময়।।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
ডট কম ০০৯ বলেছেন: আর অল্পদুরে, অন্য টেবিলে আমি সুন্দরীতমার চোখের জল কেন অমৃত নয়, এই ভেবে লিখতে থাকি ফরমায়েশী পদ্য।।
এই লাইনে হারায়ে গেছি।