| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
মনের চোখ যখন যাতনাময়
ময়দানে তখন একাকী বন্ধুরতা, সমার্থক মাংশাসীবিশেষ
একটি বন্ধুহীন সিংহী হাঁটছে
একটি সন্তানহীন পিতা কাঁদছে
একটি সতেজ গোলাপ দোমড়ানো
প্রেমহারা নিঃস্ব কবি কলম কামড়ে হৃদপিন্ড আঁকে পেশীতে
যাতনার উচ্ছিষ্ট রমনের রজঃরস খুব সহজ করেছে যেন সঙ্গম।
সেই বন্ধুহীন সিংহীর একদিন বয়সী সন্তান আপন পিতার উদরে আজ;
সেই পিতার বুকের হাড় নীতিবিদ্যার খরচের খাতায়
সেই গোলাপে অন্যঠোঁট, কামার্তকামড়।
বিহ্বল কবির ঘুম হয়না কতরাত!
আমার খাতার পূরাণে
আমার ল্যাপটপের কামড়ানো আপেলে
আমার কল্পনায় এসব শত্রুর বাস
যখন পুরো মনোজগতে মানবিক বোঝাপড়া নিয়ে বেহাল বাহাস
যখন প্রেতলোকের স্পর্শতা পেতে চায় জীবন্ত আদম
যখন হাওয়ার বৈরিতায় পুড়ছে মাতাল যখম
সূর্যের কষ বেয়ে ক্রোধের হুংকার
সেইক্ষণে আমি বুঝবো নিশ্চিত হুকুম তোমার!
যে যাবে পাতানো ছায়াবিথীকায়
যে কূপীর আলোয় ঢেকেছে আধাঁর
যে মনে সাপের বান্ধবী কাহ্নপার বিদ্বেষ
যেখানে শোষণ মানে জংধরা স্বাপদ
মনমাঝি তুমি এড়িয়ে যেও সেই তপন
তুমি ঘাটিগাড়ো গোলপাতার শ্বাসমূলে
সিংহীর বিক্রমে তোমার পুরোটা জীবন ঝলসাবে
চাইনি আমি তা; ক্ষণিক বিভ্রমে তাই জ্বেলেছি সুনিল;
পিতা, হে সিংহী মাতা; গোলাপ, হে কামহীন কবি
তোমার অস্তিত্বের শেষ দরোজায় দেখো গন্তব্যখিল
মায়ায়, বড় তৃষায় আর কত বাড়াবে দরদ
খুব বড় ঝড়ের কাছে কাকুতি রাখো
বিষাদেরও আত্মজ প্রেম নামুক শেষ দরোজায়
আমার টেবিলের ঘুনপোকা সর্বনাশী খুব
মানেনা কবিতা সে মানেনা অসুখ
কখনও শোনে সে আধাঁরের গান
সিংহীর প্রার্থনা তাই অদৃশ্য প্রমান!
লাইম হাউজ, লন্ডন
১৫.১১.২০১৩
 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:৫৪
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি আপনার জন্যঃ
খাঁজকাটা খাটে মানুষিক ব্যাধি নাক ডেকে ঘুমায়
প্রত্যাহিক অভ্যাস তখন পিচ্ছিল মনে আলপনা আঁকে 
টুপটাপ বৃষ্টি ঝরে খোলা জানালায়
কূয়াশার প্রলোভন তখন সিঁদকাটা হুতাশন যেন
মাটি সরিয়ে বেরিয়ে আসতে চায় বহুকালের যক্ষপ্রেম
তখন ঘুমহীন কড়িবরেগায় একটি লেজকাটা তক্ষক
কুন্ডুলী পাকিয়ে সারারাত ব্যাভিচারী শোকে আকাশপাতাল ভাবে
আর;
অপেক্ষা করে কবে কমোডো ড্রাগন তার গর্ভে ছড়াবে সুস্থির বীর্য।
শুভকামনা রইল।।
২| 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:৪০
মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর ।।
 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:৫৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ছায়া।
কবিতাপাঠ আনন্দময় হোক!!
শুভকামনা।
৩| 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:৫৩
শুকনোপাতা০০৭ বলেছেন: কিছুটা কঠিন লাগলেও,কবিতাটা ভালোই লেগেছে 
 
 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস কমেন্টে জন্য।
দুর্বলতা ঢাকার জন্য হয়ত একটু কঠিন করে লেখা!!
ভালো থাকুন সবসময়। শুভবিকেল।।
৪| 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:৫৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: এইতো এফবিতে পড়লাম ![]()
লাইক হইছে
 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ১০:০১
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস কবিভাই।
এইসব চমৎকার উৎসাহ আর কাব্যসাহস কবিতার মুল প্রেরণা!!
শুভকামনা রইল।।
৫| 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ১০:০০
সুপান্থ সুরাহী বলেছেন: 
পিতা, হে সিংহী মাতা; গোলাপ, হে কামহীন কবি
তোমার অস্তিত্বের শেষ দরোজায় দেখো গন্তব্যখিল
মায়ায়, বড় তৃষায় আর কত বাড়াবে দরদ
খুব বড় ঝড়ের কাছে কাকুতি রাখো
বিষাদেরও আত্মজ প্রেম নামুক শেষ দরোজায় 
অনবদ্য একটি কবিতা পড়লাম...
অখন আছি অনুধাবন ক্রিয়ায়...
 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ১০:০২
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
দারুণ কমেন্ট আমাকে সুখী করছে!
ভালো থাকুন সবসময়।।
৬| 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ১০:২২
মামুন রশিদ বলেছেন: যে যাবে পাতানো ছায়াবিথীকায়
যে কূপীর আলোয় ঢেকেছে আধাঁর
যে মনে সাপের বান্ধবী কাহ্নপার বিদ্বেষ
যেখানে শোষণ মানে জংধরা স্বাপদ 
চমৎকার হয়েছে কবি! চমৎকার রুপকল্প!
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৪
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস মামুন ভাই।
ভালো থাকুন সবসময়।।
৭| 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: পিতা, হে সিংহী মাতা; গোলাপ, হে কামহীন কবি
 তোমার অস্তিত্বের শেষ দরোজায় দেখো গন্তব্যখিল
 মায়ায়, বড় তৃষায় আর কত বাড়াবে দরদ
কবি চমৎকার লিখেছেন।
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৪
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকে ধন্যবাদ ভাই।
শুভকামনা রইল।
৮| 
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ১০:৫৫
সায়েম মুন বলেছেন: সুন্দর প্রাণবন্ত্য কবিতা। খুব ভাল লাগলো কবি।
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস কবি।
ভালথাকুন সবসময়।
৯| 
১৬ ই নভেম্বর, ২০১৩  রাত ১:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: বরাবরের মতোই শক্তিশালী প্রকাশ ! মুগ্ধপাঠ কবি !
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৬
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ব্রো,
চমৎকার কমেন্ট এ খুব কৃতজ্ঞতা!
১০| 
১৬ ই নভেম্বর, ২০১৩  রাত ৩:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: 
আমার টেবিলের ঘুনপোকা সর্বনাশী খুব
মানেনা কবিতা সে মানেনা অসুখ
কখনও শোনে সে আধাঁরের গান
সিংহীর প্রার্থনা তাই অদৃশ্য প্রমান! 
দুর্দান্ত কবিতা । 
প্রিয় কবি অনেক অনেক ভাল লাগা জানবেন। 
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৬
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
আমার আন্তরিক শুভেচ্ছা জানবেন।
ভালো থাকুন।
১১| 
১৬ ই নভেম্বর, ২০১৩  দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৭
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস হাসান ভাই।
শুভ দুপুর।
১২| 
১৬ ই নভেম্বর, ২০১৩  বিকাল ৪:০৭
একজন আরমান বলেছেন: 
প্রথম দুই প্যারা আমাকে অনেক বার পড়তে হয়েছে ! 
কবিতা নিয়ে আর কি বলবো? 
শুভকামনা প্রিয় কবি। 
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
সোনালী ডানার চিল বলেছেন: 
আমার সৌভাগ্য আপনার দারুণ মন্তব্যে!
ভালথাকুন সবসময়।।
১৩| 
১৭ ই নভেম্বর, ২০১৩  ভোর ৬:২৯
অনাহূত বলেছেন: 
আপনার মতো করে যদি লিখতে চাই 
তাহলে - গোপন মন্ত্রটা কি? 
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৪
সোনালী ডানার চিল বলেছেন: 
হা হা হা, কবি; আমি তো লজ্জা পেলাম!!
থ্যাংকস!!
১৪| 
১৭ ই নভেম্বর, ২০১৩  দুপুর ১:৫১
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা কবি।
ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ জানবেন। 
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
আপনার ভালো লাগা আমার কবিতার প্রেরণা!
১৫| 
১৭ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
বোকামন বলেছেন: 
 
দুঃখিত ! 
কবিতাটি পুরোপুরি বুঝতে পারি নাই । চিত্রকল্পের দ্যোতনায় এবং দু-একটি ভারী শব্দ চয়নে কবিতাটির ভাব প্রকাশ দুর্বল মনে হলো ।। 
অন্তত কোথাও তো পাঠকের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা রাখবেন ! নাকি !
এমনিতেই কবিতা খুব একটা বুঝিনে, হাহ হা হা :-) 
ভালো থাকুন কবিমন ।।
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৪
সোনালী ডানার চিল বলেছেন: 
প্রিয় বোকামন,
দারুণ এ মন্তব্যে আমি আপনার সদাসত্য ভাষণ কে স্বাগত
জানালাম। খুব ধন্যবাদ এ জন্য।
কবিতা লেখার চেষ্টা হয়ত আমাকে একদিন বোধগম্য করাঙ্কস।ভাল থাকুন সবসময়।
১৬| 
১৮ ই নভেম্বর, ২০১৩  দুপুর ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন: 
যখন পুরো মনোজগতে মানবিক বোঝাপড়া নিয়ে বেহাল বাহাস
যখন প্রেতলোকের স্পর্শতা পেতে চায় জীবন্ত আদম
যখন হাওয়ার বৈরিতায় পুড়ছে মাতাল যখম
সূর্যের কষ বেয়ে ক্রোধের হুংকার
সেইক্ষণে আমি বুঝবো নিশ্চিত হুকুম তোমার! 
শব্দ নিয়ে অসাধারণ কাব্যিক ব্যাঞ্জনা 
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস কাণ্ডারি ভাই।
ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল।
১৭| 
১৮ ই নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০০
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
পিতা, হে সিংহী মাতা; গোলাপ, হে কামহীন কবি
তোমার অস্তিত্বের শেষ দরোজায় দেখো গন্তব্যখিল
মায়ায়, বড় তৃষায় আর কত বাড়াবে দরদ
খুব বড় ঝড়ের কাছে কাকুতি রাখো
বিষাদেরও আত্মজ প্রেম নামুক শেষ দরোজায়
অনবদ্য। আপনার কবিতার শব্দ এবং দৃশ্যপট মাথা আউলা করে দেয়। আমি আপনার মতো একটা হলেও কবিতা লিখতে চাই এই জীবনে। আমার কি করা উচিত বলেন তো?
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৬
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি,
কমেন্ট টা কি আমাকে, আমার কবিতাকে নিয়ে লেখা!!
আমি অবাক, প্রিয় কবি বলে কি!!
(খুব থ্যাংকস!!)
১৮| 
২০ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত! অনবদ্য লাগল লেখাটা!!
 
২৫ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
আপনি আমার কবিতা পড়েছেন, খুব কৃতজ্ঞতা!!
ভালো থাকুন সবসময়।।
১৯| 
২৮ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:২৪
সোমহেপি বলেছেন: চমৎকার কবিতা যেন একটা মাংশ গোলাপ।
কবিতা 
তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো
আমি হাত ভরে পান করি জ্যোৎস্না............
 
২৮ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৫:২৩
সোনালী ডানার চিল বলেছেন: 
দারুণ কমেন্টে খুব ভাললাগা!
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩  রাত ৯:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতার বক্তব্য শক্তিশালী তো প্রথম থেকেই আপনার। দিন দিন দৃশ্যপট আরো তীব্রতর ঝাকুনি দিচ্ছে। শব্দক্ষমতার এ বিশাল অর্জন কবিদের বিরাট অহংকার, আপনার যা আছে।
মুগ্ধ হচ্ছি।
গর্বিত ও, আপনার লেখালেখির এই সময়টায় খুব করে আছি।
শুভকামনা কবি।