নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

অশুদ্ধ সময়ে কখনও বিষাদ কখনও বিগ্রহের সাময়িক প্রেষণা

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

হয়ত আমি আর পারব না, কিংবা আমাকে দিয়ে আর হবে না সাতকাহন

তমসা পেরিয়ে যে বৃন্দাবন, সেখানে আমি আর হবো না ঘোষাল কোন

দুধ কলা দিয়ে যে অন্তরের সাপ আমি পুষেছি,

তার আরোগ্য আমার কনুইয়ের ঘায়ে লবণের ছিটা;

অসম বাঁধনে তাই বৈরিতা দাবদহের মতো শুধুই ছোপ ফেলে আর কাকুতি মিনতি করে বিগ্রহের কাছে,

যাকে সকালে বিকালে মুখে তুলে খাওয়াতে হয় চিনিগুড়



আমাকে ছেড়ে যাও তুমি

এ নির্বাসনের পাতালে, এ জীবনখাদক প্রহেলিকার শহরে

যেখানে মানুষের শিশু খায় কুকুরের দুধ,

আর ফেনিল টাকা গোনে হিজড়ার বাথানে কল্পিত পুরুষাঙ্গ,

যাকে শিবও বলা যায় আবার মূষিকও বলা যায়



আমার ঘায়ে তুমি ডেটলের প্রলেপ দিতে চাও!

আমার বিগ্রহের তুমি প্রসূতি-মা হবে!

আমার শরীরে তুমি রাধার আকুতি ছড়াবে!



আমি হয়ত চেয়েছিলাম তা, কোন এক দূরতম অতীতে

আমি হয়ত ফেলে এসেছি এসব হিরনপয়েন্টের কোন শুশুকের পেটে

আমার হয়েছে ব্যাধি ঘননীল, আমার উপশম যেন কুন্তলের একাকী

ধবল শশ্রুতে, জামার হাতায় যেখানে রাত্রিকালীন প্রেম ঝরেছিল কোন কালে



আমি জানি আমাকে ছেড়ে যাবে তুমিও

আমি জানি বৃথা এ বাদানুবাদ

নির্ধারণের সুতায় বইছে এখন নানা ক্ষোভ

মাতাল যাত্রীও দোসর তোমার



পুনশ্চঃ

অভিমান যেখানে উৎপ্রেক্ষা

দাবানল যেখানে শোকের মূল্যমান

কবিতার অহেতুক হ্রেসা, শুধু নিজের পলায়নপরতার সমাঝোতা আর

গুবরেপোকার নাড়া টানার দুঃসাহস নয় কি!

'ভালোবাসা তোমাকে তাই বলীর পাঁঠা করলাম আজ!!'





২৭.১১.২০১৩



(কবি দুর্জয়ের কাছে কৃতজ্ঞতা, ফেসবুকে তার একটা পোষ্ট এ কবিতার সঞ্চালক!)

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:






দুর্দান্ত ও অনবদ্য, বেস্ট ওয়ান অফ ইউ ভ্রাতা +++++

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই,
সময় মানুষ কে শেখায়
আমরা সময়ের সন্তান!

ভালো থাকার চেষ্টা করুন সবসময়!!

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইল!!

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

সুমন কর বলেছেন: পড়তে ভাল লাগল।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার ভালো লাগা আমার কবিতার সার্থকতা!
শুভকামনা রইল।।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

মামুন রশিদ বলেছেন: মুগ্ধ পাঠক! এই মুগ্ধতার ঘোর বেড়েই চলেছে!


শুভ কামনা প্রিয় কবি ।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
কবিতার উৎকর্ষে আপনার মন্তব্য সাহস হবে বলা যায়।

শুভকামনা রইল।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

সুনীল চাঁদ বলেছেন:
আমি হয়ত চেয়েছিলাম তা, কোন এক দূরতম অতীতে
আমি হয়ত ফেলে এসেছি এসব হিরনপয়েন্টের কোন শুশুকের পেটে
আমার হয়েছে ব্যাধি ঘননীল, আমার উপশম যেন কুন্তলের একাকী
ধবল শশ্রুতে, জামার হাতায় যেখানে রাত্রিকালীন প্রেম ঝরেছিল কোন কালে

অনেক নাইস হয়েছে

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আপনাকে আমার কবিতায় স্বাগত!

ভালো থাকুন সবসময়।।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

বোকামন বলেছেন:







যাকে শিবও বলা যায় আবার মূষিকও বলা যায়
আমার বিগ্রহের তুমি প্রসূতি-মা হবে!
আমার উপশম যেন কুন্তলের একাকী
কবিতার অহেতুক হ্রেসা,



পোস্টে ব্যবহার করা দালীর সফ্ট কনস্ট্রাকশন ছবিটি কবি সতর্কভাবেই ব্যবহার করেছেন দেখছি ! আপনার কবিতার পোস্টে ছবির ব্যবহার এমনিতেই করেন না সে আমি জানি :-)

কবিতার ঘোরলাগা আবেশটিতে পাঠকের বিমুগ্ধ দৃষ্টি রইলো ....
দালীর চিত্রকর্মে তাকালেই কবিতা উপচে পড়ে ... হাহ হা
কিছুদিন আগেই দালীর একটি ছবি দেথে প্রতিক্রিয়াটি ছিলো এমন যার মেলবন্ধন এই কবিতাটির সাথে পেলাম তাই দেওয়ার সাহস করছি । কবিতা নহে কিন্তু ! বোকামন ভাবনা মাত্র :-)

অতিপ্রাকৃত পরিবেশবাদীর দৃষ্টিবিভ্রম
প্রবালের দ্বীপে বর্ণান্ধ প্রেমিক
কী করে দেখে ভালোবাসার সোনারঙ !
ধমনীর চুড়ায় কর্ণকুহরের ভেলা
উজ্জ্বল তৈজস থেকে চলছে অলিন্দকটর
গেঁয়ো কামারের সূত্রসকল
প্রিফ্যাচু স্কেচ নাব্যতার মোনলগ
অন্তরায় সুররিয়্যালিজমের খেলা ....


ভালো থাকুন সবসময় ...
শুভকামনা ।।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
প্রিয় বোকামন,

দারুণ এ কমেন্ট টা আবেগ আরও বাড়িয়ে দিল।
দালিকে আমি সচেতনভাবে ব্যবহার করেছি!

আপনার অসাধারণ বোকামন ভাবনার সাথে আমি মিশে গেলাম।
থ্যাংকস, ভালো থাকুন সবসময়!!

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আমিনুর রহমান বলেছেন:




মুগ্ধ। কবি একের পর মুগ্ধ করেই চলেছে। পড়তে পড়তে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস জেসন ভাই।
আপনার মুগ্ধতা নিয়ে আমিও ঘোরে, কবিতার চরে;

ভালো থাকুন, শুভরাত্রি!!

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ক্ষমতালিপ্সুদের এই রাজ্যে,
আমরা বেঁচে থাকি একেকটা কুকুর। নাগরিক জীবন মানেই উচ্ছিষ্ট, ডাস্টবিনের বেঁচে থাকা। আমরা বেঁচে থাকি মৃত্যুর পর, বেঁচে থাকি যন্ত্রণাদগ্ধ একেকটি কুকুর।

স্যালুট কবি।
অসাধারণ হয়েছে আপনার উচ্চারন।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
আপনার কমেন্ট এর কোন যথাযথ উত্তর আমি দিতে পারিনা, কেন জানেন! আমি আপনার কমেন্ট পড়েই কবি হয়ে যাই!!!


এ কবিতাটা আপনার, আপনার আবেগের, আপনার বিষাদের!!

থ্যাংকস

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

সায়েম মুন বলেছেন: শেষ দুই লাইনের উপমা দুটো ভাল লাগেনি। এছাড়া পুরো কবিতাটা অতুলনীয়। একদম ছিমছাম কবিতা।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মুন,
কবিতার বিষয় টা আমার ভালো লাগে নি একদম,
অমানিবিক আর বিষাদের!

তাই সচেতন ভাবে দালির একটা কিম্ভূত ছবি ব্যবহার করেছি, কিছু উদ্ভট উপমা ব্যবহার করেছি; আমি ক্ষমাপ্রার্থী এজন্য!!

ভালো থাকুন সবসময়।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: চরম হয়েছে কবি। ভাল লেগেছে।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি,

ভাবছি আপনার মত একটা সনেট লিখে ফেলব!

শুভরাত্রি!!

১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ছবিটাই অনেকক্ষণ দৃষ্টি আটকে রাখতে বাধ্য করলো !
আমাকে ছেড়ে যাও তুমি
এ নির্বাসনের পাতালে, এ জীবনখাদক প্রহেলিকার শহরে
যেখানে মানুষের শিশু খায় কুকুরের দুধ,
আর ফেনিল টাকা গোনে হিজড়ার বাথানে কল্পিত পুরুষাঙ্গ,
যাকে শিবও বলা যায় আবার মূষিকও বলা যায়


অনবদ্য কবি !

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
দালির ছবিটা আসলে অনেক কিছু,
আমি তাকে ধার করেছি আমার অকবিতাকে গুরুত্বপূর্ণ করার জন্য!!

থ্যাংকস ভাই।

ভালো থাকুন সবসময়।।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

একজন আরমান বলেছেন:
দুর্দান্ত এবং বরাবরের মতো চমৎকার। প্রথম থেকে শেষ পুরোটাই দারুন লেগেছে।

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
খুব ভালো থাকুন।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮

বেঈমান আমি. বলেছেন: ভালোবাসা তোমাকে তাই বলীর পাঁঠা করলাম আজ

চরম :)

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ কামনা রইল।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
দুর্দান্ত কবিতা প্রিয় চিল।

অনেক অনেক ভাললাগা ।

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ শোভন।
ভালো থাকুন সবসময়।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতায় অনেক ভালো-লাগা....:)

প্লাস!

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।

শুভ কামনা রইল।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুগ্ধপাঠ

২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর।।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। সাম্প্রতিক সময়ের অস্থিরতার সাথেও মিলিয়ে পড়া যায়।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই।
ভালো থাকুন সবসময়!!

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অদ্ভুত এবং অনন্য।

শুভেচ্ছা কবি।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!
শুভকামনা রইল!!

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

আমি বাঁধনহারা বলেছেন:




ভালো লাগলো কবি ভাই।এক কথায় অসাধারণ:++++++++++



ভালো থাকুন সতত...লিখে যান দিবারাত্র....।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক দিন পড় আপনার কমেন্ট পেয়ে খুব ভালো লাগছে,
ভালো থাকুন সবসময়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.