নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
যখন ভালো লাগে না এই গরম বাতাস
যখন মাখামাখি পুঁতগন্ধে নাবিল আঁচল
দুর্বার বাতাস সেই অপেক্ষার আকাশে, তখন ডানা মেলে
সোনালি ডানার চিল;
ঘুরে জীবনানন্দ অস্থির ট্রামে
আলোকমুখর চিড়িয়াখানায় বন্ধী মানুষ
কষ বেয়ে পড়া শোণিত ধারায়, অবাক ফানুসের মত
রাত নামে, কালো ঘুম নামে, দুঃস্বপ্ন নামে- সারারাত!
যখন ভালো লাগে না বৈরীপ্রাসাদ
যখন শোকের তোলাপাড় বুলেটে, পুরানো কার্তুজ নিয়ে
সম্ভ্রম খোয়ানো স্বদেশ; তখন কেউ কেউ
১৬ ই ডিসেম্বর খোঁজে বসুন্ধরা সিটিতে
আমার ভালো লাগে না 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী'
আমার ভালো লাগে না এ হঠাৎ ঠেলে উঠা যৌবন
মক্ষিরানীর ক্যাপসুলে আটকানো হজমীগোলক
আমার বাতাসে ভাসছে পোড়া গন্ধ
আমার বুকে কাঁদছে জন্মান্ধ, এক কবি
যে জীবননান্দের মত, দূর্জয়ের মত, আলাদিনের মত
বিজয় দিবসের প্রভাতফেরী; কবি
কার বিজয়ের কথা বলো! কার স্বস্তির সাথে চলো!
কে কে বলো সূবর্ণস্বত্তার বেশুমার বাদক!
কেউ কেউ কথা রাখে না, কিন্তু তারা তো দেখেনি
মাতাল ছবক নিয়ে দূর পরবাসে প্রেতাত্মা সঘণ ছায়াপাত
কেউ কেউ পপিফুল ছুঁয়ে বলে শেষে, বিভেদ নেই
সস্তা '৪৭ ভুলে যাও, জাপানীরা যেমন মনে রাখেনি নাগাসাকি!
অবাধ্য জেনারেলের উর্দিতে যে কাটা কাটা ভুল
ক্ষমতার শাসনে শব পড়ে আছে মুড়ে
থাক পড়ে সারারাত, ডোমের স্মরণ হোক অকালে এখন
কিভাবে ভুলবো বলো দুঃখ তপন!
কবি, ভালো লাগে না নিউজপোর্টাল আর
কবি, ভালো লাগে না কলাম্বিয়ান কফি
দাপট শক্ত সেই পশ্চিমা দেশে
মানুষের ব্যবধান মানুষে ঘোচে
তারাও শোকের মাতামে আকাশী বৃষ্টি ঝরায় না আর!
আমার হাতজোড় আকুতি শুধু একটা শর্টফিল্ম বানাও-
অর্ণব!'
আমি তার নাম রাখবো 'কবি-র আক্ষেপ'
তুমি তো দেখেছো 'যারা বৃষ্টিতে ভিজেছিল'
তুমি তো জানো হরিণীরাতের পরে ভোরের গান নামে
টুপটাপ বেনীমাধবের মত!
ভুলে যাওয়ার জন্যে এ পরাবাস্তব সমীক্ষা
কতশত ময়দানে আর বেজন্মা মানুষের নামবে ঢল
যারা তোয়াক্কা করে না নিজেরই সম্ভ্রম, কে তাকে শেখাবে বলো
জীবনানন্দ; কে তাকে শেখাবে বেদনার গান!
আমার ভালো লাগে না এ মাতাল বাতাস
আমার ভালো লাগে না অসম বিহার
আমার ভালো লাগে না তুমিও আসো
কোলে তুলে দূরন্ত সাহস!
রমনীর মত ফুলিয়ে উচু বুক
তোমার নিশানায় কাঁপুক অস্তনগর!
তারচেয়ে হারাবো চলো আরও দক্ষিণে
পাল্টে ফেলবো মধূর ভাষাটাও
শরীর ট্যান করে, রং লাগিয়ে চুলে
পাল্টে ফেলবো ইতিহাস অন্ধকারে
তোমার শরীরে দেব রমনীয় জ্বালা
শোধের দ্বিগুণ সুখে কাঁপবে শিরদাঁড়া
নিতম্বের অস্থির বাঁকে পাল্টাবে নদীবৃক্ষ, কামনায়
হয়ত জীবননান্দ ভুলতে পারবো না
হয়ত অর্ণবের শর্টফিল্মের কথা ভূলতে পারবো না
আলাদিনের ফেক আমেরিকান ঈগল
অথবা দূর্জয়ের তিতাস
কোন কোন স্মৃতি মানুষের সম্পদ যা, তাকে বেচে দিতে না পারলে
কাঁটা যায়না সম্পর্কের মিতালী,
রেডব্রিজের কোন নির্জন ওকতলায় শরীরিপ্রেম কি কিছুটা হিঁয়ালী
যখন অস্থির বাসাবোয় ঝরছে আগুনরঙা ড্রোন, লুকোছাপায়
ভুল করা একমেয়ে কাঁদছে আনমনে লালচে মাছরঙা শাড়ীতে
তাকে কোন ভুল শেখাবে তুমি!
তবুও তো একটা সমৃদ্ধ আকাশ তোমাকে দিতে পারবো
বাতাসের কানাকানিতে ঝরে পরা শিশির মাখবে তুমি
ফুটনোটে স্কেচ আঁকবে ভ্লাদিমির কুশ
আর চিলেকোঠায় অবাক জোছনা অকারণে ঝুলে থাকবে দেখো
কবি, মুক্তির সরোবরেই তো প্রাপ্তির ঝর্ণা!
০২.১২.২০১৩
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
যারা মানুষ ভালবাসে, যারা কবিতা ভালবাসে তাদের নিয়ে এই কবিতা, আপনি তো তাদেরই একজন।
প্রতিকি আমি হয়ত কয়েকটা নাম ব্যবহার করেছি কিন্তু 'রাতের সব তারারা ঘুমিয়ে আছে দিনের আলোর গভিরে!'
থ্যাংকস ভাই। ভালো থাকুন সবসময়।।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১
মামুন রশিদ বলেছেন: খুব চমৎকার লিখেছেন প্রিয় কবি । আপনার কবিতার ভাষা অপূর্ব যাদুময় ।
মুগ্ধ পাঠক!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার খুব ছোট কিন্তু খুব মহৎ এই কমেন্ট টি কবিকে নিয়ে যাবে আরও দূরে!!
আপনার জন্য শুভকামনা!!
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সমসাময়িক কবিতা কালের স্বাক্ষী।
অস্থির সময়কে কবিই পারে তার কল্পিত চোখ দিয়ে রাঙাতে।
কবির ভাবনায় নিজের স্মপৃক্ততা, উপস্থিতি দেখার চেয়ে আনন্দ এই সময়ে নেই। ঘোরকাল কেটে যাক।
কবির কলমের ডগায় খেলা করুক আমাদের স্বপ্ন সুন্দর।
শুভকামনা কবি।
পোস্ট অতি অবশ্যই প্রিয় তে।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
পারিপার্শ্বিকতা যদি কবিকে স্পর্শ না করে তবে কি সে কবিতা লেখার অধিকার হারায় না!!
আপনার জন্য অনেক শুভেচ্ছা, কবি!
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা। পড়ে আরাম পাওয়া গেল।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস প্রিয় কবি!
আপনিও সামিল এই অসময়ের গানে!!
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রাণবন্ত কিছু একটা আপনার কাছে সব সময় পাওনা থাকে , এটা ও ব্যাতিক্রম হয় নি !
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার এই মহানুভব আশা আমাকে দারুণ সম্মান দিল!
ভালো থাকুন প্রিয় ব্লগার!
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
সোজা কথা বলেছেন: কবিতা পড়ে ভালো লাগল।বর্তমান প্রেক্ষাপটের বাস্তবিক চিন্তা।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
শুভকামনা রইল।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত।+।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার পাঠ এবং সংক্ষিপ্ত দারুণ মন্তব্যে উদ্দীপ্ত!
ভালো থাকুন সবসময়, শুভ সকাল।।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মাসুম ভাই।
শুভকামনা রইল।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
একজন আরমান বলেছেন:
এমন কবিতা প্রিয়তে না রাখলে অপরাধ হবে।
যখন শোকের তোলাপাড় বুলেটে, পুরানো কার্তুজ নিয়ে
সম্ভ্রম খোয়ানো স্বদেশ; তখন কেউ কেউ
১৬ ই ডিসেম্বর খোঁজে বসুন্ধরা সিটিতে
বিবেকে বুঝি সামান্য নাড়া খেলো !
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আরমান, ভাইয়া!
আপনার মন কে যদি কবিতা এতটুকুও নাড়ায়, সেটায় অনেক নয় কি!!
শুভ সকাল!!
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
লাবনী আক্তার বলেছেন: যখন ভালো লাগে না বৈরীপ্রাসাদ
যখন শোকের তোলাপাড় বুলেটে, পুরানো কার্তুজ নিয়ে
সম্ভ্রম খোয়ানো স্বদেশ; তখন কেউ কেউ
১৬ ই ডিসেম্বর খোঁজে বসুন্ধরা সিটিতে[/sb
দারুণ!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে।
ভালো থাকুন সবসময়, শুভ সকাল!!
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
অনাহূত বলেছেন:
সমাজকে কবি-সাহিত্যিকেরা সবসময় ঋণী করে রেখেছেন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ এবং নিজস্ব সৃষ্টি দিয়ে। এই কবিতায় যে সময়টা কবি ধরতে চেয়েছেন তা খুব যথার্ত। আমাদের বিবেককে সচেতন করে তুলে। কবি তার লেখনীতে সমাজ-দেশ-জাতি পাল্টে ফেলার, সঠিক পথ প্রদর্শনের ক্ষমতা রাখে।
এই কবিতায় মুগ্ধতার কথা আমি আগেও বলেছি। এখনো বলছি- দারুণ কবিতা। হ্যাটস অব টু ইউ কবি।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
সোনালী ডানার চিল বলেছেন:
আমার হাতজোড় আকুতি শুধু একটা শর্টফিল্ম বানাও-
অর্ণব!'
আমি তার নাম রাখবো 'কবি-র আক্ষেপ'
তুমি তো দেখেছো 'যারা বৃষ্টিতে ভিজেছিল'
তুমি তো জানো হরিণীরাতের পরে ভোরের গান নামে
টুপটাপ বেনীমাধবের মত!
শুভকামনা!!
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
সায়েম মুন বলেছেন: শাণিত কবিতা। পোড়খাওয়া সময়টা পাড় হচ্ছে না। ভিতরে ভীষণ রক্তক্ষরণ। একটা বারুদ জ্বলবে বলে অপেক্ষায়।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
আমরা বারুদ হবো, দুঃখী স্বদেশের!!
থ্যাংকস কবি।।
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ লাগলো চিল ভাই! এত চমৎকার করে লিখেছেন, ,বিজ্ঞ সমালোচনা করতে পারছিনা, শুধু জানিয়ে গেলাম অনেক ভালো লাগা!
শুভকামনা!
কবি, মুক্তির সরোবরেই তো প্রাপ্তির ঝর্ণা!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি ভাই।
আপনার অনুভূতির পেলবতা আমাকে ঋণী করল!
ভালো থাকুন সবসময়!!
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর ও অনন্য।
একরাশ ভাললাগা কবি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়।।
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯
মেঘ মেয়ে বলেছেন: সোনালী ডানার চিল... নিকটা সুন্দর। আর কবিতা আরও বেশী সুন্দর। ভালো লাগা রইল।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে আমার কবিতায় স্বাগত,
কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
থ্যাংকস।
ভালো থাকুন সবসময়।।
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত ++++++
কেউ কেউ কথা রাখে না, কিন্তু তারা তো দেখেনি
মাতাল ছবক নিয়ে দূর পরবাসে প্রেতাত্মা সঘণ ছায়াপাত
কেউ কেউ পপিফুল ছুঁয়ে বলে শেষে, বিভেদ নেই
সস্তা '৪৭ ভুলে যাও, জাপানীরা যেমন মনে রাখেনি নাগাসাকি!
অবাধ্য জেনারেলের উর্দিতে যে কাটা কাটা ভুল
ক্ষমতার শাসনে শব পড়ে আছে মুড়ে
থাক পড়ে সারারাত, ডোমের স্মরণ হোক অকালে এখন
কিভাবে ভুলবো বলো দুঃখ তপন!
চরম, চরম কবিতা ভাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
সোনালী ডানার চিল বলেছেন:
কৃতজ্ঞতা কান্ডারী ভাই।
চমৎকার মন্তব্য যত না অনুপ্রেরণার তারও অধিক সাহসের!
খুব ভালো থাকুন সবসময়।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটা আমার উপস্থিতি চিহ্ন। আবার আসবো। তখন খালি হাতে আসবো না আশাকরি।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার প্রত্যাগমনের অপেক্ষায়!!
শুভ কামনা কবি।
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১
অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম প্যারা আর লাস্ট দুই প্যারা ভালো লেগেছে বেশি।
দুই একবার মনে হয়েছিলো কবিতা বেশিই দীর্ঘ হয়ে যাচ্ছে! আপনারা এতো লিখেন কীভাবে, আমি তো দুই লাইনও লিখতে পারি না
শুভকামনা রইলো ভাইয়া
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।।
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
সোমহেপি বলেছেন: তবুও তো একটা সমৃদ্ধ আকাশ তোমাকে দিতে পারবো
বাতাসের কানাকানিতে ঝরে পরা শিশির মাখবে তুমি
ফুটনোটে স্কেচ আঁকবে ভ্লাদিমির কুশ
আর চিলেকোঠায় অবাক জোছনা অকারণে ঝুলে থাকবে দেখো
কবি, মুক্তির সরোবরেই তো প্রাপ্তির ঝর্ণা!
++++++++
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়!!
২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই।
শুভকামনা রইল, ভালো থাকুন।।
২১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
নীলপথিক বলেছেন: আমারও মাঝে মাঝে পালিয়ে বাঁচতে ইচ্ছে হয়। কি হবে রাজকারের ফাঁসি চেয়ে? যদি এতগুলো নিরপরাধ মানুষ মারা যায়?
সোনালি ডানার চিলের মতন যদি উড়াল দেয়া যেত !!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
সোনালী ডানার চিল বলেছেন:
স্বপ্নরা এমনই হয়,
কবিতার চিলের মতো!
ধন্যবাদ ভাই!!
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
ধূর্ত উঁই বলেছেন: সুন্দর কবিতা। দূর্জয় ভাইয়া আছেন আছেন অর্ণব নেই ধূর্ত উঁই । তারপরও কবিতা সুন্দর হয়েছে। সোনালী ডানার চিল।