নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

লন্ডনে ৫ম বাংলা ব্লগ দিবস সেলিব্রেট:):)

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪





উইক ডে তে সবাই কে পাওয়া খুব দুস্কর, তারপরও ১৯ ডিসেম্বর ৫ম বাংলা ব্লগ দিবস সেলিব্রেট করার জন্য আমরা কয়েকজন পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত হোয়াইটচ্যাপেলে এক হয়েছিলাম। ক্রিসমাসের বিজি আর খুব খারাপ আবহাওয়ার জন্য অনেকেই আসতে পারেনি তবে ফোনে তাদের একাত্বতা আমাদের উদ্দীপ্ত করেছিল।



প্রবাসীরা সব সময় হৃদয়ে বাংলাদেশ এঁকে বসে থাকে প্রিয় মাতৃভূমির প্রতিটি খুটিনাটির অপেক্ষায়, তাই বাংলা ভাষা, বাংলাদেশের অর্থ তাদের কাছে অন্যমাত্রার।



সবাই কাজ শেষ করে আসতে আসতে সন্ধ্যা ৭ টা বেজে গিয়েছিল, যদিও লন্ডনে এখন সন্ধ্যা বিকেল ৪ টাতেই! আমরা প্রথমে আইডিয়া লাইব্রেরীতে বসলাম ব্যক্তিগত খোঁজ খবর আর ব্লগ দিবসের হালকা মুখবন্ধ নিয়ে, আসলে লন্ডনের প্রবাসীরা ব্লগ বলতে সামহয়্যারইনকেই বোঝে; আমরা আলোচনা করেছিলাম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, ব্লগ, ফেসবুক এসব অনলাইন মাধ্যমের ভূমিকা নিয়ে।



লন্ডনে অনেকেই পড়াশুনা করতে আসে সারা বাংলাদেশ থেকেই, তবে এর বাইরে বৃহত্তর সিলেটের কমিউনিটির বিরাট এটা প্রভাব আছে এখানে, তাদের ২ অথবা ৩ জেনারেশন এখন লন্ডনের স্হায়ী বাসিন্দা, আমাদের আলোচনার মূল ব্যাপারটি ছিল কিভাবে এই কমিউনিটিতে বাংলা ব্লগকে ইতিবাচক ভাবে উপস্থাপন করা যায়। হয়ত সামনের দিনগুলোতে আরও ব্যাপক এবং গভীরভাবে আমরা কমিউনিটি মিডিয়ার সাহায্যে এই ধারণাকে বিস্তৃত করতে পারি।

এরকম একটা প্রত্যয় নিয়ে আমরা ৫ম বাংলা ব্লগ দিবসের কেক কাটি।



আইডিয়া লাইব্রেরীর উল্টোদিকে 'কলাপাতা'য় আমাদের জন্য কিছু আয়োজন ছিলB-) খাওয়ার পর হালকা একটা ড্রাইভ ছিল সেন্ট্রাল লন্ডনের দিকে:)



আমরা অনুষ্টানের একপর্যায়ে বাংলাদেশের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্ত অজানা কারণে আমার পরিচিত সব ব্লগারদের ফোনে পাচ্ছিলাম না (আমার কাছে অবশ্য সর্বসাকুল্যে ২ জনের নাম্বার ছিল!!)



আমার ফোনে ৩/৪ টি ছবি তুলেছিলাম, তা আপাতত: শেয়ার করলাম, পরে অন্যদের তোলা ছবিগুলো শেয়ারের আশা রাখছি।



কৃতজ্ঞতা: সামহয়্যার ইন ব্লগের কর্ণধর জানা আপুকে তার মূল্যবান ফোনের জন্য আর আমিনুর ভাইকে।

মন্তব্য ৫৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
পিক্স আপলোড হচ্ছে না! :(

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
এভাবে ট্রাই করে দেখতে পারেন ||

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস, দেখি চেষ্টা করে!!

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

একজন আরমান বলেছেন:
সিলেট মানেই কি লন্ডন ! :-B :-B :-B


ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো। :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
ব্লগ দিবসের শুভেচ্ছা!!
আমরা সবাই বাংলাদেশী ভাবনাটাই বেশি আনন্দের!!

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

একজন আরমান বলেছেন:
কারেকশনঃ
আমিনুল হবে না আমিনুর হবে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!!

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আমিনুর রহমান বলেছেন:



বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। কলাপাতার আয়োজনটা নিশ্চয়ই বেশ চমকপ্রদ ছিলো। মুন এর দেয়া পদ্ধতিতে চেষ্টা করি ছবি আপলোড হবে আশা করছি।


ছবি'র অপেক্ষা রইল।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
বেশ চমকপ্রদ ছিল!
আপনাকে ফোন পাইনি!

ছবিগুলো লোড করার চেষ্টা করছি।

খুব থ্যাংকস জেসন ভাই।।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা কবি!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাদের ব্লগ ডে র আড্ডা খুব মিস করেছি!
থ্যাংকস এ লট!!

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ব্লগ ডের শুভেচ্ছা!!

পোষ্টের ছবি দেখা যাচ্ছে না।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আমি ঠিক মতো লোড করতে পারছি না!

আপনাকেও শুভেচ্ছা!!

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩

শুঁটকি মাছ বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে।
ভালো থাকুন সবসময়!!

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

সায়েম মুন বলেছেন: সুন্দর। আমি ছবি গুলো দেখতে পারছি না কেন /:)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস।
ছবিগুলো এখনও লোড করতে পারিনি।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

ইখতামিন বলেছেন:
শুভেচ্ছা

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস।
আপনাকেও শুভেচ্ছা।।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগ ডে'র শুভেচ্ছা।


আশা করি ভাল সময় কেটেছে আপনাদের। ভাল থাকুন।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ সময় কেটেছিল!
আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কে কে ছিল?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
বেশ কয়েকজন ছিল!
কেমন আছেন আপনি!

হ্যাপি নিউ ইয়ার!!

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

অদ্বিতীয়া আমি বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা ভাইয়া । ছবি দেখতে পারলে ভাল লাগত ।আশা করি ভাল কেটেছে সময়টা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

সোনালী ডানার চিল বলেছেন:

আপনাকে অনেক ধন্যবাদ।
একটু ফ্রী হলে আবার চেষ্টা করবো!!

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: শুভ অভিনন্দন
এবারের ব্লগ দিবস হল অনেকটা ভিন্ন্ রকম

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক শুভেচ্ছা!
ব্লগ দিবসে আপনার ভিডিও সাক্ষাৎকার দেখে খুব ভালো লাগলো!

থ্যাংকস!!

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

এম মশিউর বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা :)

আর ওখানে কে কে ছিল?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও ধন্যবাদ!
বেশ কয়েকজন ছিল,

ভালো থাকুন সবসময়!

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

বটবৃক্ষ~ বলেছেন: ছবি দেখতে পারলে আরো ভাল লাগতো!! :) :)

ব্লগ ডে এর শুভেচ্ছা সবাইকে!!! :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
একটু ফ্রী হলে চেষ্টা করবো!

আপনাকে ধন্যবাদ!

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সুমন কর বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা কবি!
ছবি দেখা যায় না!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
ছবি লোড হয় নি, আমারও চেষ্টা করবো!

ভালো থাকুন সবসময়!

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

মামুন রশিদ বলেছেন: বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা জানবেন কবি । প্রবাসে আপনাদের এই উদযাপন আনন্দ দিয়েছে । সম্ভব হলে ছবিগুলো যুক্ত করে দিবেন ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ!
সত্যি এটা আনন্দের ছিল!

আবারো আমরা মিলিত হবো আশা করছি!
আর একটু ফ্রী হলে আবার ছবিগুলো লোড করার চেষ্টা করছি!

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবি দেখতে চাই :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
অবশ্যই!!

থ্যাংকস ভাই।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

ড. জেকিল বলেছেন: ছবি আপলোডে সমস্যা হচ্ছে মনে হয়।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
হয়েছিল!

শুভকামনা রইল!

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনাদের আলোচনার সূদূরপ্রসারী প্রভাবটা ভাবছি, দারুণ।
বাংলা ব্লগিং এ দেশের বাইরে থাকা জনগোষ্ঠীকে ইতিবাচক দিক বুঝানো গেলে ব্লগিং, বাংলা লেখালেখিতে ভিন্ন মাত্রা আসবেই। সে কারনে প্রথমেই সাধুবাদ।

আপনাদের ব্যস্ত সময়টায় একত্রিত হয়েছেন কিংবা ফোনে আরো কিছু ব্লগারের সাথে কথার বিষয়টা আনন্দের। এবং একই সাথে এদেশে থাকা ব্লগারদের পক্ষ থেকে শুভেচ্ছাও। এই সংযোগটা আপনাদের ব্যস্ত সময়ে কিছুটা হলেও আনন্দের কারণ হোক।

কলাপাতা'র বিষয়টা বুঝলাম না। তবে আয়োজন ছিল শুনে হিংসা :)
কবে হবে আমারও :)

এক সময় ভাবতাম না। কিন্তু এখন ভাবি, কোন এক ক্রিসমাস সকালে স্নো দেখার ফাকে কফি হাতে কবিতায় মেতে উঠা যাবে।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
সরি দেরিতে উত্তরের জন্য।

কলাপাতা একটা বাঙলা রেস্টুরেন্ট।

আপনিও আসবেন কোন এক সময়!!

শুভকামনা কবি!!

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা কবি ।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি।

শুভকামনা রইল!!

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই।

ভালো থাকুন সবসময়!!

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

এহসান সাবির বলেছেন: হোয়াইটচ্যাপেলে আইডিয়া লাইব্রেরীটা বেশ..... ওটার পিছনে sainsbury একদিন কাজ করেছিলাম..... :P :P :P


শুভেচ্ছা।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

সোনালী ডানার চিল বলেছেন:
ব্লগ ডের কেক টা sainsbury থেকে কিনেছিলাম!!

থ্যাংকস আপনাকে!!

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগ দিবসের অনেক শুভেচ্ছা রইল। ছবি গুলো দেখতে পেলে আরো ভালো লাগত।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আমি খুব তাড়াতাড়ি ছবিগুলো আপলোড করবো আবার!!

শুভকামনা!!

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: ছবি দেখা যায় না।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
সুপ্রভাত হাসান ভাই।
সরি ফর লেট রিপ্লাই;

আমি যখন পোস্ট টা করি তখন ছবিগুলো আপলোড হয় নি।
ব্যস্ততার জন্য অনেক দিন চেষ্টা করা হয় নি, দেখি আবারো চেষ্টা করছি!!

থ্যাংকস

২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯

জানা বলেছেন:

অশেষ ধন্যবাদ প্রিয় সোনালী ডানার চিল।
জানতাম ব্লগ দিবস উদযাপনের পর আপনার একটি পোস্ট আসবে। আমি প্রায় কারোর পোস্টই দেখার সুযোগ পাইনি। পরের দিন ২০ ডিসেম্বর বিকেলেই বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। মাত্র ৮ ঘন্টা আগে পৌঁছেছি পশ্চিম নরওয়ে, আমার বাসায়। ক্লান্ত এবং পারিবারিক আনুষ্ঠানিকতায় ব্যস্ত থাকবো একেবারে জানুয়ারীর ২/৩ পর্যন্ত। এরই মধ্যে ব্লগেও যতখানি পারবো চোখ রাখতে। সময় করে সবার পোস্টেই আসবো কথা বলতে।

এবার দেশে অস্থিরতার মধ্যেও যেমন করেই হোক বিভিন্ন অঞ্চলে এমন কি ঢাকায় ও এলাকা ভিত্তিক ব্লগ দিবস উদযাপিত হলো। সমস্ত প্রস্তুতির পরেও কেন্দ্রীয় অনুষ্ঠানটি করতে না পারায় খুব মন খারাপ ছিল। অন্তত আপনারা সবাই মিলে সেই দুঃখটা মুছে দিয়েছেন। আশা করি আগামীবার আমরা সবাই দেশে-বিদশে খুব ভাল আয়োজন করতে পারবো।

আমি জানি যাঁরা দেশের বাইরে থাকেন তাঁদের মন কতখানি ছটফট করে প্রিয় মাতৃভূমির জন্য, আপনজনদের জন্য। ভিন্ন পরিবেশ, ভিন্ন ভাষা ও ভিন্ন সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিয়ে দিনের পর দিন কেটে গেলেও বাংলা ব্লগ তাঁদের জীবনে একরকম পাশাপাশি বসে মাতৃভাষায় নিজেকে প্রকাশ করার, মন্তব্য করার বা মতামত দেবার আনন্দটুকু দিতে পেরেছে। এটা আমার বড় আনন্দের। কৃতজ্ঞতা জানাই ব্লগারদের প্রতি। তাঁদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণের কারণের আজকের এই সামহোয়্যার ইন ব্লগ, আমাদের মুক্ত মতের খোলা জানালা।

ভাল থাকবেন, নিরাপদে থাকবেন।
আপনাদের সবার জন্য আমার আন্তরিক শুভ কামনা।

২৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬

বেঈমান আমি. বলেছেন: গুড জব ব্রো :)

২৯| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: লন্ডনের ব্লগ ডে-তে আমিও ছিলাম। সেই ছবিগুলো পেলে খুব ভালো লাগতো। শুভেচ্ছা নিরন্তর।

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

সোনালী ডানার চিল বলেছেন: আপনি কি আমাকে ভুলে গেছেন, না আমি ভুলে গেছি- অথবা
পরস্পর পরস্পর কাছে অচেনা! অপূর্ণর কথা মনে আছে;
আপনাকেও এখন স্মরণ করতে পারছি।
ছবিগুলো আমার পুরানো ল্যাপটপে আছে, আমি উদ্ধারের চেষ্টা করবো-
আপনি কোথায় এখন?
আশা করি আবার যোগাযোগ হবে-

৩০| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমাকে স্মরণ করতে পারা জন্যে অনেক ধন্যবাদ। ঐদিন ব্লগার ইমতিয়াজ ভাইও ছিলেন। উনি এখনো ইউ,কে থাকেন।

আমি এখন দেশে। ঢাকায় থাকি। আমার ই-মেইল- [email protected]এ ছবিগুলো পাঠালে ভালো হতো।

ভালো থাকুন নিরন্তর।

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিউত্তরে-
আমি ল্যাপটপটি খুজছি; পুরানো মেইলও চেক করবো- পেলে অবশ্যই আপনাকে পাঠাবো-
আচ্ছা! ইমতিয়াজ ভাই কি নামে ব্লগিং করে? নিয়মিত কি!

দেশে এলে আপনাকে নক করবো। ভালো থাকুন সবসময়-

৩১| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ধন্যবাদ। ছবিগুলোর অপেক্ষায় থাকলাম। ফেবু একটা গ্রুপ ছিলো যেটা আপনি খুলেছিলেন। সেখানেও ছবি পেলাম না। :(

যাহোক, ইমতিয়াজ ভাই একজন আই,টি স্পেশিয়ালিস্ট। ব্লগ নামটি আমার ঠিক মনে নেই। :|

দেশে এলে দেখা করলে খুব খুশি লাগবে।

ধন্যবাদ নিরন্তর।

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১২

সোনালী ডানার চিল বলেছেন: ভুলে গিয়েছিলাম।
আহা, কত স্মৃতি থেকেই না আমরা অবচেতনায় বিস্মৃত হই!
আপনাকে অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.