নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
১।
'নিঃশ্বাস নিতে দেব না,
তোমাকে নিঃশ্বাস নিতে দেব না একবার যদি পাই,
পুনরায় আরবার যদি পাই পাঁজরে পাঁজর গুঁড়ো করে দেব _ ছাই !'
তোমার এ আবৃত্তির প্রতিউত্তরে আমি বলেছিলামঃ খুব আবেগী!
তুমি হেসে বলেছিলে- আবেগের বিষয় আবেগ নিয়েই লিখতে হয়,
- তুমি নিমলেন্দু গুনের 'স্ত্রী' কবিতাটি পড়েছ?
একটুও না চমকে তুমি বল্লে, হুম, তবে আবারও শোনাতে পারো;
'কম বয়সে এসব ফাজিল কবিতা পড়ার মোহ ছিল'
আমার এ ধরনের সরলিকা তোমাকে হয়ত আহত করেছিল,
তাই 'এই না হলে পুরুষ মানুষ' বলে তুমি ঝনঝন চুরী বাজিয়ে
আমাকে কটাক্ষ করে চলে গেলে দেয়ালের ওপাশে!
তোমার আবেগে ভরা স্তনজোড়া ছুঁতে চাইনি আমি কোনদিন,
কিংবা নিতম্বের পরিধি আমার মননে কলমের আঁচড়ের বেশী
দেইনি কিছুই আমি জানি; কবিদের যে স্বতন্ত্র বৈঠা সেখানে
শাররিক পাল খুব বেশী কাব্যিক আর অপনয়নের মাঝপরাগ।
ভালোবাসার লেনদেনে শুদ্ধতম প্রেমিকার যাযাবর ঠোটও তাই অস্ত্রবিশেষ,
ক-বর্গীয় ধ্বণির সাথে বাস করে করে আমরা দেহদাস এখন;
মিথ্যে ঘ্রাণ নিই বাতিল কাঁচুলীতে।
তোমাকে শরীর নই শেখাতে এসেছিলাম কবিতা
তোমার জঘণ নয় বলেছিলাম দারুন কিছু ভাবো,
চুম্বনের বাতাবরনে কাঁপা দেয়ালিকায় লিখ অবুঝ এ সুখ
বিভ্রমের বাতাসে কাঁপুক জলমগ্ন শোকের দ্বার
কবিতা আবেগী যদি হয়, কি তার দ্বিগুন কখনও
আগুনে মখমল ঋণ পেরুবে উত্তাপ ঘণ।
এটাই শেষকথা তুমি জেন নিশ্চিত
কবির উপহার এই আত্মজ খেদ
মনে রেখ অথবা ভুলে যেতে পারো
অপ্রকাশিত এই বানোয়াট ভেদ!
২।
বিচ্ছেদ চাইনি বলে, শোক নিয়ে দূরে আছি
মুখোমুখি বসবার সময়ে যে যাতনা ছিল, তাই দিয়ে খোঁচাই হৃদপিন্ড,
এখানে বিলিন রক্তের পরাগ, অনুজ টিস্যু আর কবিতার ছ্যাবলামি;
বেশ থাকা এই ছত্রাকনীড়ে, এককোষী এ্যামিবার সমশীতলতায়;
বিচ্ছেদ চাইনি বলে, জানাইনি কিছুই তোমাকে
যেদিন তুমি শুয়েছিলে বিছানায়, আমার কোলের কাছে
আমার ধুকধুকানি কি পৌছে নি তোমার কোমল বুকজোড়া ভেদ করে
অন্তঃস্থলের কুটিরে, যেখানে ঘুমোয় দড়িদড়া দিয়ে বেঁধে রাখা কিউপিড!
বিচ্ছেদ চাই নি তাই উঠে এসেছিলাম সংগোপনে, ভোর না হওয়া রাতে
নক্ষত্রের ভেলায়, দুষ্ট নিহারিকার তড়পানি আর ক্ষতিকর
আলোকরেখা সহযাত্রায়।
আমার ফেলে আসা সুখের সাথে মেশানো যে তরলিকা ছিল
তার ডিএনএ টেষ্টে নিশ্চিত শুধু ভালোবাসা ভাসবে-
শ্বেতকণিকার জলদ উচ্ছাস ছাপিয়ে পড়বে অনাগত উষ্ণদিনে
যার দুরাগত প্রতীক্ষায় বিচ্ছেদ চাইনি আমি!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস,
আসলে কোট করা মুল কবিতাটি আমার কাছে নেই, তাই জানতে পারছি না, এখন!
শুভ নববর্ষ!!
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মামুন রশিদ বলেছেন: প্রথম কবিতাটা দুবার পড়েছি । বারবার পড়তে চাই! কি লিখেছেন কবি!!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১
সোনালী ডানার চিল বলেছেন:
খুব আবেগি মন্তব্যে কবি দিশেহারা হয় কখনও;
এখন যেমন!
থ্যাংকস, হ্যাপ্পি নিউ ইয়ার!!
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
প্রথমটি ঘোর এক সন্ধ্যালাপে বসিয়ে দেয়।
যেন বহুকাল আমি বলি, অনন্তকাল কবিতার কথা বলি।
যেন বহুকাল আমি বলি, শোনাতে এসেছিলাম অপ্রকাশিত কিছু শব্দমালা; গুচ্ছ কবিতা।
দ্বিতীয়টি নিজের ভেতর কবিতা গড়ে তোলে।
বিচ্ছেদ চাইনি বলেই আমি অসুখী থাকি,
বিচ্ছেদ চেয়েছো বলেই তুমি থাকো সুখী।
দারুন।
শুভকামনা, কবি।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, হ্যাপ্পি নিউ ইয়ার!!
আপনার খুব বেশি কাব্যিক প্রভাবে এই শব্দ চলাচল,
তাই এই ঘোরের কিছুটা তমশা আপনারও!!
ভালো থাকুন।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এয়ী বলেছেন: খুব ভালো হয়েছে
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস।
হ্যাপ্পি নিউ ইয়ার!!
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
লেখোয়াড় বলেছেন:
দ্বিতীয়টি আমার বেশি ভাল লাগল।
আপনার এখনকার কবিতাগুলোতে বিষয় ও চিত্রকলা অনেক বেশি দেখা যায় আর তারা খুব বেশি কথা বলে। এজন্য আপনার কবিতাগুলো একটি মোহনীয় আবেশ সৃষ্টি করে।
অনেকগুলো টাইপো আছে, দেখবেন।
ভাল থাকুন।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ!
বয়সের সাথে সাথে কবিতাও মনে হয় ভিন্নমাত্রার হয়ে উঠে।
বানানগুলো তাড়াহুড়াই ভুল করায়!
হ্যাপ্পি নিউ ইয়ার!!
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ১মটা বেশি ভাল লাগলো । এক কথায় চমৎকার।
'নিঃশ্বাস নিতে দেব না,
তোমাকে নিঃশ্বাস নিতে দেব না একবার যদি পাই,
পুনরায় আরবার যদি পাই পাঁজরে পাঁজর গুঁড়ো করে দেব _ ছাই !'শুরুটাতো বিখ্যাত
কয়েকটি চরণ দিয়ে। অসাধারণ।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
থ্যাংকস, কমেন্টের জন্য।
হ্যাপ্পি নিউ ইয়ার!!
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ইখতামিন বলেছেন:
বিচ্ছেদ চাইনি বলে, শোক নিয়ে দূরে আছি
সুন্দর কবিতা
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাপ্পি নিউ ইয়ার!!
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর এবং সুখপাঠ্য!! দারুন লাগল।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময়!!
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
শুভকামনা রইল।।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মাসুম ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন!!
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: দ্বিতীয় কবিতাটি তুলনামূলকভাবে বেশী ভালো লেগেছে।
বিষাদের কবিতা গুলো কেন জানি সুখপাঠ্য হয়? সমান্তরালভাবে আনন্দময় এবং বিষাদের অনুভূতি পাওয়া যায়!
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি!!
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
বিষাদ কবিতার সখা!!
থ্যাংকস ভাই, ভালো থাকুন।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
আমি সাজিদ বলেছেন: দ্বিতীয় কবিতাটা বেশী ভালো লেগেছে।
দুটি কবিতাই ঘোর লাগানো। ভালো থাকুন, নতুন বছরের শুভেচ্ছা কবি।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস সাজিদ ভাই।
শুভ কামনা আপনার জন্য!!
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯
একজন আরমান বলেছেন:
প্রথমটার প্রথম তিন লাইন পড়ে অসাধারণ লেগেছে। আর শেষের প্যারার আগের প্যারা তো কোন বিশেষণের বাহিরে।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
নতুন বছরের শুভেচ্ছা!
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩০
এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!
কবিতা ভালো লেগেছে।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা!
থ্যাংকস!
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
ওয়ািহদ উদ্দিন বলেছেন: জীবন ও বাস্তবতার কবিতা। খুব ভাল লিখেছেন।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আমার কবিতায় আপনাকে স্বাগত!
ভালো থাকুন সবসময়!!
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা!
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই!
ভালো থাকুন, আপনাকেও শুভেচ্ছা!!
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
বৃতি বলেছেন: চমৎকার দুটো কবিতা পড়লাম। নতুন বছরের শুভেচ্ছা সোনালী ডানার চিল।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
থ্যাংকস।।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতা দুটি।
তোমার জঘণ নয় বলেছিলাম দারুন কিছু ভাবো,
এখানে আমার বুঝতে ভুল হচ্ছে নাকি আপনি ভুল লিখেছেন বুঝতে পারছি না।
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই।
আমি জঘণ লিখতে চেয়ে ছিলাম।
ভালো থাকুন খুব।
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
শুঁটকি মাছ বলেছেন: আপনার কবিতাদুটো দারুন লেগেছে। বিশেষ করে প্রথমটা বেজায় আবেগী।
অটঃআপনার নামটা দেখলেই জীবনানন্দ দাশের কবিতার একটা লাইন মাথায় আসে।
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই মাছ।
আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো।
শুভকামনা।
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪
রাইসুল নয়ন বলেছেন:
প্রথমটার মধু শেষ হলে এসে দ্বিতীয়টা পড়ব!!
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭
সোনালী ডানার চিল বলেছেন:
আমি অপেক্ষায় ছিলাম!
থ্যাংকস নয়ন।।
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৩
ভিয়েনাস বলেছেন: বিচ্ছেদ চাইনি বলে, শোক নিয়ে দূরে আছি
মুখোমুখি বসবার সময়ে যে যাতনা ছিল, তাই দিয়ে খোঁচাই হৃদপিন্ড, ...... অসাধারন কবিতা।প্রথম কবিতায় মন রেখে গেলাম ব্রো।
আর নিয়ে গেলাম" বিচ্ছেদ চাইনি বলে, শোক নিয়ে দূরে আছি" লাইনটা।
নতুন বছর শুভ হোক ব্রো
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভিয়েনাস।
সরি, খুব দেরিতে উত্তর দেবার জন্য।
ভালো থাকুন সবসময়!!
২২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
ডট কম ০০৯ বলেছেন: এত বড় করে লিখেন কেমনে।
কবিতা দারুন হইছে।
তুমি হেসে বলেছিলে- আবেগের বিষয় আবেগ নিয়েই লিখতে হয়,
- তুমি নিমলেন্দু গুনের 'স্ত্রী' কবিতাটি পড়েছ?
একটুও না চমকে তুমি বল্লে, হুম, তবে আবারও শোনাতে পারো;
'কম বয়সে এসব ফাজিল কবিতা পড়ার মোহ ছিল
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস,
এটা হঠাৎ লিখে ফেলা, আমিও দীর্ঘ কিছু লিখতে পারি না।
২৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪
শাহেদ খান বলেছেন: দারুণ ! চমৎকার শব্দ-বিন্যাস, ভাব-ভাষা সবটাতে ভাল লাগা।
শুভেচ্ছা, কবি।
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
দারুণ কমেন্ট আমাকে উৎসাহ দেবে খুব।
শুভকামনা রইল।।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ৩য় লাইনটায় আরবার নাকি অন্য কিছু হবে?