নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

দু'টি নিরীক্ষা; শব্দের, প্রেমের!

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬





১।

আকাশ আমায় বাঁধেনি যে, তারা'য় আপন পর

সূর্য আমার নেইকো সাথে, রাতের কোলেই ঘর

দুঃখবিলাশ কিছু দূরে তপ্ত হবে কবে

কোন বাতাসে সুখটা রেখে ঘুম ফুরিয়ে যাবে,

সেই ফাগুনে তোমার চুলে নাক ডুবিয়ে কথা

ঘ্রাণে আমার প্রাণ চলে যায় হৃদয় কোণে ব্যথা

মন বেদনায় ঠোস্কা পড়ে অন্তরেতে ঘা

আকাশ, তারা তোমায় দিয়ে চাঁদের দেশে পা



জোছনা যদি তোমার উঠান একা করে আলো

আমি তবে দুঃখশালিক তারার আলোই ভালো

ভুলে গেছি কবে কখন সুখে ছিলাম হায়

ঘুরে ঘুরে অবশেষে পথকেও ভয় পাই

পথের ধুলো মেখে আবার সংকল্পের শেষে

ব্যর্থ মানুষ এই আমিটা তোমায় ভালোবেসে

রাতদুপুরে হরিণঘাটায় ছিপ ফেলেছি একা

আকাশ, তারা তোমারি থাক নিঃশব্দে ধোকা

বুকের বেলুন চুপসে যাবে অজস্র সংকটে

জরাজীর্ণ আমার দেখা সব আকাশেই পাবে।।



২।

শোকের আগুনে পুড়ছে সুখ

হৃদকপাটে তালা

কণ্ঠার হাড়ে দুখতিল জ্বলে

উষ্ণঠোঁটে জ্বালা।



এ জ্বালা হয়তো প্রেমপিপাসার

এ জ্বালা হয়তো ক্ষোভের

তোমার মুঠোয় উপসম বাঁধা

শীর্ণ দুঃখবোধের।



আমার ব্যথারা টুনটুনী পাখি

আমার ব্যথায় বন

কেউ তো দেখেনি একটুখানি

নিভৃত নিরজন।



সেই নিরবতা কথা বলে উঠে

তুমি যদি খোলো মুঠি

সেই বিষাদী হাওয়াও ছোটে

চেপে কল্পঘোড়ার টুটি।



প্রেম কখনও সুমধুর হয়

অবশিষ্ট খেদ পোড়ে

প্রেম কখনও হারিয়ে যায়

অস্থিরতার জোড়ে।



জোড়ের ফাকে তাকিয়ে থাকে

বিরহিণী চোখের পাতা

শোকের আগুনে সুখ পুড়িয়ে

দুঃখ আকাশ মাপা।

মন্তব্য ৪৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১

জুন বলেছেন: চমৎকার লাগলো চিল বিশেষ করে দ্বিতীয়টা :)
+

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে,

ভালো থাকুন সবসময়!!

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কাছে ১মটা বেশী ভাল্লাগসে।
ছবিটা চমৎকার ||

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক থ্যাংকস ভাইয়া।

ছবিটা আমার খুব প্রিয়, কবিতা অলংকারিত করার বারতি চেষ্টা এটা!!!

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

মামুন রশিদ বলেছেন: সেই ফাগুনে তোমার চুলে নাক ডুবিয়ে কথা
ঘ্রাণে আমার প্রাণ চলে যায় হৃদয় কোণে ব্যথা
মন বেদনায় ঠোস্কা পড়ে অন্তরেতে ঘা
আকাশ, তারা তোমায় দিয়ে চাঁদের দেশে পা


বাহ, খুব সুন্দর!

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মামুন ভাই।
একটু অন্য কিছু লেখার চেষ্টা এটা।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

মহিদুল বেস্ট বলেছেন: প্রথমদিক ভাল লাগছে

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

ভারসাম্য বলেছেন: দুটি কবিতাই খুব ভাল লেগেছে, কিন্তু নিরীক্ষার জায়গাটা ধরতে পারিনি তেমন। সেখানটায় অবশ্য পারদর্শীও না বেশি। একটু বলে না দিলে, সম্ভব না আমার পক্ষে। আগ্রহও কম। ভাল লাগা নিয়েই পূর্ণ সন্তুষ্ট। :D

ডাবল ++++++++।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
আমি আমার সচারচর লেখা থেকে অন্যরকম লিখতে চেষ্টা করেছি, তাই এটা এক রকম নিরীক্ষা!

আপনার দারুণ মন্তব্যে খুব থ্যাংকস!!

৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

অনাহূত বলেছেন:
বুকের বেলুন চুপসে যাবে অজস্র সংকটে
জরাজীর্ণ আমার দেখা সব আকাশেই পাবে

বাহ্ বাহ্। তালিয়া কবি।

ছন্দ কবিতা কি এর আগেও লিখেছেন? মনেপড়ছে না। ভালো লাগলো, দু'ধরণের ছন্দই উপভোগ করলাম। নিরীক্ষা আমার চোখে সফল। ভালো লাগা রইলো।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, থ্যাংকস।
কয়েকটা লিখেছিলাম।
জানি না কেমন হয়েছিল, আপনাকে সেগুলো দেখার আমন্ত্রণ!!

খুব ভালো লাগার মতো কমেন্ট!! থ্যাংকস এগেন কবি!!

৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
''পথের ধুলো মেখে আবার সংকল্পের শেষে
ব্যর্থ মানুষ এই আমিটা তোমায় ভালোবেসে''

এই অংশটুকুই পুরো এক কবিতা। যদিও কবিতাংশ পুরো কবিতার ভিন্ন হওয়া স্বাভাবিক।

প্রথম কবিতার পূর্ণ পাঠে বলবো, কবি মনের নরম আকুতির কবিতা।
আর শব্দরা, শব্দের বৈচিত্ররা আপনার বরাবরই দারুন শক্তি।

দ্বিতীয়টা একটু এডভান্স লেবেল কবিতা।
পাঠ ও বোধ দুটোই শানিত করে।

শুভকামনা, কবি।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, আপনার বিদগ্ধ পাঠ সবসময় বাড়তি পাওনা আমার কবিতায়।

কৃতজ্ঞতা আর কবিতার দারুণ উত্তাপে স্বাগত!!

৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

বাকপ্রবাস বলেছেন: খুব ভাল লাগল

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস, আপনাকে কবিতা পড়ার জন্য।
ভালো থাকুন সবসময়।।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

হাসান মাহবুব বলেছেন: মুগ্ধপাঠ।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

সোনালী ডানার চিল বলেছেন:
মেনি থ্যাংকস হাসান ভাই।
শুভ সকাল।

১০| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাইয়া।
শুভকামনা রইল।।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩১

আফ্রি আয়েশা বলেছেন: //আকাশ আমায় বাঁধেনি যে, তারা'য় আপন পর
সূর্য আমার নেইকো সাথে, রাতের কোলেই ঘর
দুঃখবিলাশ কিছু দূরে তপ্ত হবে কবে
কোন বাতাসে সুখটা রেখে ঘুম ফুরিয়ে যাবে// - ইস! এই লাইন কয়টা তো আমার লেখার কথা ছিলো !
কবিতায় অনেক গুলি প্লাস :)

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে কবিতা পড়ার জন্য।
আমাদের ভাবনা আনুভূমিক, তাই কেউ কেউ একই কথা ভাবে কখনও কখনও!!

শুভকামনা আপনার জন্য।।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

সায়েদা সোহেলী বলেছেন: "" পথের ধুলো মেখে আবার সংকল্পের শেষে
ব্যর্থ আমি এই মানুষটা তোমায় ভালোবেসে! "" ----- মুগ্ধতা


আপনি দারুণ লেখেন তো! !!

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে আমার কবিতায় স্বাগত!
থ্যাংকস কমেন্টের জন্য,

ভালো থাকুন সবসময়।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

দুটো কবিতাই দারুণ তবে দ্বিতীয়টা বেশি পছন্দ হইছে ভাই।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই।
কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

আপনার জন্য শুভকামনা সবসময়ের!!

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

বৃতি বলেছেন: সুন্দর।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!
ভালো থাকুন, নিরাপদে থাকুন।।

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

সুমন কর বলেছেন: দু’টোই ভাল লাগল। তবে ২য়টা একটু বেশী।
ভালো থাকুন কবি।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আমার শুভকামনা জানবেন,
আপনিও ভালো থাকুন!!

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

মেহেরুন বলেছেন: প্রথম কবিতাটা বেশি ভালো লাগলো। ভালো থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা একরাশ!!

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

সোমহেপি বলেছেন: দু'টোই একটু বেশি ভাল লাগছে।

২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবিতা পাঠে।
ভালো থাকুন সবসময়।

শুভ দুপুর!!

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১

রাইসুল নয়ন বলেছেন:

দারুণ লাগলো, দুটোই আবৃতি করতে করতে মন ভালো হয়ে গেল।।

শুভকামনা কবি।।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, আমার কবিতা আবৃতি করেছেন!!
থ্যাংকস,
কবিতারা ধন্য হল!!

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা!

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ মুন।
ভালো থাকুন সবসময়!!

শুভকামনা রইল!

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

লাবনী আক্তার বলেছেন: ভুলে গেছি কবে কখন সুখে ছিলাম হায়
ঘুরে ঘুরে অবশেষে পথকেও ভয় পাই
পথের ধুলো মেখে আবার সংকল্পের শেষে
ব্যর্থ মানুষ এই আমিটা তোমায় ভালোবেসে




জোড়ের ফাকে তাকিয়ে থাকে
বিরহিণী চোখের পাতা
শোকের আগুনে সুখ পুড়িয়ে
দুঃখ আকাশ মাপা।




চমৎকার ছন্দময় কবিতা! খুব ভালো লাগল।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস লাবনী।

এটা একটা প্রচেষ্টা!!

শুভকামনা রইল!!

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভালো লাগলো, স্মুথ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম!

ভালো থাকুন সবসময়!

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

রাইসুল নয়ন বলেছেন:

কবি দেখি আমাকে লজ্জায় ফেলে দিলেন,
আমার মতো সামান্যকে এমনভাবে মূল্যায়ন করলেন, সত্যি ভীষণ সম্মানিত বোধ করছি।।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,

আমরা পরস্পর কবিতার কাতারে দারুণ কর্মী,
কবিতার সম্মান সবারই!!

ভালো থাকুন কবি!!

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

সোনালী ডানার চিল বলেছেন:

থ্যাংকস ভাই।

আমার কবিতাই আপনাকে স্বাগত!

ভালো থাকুন সব সময়!

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

ছায়াসঙ্গী তারিক বলেছেন: দুটোই অনেক অনেক ভালো হয়েছে ৷

'এমন কবিতাগুলোই বেঁচে থাকে যুগ যুগ ধরে ৷'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.