নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

কবিতার মেয়ে দারুণ ভুলভাল ছবি আঁকে, গল্প লেখে আর আবেগি হয়; একাকী!

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

আমি বলেছিলাম, তোমার রহস্যময়তা নিয়ে একটা দারুন কবিতা লিখবো ভাবছি

তুমি প্রতিউত্তরে আমাকে বিভ্রান্ত করে অবাক হলে খুব-

কবিতা তো সাজানো বাগানে রঙিন পাতাবাহার নয়

খুব মনের মুগ্ধবেশের অপরূপ গনকপাথর

যা হৃদয়বেগের মায়াবী চিলেকোঠায় ভয়ে ভয়ে দাঁড়িয়ে

শব্দসঙ্গমে খুব নরম হয়, আর্দ্র হয়

তারপর নেমে আসে সিঁড়ি বেয়ে মধ্যাহ্নে অথবা রাতের সেই সময়ে

যখন, মানবীর শরীর হয় দেহফল

প্রেম-ভর করা কিশোরী অবোধ আঙুলে ভাবনানাটাই-এ পিচ্ছিল কন্ঠ রাখে

এক একটা অক্ষর বিলম্বিত জ্যাকেটে অপবিত্র শ্বেদ রাখে

দহনের বৈসাম্যের গড়ে উঠে কুয়াশার বর্তুল বিবেক

তখন কবিতা ধরা দেয়, বলে: স্বপ্নবোধের পরম্পরায় তোমাকে লেখা আমার

নিবেদন ততটা মোহনীয় নয়, অবাধ্য মাতাল শাসক শোকগাঁথা পুড়িয়ে

আমারও সমুদ্র ভরা তরঙ্গে একটা সস্তা পালতোলা ডিঙি ভাসিয়ে উজানে

যাবে, যেখানে মেয়েটি ভুলভাল ছবি আঁকে!



ছবি আঁকার ফাঁকেফুঁকে সে গল্প লিখতো যখন

তার কান্না ভরা গল্পমালা কখনও ভীত

কখনও বিশুষ্ক মেয়েটির কথা মনে করিয়ে দিত

রাত বাড়ার সাথে সাথে যে একাকী হয়, জোছনা আর

প্রগলভ নক্ষত্র পাশ কাটিয়ে সে কথা বলে জান্তব-জ্বীনের সাথে

চুমকী আবির ঝুমঝুম করে ছড়িয়ে দেয় অস্ফুট ভোরকথা

কিছুটা বিরাগ হয়ে, তোমার দিকে তাকাবে যখন

আমার এই পাড়ি দেওয়া মহাসময় অন্তিম রহস্যবর্তিনীর

ঠিক এই বিন্দুতে নিশ্চল থাকুক, তা চাইবার উৎপ্রেক্ষা

আমাকে ভোলাবে কবিতা না লেখার যাতনা।



তার বাক্তিগত সুখে কবির শোক মেশাতে চাই না আমি

তার অবাক পেন্সিলের আঁচড়কে ভুলভাল বলার দুঃসাহস যদিও

কবির ক্ষুদ্রতা তবুও কবি এভেবে প্রবোধ দেবে নিজেকে যে

মেয়েটি তার ছবি আঁকেনি কোন!

তুমি বলেছিলে- কবিতার ধরন কেমন হতে পারে,

আমার ভালো লাগায় কি মুল প্রেষণা নয়!

রবি ঠাকুরের চেয়ে যদি বিষ্ণু দে আমার ভালো লাগে তবে

আমি কি অগোত্রের মালতি ফুল অথবা শকুন্তলার ভুলে যাওয়া

দুষ্মন্ত হয়ে যাবো; কবিতা কি এতটা নির্মম হবে-

পাঠক কি অবাধ স্বাধীনতার নামে কবিকে করবে সম্ভ্রমহীন!

এসব দারুণ তর্কে তোমার মোবাইলের চার্জ ফিকে হয়ে এলে

তুমি উঠে যেতে, করুন বেহালায় তানপুরা বাজিয়ে বলতে-

আবারো কবিতা পড়বো, আবারো কবিতার মেয়ে হয়ে যাবো!



আহা! কবিতার মেয়ে, আহা! মধ্যরাত

সাঁড়াসী দিয়ে অক্ষর তুলে তুলে এক একটা পদ্য

কড়া লিকারের অবোধ বিষ্ময় খাটের তলায় থাক

ঝুম করে নামা বৃষ্টিতে তোমার চোখের পাপড়ি রাখো

আমি লতানো এক সানকি দেবো তোমার অশ্রু ভরে রাখার জন্যে

জমে জমে মুক্ত হবে সে অজস্র জলবিন্দু

আমার কবিতার পূণ্যি বিপুল অগ্রাহায়ণে মেঘনার পাড়ে বুনো

ফুল হয়ে রবে;



অতঃপর পরস্পর এই অভিজ্ঞান ঠোঙায় মুড়ে শেষ করি কবিতা-

বাধাহীন জীবন কবিতা আনে না, দেহটাকে আনে পোষাকে

শ্বাপদ তরু নিজেই শব্দ আবেগ বিষাদ আর খেয়ালে।





ফুটনোটঃ এ কবিতা এরিস এরিন্যায়াসের, অদ্ভুত সময়ের দারুণ গল্পকার, একজন শিল্পী আর পুরোপুরি কবিতা প্রেমিক! আমার শুভকামনা তার জন্যে!!

মন্তব্য ৬১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুগ্ধকরা কবিতা।
বার কয়েক পাঠের পরও বিস্ময় থাকে, দারুন শব্দ বিন্যাস আর কবিতার সৌন্দর্য্যে। পাঠক হিসেবে ব্লগে পড়ে থাকার এই লাভ।

নিজে যেহেতু টুকটাক লিখি, হিংসেও হয়।
একটা কবিতাও যদি এমন লিখতে পারতাম।

শুভকামনা কবি।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, আপনার দারুণ পঠন আর প্রেরণা আমার কবিতা লেখার একটা খুব বড় উপলক্ষ, যা আমি কবিতাইও প্রকাশ করেছি।

এই দূর প্রবাসে কবিতাই যেন আপনার দেশ, সময় আর অন্তরের কথা বলার দারুণ উপায়, আর তাই মাঝে মাঝে কিছু লিখে ফেলি অজান্তে!!

আপনার কাব্য হিংসাই আমার কবিতার সবচে বড় পাওয়া নয় কি!!

শুভেচ্ছা কবি!!

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

মামুন রশিদ বলেছেন: আমার এই পাড়ি দেওয়া মহাসময় অন্তিম রহস্যবর্তিনীর
ঠিক এই বিন্দুতে নিশ্চল থাকুক, তা চাইবার উৎপ্রেক্ষা
আমাকে ভোলাবে কবিতা না লেখার যাতনা।

কবিতার মুগ্ধতায় ছুঁয়ে যাওয়া ছাড়া আর কিছু বলার নেই ।

এরিস সৌভাগ্যবতী ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
মামুন ভাই,
এই মুগ্ধতা, এই কবিতার চলাচল আমাদের কাব্যপ্রিতির বহমান সাঁকো!!

আপনার দারুণ মন্তব্যে আমার কবিতা ঋদ্ধ হলো!!

শুভকামনা ভাই!!

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

রাইসুল নয়ন বলেছেন:


দারুণ সৃষ্টি,
শব্দগুলো এমন পোষ মানান কি করে কবি !!!!

ভালোলাগলো।।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
শব্দরা বড় অবুঝ পোষ মানে না কিছুতেই, তারপরও অনেক
চেষ্টা করে এ অ-লেখা!!

আপনার ভাললাগা আমার প্রেরণা!!

থ্যাংকস।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

অদিব বলেছেন: অদ্ভুত কবিতা! ভালো লেগেছে!

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ আদিব।
আমার কবিতায় স্বাগত!!

ভালো থাকুন সবসময়!!

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

সুমন কর বলেছেন: চোখ বুলিয়ে গেলাম। পরে পড়বো।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার পাঠ এবং বিদগ্ধ মন্তব্য আমাকে সমৃ্দ্ধ করবে!!

থ্যাংকস।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

রাবেয়া রব্বানি বলেছেন: মুগ্ধ হলাম। চমৎকার লেগেছে।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
আমিও খুব আনান্দিত আপনার পঠনে!!

ভালো থাকুন সবসময়!

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

একজন ঘূণপোকা বলেছেন:

চমৎকার

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
ভালো থাকুন, নিরাপদে থাকুন!

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

আমি তুমি আমরা বলেছেন: কঠিন

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস পাঠক!!

শুভকামনা আপনার জন্য!

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

বেঈমান আমি. বলেছেন: নাইস :)

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

ভাল থাকুন সবসময়।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন এবং মুগ্ধপাঠ!

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

আপনার মুগ্ধপাঠ আমার প্রেরণা!!

শুভকামনা একরাশ!

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লাগলো অনেক..

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে শুভেচ্ছা,

ভালো থাকুন সবসময়!

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

বটবৃক্ষ~ বলেছেন:
ওয়াও!!
দারুন হয়েছে!!!

ফুটনোট পড়ে আবার পড়লাম কবিতা!!
অসাধারন!!

এরিস কে হিংসে হচ্ছে!! :) :)

@এরিসঃ লাভিউ মিষ্টি পাখি!! :>

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার মন্তব্যে কবিতা সমৃদ্ধ!
থ্যাংকস কবিতা পাঠে!!

ভালো থাকুন সবসময়!!

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৯

ডট কম ০০৯ বলেছেন: অসাধারণ কবিতা।

লেখক তার লেখনীতে সফল। B-)

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

এই সফলতা কাব্য পরম্পরায় দারুণ প্রেরণাকর!!

ভালো থাকুন সবসময়!!

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার চিল, বাহ ||

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মুন!

ভালো থাকুন সবসময়!

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

অপরাজিতা নীল বলেছেন: দারুন !!!!!!!!!!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস অপরাজিতা!

শুভকামনা আপনাকে!

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা! কবিতার মেয়ে!
অসাধারণ হয়েছে কবি!!
শিরোনাম টাই তো বেশ কিছুক্ষণ ভাবায়, এরিসের জন্য শুভকামনা!

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস অভি!

কবিতা টা থেকেই উঠে এসেছে শিরোনামটি!
আপনার পাঠ কবিতাকে সমৃ্দ্ধ করেছে!!

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

লাবনী আক্তার বলেছেন: কবিতার মেয়ে দারুণ ভুলভাল ছবি আঁকে, গল্প লেখে আর আবেগি হয়; একাকী!


চমৎকার কবিতা, আর শিরোনামটাতে বেশ গভীরতা আছে।


এরিসের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস লাবনী।

মন্তব্য আমাকে প্রেরণা দেবে!

ভালো থাকুন সবসময়!!

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । +আর এরিসের জন্য শুভকামনা :)

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!

ভালো থাকুন সবসময়!
শুভকামনা আপনার জন্য!

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

একজন আরমান বলেছেন:
তার বাক্তিগত সুখে কবির শোক মেশাতে চাই না আমি
তার অবাক পেন্সিলের আঁচড়কে ভুলভাল বলার দুঃসাহস যদিও
কবির ক্ষুদ্রতা তবুও কবি এভেবে প্রবোধ দেবে নিজেকে যে
মেয়েটি তার ছবি আঁকেনি কোন!


মুগ্ধ।

শিরোনাম পড়েই কিছু আঁচ করেছিলাম।



শুভকামনা দুজনের জন্যই। :)

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ভাই!

ভালো থাকুন সবসময়,

শুভকামনা আপনার জন্য!!

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: কবিতা বিষয়ক নানা অনুভূতি এবং বোধের সম্মিলনে একটা সমৃদ্ধ কবিতা। খুব ভালো লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

সোনালী ডানার চিল বলেছেন:

থ্যাংকস হাসান ভাই।

কবিতাটি আসলে ভাবনা আর অনুভূতির একটা পর্যায়ক্রম!
আপনার ভাললাগা সবসময় আমার কবিতার দারুণ প্রেরণা !

ভালো থাকুন সবসময়, শুভ সকাল!!

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এসব দারুণ তর্কে তোমার মোবাইলের চার্জ ফিকে হয়ে এলে
তুমি উঠে যেতে, করুন বেহালায় তানপুরা বাজিয়ে বলতে-
আবারো কবিতা পড়বো, আবারো কবিতার মেয়ে হয়ে যাবো!


দারূন কবিতা...!!

মুগ্ধতা ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস স্বপ্নচারী!

আমার কবিতাই স্বাগত!

ভালো থাকুন সবসময়!!

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
কবিতার মেয়ে !

বাহ্ পুরো একটি ছোটগল্পই হয়ে গেছে লিখাটি।
বেশ ভালো লাগলো [প্লাস]

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

আমি তো গল্প লিখতে পারিনা তাই মাঝে মাঝে কবিতাকে বর্ধিত করে খেদ মিটাই!

ভালো থাকুন সব সময়!

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর কবিতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

শুভকামনা রইল

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকুন সবসময়।।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভীষণ লাগলো কিছু লাইন । +++্

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় স্বাগত
শুভেচ্ছা জানবেন।

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০

সায়েদা সোহেলী বলেছেন: বাহ!! আপনিতো দারুণ লিখেন !!
শিরোনাম টাই যে একটা কবিতা , যা আমায় চুম্বকেরই মতো টেনে নিয়ে এলো পুরো কবিতা টা পড়তে! "!

এক্টু কঠিন যদিও আমার জন্য সবটুকু ঠিকঠাক বুঝে উঠিনি তারপর ও ভালো লেগেছে :!>

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:

চমৎকার মন্তব্যের জন্য অনেক থ্যাংকস!

আপনার ভালোলাগা কবিতার দারুণ শক্তি!!

শুভেচ্ছা রইল

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

নীলসাধু বলেছেন: মুগ্ধ পাঠে কবির জন্য শুভেচ্ছা জানাই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আপনার মুগ্ধপাঠ কবিতার প্রাপ্তি এনে দেয়।

শুভকামনা রইল।

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

অদ্বিতীয়া আমি বলেছেন: মুগ্ধ হলাম ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস,
ভালো থাকুন সবসময়।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

শহিদুল ইসলাম বলেছেন: ভালো আছেন কবি ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
আপনাকে মিস করেছি অনেক।
এখন খুব ভালো লাগছে আপনার এই আগমনে।

আমি বেশ আছি।

শুভকামনা রইল।।

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

এরিস বলেছেন: কবিতার সবটা আমি বুঝতে পারিনা। অতটুকু সামর্থ্য আমার কোনকালেই ছিল না। যখনই যতবার কারো কবিতা পড়েছি, কবিতার ভাব বোঝার চেষ্টার চেয়ে বরং কবিকে বুঝতে চেয়েছি। কবি কেমন করে কবিতা লেখে, যখন লেখে তখন কি সে বারান্দায় বসে থাকে? নাকি কবিতা লেখার জন্যুরেসব কোলাহল ঠেকে দূরে কোথাও শব্দের খোঁজে যায়। কাণ্ডারী ভাইয়ের একটি কবিতায় এই কথা আমি বলেছিলাম।

আপনার কবিতার মানেও আমি পুরোটা বুঝিনি। তবে.. আমার জন্যে সবচেয়ে আনন্দের বিষয় এই যে লেখার সময় আমি ছিলাম আপনার সাথে, মগজে।

আমার জীবনে আনন্দের দিন খুব কম এসেছে। কোন উপহার পেয়ে আমি এমন খুশি হয়েছি ঠিক মনে নেই। কারো কবিতার মেয়ে হয়েছি আমি, একদিনের জন্যে হলেও।

শ্রদ্ধা রইলো প্রিয় কবি সোনালী ডানার চিল। আমার সুখস্মৃতিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্থানে থেকে যাবে এই কবিতা।

ছবি আঁকার ফাঁকেফুঁকে সে গল্প লিখতো যখন
তার কান্না ভরা গল্পমালা কখনও ভীত
কখনও বিশুষ্ক মেয়েটির কথা মনে করিয়ে দিত
রাত বাড়ার সাথে সাথে যে একাকী হয়, জোছনা আর
প্রগলভ নক্ষত্র পাশ কাটিয়ে সে কথা বলে জান্তব-জ্বীনের সাথে
চুমকী আবির ঝুমঝুম করে ছড়িয়ে দেয় অস্ফুট ভোরকথা
কিছুটা বিরাগ হয়ে, তোমার দিকে তাকাবে যখন
আমার এই পাড়ি দেওয়া মহাসময় অন্তিম রহস্যবর্তিনীর
ঠিক এই বিন্দুতে নিশ্চল থাকুক, তা চাইবার উৎপ্রেক্ষা
আমাকে ভোলাবে কবিতা না লেখার যাতনা।


.... আবারো কবিতা পড়বো, আবারো কবিতার মেয়ে হয়ে যাবো!

আর কোনদিন হয়তো কারো কবিতার মেয়ে হব না। তবে, কবিতায় আসবো ঠিকই। প্রাণ খুঁজতে।

৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

জুন বলেছেন: মুগ্ধ পাঠ চিল
+

২২ শে মে, ২০১৪ ভোর ৪:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

ভাল থাকুন সবসময়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.