নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

ঘুণপোকা বহু আগে কেটে দিয়েছে সম্ভ্রমের ফিতা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮



অনাচার ছোপ রাখে অনাঘ্রাত চিবুকে

দারুণ কালো চোখের নিচে ঢের কালো রাত্রি জাগরণের দাগ

বিষণ্ণ বুক কতটা ঢলঢলে আমি দেখতে পাইনি তা

জন্মদাগের চিহ্ন খোঁজা মাতাল দুচোখ

দগদগে উষ্ণতার মাঝে শিহরণ চায়

যে শিহরণ শরীরে জাগায় আকুতি

ভ্রান্তির শেষে নামা ঋজুতাপ

বলেঃ 'এটা অনাচার নয়, প্রেম বলে মানুষ!'



কোন মানুষ প্রেম বলে! কোন মানুষ প্রেম খোঁজে

কোন ব্যথা শোকেরও দূরে অশ্রুপাত আনে!



দেহ যদি শরীরী বিস্ময়

অন্তর যদি শোকের আকর

কামনা তবে কেন অনাচার হবে

আসন্ন বিশদ যামিনী যখন একাকী কাটে

বিরুদ্ধ শায়ক কেন প্লাবন আনে পৌরণিক কামে



নিমজ্জণে ভীত নয় কামার্ত চকচকে হতাশা

ঘুণপোকা বহু আগে কেটে দিয়েছে সম্ভ্রমের ফিতা

মহাকালব্যাপী যে রতিৎসব কামজ

সেখানে শালিনতাই আপদ-যখম

শীতলাগারে রাখা থরে থরে বিভ্রান্ত মানুষের

বিশুষ্ক মমি, যারা যুগে যুগে অনাচার আর প্রেমের

বিভেদ খুঁজতো!





অলগেট, লন্ডন

০৬ ফেব্রুয়ারী ২০১৪

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

মিশু মিলন বলেছেন: চমৎকার কাব্যময়তা।
মুগ্ধ না হয়ে উপায় কি!

শুভকামনা রইলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার মুগ্ধতা আমার কবিতার প্রাপ্তি!
আমার কবিতায় স্বাগত!!

ভালো থাকুন সবসময়।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: বিশুষ্ক মমি ।যথার্থ বলেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি, কবিতা পাঠের জন্য।

শুভেচ্ছা রইল!!

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

সাজিদ কবির বলেছেন: অসাধারণ ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।

শুভকামনা রইল।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

মামুন রশিদ বলেছেন: অনাচার ছোপ রাখে অনাঘ্রাত চিবুকে
দারুণ কালো চোখের নিচে ঢের কালো রাত্রি জাগরণের দাগ


প্রথম দুই লাইনেই ফিদা..

দারুণ!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
এ চমৎকার এবং দারুণ মন্তব্য কবিকে আরও উৎসাহীত করছে!

ভালো থাকুন সবসময়! শুভদুপুর!

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল ,



চিলের ডানায় ভর করে যেন ব্যোঁদলেয়ারের গন্ধ ভেসে এলো ।

অনাচার তখোনই নয়, মিলন যখোন অন্তরের শুদ্ধতায় স্নান করে আসে ।

ভালো থাকুন ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০

সোনালী ডানার চিল বলেছেন:

খুব ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল!

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হিংসাত্মক লেখা! চমৎকার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!
পাঠে কৃতজ্ঞতা,

ভালো থাকুন সবসময়।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২

পথহারা নাবিক বলেছেন: শিরোনামের প্রশংসা না করে পারছি না!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
শিরোনাম কবিতা থেকে উঠে এসেছে!

থ্যাংকস!!

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

মোঃ ইসহাক খান বলেছেন: নাম দেখে না ঢুকে পারলাম না।

অসাধারণ, এবং অসাধারণ!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
স্বাগত আমার কবিতায়!
খুব ধন্যবাদ কবিতা পড়ার জন্য!!

ভালো থাকুন, নিরাপদে থাকুন!!

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মাসুম ভাই।
শুভ সকাল!!

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ!

নিখাদ কবিতা পাঠের আনন্দ।

ব্লগে কবিতা বলতে আপনি যে মানদন্ডে নিয়মিত, এমন হাতেগোনা।
আপনার কবিতা পড়ে পাঠক হিসেবে যারা ব্লগে কবিতা খুঁজি, তারা তৃপ্ত হই, আকাঙ্ক্ষা বাড়িয়ে যাই।

শুভকামনা থাকলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
কবিতার মানদণ্ড জানি না, আপনাদের উৎসাহে কিছু লিখি এটাই সত্য! আর আপনার বিদগ্ধ পাঠ আমাকে কবিতা নিয়ে ভাবতে শিখিয়েছে!!

খুব থ্যাংকস আর অফুরান শুভেচ্ছা!!

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: দেহ যদি শরীরী বিস্ময়
অন্তর যদি শোকের আকর
কামনা তবে কেন অনাচার হবে ?
+++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

ভালো থাকুন সবসময়!!

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: সুন্দর !!
আপনার কবিতা সম্পূর্ণ ভিন্ন ধরনের। পড়তে ভাল লাগে। তবে সব যে বুঝি তা বলব না, বুঝার চেষ্টা করি।
ভালো থাকবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আপনার দারুণ কমেন্ট আমাকে প্রায়মুগ্ধ করেছে!!
আপনি যে আমার কবিতা পড়েন আর পড়ে বুঝার চেষ্টা
করেন এটা কি আমার কবিতার সবচে বড় প্রাপ্তি নয়!

ভালো থাকুন সবসময়! শুভকামনা রইল!!

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮

এয়ী বলেছেন: অনেক সুন্দর :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে।

শুভেচ্ছা রইল!

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


পুরো কবিতায় জীবন বোধ বিচরন করছে প্রিয় কবি। এমন কবিতা আরও চাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই!
আসলেই, জীবনকে নিয়ে ভাবনা থেকে এই কবিতা;

আপনার প্রত্যাশা আমাকে উদ্দীপ্ত করছে!!
শুভকামনা!!

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা রইলো। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!
ভালো থাকুন।।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

মেহেরুন বলেছেন: ভালো লাগলো কবিতাখানি। +++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মেহেরুন!
শুভকামনা রইল একরাশ!!

১৭| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

ডট কম ০০৯ বলেছেন: ফাটাফাটি লেখনী। দারুণ কবি!!

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
থাঙ্ক্স ভাই!

ভাল থাক্বেন!

১৮| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মহাকালব্যাপী যে রতিৎসব কামজ
সেখানে শালিনতাই আপদ-যখম


ঘুণপোকায় কাটা বিবেকের ফিতার অন্তর্গত আহাজারির কথা
যেন কলমের এক আচড়েই তুলে এনেছেন !!

দারুন/ চমৎকার কবিতা !

অনেক ভালোলাগা ।

২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
আমার কবিতায় স্বাগত!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!

ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.