নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
প্রেমঃ
তোমার আঙুলে দুখ লাগেনি
নখে শুধু সুখ ছিল
তোমার চোখে রাত ছিল না
ভোর সকালের রোদ ছিল!
বিরহঃ
আকাশে যত বিষাদী মেঘ
কেউ ততটা কালো নয়
আমার মনের বিরহী খেদ
স্বপ্নভাঙা যাতনাময়!
আবেগঃ
দেখা হয় না, কথা হয় না
উপবাসী পুরোটা মন
ভালোবাসা ছিল যখন
আমার পাশে তুমি তখন
ভুল করেছি আবেগ চেপে
তোমায় ফেলে কাঁচটা তুলে
এখন আমি হাস্যপ্রদ
আবেগহীন ঠুনকোমন!
স্বপ্নঃ
এখনও দেখি
তখনও ছিল
রঙ শুধু পাল্টানো
আগে ছিল সবুজ গাঢ়
এখন সব উল্টানো!
অতঃপর
একজীবনে এত কিছু
এতো আলো এতো কালো
ভালোবাসা, ছোট্ট আশা
কত রঙিন সুখগুলো-
ক্ষয় হয়ে যায় সময়শেষে
কান্না-হাসির পাশ কেটে
ফুরিয়ে গেলে বলতে হয়
ভালোই ছিল ক্ষণগুলো!!
উৎসর্গঃ কবিত্রয়ী- আলাদিন, দুর্জয়, অর্ণব (অনাহূত); যাদের কাছে আমার অনেক ঋণ!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!
আমার বিশ্বাস আর অভিজ্ঞতার দায়বন্ধন থেকে এ উৎসরণ!
শুভকামনা রইল!
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অভিজ্ঞতা পর্ব ভালো লেগেছে।
স্বপ্নটা অদ্ভূত।
উৎসর্গ পর্বের একজন বলেই না। এইসব প্রবল উৎসাহের ঋণে আবদ্ধ হতে ভালোবাসি ইদানিং।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, আপনার ভালোবাসা আমার কবিতার খুব বড় প্রেরণা!!
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্বপ্নের জাল কখনো পালটায় কখনো মোচড়ায় কখনো বা পুড়ে খাঁক হয়ে নূতনের গান শোনায়, তবু স্বপ্ন দেখে যাই।
আর প্রতিটি রূপ একেকটি অভিজ্ঞতার ডাল-পালা ছড়ায়। সেই ডালপালায় ঘুরে গেলাম, কবি।
কবিতা বরাবরের মতোই অসাধারণ।
শুভেচ্ছা কবি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!
দারুণ কমেন্টে খুব ভাললাগা!
শুভকামনা!
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭
সায়েদা সোহেলী বলেছেন: প্রেম
বিরহ
আবেগ
শপ্ন
!!!!
অভিজ্ঞতার এতো সুন্দর সাবলীল প্রকাশ !!
মুগ্ধতা! মুগ্ধতা! !মুগ্ধতা! !!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে!
কবিতা আপনার ভালো লেগেছে, এটাই আমার লেখার
পূর্ণতা!!
ভালো থাকুন।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক সুন্দর
+++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
ভালো থাকুন সবসময়!
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
আমিনুর রহমান বলেছেন:
৪ প্রিয় কবি না ৪ প্রিয়জন এর মধ্যে একজন কবিতা লিখেছে আর কবিতা ৩ জনকে উৎসর্গ করা হয়েছে !
কবিতায় বরাবরের মতই মুগ্ধ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস জেসন ভাই।
আপনার বরাবরের উৎসাহ কবিগণের উদ্দীপনা!
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য, অভিজ্ঞতা সঞ্চয়ের পথে আরো একটি নিরর্থক আর তাই সৌন্দর্যময় পালক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি,
আপনার বিদগ্ধ পাঠে কবিতা ঋদ্ধ!!
ভালো থাকুন খুব!!
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
নিশাত তাসনিম বলেছেন: প্রেম বিরহ আবেগ এবং স্বপ্ন নিয়ে লেখা চমৎকার একটি কবিতা বেশ লাগলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়!
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গ আর কবিতা দুটোই ভাল লাগলো ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল!
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রেম , বিরহ , আবেগ অতঃপর মুগ্ধতার আবেশ টা এত সহজে কাটবেনা এই পোষ্ট কয়েকবার পড়লেও !
আর উৎসর্গ খুব পছন্দ হয়েছে ভাইয়া , আপনাদের কেমিষ্ট্রিটা খুব উপভোগ্য !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই, অভি!
আপনাকে দারুণ মন্তব্যের জন্য খুব কৃতজ্ঞতা!
ভালো থাকুন!
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! বাহ!! দারুণ!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে।
ভালো থাকুন সবসময়!
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বরাবরের মতই অসাধারণ লাগল। +++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই!
আপনার ভালোলাগা নিয়েই চলেছি!!
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। কবিতা আর উৎসর্গ মিলে দারুণ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস দাদা!
ভালো থাকুন সবসময়!
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
ডট কম ০০৯ বলেছেন: আবারো সেই ছন্দের পরিমিত বোধ।
ছন্দসিক সোনালী ডানার চিল
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আরমান ভাই!
আপনার পাঠ আমার জন্য দারুণ প্রাপ্তি!
শুভকামনা!
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
স্বপ্নঃ
এখনও দেখি
তখনও ছিল
রঙ শুধু পাল্টানো
আগে ছিল সবুজ গাঢ়
এখন সব উল্টানো!
-----------চমৎকার!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
ভালো থাকুন সবসময়!
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩
লাবনী আক্তার বলেছেন: স্বপ্নঃ
এখনও দেখি
তখনও ছিল
রঙ শুধু পাল্টানো
আগে ছিল সবুজ গাঢ়
এখন সব উল্টানো!
খুব ভালো লাগল ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে!
ভালো থাকুন সবসময়!
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই!
ভালো থাকুন সবসময়, শুভদুপুর!!
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩
শাহরিয়ার নীল বলেছেন: ভাল লাগল
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ!
ভালো থাকুন সারাবেলা!
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
মামুন রশিদ বলেছেন: একজীবনে এত কিছু
এতো আলো এতো কালো
ভালোবাসা, ছোট্ট আশা
কত রঙিন সুখগুলো-
ক্ষয় হয়ে যায় সময়শেষে
কান্না-হাসির পাশ কেটে
ফুরিয়ে গেলে বলতে হয়
ভালোই ছিল ক্ষণগুলো!!
প্রেম, বিরহ, আবেগ, স্বপ্ন, অত:পর ছন্দময় অভিজ্ঞতা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মামুন ভাই!
দারুণ পাঠপ্রতিক্রিয়া আমাকে অনুপ্রেরণা দেবে!!
২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮
নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: ভালো লাগলো
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
ভালো থাকুন সবসময়!
২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: ভালো লাগলো
২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: ভালো লাগলো
২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারুণ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস, ভাই।
শুভকামনা রইল!
২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
প্রত্যেকটা পার্ট খুব বেশি জীবন্ত মনে হল। জীবনের একে বারে কাছ থেকে ধার নেয়া। চমৎকার হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা জীবনেরই আনাচে-কানাচে!
থ্যাংকস ভাই, অনেক সুন্দর মন্তব্যের জন্য!
ভালো থাকুন সারাবেলা!
২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
সায়েম মুন বলেছেন: প্রতিটি কবিতা দুর্দান্ত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!
ভালো থাকুন সবসময়, সুভকামনা রইল!
২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: উৎসর্গ আর কবিতা........ অভিনন্দন..
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক থ্যাংকস ভাই!
শুভদুপুর আর দারুণ ফাল্গুনী শুভেচ্ছা!!
২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১৬
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি................।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
ভালো থাকুন সবসময়!
২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯
নেক্সাস বলেছেন: দারুন লিখেছেন প্রিয় কবি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২২
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ভাই!
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল!
২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯
নেক্সাস বলেছেন: দারুন লিখেছেন প্রিয় কবি
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই
ভালো থাকুন সবসময়!!
৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১
জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
ছোট ছোট বাক্যে ছন্দগুলোকে প্রায় সিদ্ধ করে ফেলেছেন।
ভালো লাগা জানাচ্ছি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস, দারুণ কমেন্ট খুব উদ্দীপ্ত করলো!
ভালো থাকুন!
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৩
অনাহূত বলেছেন:
কবিতার আগে উৎসর্গিত লাইন পড়ে ফেললাম। হে হে।
বরাবরের মতোই দারুন!
প্রেম, বিরহ, আবেগ, স্বপ্ন যথাযথ শব্দ পেয়েছে।