নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

আমার ক্ষমতা শুধু তোমাকে বপিত করে দেহে উঠা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮





আমাকে সব ছেড়ে দাগকাটা পাজামাটা পরতে দাও

সামনে বোতাম থাক আর না থাক

আমি ক্ষরিত বেদনায় আমার যৌবন লুকাতে চাই, পরিধানে;

যেখানে বিপরীত কাম খুব বেশি খোলামেলা হয়, সেখানে

আমার শক্ত পৌরুষ ঢলঢলে ছত্রাক হতে হতে বায়ু হয়ে যাবে

নিমিষেই-



খুব ভোরে, যখন শুধু শালিক জাগে

রতিক্লান্ত রাঙ্গাবউ চুপচাপ টুক করে ডুব দেয় দেওয়ান বাড়ীর পুকুরে

তখন আমি ঢাকতে চাই আমার নিংড়ে ফেলা নগ্নতা কাপড়ের বেভূল ভাজে



গোপনে যে খেলা চলে তোমার আমার

অবিরাম যে সুখে পাথর আকাশ

আমার ক্ষমতা শুধু তোমাকে বপিত করে দেহে উঠা, কেমন যেন

প্রাণী প্রাণী ভাব আর শীত শীত কাঁপন

তাই ঢাকতে দাও আমার উরত আচ্ছাদনে, শালিক চোখের বৈরি চাহনি থেকে

নিজস্ব মেরুতে-



এখুনি পেশল রাখাল বেরুবে দঙ্গালে

সকালের কাঁচা মরিচ ভেঙে ভাত খাবে চাষি

আমি কেমনে বলো মগ্ন থাকি এ নগ্নতায়

আমাকে আচ্ছাদিত কর, আমাকে দাও উত্তাপ



সস্তা প্রেমের নাম কি কাম!

সস্তা চুমু কি গ্রাম্য নাবালকের অচেনা বিহার আর জুলফির তিরতিরে ঘাম

সস্তা দেহে কি শামুক গন্ধ এতটা বেহুঁশ করে

সস্তা সুখ মানে কি শরীর খুলে লোমকূপে দাহনের দুঃসাহস!

পিত চামড়া নখে তুলে আনে বিবশ লালা



তাইতো দাগকাটা পাজামাটা চাইছি

ঘুমের শুরুতে যে ছায়াছবি দেখে ঘুমায় মানুষ

সেই সব চরিত্রের কথিত সম্মেলনে তুমি আমি ঢাকবো পরাণপ্রেম!



অলগেট, লন্ডন

২৭.০২.২০১৪

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
পাওয়ারফুল ! চমৎকার লাগলো ||

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

আপনার মন্তব্যে খুব উদ্দীপ্ত হলাম, ভালো থাকুন সবসময়!!

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

শ. ম. দীদার বলেছেন: অসাধারণ। দীর্ঘদিন পর এক কবিতা তিনবার পড়লাম পর পর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!
আপনার কমেন্ট পড়ে আমার কবিতা লেখার পরিতৃপ্তি পূর্ণ হল!


ভালো থাকুন সবসময়!

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: একটু হতাশ লাগছে কবিকে ।


কবিতা যথারীতি চমৎকার । শুভকামনা নিরন্তর ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই হতাশ!

মাঝে মাঝে জীবনের ছায়াছবি কবিতায় ভেসে উঠে!
সমাজ আর সময় কবিতা হয়ে পোড়ায়!

থ্যাংকস ভাই!!

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শব্দের বুনন আর ভাবের আবহে আমি দিশেহারা হয়ে গেলাম। অদ্ভুত সুন্দর।

***

আমি ক্ষরিত বেদনায় আমার যৌবন লুকাতে চাই, পরিধানে;

***

খুব ভোরে, যখন শুধু শালিক জাগে
রতিক্লান্ত রাঙ্গাবউ চুপচাপ টুক করে ডুব দেয় দেওয়ান বাড়ীর পুকুরে
তখন আমি ঢাকতে চাই আমার নিংড়ে ফেলা নগ্নতা কাপড়ের বেভূল ভাজে

***

এখুনি পেশল রাখাল বেরুবে দঙ্গালে
সকালের কাঁচা মরিচ ভেঙে ভাত খাবে চাষি
আমি কেমনে বলো মগ্ন থাকি এ নগ্নতায়

***

সস্তা প্রেমের নাম কি কাম!
সস্তা চুমু কি গ্রাম্য নাবালকের অচেনা বিহার আর জুলফির তিরতিরে ঘাম
সস্তা দেহে কি শামুক গন্ধ এতটা বেহুঁশ করে
সস্তা সুখ মানে কি শরীর খুলে লোমকূপে দাহনের দুঃসাহস!
পিত চামড়া নখে তুলে আনে বিবশ লালা

তাইতো দাগকাটা পাজামাটা চাঠছি
ঘুমের শুরুতে যে ছায়াছবি দেখে ঘুমায় মানুষ
সেই সব চরিত্রের কথিত সম্মেলনে তুমি আমি ঢাকবো পরাণপ্রেম!

***


কোট করতে করতে পুরো কবিতাটাই উঠিয়ে দিতে ইচ্ছে হচ্ছিল।

অনেক শুভ কামনা ,কবি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ এই মন্তব্য কবিতাকে মহৎ করেছে তাই আপনার পাঠে কৃতজ্ঞতা! এই সাহস হয়ত কবিতা লেখার সঙ্গী হবে আর কবিতা যে মানুষ এখনও পড়তে ভালবাসে সেই দারুণ তৃপ্তি নিজেকে কবি ভাবাবে!!

থ্যাংকস ভাই!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

উদাস কিশোর বলেছেন: অসাধারন ।
মুগ্ধ পাঠ ।
খুব ভাল লাগলো

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:

থ্যাংকস ভাই।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম!!

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

আফ্রি আয়েশা বলেছেন:
জটিল লিখেন আপনি ! মুগ্ধ না হয়ে উপায় নেই !

//এখুনি পেশল রাখাল বেরুবে দঙ্গালে
সকালের কাঁচা মরিচ ভেঙে ভাত খাবে চাষি
আমি কেমনে বলো মগ্ন থাকি এ নগ্নতায় // - এই লাইন কয়টি চমৎকার লেগেছে । আমাদের নগ্ন-আত্মকেন্দ্রিকতা প্রশ্ন বিদ্ধ হয়েছে ।
ভুল বললাম কিনা জানি না দাদা, নিজের মত করে বুঝে নিয়েছি :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতার মজা এই, নিজের মতো করে নেওয়া যায়!
এটা ঠিক আমার উৎসারিত প্রতিঘটন এমনই, আপনি যেমন ভেবেছেন!

থ্যাংকস কবিতা পাঠের জন্য।
ভালো থাকুন সবসময়!

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুগ্ধ কবিতা।
প্রতিটা অংশ বুনন ই বার বার পড়ার মত।

শুভকামনা, কবি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
অনেক ধন্যবাদ,

আপনার জন্যও শুভকামনা! ভালো থাকুন সবসময়!!

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতাটা পড়ে একটু অন্যরকম ভাললাগ তৈরী হল।
অসাধারণ।

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনকে কবিতা পড়ার জন্য!

ভাল থাকুন সবসময়!

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভয়ংকর ভালো লাগলো...
কবিকে একরাশ শুভেচ্ছা :)

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!

আপনাকে শুভেচ্ছা!

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার লেখার সাথে প্রথম অভিজ্ঞতা ভুলা যাবে না

অসাধারণ চিত্রকর্মটি নির্মাতাকে জানতে পারলে আরও ভালো লাগতো...

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
আবারো থ্যাংকস ভাই!
এটা যে কার, ভুলে গেছি, আপনাকে চেক করে জানাবো।

ভাল থাকুন সারাবেলা।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রচন্ড শক্তিশালী প্রকাশ কবি

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

শুভেচ্ছা আপনাকে!

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

সকাল রয় বলেছেন:
যেখানে ভাষাগুলো দুর্বার আন্দোলন তুলে, সেখানে চোখেগুলো থেমে যায়। অল্পকথায় যে বুনন দেখিয়েছেন তাতে করে কবিতা অনেক শক্তিশালী হয়ে উঠেছে।

মগ্নতায় নিমগ্ন হতে চাই। সস্তা প্রেম মানে শুধু কামকেলী।

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

সোনালী ডানার চিল বলেছেন:

থ্যাংকস আপনাকে!

দারুণ কমেন্ট খুব উৎসাহ এনে দিল!


সুভকামনা।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

ক্লান্ত তীর্থ বলেছেন: অনেক ব্যতিক্রমী প্রকাশ!


তবে "বপিত" বলে কোন শব্দ নেই আমার জানা মতে,এটা "উপ্ত" হওয়ার কথা।

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস!

'বপিত' আগেও বাংলা সাহিত্যে এসেছে!

ভাল থাকুন সবসময়!

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

নীরব 009 বলেছেন: খুব ভাল লাগছে অনেকদিন পর ব্লগে এসে এত চমৎকার সব কবিতা পড়ে। কবিতার মাঝে এমনই এক ঘোর লাগা ভাললাগা থাকা প্রয়োজন। খুব ভাল লাগলো। :)

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!

কবিতার মানুষেরা কবিতায় ভালোলাগা খুঁজে ফেরে!


শুভকামনা একরাশ!

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

অনাহূত বলেছেন: আই এ্যাম স্পিচলেস....
মাতাল মুগ্ধতা, কবি।

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!

ভালো থাকুন সবসময়!

১৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৫৯

জেরিফ বলেছেন: অন্যরকম ভালা লাগা নাড়া দিয়ে গেল ।

অসাধারন

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই
শুভকামনা রইল

১৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৩৫

নিশাত তাসনিম বলেছেন: সস্তা প্রেমের নাম কি কাম!
সস্তা চুমু কি গ্রাম্য নাবালকের অচেনা বিহার আর জুলফির তিরতিরে ঘাম
সস্তা দেহে কি শামুক গন্ধ এতটা বেহুঁশ করে
সস্তা সুখ মানে কি শরীর খুলে লোমকূপে দাহনের দুঃসাহস!
পিত চামড়া নখে তুলে আনে বিবশ লালা


++++

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকুন

১৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৪৫

আমি সাদমান সাদিক বলেছেন: অসাধারণ ।। :)

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!

১৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৪৫

আমি সাদমান সাদিক বলেছেন: অসাধারণ ।। :)

২০| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:০১

সায়েম মুন বলেছেন: চমৎকার। খুব ভাল লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস মুন!

খুব ভালো থাকা হোক!

২১| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই!

দারুণ রাতের শুভেচ্ছা!

২২| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯

বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক বেশি ভালো লাগা......

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ!

শুভকামনা একরাশ!

২৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

অসাধারন সব শব্দ চয়ন

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই!

ভালো থাকুন সবসময়!

২৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি!!!

মাঝে মাঝে মুগ্ধতায় বাকরুদ্ধ হই। কবিতা পড়ার পর তাই হলো।

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, এই মন্তব্যই আমার কবিতার শক্তি!

থ্যাংকস মেট!

২৫| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪

ডট কম ০০৯ বলেছেন: দারুন মুগ্ধতা সোনালী ডানার চিল ভাই!!

এ লেখা আপনাকে দিয়েই মানায়। আর কেউ এমন করে লিখতে পারবে না।

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আরমান ভাই!

ভালো থাকুন, শুভকামনা রইল!

২৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৫

বেলা শেষে বলেছেন: তাইতো দাগকাটা পাজামাটা চাইছি
ঘুমের শুরুতে যে ছায়াছবি দেখে ঘুমায় মানুষ
সেই সব চরিত্রের কথিত সম্মেলনে তুমি আমি ঢাকবো পরাণপ্রেম!
.....beautiful & sensible.....

০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
আমার কবিতাই আপানকে স্বাগত!

ভালো থাকুন সবসময়!

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৪

ইসিয়াক বলেছেন: অসম্ভব সুন্দর লাগলো । চমৎকার ।
বার বার পড়ার মতো।
শুভরাত্রি

১৪ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

সোনালী ডানার চিল বলেছেন: কবি, আপনি তো আমাকে অবাক করেছেন-
খুড়তে খুড়তে এতদূর....

কৃতজ্ঞতা!
পিছনের দিনগুলো মনে পড়ে গেল!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.