| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
  
এক।। 
সুধীন্দ্রনাথকে নিয়ে তোমাদের কর্কশ আলোচনা আমাকে
দারুন আশাহত করেছিল; শুদ্ধতম কবির এ বর্বর ব্যবচ্ছেদে
আমার কবিতাভাবাপন্ন হৃদয়ে হাহাকারের চেয়ে অধিক ভাবনা
এনে দিল- কোথায় চলছে আমাদের মনন, মন্তব্যের দ্বারে এ কোন
বিষাদী তালা; আরোধ্য সাহিত্যানুভূতি কি পূত-গন্ধময় নিউজপ্রিন্টের
দাপটে ইয়োলো ষ্টোরেজে দুঃখের ঘামে এফিটাপের পাথরে ম্লান আর
অভিমানে দূর্লভ পরাগ হয়ে রোলো!
হে কবিসকল! তোমরা যারা বাসে, পার্কে, বইমেলায়, ব্লগে অথবা ফেসবুকে
কবিতা ঝরাও, তোমাদের বিদগ্ধ হৃদকলমে অবাক সেই রাজপুত্রের
কবিতা ফলাও, শব্দ আর কাব্যসাহস যার পরিপূরক ছিল জীবনানন্দ অবধি-
সময় পেরিয়ে যা কবিদের অবাকপাঠ্য, সংকল্প আর যবনিকা
কবিতা সবার, কিন্তু কিছু কবিতা যা অতিঅনুভূতির শব্দমূলের আদিপ্রেরণা
গচ্ছিত সে মুক্তচ্ছটা তো কবিতার উত্তরাধীকার!
দুই।।
সব সত্যি ঘুমেরে আমি স্বপ্নের বালিশ বানিয়ে
কোলে কোলে ওমের বাথানে হরিদ্রাভ মেঘের 
কালো কালো চূড়ায় সুর করে 'মেঘদূত' পড়তে
পড়তে আবার ঘুমাবো-
তুমি চুপচাপ বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার
ঘুমিয়ে যাওয়া বালিশে কিছুটা কান্না রেখে যেতে পারো
ঘুম ভেঙে আমি সকালের কফির সাথে অশ্রুটুকু খেয়ে ফেলবো 
অমৃত ভেবে
ঘুমেরা স্বপ্ন হবে ঘুমালে পরাণ
অদ্যবধি তোমার না চোখ না ঘুম
আমার অপেক্ষার শ্বাসে
কিছুটা নরোম আরাম হয়ে আসুক
এ ঘুমঘুমানোর পদ্যে!
তিন।।
মেঘের ঘুড়ি উড়ে
তোমার পবন চোখে
মিথ্যে কথার সমান অনুতাপে
দুঃখসহ কষ্ট পোড়ে
অবাধ্য সন্তাপে-
তুমি শুধু আরাধনার ছবি
গভীর রাতে ভুলে থাকা
নিভানো মোমবাতি
আমার নিদ্রাহারা লালাভ চোখে
একটুখানি ওম
দামটা না দাও 
বিষাদমালায় জ্বালাও যজ্ঞ হোম
হোমাগুনে দুঃখ পোড়ে, অবিশ্বাসও যায়
তোমার নামে শোকগাথাতে
বর্ণবাদের ক্ষয়
জয় চেয়েছে অন্যরকম শস্যক্ষেতের আলো
গাঢ় মেঘে নূপুর বাজে
তবু ঈষাণকোণ কালো!
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৩৮
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ জেসন ভাই!
খুব আবেগিত হলাম আপনার মন্তব্যে!
ভালো থাকুন! 
২| 
২২ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতাগুলো অসাধারণ। 
সুধীন্দ্রনাথের ব্যাপারে কোনো কোনো কবির নিষ্ঠুর সমালোচনা যেমন আপনাকে আহত করেছে,তা পাঠ করে আমারও সমবেদনা জাগ্রত হলো। চমৎকার।
ঘুম ভেঙে আমি সকালের কফির সাথে অশ্রুটুকু খেয়ে ফেলবো
অমৃত ভেবে
উদ্ধৃত অংশে ‘অশ্রু’ খাওয়াটা আমার ভালো লাগে নি।
তিন নম্বরটা অন্ত্যমিলসম্পন্ন হওয়াতে বৈচিত্র্যের স্বাদ পেলাম।
শুভ কামনা কবি।
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪০
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই!
আপনার বিশদ মন্তব্য আমার কবিতার খুব বড় প্রাপ্তি!
আর শুভকামনা কবিতার দায়বদ্ধতা বাড়িয়ে দিল!
ভালো থাকুন নিরাপদে থাকুন সবসময়!!  
৩| 
২২ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪১
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ ভাই! 
৪| 
২২ শে মার্চ, ২০১৪  রাত ১০:২৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
সুধীন্দ্রনাথের নাম বাঙলা কবিতায় থেকে যাবে, সে নানা কারনেই।
শুদ্ধতম কবি হিসেবে উত্তরাধিকার বা প্রজন্ম বলে জীবনানন্দ মনে হয় স্থায়ী হয়ে যাবেন।
ঘুম, ঘুমানোর পদ্য অতিমাত্রায় সুন্দর।
জয় হোক, কবিতার! 
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪২
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি আপনার মন্তব্যে আমার আশাবাদ ফুল-উচ্ছাস!
থ্যাংকস 
৫| 
২২ শে মার্চ, ২০১৪  রাত ১১:০৩
পুরানো আমি বলেছেন: চমৎকার কবিতা।
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস, 
শুভকামনা রইল! 
৬| 
২২ শে মার্চ, ২০১৪  রাত ১১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন:  প্রচন্ড শক্তিশালী ! 
এর বেশী কিছু বলার ক্ষমতা আমার নেই! 
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪৩
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই! 
ভালো থাকা হোক! 
৭| 
২২ শে মার্চ, ২০১৪  রাত ১১:২২
এহসান সাবির বলেছেন: অনেকদিন আপনার কবিতা পড়লাম। 
ভালোলাগা।
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য!
শুভকামনা! 
৮| 
২২ শে মার্চ, ২০১৪  রাত ১১:৫০
একজন আরমান বলেছেন: 
প্রথমটা আর শেষটা বেশি ভালো লেগেছে। 
 
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই!
শুভকামনা রইল!  
৯| 
২৩ শে মার্চ, ২০১৪  রাত ২:১২
বটবৃক্ষ~ বলেছেন: 
 
ওয়াও!! 
দুই নাম্বার টা বেশি ভাললেগেছে!! 
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪৫
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই!
ভালথাকুন সবসময়!! 
১০| 
২৩ শে মার্চ, ২০১৪  সকাল ১১:৫৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
গচ্ছিত সে মুক্তচ্ছটা তো কবিতার উত্তরাধীকার!
তুমি শুধু আরাধনার ছবি
গভীর রাতে ভুলে থাকা
নিভানো মোমবাতি
দারূন/দূর্দান্ত কবিতামালা ! মুগ্ধতা...।
আমার "অন্ধকার অতঃপরঃ" শিরোনামের গল্পে
বোদলেয়ার থেকে উদ্ধৃত করা হয়েছে..।
সময় করে পড়লে খুশি হব । 
ভালো থাকুন অনেক । 
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪৬
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস আপনাকে!
অবশ্য পড়বো! 
আপনি ভালো থাকুন সবসময়!! 
১১| 
২৩ শে মার্চ, ২০১৪  দুপুর ২:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগল কবি। 
অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন? 
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪৭
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই!
এই বেশ ভালো আছি!! 
আপনার খবর কি! 
শুভকামনা একরাশ!! 
১২| 
২৪ শে মার্চ, ২০১৪  বিকাল ৩:১০
হাসান মাহবুব বলেছেন: +++
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪৭
সোনালী ডানার চিল বলেছেন: 
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, হাসান ভাই!! 
১৩| 
২৪ শে মার্চ, ২০১৪  বিকাল ৩:৩২
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা পড়ে আনন্দ পেলাম।
 
০৫ ই এপ্রিল, ২০১৪  ভোর ৫:৪৮
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ প্রোফেসর!
ভালো থাকুন সবসময়!! 
১৪| 
১০ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৩:১৮
রোমেন রুমি বলেছেন: 
সুন্দর!
 
১২ ই এপ্রিল, ২০১৪  রাত ২:৩৬
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
শুভকামনা রইল!! 
১৫| 
১০ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৩:১৮
রোমেন রুমি বলেছেন: 
সুন্দর!
১৬| 
১৬ ই এপ্রিল, ২০১৪  সকাল ৯:৪৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: তিনটি কবিতাই ভিন্ন রকমের ৷ সুধীন্দ্রনাথকে নিয়ে উত্তরাধিকারের অনুভূতি সুন্দরম ৷ সুন্দর থাকুন কবি ৷
 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:৩৫
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৬:৩২
আমিনুর রহমান বলেছেন:

কবি কেমন আছো?
আগামী বইমেলায় আমরা একটা কবিতার বই চাই
কবিতায় বলার কিছু নাই বরাবরের মতই অসাধারণ !