নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
আশা করেছিল মায়াভরা একখানি মুখ
চুপ-আবেশে বেয়ে পড়া লোনা অশ্রু নিয়ে, কাঠের জানালার
লোহার গরাদের পিছনে, আটপৌরে ছাপা শাড়ির আঁচলে চোখ ঢেকে;
মা'য়েরা এমন হয়; ডুকরে কাঁদে সারা বুকের দুধ দুধ গন্ধ-
চোখে সলাজ কাজল পরিতৃপ্তির; যেন আকাশে উইল্ভারের প্রথম
এরোপ্লেন, সন্তানের প্রতিটি সম্ভ্রম এমন!
আশা করেছিল, রোগাশোকা এক মা, মায়েরা যেমন হয়-
কতো দেখেছি, আগলে রাখা প্রশ্রয়
অনাহুত ঘুমের আগে ও পরে,
বৃষ্টির ঠিক মাঝামাঝি প্রশান্তির মতো
কেউ কেউ মাকে রমণী বলে-
আমার কাছে তো মায়ের প্রতিশব্দ শুধুই মা
অনিবার্য আর প্রত্যাহিক আয়োজনের মতো
গচ্ছিত যা রাজা সুলাইমানের সংগ্রহশালায়;
নিকম্প, লালসার বিপরীত আস্তাবলে-
যেখানে শুধুই মানুষ মানুষের কথা বলে
সম্মানিত রবে মুনাফা খোঁজে পরিপূর্ণ সহিস
পুণ্যের আহবানে জান্তব মনন কেন্দ্রীভূত হয় ঐ একটি শব্দে
যা নারী আর রমণীকে পিছনে ফেলে সাঁ সাঁ করে
জঠরের দাবী রাখে।
আশা করে থাকে আহা, মা
বাই-ফোকাল টা হাতড়ে হাতড়ে একটা অবায়ক ভাবে
ঢোক গেলে আবার চমকে উঠে-
আহা, মা
রোমকূপের আরও গভীরে যার ঋণ
ক্ষতময় এই নকল ব্যস্ততার চিরকালীন প্রেষণা
আহা, মা
যাযাবর দৃষ্টির মাখন পেলবতা,
সেই মা, আশা করে থাকে-
সতেজ বটের মতো, তার চকচকে সন্তান তাকে
পরম মমতায় ডাকবে- 'মা'
এই প্রায় ভুলে যাওয়া আশার প্রত্যাহিক মহড়া হয় মায়ের ভ্রুণে
আমার ডাকনামে; আমি শুনি আবার মোহাচ্ছন্ন আঁধারে হারাই
তবুও মায়ের অপেক্ষা ফুরায় না!
২৪।০৩।২০১৪
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!
ভাল থাকুন খুব!
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২
জাহাঙ্গীর.আলম বলেছেন: চমৎকার কবিতা ৷ ভাল থাকবেন কবি ৷
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
আপনিও ভাল থাকুন!
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্ত্রমুগ্ধের মত পড়ে গেলাম। মাকে নিয়ে লেখা এক অনবদ্য কবিতা যেখানে ফুটে উঠেছে নারীর অধিকার ও নারীর মর্যাদার চিত্র দারুন ভাবে।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৯
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই।
আপনার ভালো লেগেছে জেনে সুখী হলাম।
শুভকামনা ব্রো!
৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৭
ডট কম ০০৯ বলেছেন: অসাধারণ ভাবনা। দারুন লেখনী।
কবে যে আমার ভাবনাগুলি এমন হবে।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আরমান ভাই!
আপনার ভাবনা সবসময় এর কাছাকাছি!
৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪
হাসান মাহবুব বলেছেন: পবিত্র শব্দাবলী পাঠ করে পূণ্যস্নাত হলাম।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ কমেন্টে মুগ্ধ হলাম!
থ্যাংকস ভাই!
৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার কবিতা ৷
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস জেসন ভাই!
শুভকামনা রইল!
৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ।
মাকে নিয়ে লিখতে চাই। পারি না।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, আমার এই কবিতায় আপনার 'মা' বিষয়ক কিছু প্রভাব আছে!
সেজন্য থ্যাংকস!
৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন! মাকে নিয়ে সব লেখাই দূর্দান্ত! কিন্তু আপনার এই লেখাটা বেশি ভালো লেগেছে
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
ভালো থাকুন সবসময়!
৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: কেউ কেউ মাকে রমণী বলে-
আমার কাছে তো মায়ের প্রতিশব্দ শুধুই মা !
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
আমি এটাই বুঝি, আর বলতে চেয়েছি!
১০| ০৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: মাকে নিয়ে অনেক কবিতা পড়া হয়েছে। কিন্তু আপনার কবিতাটি কিছুটা ভিন্নতার স্বাদ দিয়েছে। কবিতাটি পড়লে মাকে যেমন অনুভব করা যায়, ঠিক তেমনি সন্তানের প্রতি মায়ের যে চিরসবুজ ভালোবাসা সেটাও অনুভব করা যায়। গর্ভধারণ থেকে শুরু করে আমৃত্যু মা সন্তানের জন্য কত কষ্ট সহ্য করেন, সেটাও অনুভূত হল। ভালো লাগলো কবিতাটি সোনালী ডানার চিল।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
আমার কবিতায় স্বাগত!
ভালো থাকুন সবসময়!
১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
মাকে নিয়ে লেখা কবিতা অনেক ভাল লাগল।
কেউ কেউ মাকে রমণী বলে-
আমার কাছে তো মায়ের প্রতিশব্দ শুধুই মা
অনিবার্য আর প্রত্যাহিক আয়োজনের মতো
গচ্ছিত যা রাজা সুলাইমানের সংগ্রহশালায়;
নিকম্প, লালসার বিপরীত আস্তাবলে-
যেখানে শুধুই মানুষ মানুষের কথা বলে
সম্মানিত রবে মুনাফা খোঁজে পরিপূর্ণ সহিস
পুণ্যের আহবানে জান্তব মনন কেন্দ্রীভূত হয় ঐ একটি শব্দে
যা নারী আর রমণীকে পিছনে ফেলে সাঁ সাঁ করে
জঠরের দাবী রাখে।
+++++
পোষ্টের ট্যাগ/কি-ওয়ার্ডস এর ঘরে "মা" লিখে দিলে অনেক ভাল হত। গুগোল সার্চে পোষ্টটি প্রায়োরিটি পেত।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
আমি আসলে ট্যাগ বুঝিনা, তবে চেষ্টা করে দেখি!
ভালো থাকুন।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মায়ের প্রতিশব্দ শুধুই 'মা'....
কবিতায় ভালো-লাগা
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৬
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
শুভকামনা একরাশ!
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯
সাদরিল বলেছেন: যাযাবর দৃষ্টির মাখন পেলবতা,
সেই মা, আশা করে থাকে-
সতেজ বটের মতো, তার চকচকে সন্তান তাকে
পরম মমতায় ডাকবে- 'মা'
এক কথায় দুর্দান্ত। আরেকটা প্রশ্নঃ আপনার নিক 'সোনালী ডানার চিল' কি জীবনানন্দের কোন কবিতা থেকে নেয়া?
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
কবিতায় স্বাগত!
এটা জীবনানন্দর চিলের অবায়ব!
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ বাংলা নববর্ষ
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
শুভ নববর্ষ ! ভালো থাকুন সবসময়!
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেউ কেউ মাকে রমণী বলে-
আমার কাছে তো মায়ের প্রতিশব্দ শুধুই মা
অসাধারণ। দিনের শুরু চমৎকার একটা কবিতা দিয়ে
শুভেচ্ছা কবি।
ভালো থাকবেন।