নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

প্রভু, বিষণ্ণ করো না কখনও!

২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৭





আমাকে অসম্ভব সাফল্য দাও

ওজনহীন চুড়ার বৈসাম্যে আমার মাথায় জ্বলুক তেপান্তরের হীরে-মানিক

এমন চাইনি আমি, হে বিধাতা!



আমার সবকটা পথে হ্যালোজেনের অবাক আলোধারা আর শম্ভুক বাদ্য

অভিবাদনে হেলুক;

আমি ভাবিনি এসব কল্পনায়!



কামনা আমার অদামি

ভালথাকার মতো সাদামাটা আগ্রহ-



ক্ষুধা আছে বলেই খাবার এতো দামি

নামি গাড়ির গ্যারেজে রংচটা গামছা কাঁধে 'আবুল শেখ'

চোখ মেলে গিলতে থাকে সিলভার কালার যেমন,

প্রেমময় কদম ফুল আতসির হাতে, বৃষ্টিতে-

প্রভু, কাদামাটিই আমাকে চেনায় পরিচ্ছন্নতা, বেশবাসের সঠিক ছাট-

আমি মধ্যাহ্নে হেঁটে হেঁটে সরোবরে যাবো,

ক্লান্তিই সুস্বাদু করবে কেওড়ার জল



আমাকে নামহীন, গোত্রহীন করো,

কোন অভিযোগ নেই - জন্মহীন করোনা দয়াল!

দুঃখী আর ব্যাথিত করো কিন্তু বিষণ্ণ করো না কখনও



পাহাড়ের চুড়ায় উঠবো আমি

শক্তিহীন, নিঃশেষ যদিও- তবু এই বিশ্বাস নিয়ে যেন আমি গিরিখাদের অতলে হারাই যে,

আমি উঠতে পারতাম- সবুজ গাছটির ছায়ায় ঝুলাঝুলি রেখে অবসর নিতাম

আর গিরিখাদের নিচের পানির গভীরে কতটা স্বচ্ছতা খেলা করে তার পরিপূর্ণ একটা

সবাকচিত্র আঁকতাম!



প্রভু, তোমার আমার এই কথোপকথন হয়ত অগম্য আর অবোধ্য সবার কাছে

যেমন আমি চেয়েছিলাম তোমার কাছে এমন আরধ্য দুর্বোধ্যতা!

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখা ,জুশ হইছে

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস বন্ধু!

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় অসাধারণ --------অসাধারণ এর গাথুনী----মনে ধরেছে বেশ

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস, ভাল লেগেছে জেনে সুখী হলাম!

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা!!

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আমাকে নামহীন, গোত্রহীন করো,
কোন অভিযোগ নেই - জন্মহীন করোনা দয়াল!

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই!
কবিতা পড়ার জন্য একরাশ আন্তরিক ভালবাসা!!


শুভকামনা অফুরান!!

৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!

ভাল থাকুন সবসময়!

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২

বৃতি বলেছেন: চমৎকার!

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি!

শুভকামনা রইল!

৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫

মামুন রশিদ বলেছেন: প্রভুর সাথে চমৎকার কথোপকথন ।

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
প্রভুর প্রতি অনুযোগ!

কবিতা পাঠে থ্যাংকস ভাই!


শুভরাত্রি!

৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮

না পারভীন বলেছেন: বিষন্ন হয়ে যাচ্ছি আমিও । আমারো প্রভুর কাছে এই আবেদন ।

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
প্রভু সদাশয়!
আমাদের বিষণ্ণতা কেটে যাবে নিশ্চয়!

থ্যাংকস, কবিতায় স্বাগত!

৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০১

অন্ধবিন্দু বলেছেন:
সোনালী ডানার চিল,
প্রার্থনায় মিলে প্রভু, কর্মেও যায় মিলে
অবোধ্য সবার কাছে; প্রভু ঠিকই বুঝে।


শুভ কামনা, কবি।

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
দারুণ মন্তব্যে খুব ভালোলাগা!

শুভকামনা আপনার জন্যেও।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার কবিতা।

প্রথমদিকে কয়েকটা টাইপো আছে। দেখে নিয়েন।
শুভেচ্ছা।

৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:২০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই!

আমি তাড়াহুড়ো করে এটি লিখেছি!
দেখে নেব, থ্যাংকস এগেইন!

ভাল থাকুন সবসময়! শুভরাত্রি!!

১০| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


অনেক ভালো লাগলো।

০৬ ই মে, ২০১৪ রাত ২:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই,

শুভকামনা রইল।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: দুঃখী আর ব্যাথিত করো কিন্তু বিষণ্ণ করো না কখনও

কবিতায় ভালো লাগা রইলো চিল ভাই!

০৬ ই মে, ২০১৪ রাত ২:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস প্রিয় কবি!

ভাল থাকুন সবসময়!

১২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি মধ্যাহ্নে হেঁটে হেঁটে সরোবরে যাবো,
ক্লান্তিই সুস্বাদু করবে কেওড়ার জল


আপনার লেখা যত পড়ছি,মুগ্ধ হচ্ছি তারও বেশি !!

অনেক ভালোলাগা । ++

সময় হলে আমার এখানে এসে একটু বেড়িয়ে যাবেন ।

০৬ ই মে, ২০১৪ রাত ২:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ অনুপ্রাণিত মন্তব্যে খুব ভাল লাগা।

আপনার চমৎকার ব্লগপাতা পড়ে আসলাম।

ভাল থাকুন সবসময়।।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন:




প্রার্থনা কবিতায় +++

অসাধারণ ও দুর্দান্ত !


প্রভু, তোমার আমার এই কথোপকথন হয়ত অগম্য আর অবোধ্য সবার কাছে
যেমন আমি চেয়েছিলাম তোমার কাছে এমন আরধ্য দুর্বোধ্যতা!

০৬ ই মে, ২০১৪ রাত ২:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস জেসন ভাই।

কবিতা ভাল লেগেছে জেনে সুখী হলাম।

শুভেচ্ছা রইল।।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আমার সবকটা পথে হ্যালোজেনের অবাক আলোধারা আর শম্ভুক বাদ্য
অভিবাদনে হেলুক;
আমি ভাবিনি এসব কল্পনায়!


ভালো লাগলো বস। কিন্তু আবুল শেখকে তো চিনলাম না।

০৬ ই মে, ২০১৪ রাত ২:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
অনেকদিন পর আপনার পঠন!

আবুল শেখ আমার দেখা একজন দেখক।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: আমাকে নামহীন, গোত্রহীন করো,
কোন অভিযোগ নেই - জন্মহীন করোনা দয়াল!
দুঃখী আর ব্যাথিত করো কিন্তু বিষণ্ণ করো না কখনও

অনেক ভালো লাগলো ।

০৬ ই মে, ২০১৪ রাত ২:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

ভাল থাকুন সবসময়।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

২২ শে মে, ২০১৪ ভোর ৪:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

ভাল থাকুন সবসময়।।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৩

একজন আরমান বলেছেন:
আমাকে নামহীন, গোত্রহীন করো,
কোন অভিযোগ নেই - জন্মহীন করোনা দয়াল!
দুঃখী আর ব্যাথিত করো কিন্তু বিষণ্ণ করো না কখনও



দারুণ।

২২ শে মে, ২০১৪ ভোর ৪:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভকামনা রইল!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.