নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা সংক্রান্ত কবির মনবেদনা; এক, দুই।

০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২০



।এক।

তেমন এক অপেক্ষা এখন

গাছ পাথর হয়ে যাওয়া,

নদী বিরান আলুখেত আর স্বপ্নগুলো আচানক বুমেরাং যেন

ফিরে ফিরে আসা তোমার স্মৃতির কাছে;



এমন এক জীবন এখন

দাওয়ায় বসে প্রাচীন পুঁথি সুর করে পড়া

উঠানের ধানে কাক তাড়ানো আর

তোমার ফিরে আসাকে স্বাগত জানিয়ে

রঙিন কাগজের শিকল গেট তৈরি করা শুধু



এ জীবনে তুমি নেই, অথচ

তোমার না ভুলবার সব আয়োজনের সাথে শক্ত গাঁথুনি আমার

যেন নাড়ির টান-

তুমি আছো কি নেই

তার চেয়ে মুখ্য আমার, তোমার প্রত্যাগমনকে নিখুঁত করার

বিশদ বিন্যাস



জানি গন্তব্যের বেভুল তার পথ, আমারও বুকের বাঁকে-

মিটমিটে দেখে আর হাসে, পরিতৃপ্তির;

কাপুরুষ প্রেমিকের জবুথুবু খুব মোহিত করে তাকে!



।দুই।

একটা ভালোবাসা টুপ করে খসে পড়েছিল কাল-

একটা আগুন বুকের মাঝে দপ করে জ্বলে উঠেছিল তখন

ভালোবাসা এমন, কিছু দহন করে প্রকাশিত হয়, অথবা চলে যায়-

কষ্টের ফয়েলে কেউ কেউ তাকে মুড়ে রাখে, কেউ সকাল-বিকাল

পানি ঢালে শ্বাসমূলে-

এভাবে কি বাঁচে প্রেম!

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর!!! +++++

০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস শোভন ভাই।

শুভকামনা রইল!

২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:১২

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে কবি ।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!

কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।
আপনার জন্য অনেক শুভেচ্ছা!

৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনি ++++++++++

০৬ ই মে, ২০১৪ রাত ২:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস বন্ধু!
ভাল থাকুন সবসময়!

৪| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এ জীবনে তুমি নেই, অথচ
তোমার না ভুলবার সব আয়োজনের সাথে শক্ত গাঁথুনি আমার
যেন নাড়ির টান-
তুমি আছো কি নেই
তার চেয়ে মুখ্য আমার, তোমার প্রত্যাগমনকে নিখুঁত করার
বিশদ বিন্যাস


অসাধারণ।

কবি, আপনার লাস্ট কবিতায় মুগ্ধ হইছিলাম খুব কিন্তু এই পোষ্টে ঠিক আপনাকে পেলাম না যেন :(

২২ শে মে, ২০১৪ ভোর ৪:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

এগুলো খসড়া কবিতা ছিল!
হয়ত আমার ভাবনারও অধিক, তাই ঠিক মিলাতে পারি নি।

৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সুন্দর । ভালো লাগলো । ++++

২২ শে মে, ২০১৪ ভোর ৪:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ।

ভাল থাকুন সবসময়!

৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একটু সহজাত কবিতা।
ভালো লাগলো।

২২ শে মে, ২০১৪ ভোর ৪:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি।

কিছুটা সহজাত!! আসলেই;

৭| ০৫ ই মে, ২০১৪ সকাল ৯:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় কবির কবিতা সবসময় মুগ্ধ করে। অনেকটা অন্ধের মতো ভাল লাগা কাজ করে। ++++++

২২ শে মে, ২০১৪ ভোর ৪:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
কাণ্ডারি ভাই, এই ভালবাসার টান আমাকে কবিতা লেখায়!


খুব থ্যাংকস!!

৮| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!

২২ শে মে, ২০১৪ ভোর ৪:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

ভাল থাকুন সবসময়!!

৯| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২২ শে মে, ২০১৪ ভোর ৪:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই।

শুভরাত্রি!!

১০| ০৫ ই মে, ২০১৪ রাত ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২২ শে মে, ২০১৪ ভোর ৪:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

প্রবাসে ভাল থাকুন।।

১১| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতার মাঝে থেমে থাকার মত একটা ভঙ্গিমা আছে। ভাল লাগল।

২২ শে মে, ২০১৪ ভোর ৪:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রোফেসর।
আপনার পাঠে অসীম কৃতজ্ঞতা-

ভাল থাকুন সবসময়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.