নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
ক।
আমার ছেলেবেলাতে নিষিদ্ধে যে টান ছিল, এই মাঝবেলাতে তুমিই সেই নিষিদ্ধ আমার
শুভমুক্তি ঘুমায় দরজা খুলে, পরিতাপ পরাহত আর বিবেকের লস্কারেরা তেলতেলে লাঠি
হাতে বৈঠকখানায়-
তুমি, হে অবুঝ অগ্রহ কিভাবে এলে এতটা পথ, আলগোছে আলতো!
তোমাকে চেয়েছিলাম, না ঘুমানোর সময়-
যখন নক্ষত্ররা নিঃশব্দে অস্ত যেত শীতলক্ষ্যায়
ফিরতি পথ জুড়ে থাকতো ব্যথার মতো হিম
সবুজ ঘাসগঙ্গা নাকছবি হয়ে হয়ে রিনরিনে মাদলে শুধুই 'ভালোবাসা' বুঝাতো
নিষিদ্ধ ছিলে তুমি, নারী!
তোমার হলুদ ফ্রগটা কিছুটা জানে সে স্বপ্নহীনতা
কতটা ভোর আমার কেটেছে স্বকামে, বিরুদ্ধ বারতায়
সকালে চায়ের কাপে খবরের কাগজের উষ্ণতায় তোমার গন্ধ প্রকট
আমি মুখ শুকিয়ে ভাবতাম, কেউ যদি বুঝে ফেলে!
কেউ বোঝেনি আমায়, কেউ বোঝেনি অতঃপর-
আজ এতো বছর পর; এখনও নিষিদ্ধ তুমি
আমার চুপসানো বেলুনমনে তোমার তীক্ষ্ণতার হুল এখনও পলাতক আড়াল
সে আড়াল তোমার অসঙ্গসুখ, অদেখা প্রাপ্তিহীন বায়ুস্বর্গ, কিছুটা অতৃপ্ত দমন!
খ।
তুমি যেন হারিয়ে পাওয়া লুকোনো ক্ষণ
ব্যথা-আলোয় একটি নেশা একটি মন
তুমি যেন অবাক মাঠের ঝাপসা কোণে
বুকের দারুণ তেপান্তরে সঙ্গোপনে
এই হারানো এইতো পাওয়া হৃদ-গহীনে
সমুদ্র হয়ে যাওয়া আমার মুখ-
যে মুখেতে আঁকা শুধু বাঁকা হাসি
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি!
গ।
আমি বিভ্রম মাড়িয়ে দুরন্ত সাহসে স্বপ্ন ভেঙে ফেলি কখনও-
আবার বিশ্বাসে হই পাথর!
আমি আশাহত হয়ে হয়ে যাযাবর মনটাকে রাখি তর্জনীর বাইরে
যদিও নাগালে উদ্দীপনার বারোটি আঙুল!
দীর্ঘরাতে চুপি চুপি আসা ঘুমটাকে তাই সাবলীল বেয়ানটে আহত করে
শুধু শুধু এগুই বিস্তীর্ণ তমসায়
রাতময়ূখের ডাকে বিলীন করি আত্মবাস
যেন কোথাও নেই গন্তব্যের বরেগা!
২২ শে মে, ২০১৪ বিকাল ৪:১০
সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ মন্তব্য অনেক অনুপ্রেরণা দেয়।
খুব ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।।
২| ২২ শে মে, ২০১৪ সকাল ৮:১২
মামুন রশিদ বলেছেন: কবিতায় ভালোলাগা+
২৫ শে মে, ২০১৪ ভোর ৫:০২
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস।
ভাল থাকুন সবসময়।।
৩| ২২ শে মে, ২০১৪ সকাল ১১:২৩
জন কার্টার বলেছেন: আমি আশাহত হয়ে হয়ে যাযাবর মনটাকে রাখি তর্জনীর বাইরে
যদিও নাগালে উদ্দীপনার বারোটি আঙুল!
কবিতায় ++++
২৫ শে মে, ২০১৪ ভোর ৫:০২
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।
৪| ২২ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমি আশাহত হয়ে হয়ে যাযাবর মনটাকে রাখি তর্জনীর বাইরে
যদিও নাগালে উদ্দীপনার বারোটি আঙুল!
২৫ শে মে, ২০১৪ ভোর ৫:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৫| ২২ শে মে, ২০১৪ দুপুর ১:২৭
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: তোমার হলুদ ফ্রগটা কিছুটা জানে সে স্বপ্নহীনতা
কতটা ভোর আমার কেটেছে স্বকামে, বিরুদ্ধ বারতায়
সকালে চায়ের কাপে খবরের কাগজের উষ্ণতায় তোমার গন্ধ প্রকট
আমি মুখ শুকিয়ে ভাবতাম, কেউ যদি বুঝে ফেলে!
কেউ বোঝেনি আমায়, কেউ বোঝেনি অতঃপর-
অনবদ্য লিখেছেন। আপনাকে অনুসরন করছি। দারুন কবিতা লিখেছেন।
৬| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি,
ক
এবঙ
ক
অদ্ভূত!
গ-এ
মুগ্ধতা।
৭| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
একজন আরমান বলেছেন:
ক, খ, গ তিনটিই অসাধারণ।
ক বেশি ভালো লেগেছে।
৮| ২২ শে মে, ২০১৪ রাত ৯:০২
হাসান মাহবুব বলেছেন: প্রথমটা বেশি মুগ্ধ করলো।
ব্যথার মতো হিম -দারুণ উপমা।
দ্বিতীয়টা সাধারণ মানের। তৃতীয়টা সুন্দর।
৯| ২২ শে মে, ২০১৪ রাত ১০:৩৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি মুখ শুকিয়ে ভাবতাম, কেউ যদি বুঝে ফেলে!
কেউ বোঝেনি আমায়, কেউ বোঝেনি অতঃপর-
হয়তো সবাই ই কেউ কেউ !!
ভালোলাগা ।
১০| ২৩ শে মে, ২০১৪ রাত ১:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথমটা অনেক বেশি ভালো।
শুভকামনা, কবি।।
১১| ২৩ শে মে, ২০১৪ রাত ১:৪৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।
১২| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক চমৎকার কবি !
১৩| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:২৫
অন্ধবিন্দু বলেছেন:
খ তে কবিতা পেলাম।
অন্যরা কেবলই ফিসফাসানি ...
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৪ ভোর ৬:০২
সায়েদা সোহেলী বলেছেন:
আপনি যে সত্যি সত্যি জিবনানন্দের সোনালি ডানার চিল! !
ক খ গ সবগুলো তেই + + +