নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

কবিতা আর ছবি - ১

৩১ শে মে, ২০১৪ ভোর ৪:৫৮

বাতাসের চেয়ারে বসে উড়াউড়ি দেখি সমুদ্রচিলের

বাতাসী মেঘের অবাক ঘূর্ণির ছায়াতলে-

অযুত শব্দ ঝরে পড়ে

অজস্র আকাশের বাদামী খোলসে



কণা কণা বৃষ্টি ঝরে

টুপটাপ গাঢ় রাতের জুলপিতে

লেগে থাকা মেঘের সাদা আঁশ যেন

বৃষ্টির মাখামাখি ঝাপটায়



কিছুকিছু মাছ সাঁতরায়

নিচু জলের পিঠ বের হওয়া কানকায়

হাপরের মতো শ্বাস টানে বাতাসী মেঘ



রাত আমার কেউ না

সমুদ্রচিলকে আপন ভাবিনি কোন দিন

বৃষ্টিকে চিনি দূরতম আহবানে

বাতাস আকাশ কিছু চিনি না



চিনেছিলাম শুধু একদা

অচিন গাঁয়ের শ্যামলা মেয়েটিকে

যে বলতো সে পরীর মত আপন

রেণু বৃষ্টি আর অস্বচ্ছ জোছনায়



সে আমাকে চিনিয়েছিল

কিভাবে হাওয়ার চেয়ার বানাতে হয়

কিভাবে ভাসে মেঘ, কেমনে রাত নামে মাছের ঘোলাটে চোখের দ্রাঘিমায়



সমুদ্রচিলের আবাসে ছিল অনায়স যোগাযোগ তার-



যেমন কেউ কেউ মরে যায়

যেমন কেউ কেউ হারিয়ে যায় মরণের মত

কেউ কেউ ভুলে যায় অসহ্য আবেশে



আমি তেমনি উত্তর খুঁজেছি, বাতাস চেয়ারে বসে

সমুদ্রচিলের উড়াউড়ি দেখে

সাদাকালো মেঘের কল্পিত ঘূর্ণির মহিরুপ বিষাদে



এখন বসে থাকাই নিয়তি আমার।



৩০/০৫/২০১৪

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ ভোর ৫:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:




১ম ভালোলাগা প্রিয় চিল!!!



যেমন কেউ কেউ মরে যায়
যেমন কেউ কেউ হারিয়ে যায় মরণের মত
কেউ কেউ ভুলে যায় অসহ্য আবেশে

আমি তেমনি উত্তর খুঁজেছি, বাতাস চেয়ারে বসে
সমুদ্রচিলের উড়াউড়ি দেখে
সাদাকালো মেঘের কল্পিত ঘূর্ণির মহিরুপ বিষাদে

এখন বসে থাকাই নিয়তি আমার।

৩১ শে মে, ২০১৪ ভোর ৬:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস প্রিয় শোভন।

একরাশ শুভেচ্ছা আপনার জন্য। চমৎকার একটা দিন কাটুক আজ!!

২| ৩১ শে মে, ২০১৪ ভোর ৬:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: অসম্ভব সুন্দর , ভাললাগা +

২১ শে জুন, ২০১৪ ভোর ৪:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু।
ভাল থাকুন সবসময়।

৩| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ২য় প্লাস ।

৪| ৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: ছবিটা দারুণ মিলে গেছে কবিতার সাথে। খুব ভালো লাগলো।

৫| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার কবি !

৬| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একি লিখেছেন !!! চমৎকার ----- এমনি কবিতা ভাল না লেগে পারে !! তাও এমন বৃষ্টিভেজা দিনে --- শুভকামনা

৭| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত +++

৮| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: সুন্দর !!

৯| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সামুস কিং বলেছেন: চমৎকার

১০| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

ওয়্যারউলফ বলেছেন: অসাধারন লিখেছেন। সাথে ছবিটা। দুইয়ে মিলে দারুন কিছু।চালিয়ে যান সোনালি ডানায় ভর করে।আপনার হবে।

১১| ৩১ শে মে, ২০১৪ রাত ৮:৩২

মিনুল বলেছেন: দারুণ ! ++++

১২| ৩১ শে মে, ২০১৪ রাত ১০:৪৫

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: সত্যিই অসাধারণ কবিতা!
প্রিয়তে নিয়ে রাখলাম...

১৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমনে রাত নামে মাছের ঘোলাটে চোখের দ্রাঘিমায়

অনেক ভালোলাগা থাকল প্রিয় চিল !

১৪| ০১ লা জুন, ২০১৪ রাত ১:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.