| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
 
বারবার ফিরে আসা কনজারভেটিভের পেজ আমাকে লাইক দিতে বলে
অথচ আমি তো মানুষের খুব কাছাকাছি-
যে সৈকতে নগ্নতা বৈধ সেখানে চক্ষু ফেলে এসে 
কোমরের দড়ি বাঁধি সযত্নে;
সাদা চামড়ার ঘ্রাণ আর ম্যাপলের বার্নিশ উড়ে যায় দূর সমুদ্রে
তখনও আমি উবু হওয়া তরুণী নিতম্বে হালকার বালুকার 
ঝাপটা-ঝাপটি দেখি আর এক এক করে এড়িয়ে যাই 
অহেতুক রিকোয়েস্টগুলি;
কোথায় কোন পাহাড়ের আড়ালে সম্ভ্রম হারিয়ে ছিল এক আইরিশ তরুণী 
কোথায় কোন বাতাসে প্রথম শীৎকার ছিল মোহবিদ্ধ এক টলটলে আঠারোর 
কোথায় কোন নিঃশ্বাস এখনও বিষঘাম-
আমি এসব নাগরিক কাগজে পড়ি, চ্যানেল ঘুরিয়ে দেখি আর
সনাক্ত করি, বেঁচে থাকার প্রলোভন কতটা চাকচিক্যের হতে পারে!
মাঝে মাঝে ঘুমের মত রাত নামে
মাঝে মাঝে রাতের মত ঘুম নামে দুচোখে
মাঝে মাঝে অহেতুক মন কেঁদে উঠে নিছক বাতিল স্মৃতিতে -
পূব দেশীয় এক জলপাই রঙের কন্যা, যাকে অপুষ্টির কারণে বালিকা ভ্রম হতো
তাকে কতবার বলেছিলাম তোমার নোয়ানো সবুজ আমাকে দেখাও
কুন্তলপাশ ভেঙে পড়ে যে অঞ্চলে সেখানে আমার আদর নাও একটু ক্ষণ
তাঁতের বারো হাত শাড়ির মধ্যম প্যাচে আমাকে আমরণ বেঁধে রাখো-
জোড়া ভ্রুর কিছুটা ধনুকে মেলতে দাও আমার পৌরুষ;
সে নারী আমাকে তার লজ্জার তোরাণ পেরুতে দেইনি
সে নারী জানতো না, সুখের মোহময় বৈচিত্র্য আর সৌন্দর্যর পুরকাহণ
আমাকে অভুক্ত রেখে সেও ছিল উপবাসী- 
আমি শুধু তার ঝলসে যাওয়া চেয়ে চেয়ে দেখেছিলাম!
আজ, কনজারভেটিভের পেজটা আমাকে সেই মুখ মনে করিয়ে দিল;
আজ সমুদ্রপাড়ের নগ্নতা মনে করিয়ে দিল- ভোগ শুধুই সময়ের বিলাস
সত্যিকারের ভালোবাসা অসীম কোন আক্ষেপ
যার জন্য সারাজীবন তৃষা বয়ে বেড়ানো যায়।
০২/০৬/২০১৪       
 
১০ ই জুন, ২০১৪  রাত ১০:১২
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে।
কবিতা ভাল লেগেছে জেনে সুখী হলাম।
শুভকামনা রইল। 
২| 
০৩ রা জুন, ২০১৪  সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন: 
অনন্য ও অনবদ্য +++ 
 
১০ ই জুন, ২০১৪  রাত ১০:১৩
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই। 
শুভকামনা জানবেন। 
৩| 
০৩ রা জুন, ২০১৪  সকাল ১০:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই চমৎকার। ++ প্লাস দিলাম।
 
১২ ই জুন, ২০১৪  বিকাল ৪:৩৩
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়।। 
৪| 
০৩ রা জুন, ২০১৪  সকাল ১১:০৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সাদা চামড়ার ঘ্রাণ আর ম্যাপলের বার্নিশ উড়ে যায় দূর সমুদ্রে
তখনও আমি উবু হওয়া তরুণী নিতম্বে হালকার বালুকার 
ঝাপটা-ঝাপটি দেখি আর এক এক করে এড়িয়ে যাই 
এবং  
কোথায় কোন বাতাসে প্রথম শীৎকার ছিল মোহবিদ্ধ এক টলটলে আঠারোর 
কোথায় কোন নিঃশ্বাস এখনও বিষঘাম-
আমি এসব নাগরিক কাগজে পড়ি, চ্যানেল ঘুরিয়ে দেখি আর
সনাক্ত করি, বেঁচে থাকার প্রলোভন কতটা চাকচিক্যের হতে পারে! 
ভালো লাগলো স্পেশালী .... 
প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম ... 
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৪:০৬
সোনালী ডানার চিল বলেছেন: 
আমার কবিতায় আপনাকে স্বাগত।
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ভাল থাকুন সবসময়।। 
৫| 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ২:১১
আমি স্বর্নলতা বলেছেন: সত্যিকারের ভালোবাসা অসীম কোন আক্ষেপ
যার জন্য সারাজীবন তৃষা বয়ে বেড়ানো যায়। 
অনেক সুন্দর!! 
কোথায় কোন বাতাসে প্রথম শীৎকার ছিল মোহবিদ্ধ এক টলটলে আঠারোর 
এই লাইনটাতে শীৎকার মানে কি? নাকি এখানে চিৎকার হবে? দুঃখিত আমি আসলে বুঝতে পারছিনা তাই জিজ্ঞেস করা। 
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৪:০৭
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস, কবিতা পড়ার জন্য।
কামার্ত চিৎকারই শীৎকার!
ভাল থাকুন সবসময়।  
৬| 
০৩ রা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৫
তাসজিদ বলেছেন: Hats off.
কি অপূর্ব সুন্দর কবিতা। 
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৪:০৭
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা রইল। 
৭| 
০৩ রা জুন, ২০১৪  রাত ১০:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অনন্য ও অনবদ্য +++
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৪:০৮
সোনালী ডানার চিল বলেছেন: 
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়। 
৮| 
০৩ রা জুন, ২০১৪  রাত ১১:০১
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৪:০৯
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ হাসান ভাই।
শুভরাত্রি।। 
৯| 
০৪ ঠা জুন, ২০১৪  রাত ১২:০৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
সে নারী আমাকে তার লজ্জার তোরাণ পেরুতে দেইনি সে নারী জানতো না, সুখের মোহময় বৈচিত্র্য আর সৌন্দর্যর পুরকাহণ
 আমাকে অভুক্ত রেখে সেও ছিল উপবাসী- 
আমি শুধু তার ঝলসে যাওয়া চেয়ে চেয়ে দেখেছিলাম!
অনেক অনেক ভালোলাগা ! দারুন । 
বোল্ড করা শব্দ দুটি কি ঠিক আছে ? 
ভালো থাকুন । 
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৪:১০
সোনালী ডানার চিল বলেছেন: 
প্রথম বানানটা ঠিক নেই, পরেরটা এভাবেই লেখা। 
থ্যাংকস ভাই, কবিতা পড়ার জন্য।
ভাল থাকুন সবসময়। 
১০| 
০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:০৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
চমৎকার কবিতা। 
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৪:১১
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস কবি।
ছোট কথায় কবিতা কবিতা বড় হয়ে গেল! 
১১| 
১০ ই জুন, ২০১৪  সকাল ১১:৩৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
হৃদয়স্পর্শী কবিতা ৷ যাকে সবসময় আগলে রাখা যায় ৷
মঙ্গল হোক কবি ৷
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৪:১২
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনারও মঙ্গল হোক।
কবিতা ভাল লেগেছে জেনে সুখী হলাম।
থ্যাংকস 
১২| 
১০ ই জুন, ২০১৪  রাত ১০:০৯
অপর্ণা মম্ময় বলেছেন: এই কবিতার শিরোনামসহ পুরো কবিতাটাই এতো চমৎকার যে প্রিয়তে রেখে দিলাম। 
শুভকামনা রইলো 
 
২১ শে জুন, ২০১৪  ভোর ৪:১৩
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে।
কবির জন্য এ অনেক উৎসাহ, উদ্দীপনার!
ভাল থাকুন সবসময়।। 
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪  ভোর ৫:১৭
নিমতিতা বলেছেন: কবিতা ভালো লাগল। কমেন্ট করার জন্য লগিন করলাম।