নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের শুভ্রতা এতটা চকচকে কেন!

১০ ই জুন, ২০১৪ ভোর ৬:০৬





সম্মতিতে আরধ্য আগুন কেন দাউদাউ করে জ্বলে না

যে ঘুম নিষ্প্রয়োজন সে ঘুমে কেন অচেনা স্বপ্ন আসে

উঁচু ছাদে শ্বেতপাথরের পলিশ

যেখানে তাকালে মুখ দেখা যায়-

থুতনির কাটা দাগটা স্পষ্ট



এমন নিখুঁত স্বপ্ন কেন আসে অঘুমের শেষপর্বে;



উপেক্ষায় যে শীতল তুন্দ্রা তা কেন ঘুমকে নিয়ে যায় পাতালের দেশে

বকের পালকের শুভ্রতা নিবিড় কোন অলোকরাজ্যে ছিল

বাতাসের পরিধি পায়নি খোঁজ সে আলোকযানের

উদ্ভিদের বেড়ে উঠা শুধু সায়াহ্নশোকে



স্বপ্নের শুভ্রতা এতটা চকচকে কেন!



ঘুমের কেরামতি আমার জাগারনের মরীচিকা

তামাশার বাহুতলে হতাশা আকর-



তাহলে কি আমি ঘুমেরও পরোক্ষে খুঁজি বিপরীত বাসনা;



কালো কালো দুচোখের গর্ত আজ শুধু জলদ গ্লানিতে টলমল

ঘুমহীন বুকের কন্দর রাতের রাজনীতিতে ম্লান

বাসনার তৃষ্ণা আজ পেতে চায় অহেতুক লাভ

স্বপ্ন দেখার বাকি আকাশের সমান

ভেঙে পড়ে পাথরের সুনিপুণ প্রাসাদ

তৃপ্তি থাকে বকের পালকের মতো

আস্বাদিত মানুষের লোমের মতো ভয়ানক তাপে

পোড়া পশম শুধু আনে অভিন্ন এক অতিকায় ব্যথা

ঘুমহীন মানুষের এটাই ইতিকথা।



১০/০৬/২০১৪

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ সকাল ৮:০১

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার :)
প্লাস

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

শুভকামনা রইল।।

২| ১০ ই জুন, ২০১৪ সকাল ১১:২৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
মুগ্ধপাঠ ৷

যেন শব্দঘোরের পরিভ্রমণের সঙ্গী হলাম ৷

শুভেচ্ছা......

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে কবিতার সঙ্গী ভেবে তৃপ্ত হলাম।

থ্যাংকস ভাই।।

৩| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৩

বৃতি বলেছেন: সুন্দর।

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি।

ভাল থাকুন সবসময়।

৪| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার হে কবি! ভালো লাগা রইল কবিতায়!

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ হে কবি।

আপনার ভাললাগা হৃদয়ে তুলে রাখলাম।

৫| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার কবিতা।++

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।


ভাল থাকুন সবসময়।

৬| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৬

ডি মুন বলেছেন: বাহ

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।

অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কবি।

কেমন আছেন দুর প্রবাসে!!

৮| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:২৪

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই।

ঘুমহীনতাই এ কাব্যের শব্দখেলার ছক।
শুভকামনা রইল।

৯| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: অনেকদিন পড় ব্লগে ঘোরাঘুরির সুযোগ পেলাম। আপনার ব্লগে আসা হলো। ভালো লাগলো কবিতাটা পড়ে।

ঘুমের কেরামতি আমার জাগারনের মরীচিকা > জাগরণের

শুভকামনা চিল ভাই :)

২১ শে জুন, ২০১৪ ভোর ৪:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কবিতায় অনেকদিন পর আপনাকে পেলাম।

শুদ্ধ করে নিলাম, থ্যাংকস!

১০| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:১২

ডি মুন বলেছেন: ঘুমহীনতাই এ কাব্যের শব্দখেলার ছক।

তাই যদি হয় তাহলে আরো ঘুমহীনই থাকুন আর আমাদের সুন্দর সুন্দর শব্দছক উপহার দিন।

শুভকামনা রইলো

২১ শে জুন, ২০১৪ ভোর ৪:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
শব্দের উপশম নির্ঘুম একেকটি রাত,
কবিতার সহযাত্রী হয়ে।

থ্যাংকস ভাই।

১১| ১১ ই জুন, ২০১৪ রাত ১:২৯

রোমেন রুমি বলেছেন:

সুন্দর ।

২১ শে জুন, ২০১৪ ভোর ৪:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.