| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
অনেকদিন পর এক দীর্ঘ সময় পেলাম তোমাকে ভাবার
আমার ফুরসতের টুপির উপর ব্যস্ত কাকের পুরীষ,
তোমার ভাবনা তাই অপেক্ষিত ভোর, যে ভোরে রাত দেখা যায় কিছুটা,
যে ভোরে সূর্যর প্রথম আভায় শালিক উড়ে আসে-
যে ভোরে তোমাকে ভাবা যায় আরাম করে।
অনেকদিন পর তোমাকে ভাবলাম,
সেই মুখ যা আমার অতিচেনা সেখানেও ধন্ধ;
আমি তোমার ভ্রু জোড়া লাগানো ছিল নাকি আলাদা আলাদা 
এ নিয়ে অনেকটা সময় কাটিয়ে সেই কামিজটা নিয়ে ভাবতে শুরু করলাম-
তখন তরুণীরা বেশ বড় বড় ফুলের প্রিন্ট কামিজ পরত,
ব্যাগি হাতা পছন্দ ছিল তোমার-
আমি কখনও তোমার শুধু বাহুমূলকেই ভালবেসেছিলাম,
অদ্ভুত এক যৌন-অনুভূতি শুভ্র কাশফুল মনে করিয়ে দিত
সহসা প্রেমে গোপন আবেগ এসে একাকার করে 
আমার লজ্জা ভুলাত কখনও-
অনেকদিন পর তোমাকে মনে পড়ল
মনে পড়া থেকেই তো ভাবনার উপক্রম,
অফ হোয়াইটে তোমাকে মানাতো বলে তোমার চুলের ফিতাটাও ছিল 
সে রঙের; আমি কত দিন বলতাম তুমি মেঘপরী-
তবে শরতের মেঘ, অবাক সাদা- তুমি খিলখিল করে হেসে উঠতে, আমি
এই সুযোগে চোখ বোলাতাম তোমার হাসিরও অধিক সৌন্দর্যে
যা পরাহত করেছিল আমার হৃদয়-
আজ অনেকদিন পর তোমাকে ভাবার সময় আমার ঘুম চলে এল-
অথচ অবাক ঘুমের ভেতরেও হুট করে চলে এলে তুমি।
সেই বেশবাসে;
তাহলে কি আমার ফুরিয়ে যাবার সময় হয়েছে বলে বিধাতা করুণা করে
তোমাকেও পুরে দেয় আমার অনাগত ঘুমে!
করুণা তোমার কাছে মিনতির মত ঝরে ছিল।
তোমার কাছেই ছিল আমার প্রার্থনা; তুমি কিন্তু করুণা করো নি তবুও! 
২৭।০৬।২০১৪
 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ২:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
মাঝে মাঝে মনকে মনে পড়িয়ে দিতে হয় অনেক মনান্তর!! 
২| 
১২ ই জুলাই, ২০১৪  রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: অনেকদিন পর মনে পড়ার অনুভূতি ছুঁয়ে গেল ।
 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ২:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস মামুন ভাই।
ভাল থাকুন সবসময়!! 
৩| 
১২ ই জুলাই, ২০১৪  রাত ১০:০৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
আমি কখনও তোমার শুধু বাহুমূলকেই ভালবেসেছিলাম,
অদ্ভুত এক যৌন-অনুভূতি শুভ্র কাশফুল মনে করিয়ে দিত
নিষিদ্ধ উপন্যাস  লোলিটার কোথাও এমন একটি ঘটনা আছে !
অনেক অনেক আবেগতারিত হয়ে পরলাম কেন জানি ! ভালোলাগা । ++ 
 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ২:৪৬
সোনালী ডানার চিল বলেছেন: 
ললিতার অনুবাদ পড়েছিলাম অপ্রাপ্তবয়সে!
আপনার ভালোলাগা আমাকেও ভরিয়ে গেল। 
ভালথাকুন সবসময়!! 
৪| 
১২ ই জুলাই, ২০১৪  রাত ১১:২৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর কবিতা।
 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ২:৪৭
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস হাসান ভাই।
শুভরাত্রি!! 
৫| 
১৩ ই জুলাই, ২০১৪  রাত ১২:০৪
সায়েম মুন বলেছেন: চমৎকার কবিতা। অনেক ভাললাগা রইলো।
 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ২:৪৭
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন সবসময়। 
৬| 
১৩ ই জুলাই, ২০১৪  রাত ১২:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়া হলো !
 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ২:৪৮
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
ব্লগে সবাই দেখি অনিয়মিত!! 
ভাল থাকুন সবসময়। 
৭| 
১৩ ই জুলাই, ২০১৪  রাত ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক ভাললাগা সোনালী ডানার চিল ।
 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ২:৪৯
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ সেলিম ভাই।
প্রবাসে আপনার জীবন কেমন চলছে! 
৮| 
১৩ ই জুলাই, ২০১৪  রাত ২:১৯
আহসানের ব্লগ বলেছেন: +
 
১৬ ই জুলাই, ২০১৪  রাত ২:৪৯
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
আমার কবিতায় স্বাগত।
ভাল থাকুন সবসময়।। 
৯| 
২০ শে জুলাই, ২০১৪  রাত ১১:১৪
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
আপনার লেখার সাথে পরিচিত বলেই একে সাদামাটা কবিতা ছাড়া কিছু বলতে পারছি না!
 
০১ লা আগস্ট, ২০১৪  ভোর ৪:০৪
সোনালী ডানার চিল বলেছেন: 
আমিও মেনে নিলাম কবির সমালোচনা! 
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৪  রাত ৮:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আজ অনেকদিন পর তোমাকে ভাবার সময় আমার ঘুম চলে এল-
অথচ অবাক ঘুমের ভেতরেও হুট করে চলে এলে তুমি।
সেই বেশবাসে;
তাহলে কি আমার ফুরিয়ে যাবার সময় হয়েছে বলে বিধাতা করুণা করে
তোমাকেও পুরে দেয় আমার অনাগত ঘুমে!
করুণা তোমার কাছে মিনতির মত ঝরে ছিল।
তোমার কাছেই ছিল আমার প্রার্থনা; তুমি কিন্তু করুণা করো নি তবুও!
অনেক সুন্দর একটা কবিতা করলাম। নস্টালজিক হলাম আমিও।