নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

ইউহান্নার সাথে কথপকথন

১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৬



আমি ইউহান্নার সাথে খুব চুপেচাপে ইজরাইল নিয়ে আলোচনা করেছিলাম আজ-

সে আবিসিনিয়ার কালো ইহুদী, যদিও তার দেশ এখন ইজরাইল;

মানুষের নির্ধারিত গন্তব্যের দারুণ এক ছক তার হৃদয়ে গাথা,

প্রবল সম্মোহনে সে আওড়ে গিয়েছিল ক্রমাগত বিকাশিত এক দুর্দমনীয় জাতির

গৌরবগাঁথা-

আইনস্টাইন থেকে যা কার্ল মার্কস অব্দি বিস্তৃতঃ

চোখের পলকে দেখা যায় যত বৃহৎ স্থাপনা সব বিনম্রতায় নতজানু সে দম্ভস্তম্ভে!



আমি শুধু ফিসফিস করে বলার চেষ্টা করেছিলাম-

মানুষের লাল রক্তে আমার ভীষণ ভয়!

হিটলারও পারেনি প্রকৃতির বিপরীতে বপন করতে নিশ্চিহ্ন ইতিহাস;

সময়ের পরিক্রমায় ঘটমান মুষল বুলেট কি ফিলিস্তিন নির্মূল করতে পারবে!

নাকি শিশুহত্যার অভিশাপে দ্বিতীয় কোন গজবে তলিয়ে যাবে আরব সাগরে

সুমহান বৈভবসমেত সম্মিলিত এই জাতিসত্তা-



ইউহান্না আমার প্রশ্নের জবাবে তার কালো টুপিটা পকেটে ঢুকিয়ে বলেছিল-

'আজ খুব চমৎকার রোদ, আশা করছি বারমুডাগুলো দ্রুত বিক্রি হয়ে যাবে'।



১৪ জুলাই, ২০১৪

হেনডন, লন্ডন

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৮

রিফাত হোসেন বলেছেন: কথা গুলি কঠিন হয়ে গেল বৈকি, তার শেষের উক্তিটি বুঝতে কষ্ট হচ্ছে ।

মর্মার্থ কি জানা যাবে ?

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫১

সোনালী ডানার চিল বলেছেন:
একজন ইহুদির সাথে ফিলিস্তান নিয়ে কথা বলার অংশবিশেষ!

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

২| ১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২০

মৃদুল শ্রাবন বলেছেন: ইউহান্নার নামটা খুব পরিচিত লাগছে। অন্য কোন গল্প বা কবিতায় পড়েছি আগে। সেটা কি আপ্নার লেখায়? নাকি অন্য কোথাও? একটু মনে করিয়ে দিবেন?

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
আমি এ নামে কিছু লিখিনি কখনও!

কবিতা পড়ার জন্য থ্যাংকস।
ভাল থাকুন সবসময়।।

৩| ১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৫:১৯

উপপাদ্য বলেছেন: আইনস্টাইন থেকে যা কার্ল মার্কস অব্দি বিস্তৃতঃ
চোখের পলকে দেখা যায় যত বৃহৎ স্থাপনা সব বিনম্রতায় নতজানু সে দম্ভস্তম্ভে


১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৮

ফারগুসন বলেছেন: ইউহান্নারা এভাবেই ভাবে। আমরা এভাবে ভাবিনা।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
সেটা ঠিক বলেছেন।
মানুষেরা এভাবে ভাবে না!!

থ্যাংকস।

৫| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কথোপকথন, ভয়াবহতা অনুভব করলাম।

দারুন।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:

থ্যাংকস কবি।
আপনার অনুভব আমাকেও ছুঁয়ে গেল।

ভাল থাকুন সবসময়।

৬| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আইনস্টাইন থেকে যা কার্ল মার্কস অব্দি বিস্তৃতঃ
চোখের পলকে দেখা যায় যত বৃহৎ স্থাপনা সব বিনম্রতায় নতজানু সে দম্ভস্তম্ভে!
যথার্থ বলেছেন।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস সেলিম ভাই।

আসলেই তাদের গর্ব করার সময় এখন তবে সময় কেউ কেউ দখল করে, আঁকড়ে রাখতে পারে না সারাজীবন।
আমরা সেই সময়ের অপেক্ষায়।

৭| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪২

লাবনী আক্তার বলেছেন: ইউহান্না পাশ কাটিয়ে গেল তাই না? আপনার প্রশ্নের উত্তর সে দেয়নি।

ভালো লাগা রইল কবি।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
ইউহান্নারা এমনই।

থ্যাংকস কবিতা পাঠে। ভাল থাকুন সবসময়।

৮| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১০

নতুন পাঠক বলেছেন: ++++

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কবিতায় স্বাগত।

৯| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতাটা সুন্দর। মর্মার্থ বাস্তবতার প্রেক্ষাপটে নির্মম।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:০১

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

এই নির্মমতায় আমাদের অতিক্রান্ত সময় চলছে;
বাস্তবতার রথে আমরা নিশ্চয় পেরুবো এই অসময়!

ভাল থাকুন সবসময়।

১০| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ইউহান্না আমার প্রশ্নের জবাবে তার কালো টুপিটা পকেটে ঢুকিয়ে বলেছিল-
'আজ খুব চমৎকার রোদ, আশা করছি বারমুডাগুলো দ্রুত বিক্রি হয়ে যাবে'।



ইউহান্নাকে সহৃদয় মনে হচ্ছে, ইজরায়েলের ইহুদি হওয়া সত্ত্বেও। কিন্তু ইজরায়েলের পাহারচূড়ায় বসে, দালানের ছাদে বসে ইহুদিরা ফিলিস্তিনিদের উপর বোমবর্ষণ দেখে সগৌরবে উল্লাস প্রকাশ করে।

নেতানিয়াহুর আরেক নাম নেকড়ে। তার মতোই ইজরায়েলের সকলে।


কবিতা যদিও সুগ্রন্থিত, ভাবগাম্ভীর্যে উচ্চমার্গীয়, কিন্তু পটভূমিকা খুব নির্মম।

পৃথিবীতে শান্তি আসুক। এটাই এখন একমাত্র কামনা।


১৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৭

সোনালী ডানার চিল বলেছেন:
ইউহান্না কালো ইহুদী, তাই হয়ত সে অতটা নেতানিয়াহু হয়ে উঠে নি, তাছাড়া অনেক ইহুদী কিন্তু ইজরাইলের এ আগ্রাসন বিরোধী।

ফিলিস্তিন পার করছে এক অমানবিক অসময়, আমাদের সমবেদনাই শুধু প্রতিবাদের অস্ত্র, যার মাস্তুলে শান্তির বেয়ানট-


ভাল থাকুন সবসময়। থ্যাংকস!!

১১| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

ডট কম ০০৯ বলেছেন: পৃথিবীতে শান্তি আসুক। এটাই এখন একমাত্র কামনা।

২১ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আরমান ভাই। আমরা সে কামনায় করি।।

১২| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: এইভাবে যদি জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে মুখোমুখি দাঁড় করানো হতো কথা বলার জন্যে, তারা কি একে অপরের প্রতি এমন মারমুখো হতে পারতো?

২১ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
আমার মনে হয় না!
তবুও আদ্যিকালের স্বভাব পরস্পরের ভালবাসা আর হিংস্রতা বুকে নিয়ে বিবর্তিত হচ্ছে মানুষ!

থ্যাংকস হাসান ভাই।

১৩| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭

হাসান মাহবুব বলেছেন: এইভাবে যদি জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে মুখোমুখি দাঁড় করানো হতো কথা বলার জন্যে, তারা কি একে অপরের প্রতি এমন মারমুখো হতে পারতো?

১৪| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯

হাসান মাহবুব বলেছেন: এইভাবে যদি জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে মুখোমুখি দাঁড় করানো হতো কথা বলার জন্যে, তারা কি একে অপরের প্রতি এমন মারমুখো হতে পারতো?

১৫| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪

সায়েম মুন বলেছেন: অবস্থা গুরুতর। এমন নির্মূল অভিযান কেউ চায়না!

২১ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
সেটাই ঠিক।
কোন বিবেকবান মানুষ চায় না।

থ্যাংকস সায়েম ভাই।

১৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কিছুই বলার নাই। ইউহান্নারা এভাবেই ব্যস্ত হয়ে যায়।

২১ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই কবি।
তারা এভাবেই গা বাঁচিয়ে চলে। কিন্তু আর কতদিন!!

কবিতা পড়ার জন্য অনেক থ্যাংকস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.