নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

আমি প্রতিশোধ ফেলে ক্ষমাকেই বেছে নিলাম।

২১ শে জুলাই, ২০১৪ ভোর ৫:১৫



কেউ কেউ ক্ষমার মত শীতলতার পাশ কাটিয়ে

মরু ঝড়ে দিকবিদিক; আকাশের গায়ে লেখে প্রতিশোধ!



কাস্তের মত বাঁকানো ভালবাসা, হাসে-

একটু দুরে দাঁড়িয়ে; প্রত্যাশার চাদরে মুড়ে নিজেকে

অন্তহীন আলাপে, সহযাত্রী সহোদরার সাথে; মুখ টিপে-

পরাহত নিয়মে।



কেউ কালো কালো মেঘের সাথে মিতালী পাতায়

বাদল দিনে চাল ভাজা মেখে লাল চা দিয়ে আবেশে জমায় আসর,

যদিও মনান্তরে অভিন্ন বিজলী জিউসের ক্রোধ নিয়ে গম্ভীর

প্রতিটি ক্ষণে পিছলে পড়ার অবিশ্বাসে রত জীবন-খেলায়।



এটাই কি প্রাচীন পশুপালকদের দৈনন্দিন যাপন!



প্রতিশোধ, তোমার তলপেটে আজ কিসের হিল্লোল!

কোন তলনির খেয়ায় বাজ পড়া সর্বনাশা সময় ভয় দেখায়; রাতে ও দিনে!

পারিজাত ঘুমের অলক্ষ্যে ভালবাসা উদগ্রীব, যে তার বোনকেও বলেছিলঃ

'ফিরে আসে মানুষ, ফিরে আসে কালচে রঙা যাবতীয় কলজে;

বাথনের ঘুমে অথবা ওমে।'



আমি তাই প্রতিশোধ ফেলে ক্ষমাকেই বেছে নিলাম।



ম্যানর পার্ক

২১ জুলাই ২০১৪

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ !


আমি তাই প্রতিশোধ ফেলে ক্ষমাকেই বেছে নিলাম


অনেক দিন পর আমিও ব্লগে নিয়মিত আসার চেষ্টা করছি। কেমন আছেন ব্রাদার।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২০

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও পেয়ে খুব ভাললাগলো জেসন ভাই।
আশা করি আবার নিয়মিত আপনাকে পাবো!!
থ্যাংকস। ভালো থাকুন সবসময়।

২| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

অচেনানীল বলেছেন: আমি তাই প্রতিশোধ ফেলে ক্ষমাকেই বেছে নিলাম।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২০

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

৩| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০১

অন্য জগৎ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মত দোস্তবিডি নামে একটা নতুন ব্লগ চালু হয়েছে।এটা সবার জন্য উন্মুক্ত ।স্বাধীন , পরিচ্ছন্ন ও শতভাগ নিরপেক্ষ হওয়ায় এখানে আপনি আপনার মুক্ত চিন্তা প্রকাশ করতে পারেন । এখানে প্রতিষ্ঠিত ব্লগারদের দখল হয়ে যাওয়া নিক ফিরিয়ে দেয়া হচ্ছে। এখানে আপনাকেও স্বাগতম।

দোস্তবিডি - http://www.dostbd.com

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস। ভালো থাকবেন।

৪| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ একটা কবিতা +++++

ধন্যবাদ কবি।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২১

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আশা করছি আমার কবিতায় আপনাকে নিয়মিত পাবো।

৫| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২২

সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ হাসান ভাই।

শুভরাত্রি।

৬| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৩

ডি মুন বলেছেন: " আমি তাই প্রতিশোধ ফেলে ক্ষমাকেই
বেছে নিলাম। "

সুন্দর কবিতা চিল ভাই

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

কবিতা পড়ার জন্য আন্তরিক অভিনন্দন!

৭| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৯

আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল ,




প্রতিশোধ ফেলে ক্ষমাকেই যিনি বেছে নিতে জানেন , সোনালী ডানা মেলে উড়ে যাবার অসীম আকাশটা তো তার-ই ....

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
ক্ষমার ব্যাপ্তি প্রতিশোধের অনলের নাগালের বাইরের!

আপনার জন্য শুভকামনা রইল।

৮| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৮

টুম্পা মনি বলেছেন: সুন্দর ভাবনা। এভাবে ভাবতে পারে কয়জন? শুভকামনা রইল আপনার জন্য।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার জন্যও একরাশ শুভেচ্ছা।
কবিতা ভালো লেগেছে জেনে সুখী হলাম।

ভালো থাকুন সবসময়।

৯| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

রতিশোধ, তোমার তলপেটে আজ কিসের হিল্লোল!
কোন তলনির খেয়ায় বাজ পড়া সর্বনাশা সময় ভয় দেখায়; রাতে ও দিনে!
পারিজাত ঘুমের অলক্ষ্যে ভালবাসা উদগ্রীব, যে তার বোনকেও বলেছিলঃ
'ফিরে আসে মানুষ, ফিরে আসে কালচে রঙা যাবতীয় কলজে;
বাথনের ঘুমে অথবা ওমে।'



ভালো লাগলো কবি। শুভেচ্ছা।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ খলিল ভাই।
আপনার মন্তব্য আর পাঠ আমার কবিতায় ভিন্নমাত্রা আনে।

ভালো থাকুন সবসময়।

১০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্‌ খুব সুন্দর ! গল্পের মতো যেন শেষ দুই লাইন !

'ফিরে আসে মানুষ, ফিরে আসে কালচে রঙা যাবতীয় কলজে;
বাথনের ঘুমে অথবা ওমে।'

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার মত গল্প লিখতে পারিনা তাই, কবিতায় কিছু গল্প ঢেলে দেবার অপচেষ্টা করি।

অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
শুভকামনা রইল।

১১| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

অতঃপর জাহিদ বলেছেন: ক্ষমায় ভালো সিদ্ধান্ত!

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক সময় ক্ষমায় সবকিছু শেষ হয়ে যায়, তাই ক্ষমায় ভালো সিদ্ধান্ত!

থ্যাংকস কবিতা পাঠে। শুভকামনা রইল।

১২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:




প্রতিশোধ, তোমার তলপেটে আজ কিসের হিল্লোল!
কোন তলনির খেয়ায় বাজ পড়া সর্বনাশা সময় ভয় দেখায়; রাতে ও দিনে!
পারিজাত ঘুমের অলক্ষ্যে ভালবাসা উদগ্রীব, যে তার বোনকেও বলেছিলঃ
'ফিরে আসে মানুষ, ফিরে আসে কালচে রঙা যাবতীয় কলজে;
বাথনের ঘুমে অথবা ওমে।'

আমি তাই প্রতিশোধ ফেলে ক্ষমাকেই বেছে নিলাম।


---- দুর্দান্ত!!!

ভালো থাকুন নিরন্তর প্রিয় চিল।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
কৃতজ্ঞতা পাঠে।
কবিতা আপনাকে ছুঁয়েছে এটা আমার জন্য দারুণ উপভোগ্য।

ভালো থাকুন সবসময়।

১৩| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: চতুর্থ ভালোলাগা ভ্রাতা । জিউস শব্দটার ব্যবহার ভালো লাগে নি ।
কেমন ছিলেন ? :)

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ভালো লাগল আপনাকে পেয়ে।
আমি ভালো আছি, আপনি কেমন আছেন?

দেখি শব্দটা নিয়ে কি করা যায়।

আপনার জন্য শুভকামনা।

১৪| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৮

জুন বলেছেন: ছোট বেলা থেকে শুনে আসছি ক্ষমা মহত্বের লক্ষন। কিন্ত এখন এসময়ে এ শব্দগুলো সত্যি কি প্রযোজ্য সোনালী ডানার চিল ?
তবে যাই হোক না কেন কবিতা ভারী ভালোলাগলো ।
+

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
ক্ষমা তো চিরন্তন।
আমার খাটো হতে থাকা জীবনের কিছু কিছু বাঁক ক্ষমায় সুতোয় বাঁধা।
ক্ষমা অচল হলে আমারা তো অতলে হারিয়ে যাবো!

ভালো থাকুন সবসময়।
শুভকামনা একরাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.