নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

হে স্বস্তি, হে ডুবে থাকা মেদুল তৃপ্তি তুমিও ছবিটা দেখ!

২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০১



খুব আবেশে স্টারবাকসের কোল্ড মোকা খাচ্ছিলাম, যা চকলেট ফ্লেভারের!

একটু মাথা তুলে তাকাতেই ফর্সা যৌনবেদনময় মাংশল উরু,

রতিক্লান্তির পরেও যা রমণে প্রলুব্ধ করে ভৌত রিপু-

আহা! কতটা স্বস্তি এ জলদ জীবনে;



আজ পুরোটা গ্রীষ্ম লন্ডনকে উসকে দিয়েছিল সূর্যতাপে

বাহান্ন সপ্তাহের সবচে আকাঙ্খিত কিরণ

পার্কে শুধুই সাদাটে চামড়া, ফিতের মত বিকিনি খসা মসলিন

পাঁক খেয়েছে সানগ্লাসে অথবা লেমনাইডের বোতলে



কোথাও অনাকাঙ্খিত শোণিতের দেখা থাকার কথা নেই।



আহা! কতটা স্বস্তি এ জনপথে;



মাঝে মাঝে হরর মুভিতে জম্বির করাতে রক্তের ফ্যান্টাসি দেখি-

মৃত্যুটা খুব অ্যাডভেঞ্চার কিছু; দারুণ খেলার আপাতত ইন্টারভেল

যেন আবারও শুরু হওয়া সময়ের ফের।

এ নিশ্চিন্ত জীবন অনায়সে পেয়েছে অতুল সীমানা

কত কি হবে আগামী গ্রীষ্মে আবার!

২ বছর পরেই সিক্যুয়েল বের হলে পপকর্ণ ফুরাবে ত্রিমাত্রিক আবহে

খুব সূক্ষ্ম হবে তার প্রতিটি দৃশ্য

রক্তটা আরও লাল!



আমার এ নিকম্প ভ্রমণ কেঁপে উঠেছিল সন্ধ্যায়

এক ফটোগ্রাফে-

প্রথমে ভেবেছিলাম, হয়ত নতুন কোন মুভির স্থিরচিত্র

চমৎকার ইম্প্রেশন

মেকআপটাও হুবহু বাস্তব

কিন্তু- ক্যাপশন আমাকে থামিয়ে দিল;

সত্যিকারের মৃত্যু দেখা একটি বালিকার রক্তাক্ত মুখের ছবি ছিল সেটা;

আতঙ্কের ভয়াবহ নমুনা তার চোখের তারায়-



আমি শিউরে উঠলাম; আমি কেঁপে উঠলাম;

আমি কুঁকড়ে গেলাম অনিবার্য এক সমাপ্তির শিহরণে-

আমার হাতে মোকার বোতলটা দুলে উঠলো

আমার চোখে রমণ শুধুই ট্রাঙ্কের কালো চকচকে নল

আমার হৃদয়ে মৃত্যু লিখেছে নাম আতঙ্কের লাল হরফে-



হে স্বস্তি, হে ডুবে থাকা মেদুল তৃপ্তি

তুমিও ছবিটা দেখ, তুমিও ভাবো যে কোন সময় তোমার ভেতরের

যোগযন্ত্র এমন রক্তক্ষরণ আনতে পারে, যা খালি-চোখে দেখা যায় না!



২২ জুলাই ২০১৪

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫০

লেখোয়াড় বলেছেন:
ছবিটা ভীষণ যন্ত্রণার!!

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
ছবির যন্ত্রণা কবিতা লিখিয়েছে।

থ্যাংকস।

২| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই যন্ত্রনা পিছনে
আলখেল্লা ধারী শয়তানের দোসরকে থামাও!

প্রকাশ্য শত্রু সহজেই চেনা যায়..
ভেকধরা শত্রুকে যে তিলে তিলে মারে..
মিশরে ইসলামী সরকারে উৎখাতে আলখেল্লা থেকে বেরুয়া বিলিয়ন ডলার!
গাজায় আজ যুগের পর যুগ এই অত্যাচারে
তারা ভ্রুক্ষেপহীন!!!!

সউদের আলখেল্লা দরে টেনে হিচরে নামাও
ইসলামের বাস্তুভীটা থেকে।
ওখানকার একটা ঘোষনাই
বদলে দিতে পারে বিশ্ব মানচিত্র...

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস।

৩| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

হাসান মাহবুব বলেছেন: নূন্যতম মানবিক বোধ সম্পন্ন যেকোন মানুষই এই ছবি এবং কবিতা দেখে কিছুক্ষণের জন্যে হলেও থমকে যাবেন।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
হয়ত থমকে যাবার থেকে আমরা সরে এসেছি বেশ কিছুটা!
তার পরও বিবেক আমাদের পোড়াবে, সুনিশ্চিত!

থ্যাংকস হাসান ভাই।

৪| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: শিউরে উঠলাম কাব্যে-ছবিতে।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রফেসর।
আপনার পাঠ আমাকে কিছুটা হলেও তৃপ্ত করছে।

৫| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


:( :( :( :( :(

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:
কাণ্ডারি ভাই, আমি সত্যি এটা উপলব্ধি করেছিলাম।

শুভকামনা রইল।

৬| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: কী বলা যায় ?

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
কিছুই বলার থাকে না আর,
সময়ের আগে বা পরে পড়ে থাকে শুধুই দীর্ঘনিঃশ্বাস!

শুভকামনা।

৭| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাষাহীন।
পৃথিবীর বিবেক কবে জাগবে!

০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:৪৬

সোনালী ডানার চিল বলেছেন:
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে!

কবি, এটা প্রত্যাশা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.