নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
১।
নির্জনতা হা তুলে আছে,
যার ভেতর একটা গভীর, একাকী নদী-
সবুজ ঘাসের ডগায় মুলতবী আক্ষেপ
নির্জনতার যমজ বোন যেন আকাশী ঐ মাছটা।
তোমারও ভেতরে যে আঁধারি খাদ
তার অতলে থরেথরে ক্ষোভের বুনন
সেখানেও বৃষ্টি হয়
একাকী নদীর দুকূল ছাপিয়ে
পরিত্যাক্ত ঘাসফুল মাঠ ডুবে যায়
আকাশী মাছ তখন সমুদ্র চেনে
ঢেউয়ের লোনা প্লাবন শামুকের খোলে খোঁজে আত্মাবিশেষ
তোমার আঁধারি খাদ এখন জলজ,
টলমলে গুল্মের নির্ভার সরোজ
নির্জনতার অন্যনাম কি অপেক্ষা নয়!
আঁধারের সাথে যে পাশা খেলে মুখোমুখি।
২।
পড়ে থাকলো না কোন কথা আর, সব কথামালা
বুকপকেটে রেখে দিলাম তুলে-
একটা বলপয়েন্ট আর কিছু রংজ্বলা স্মৃতি
একটা নিরব চারকোনা ভাজ পড়া কাপড়ের অন্তরে
একটা নিথর সময়ের হবুহু অনুবাদ
পড়ে নেই আর কিছুই
প্রেম নামের অযোচিত শব্দকথা
যখন তখন উপশমের তুলিতে নীল রঙা পোর্ট্রেট
অথবা বায়ুভুক পতঙ্গের শেষ নিঃশ্বাস
শুধু পড়ে আছো
আমার বুকপকেটে সেই পুরানো তুমি!
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৯
সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ মন্তব্য পকেটে তুলে রাখলাম।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।
২| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক থ্যাংকস ভাই।
৩| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪
ডি মুন বলেছেন: দ্বিতীয়টি বেশি ভালো লাগলো।
শুধু পড়ে আছো
আমার বুকপকেটে সেই পুরানো তুমি!
ভালো থাকা হোক।
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল অফুরান!!
৪| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৪১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
ভাল থাকুন সবসময়।
৫| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর পর কবিতা নিয়ে হাজির হন, বেশ লাগলো ভাইয়া
৬| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
সুমন কর বলেছেন: ২ নং বেশী সুন্দর !!
৭| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
শাপলা নেফারতিথী বলেছেন: ২ নং টা ভালো লেগেছে বেশি..
৮| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
ফা হিম বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগল
৯| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৮
সায়েম মুন বলেছেন: প্রথমটা বেশী ভাল লেগেছে।
১০| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২৩
স্বপ্নছোঁয়া বলেছেন: নির্জনতার নদী এবং বুকপকেটের তুমি, ভাল লাগলো |
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:২৫
মৃদুল শ্রাবন বলেছেন: নির্জনতা হয়তো অপেক্ষা হতে পারে। কিন্তু আকাশী মাছ(উপমাটা প্রথম শুনলাম) কিভাবে তার জমজ হল?
ঢেউয়ের লোনা প্লাবন শামুকের খোলে খোঁজে আত্মাবিশেষ
এটা কি ঐ আকাশী মাছের আত্মা?
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:৫০
অতঃপর জাহিদ বলেছেন: সুন্দর!
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:২৩
শুঁটকি মাছ বলেছেন: শুধু পড়ে আছো
আমার বুকপকেটে সেই পুরানো তুমি
অসাধারণ!
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:৫৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন: দুটোই খুব সুন্দর বস।
অসাধারণ লাগলো
আছেন ক্যামন ?
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ কবিতা +++
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:১১
হাসান মাহবুব বলেছেন: দুটোই খুব ভালো লাগলো।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১১
ডার্ক বলেছেন: পড়ে নেই আর কিছুই
প্রেম নামের অযোচিত/su] শব্দকথা
যখন তখন উপশমের তুলিতে নীল রঙা পোর্ট্রেট
অথবা বায়ুভুক পতঙ্গের শেষ নিঃশ্বাস
ভাল লিখেছেন ভাই।
শব্দটা কি অযোচিত নাকি অযাচিত?
১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:১৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: পড়ে নেই আর কিছুই
প্রেম নামের অযোচিত শব্দকথা
যখন তখন উপশমের তুলিতে নীল রঙা পোর্ট্রেট
অথবা বায়ুভুক পতঙ্গের শেষ নিঃশ্বাস
শুধু পড়ে আছো
আমার বুকপকেটে সেই পুরানো তুমি!
বাহ! চমৎকার।
১৯| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত দুটো কবিতা।
২০| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এইসব বুকপকেটঃ আধুলির টুংটাং ঘন্টা
থরথর কাপে, নিঃশব্দে আলোড়ন তোলে
হাওয়া আর এক দুই তিন করে
নস্টালজিক লজেন্সের মতো গলে যায় মুখের পরে
স্মৃতির স্বাধ; আহা সে কী সুমধুর!
শুভেচ্ছা কবি।
২১| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩
বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো আপনি লন্ডনে কোথায় আছেন ?
২২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫
বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো আপনি লন্ডনে কোথায় আছেন ?
২৩| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪০
লিখেছেন বলেছেন: nice
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০
লেখোয়াড় বলেছেন:
আপনাদের কবিতা পড়ি আর হা করে ভাবি।
খুব ভালো লেখেন আপনারা।
বারবার পড়লেও আবার পড়তে ইচ্ছে করে।