নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

তিনটি অংশই সমন্বিত স্বত্বা, সড়কের কবিতা যাত্রা!

১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৮



ক)

কখনও কবিতা বাহু জড়িয়ে নিমিষেই আমাকে

শুধায়, অপূর্ণ রাতের শেষে যে বিভীষিকা ঘায়েল করে

মানুষকে তাদের পূর্ব পরিচয় কি, তারা কি নক্ষত্রর সন্তান;

বদলে যাওয়া ঝিনুকমালার সংযুক্ত পরিষণ!

বিভিন্ন ভোরে কিছুটা কান্না রেখে যারা খোঁজে জঙ্ঘার দ্বীপদেশে স্বেদ,

চাতালের বৃষ্টি নেভা লাকড়ি আর অরুদ্ধ ধোয়ার মাঝে কাব্যবাস

তাদের সেই স্থায়ী বসতের স্থির পদসৌরভ-

বেবুন গাড়িতে যা স্মৃতি খুঁজে ফেরে কখনও ভোর রাতের আবছা আলোয়!



খ)

সংযোগ সড়কে মন রেখে, লাল আভায় থমকে দাঁড়ানো বিবেককে

আমি দিনরাত ছবক দিতাম আর মনে মনে ভেবে রাখতাম, অচেনা

কোন গ্রাম্যরাতে তুমিহীন ভাবনায় পরীদের উড়াউড়ি দেখে চমকে

যাবার মানুষ অন্তত আমি নই-

তাই বিপরীত দিক দিয়ে আসুক যতই তোড়জোড় মানুষের মত হাত দিয়ে

আমি ঠেকিয়ে রাখবো যাবতীয় অযাচার।



গ)

মাঝে মাঝে আমি খুব হাঁটা দেই সরল সড়ক ধরে, বিনুনিগাথা মাটির পথ হয়ত কখনো থামিয়ে বলে- আমার বুকে এসো, আমার সুধা নাও, আমার গহীন বিরান পথে আলতো টোকা দাও। আমি রাতবিরাতে এমন অনেক চমক পেরিয়ে হাঁটার গতি করি ধীর, তবুও তা থামবার নয়, অতি উজানে যেখানে মাল্লারা জোট বেঁধে সঙ্কল্প করে এবারের খ্যাপে দ্বিগুণ সোহাগে রতি পড়বে, গড়াবে, অর্ধকামে মুখে জড়ানো থাকবে পরাস্ত অধ্যায়; খুব কালাপানি তড়পাবে- আর বেহুঁশ রমণী অপার্থিব সুখে কিছুক্ষণ থাকবে অবুঝ।

এমন একটা ভাবনা কিন্তু হাঁটার গতি বাড়িয়েছে আরও; দূরে মহানিমের মাথায় ডুগডুগি চাঁদ, পরাহত নক্ষত্র ভাবনার ওপাশে, হেরে যাবার শোকে কিছুটা ম্লান, একাদশীর পরবর্তীতে দারুণ জামায় মুখ মুছে আবারও শোক আর সুখে নিয়ে আসবে বলে বিশ্রাম নিচ্ছে কিছুটা।

কত কি ভাবতে হয়, একা চলতে গেলে সড়কে- কত কি এসে যায় আগন্তুক মাঝপথে কেউ ভয় পেলে, কত নুড়ি সরাতে হয় মসৃণ পথের আশায়।

আমি পথের পরে আমাকে রেখে একদিন পালাবো দেখো, আমি হয়ত কোনদিন সড়ক ছেড়ে ঐ মেঠো পথে নেমে পড়বো আনমনে, আমি হয়ত কোনদিন বেঁচে থাকার ইতিহাসকে চোখ রাঙিয়ে মাল্লাদের জীবন বেছে নেব! যে জীবনে পথ চলা নেই, থেমে থাকা নেই, উঁকি দেওয়া চাঁদ নেই-

অস্বচ্ছ ঘুমে স্বপ্ন নামের ব্যাধির রাজত্ব শুধু।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অস্বচ্ছ ঘুমে স্বপ্ন নামের ব্যাধির রাজত্ব শুধু।


ভাল লাগল ৷

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
অনেক ধন্যবাদ।

২| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: কখনও কবিতা বাহু জড়িয়ে নিমিষেই আমাকে
শুধায়, অপূর্ণ রাতের শেষে যে বিভীষিকা ঘায়েল করে
মানুষকে তাদের পূর্ব পরিচয় কি, তারা কি নক্ষত্রর সন্তান;
বদলে যাওয়া ঝিনুকমালার সংযুক্ত পরিষণ!

+++++

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন সবসময়।

৩| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি।

শুভরাত্রি।

৪| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দুপুরে পড়ে গেছিলাম। জানান দিলাম সন্ধ্যেয়।

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ কবি।

ভাল থাকুন সবসময়।

৫| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার লাগল ভাইজান। +++

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই।

খুব ভাল থাকুন।

৬| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ।

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ কবি।

শুভকামনা রইল।

৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৩

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ভাল থাকুন নিরাপদে থাকুন সবসময়।

৮| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই।

শুভরাত্রি!

৯| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।

ভাল থাকুন।

১০| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন !

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

আমার কবিতায় স্বাগত; ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.