নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

হারানো গন্তব্য যেন মানুষের যাতনার উপরে ফুলতোলা দীর্ঘজাহাজ

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫২



একটা অবিশ্বাস্য ব্রিজ পার হলাম, পায়ে হেঁটে; একাকী এবং নীরবে-

অতঃপর কোলাহলময় বাজারের মাঝখানে এসে পথ হারিয়ে ফেললাম, সচেতনভাবে;

মাথার চুল ছিঁড়েও গন্তব্য মনে করতে পারলাম না, সহসা-

অথচ, এই পথ পেরুনোর আশায় কতদিন, কতরাত নিজেই নিজের সাথে লড়েছি



ব্রিজটা পার হবার আগে যে শিয়ালটার সাথে দেখা হয়েছিল, তার সাথেও কিন্তু বলেছিলাম

আমার গন্তব্যের কথকথা- বুঝিয়েছিলাম একটা নিঃসঙ্গ মাঠের পারে সে উদ্যান; আমি চিনি-

আমি খুব অনুভব করি সে অন্যরকম সুবাসিত বসতির তরুবীথি আর পানির ফোয়ারাকে।



এই মানুষের বাজার আমার মানচিত্রে ছিল না, আমি হলফ করে বলছি-

মানুষের সান্নিধ্যে যে পাপ, তা এড়ানোর জন্যেই তো আমার এ একাকী যাত্রা-

আমার ভুলে ভরা লোভী চোখজোড়া কি তাহলে মরীচিকাময়!

ভেতরের জেগে থাকা না ঘুমানো পরিতাপ কি অনুগ্রহের ব্যাথিত বৈরাগ

যা আমাকে ভুল পথের নিশানায় বুঝিয়েছে এখানেই উদ্ধারের শিলাখণ্ড

বিনাশী আর জাগ্রত; মানুষের যাতনার উপরে ফুলতোলা দীর্ঘজাহাজ।



বাজারের এককোণে যেখানে একটু নির্জনতা ছিল, সেখানে আনমনে বসে আমি

হারানো গন্তব্যের নিকেশ করতে লাগলাম-

ঝুলির ভেতর হাতড়ে খুঁজছি শিয়ালের সাথে কথপকথনের পুরোভাগ-

যা রেকর্ড করা নিদিষ্ট ইথারে, শীতাতপ দেয়ালের বিষণ্ণসন্ধ্যায়।





২৩/০৮/২০১৪

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:০৯

বৃতি বলেছেন: কবিতায় ভালো লাগা, সোনালী ডানার চিল।

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:২২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য।

ভাল থাকুন সবসময়; শুভরাত্রি!!

২| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন কবি ।সুন্দর +

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি।
কেমন আছেন! ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪

বাংলার পাই বলেছেন: চমৎকার কবিতা। অনেক অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইলো কবি।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১২

সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

ভাল থাকুন সবসময়।

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৭

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে!
শুভকামনা রইল।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৩

মৃদুল শ্রাবন বলেছেন:

এই মানুষের বাজার আমার মানচিত্রে ছিল না, আমি হলফ করে বলছি-
মানুষের সান্নিধ্যে যে পাপ, তা এড়ানোর জন্যেই তো আমার এ একাকী যাত্রা-
আমার ভুলে ভরা লোভী চোখজোড়া কি তাহলে মরীচিকাময়!


আপনি যেমন পথ হারিয়ে ফেলেছেন তেমনি হারিয়ে ফেলবেন বারবার।

কবিতায় ভালোলাগা।

২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
এই হারানো পথের কার্নিশে গন্তব্যের সীমারেখা!

ভাল থাকুন সবসময়!

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪

ডি মুন বলেছেন: আমি খুব অনুভব করি সে অন্যরকম সুবাসিত বসতির তরুবীথি আর পানির ফোয়ারাকে।


দারুন কবিতা। আর একদম শেষের লাইনটা খুব সুন্দর হয়েছে।

শীতাতপ দেয়ালের বিষণ্ণসন্ধ্যায়।


শুভকামনা রইলো কবি

২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা রইল।

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার কবিতায় সকাল হলো।
শুভকামনা, কবি।

২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি।
কবিতা ভাল লেগেছে জেনে সুখী হলাম।
শুভরাত্রি!!

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা+++

২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

শুভকামনা রইল।

৯| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই।

শুভরাত্রি!

১০| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য !

২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন সবসময়।

১১| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৯

লিখেছেন বলেছেন: nice

২৭ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস।
ভাল থাকুন সবসময়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.