নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

না মানুষের কথা!

২৭ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৬





আমাদের কারো কারো শিশ্ন নেই

আমাদের কারো কারো শিরদাঁড়া নেই; রুখে দাঁড়াবার

আমাদের কারো কারো পকেট নেই

কেউ কেউ জামা ছাড়া, শুধু লুঙ্গি গিঁট দিয়ে এসে দাঁড়িয়েছে;



আমাদের কারো সকালে দানাপানি পড়ে নি পেটে

কেউ কেউ বহুদিন উপবাসী নারীসঙ্গ থেকে



কেউ কেউ শুধু ক্ষোভ নিয়ে এসেছে

কেউ কেউ কোন ভুলে যাওয়া আশায়

চোখের কোনে পিচুটি ডলে কেউ হতাশার মত মুখ করে

দাঁড়িয়েছে কাতারে-



তুমি জানো এরা কারা!

এরা সেই মানুষেরা যাদের শুধু আদমশুমারিতে নাম আছে

যাদের ছবি খুব দারুণ পুরষ্কার এনে দেয়

যাদের সত্যজিৎ বেচেছে

যাদের জয়নুল বেচেছে

যাদের বেচে বড়লোক হয়েছে তোমাদের সব রাষ্ট্রপ্রধান আর তাদের পরিজনেরা

অথচ তারা তাদের বিক্রির ডাটাবেজের খবর রাখেনি কখনও

তারা শুধু জানে হয়ত এটাই নিয়ম।

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটাই নিয়ম।

একদিন ওরাও জাগবে।


শুভেচ্ছা কবি।

২৭ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, কবিতা পড়ার জন্য।
আমরা সেই না মানুষদের জাগরণের প্রত্যাশী!

আপনার জন্য শুভকামনা!!

২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫০

ভিটামিন সি বলেছেন: এটাই নিয়ম।

তোমাদের স্নায়ু নেই, অবশ হয়ে গেছে স্নায়ুতন্ত্র,
পিঠ বাঁকা করে দিয়েছো শাসনযন্ত্রের কাছে,
ধাতব বক্রতল তোমাদের অনুভুতিকে ভোতা করে দিয়েছে,
এখন আর বোঝতে পারছো না কোন শাসন আর কোনটা অপশাসন।

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৩

জাফরুল মবীন বলেছেন: চমৎকার কবিতা।কবিকে অভিনন্দন।

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটাই নিয়ম।

একদিন ওরাও জাগবে।

৫| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতায় নজরুল আর রুদ্র মোহন শহিদুল্লাহ'র কবিতার গন্ধ পেলাম যেন ---- অসাধারণ ভাবনার বাস্তব প্রকাশ। ব্লগে আমি এই প্রথম এত সুন্দর একটি বাস্তবধর্মী কবিতা পড়লাম -----
কবির জন্য শুভকামনা রইল

৬| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২০

আসিফ করিম শিমুল বলেছেন: ভাল লাগলো|

৭| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো খুব। আপনি যাদের কথা বললেন আমিও তাদের একজন-
Click This Link

৮| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯

সোহানী বলেছেন: অসাধারন....+++++

৯| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: কবিতায় দ্রোহ ভালো লাগলো।

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অথচ তারা তাদের বিক্রির ডাটাবেজের খবর রাখেনি কখনও
তারা শুধু জানে হয়ত এটাই নিয়ম।


দ্রোহের আগুনে জ্বলে ওঠা কবিতার মশাল ! ++

অনেক ভালো থাকুন । সময় হলে আমার ব্লগে আসবেন !

১১| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এটাই নিয়ম!

১২| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


দারুণ চিল ভাই। +++++

১৩| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অসাধারণ। আমার রেটিঙে আপনার সেরা কবিতাগুলোর একটা।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৮

অন্ধবিন্দু বলেছেন:
সোনালী ডানার চিল,
এ স্রোতে আপনাকে গা ভাসাতেই হবে। কারণ, মন্তব্যে দেখতে পাচ্ছেন- অসাধারণ/দারুণ শব্দগুলো। এটাই নিয়ম; আমাদের তৈরি নিয়ম ...

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতায় ক্ষোভ স্পষ্ট, বেশ লাগলো।।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তুমি জানো এরা কারা!
এরা সেই মানুষেরা যাদের শুধু আদমশুমারিতে নাম আছে
যাদের ছবি খুব দারুণ পুরষ্কার এনে দেয়
যাদের সত্যজিৎ বেচেছে
যাদের জয়নুল বেচেছে
যাদের বেচে বড়লোক হয়েছে তোমাদের সব রাষ্ট্রপ্রধান আর তাদের পরিজনেরা
অথচ তারা তাদের বিক্রির ডাটাবেজের খবর রাখেনি কখনও
তারা শুধু জানে হয়ত এটাই নিয়ম।


অসাধারণ! ৭ম ভালোলাগাটা আমার পক্ষ থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.