নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
ক)
সে রাতে চাঁদের আলোয় হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্য ছাড়িয়ে চলে গিয়েছিলাম বিষণ্ণ এক নির্জন প্রান্তরের এক কোণায়, যেখানে ফণীমনসার ঝোপে রঙিন একাকী বুলবুলি অস্কার ওয়াইল্ডের গান গাইছিল; সেখানে আমাদের কিছুটা স্মৃতি পুতে আমরা আরও দুরে কুয়াশার চাদর যেসব খেজুর গাছের মাথায় সেখানে যাবার পণ করেছিলাম; ভেবেছিলাম কুয়াশার সিঁড়ি ভেঙে তারাদের সমাপনী কোরসে আমরাও কিছুটা আবেগ ছিটিয়ে ভোরের বিপরীতে আবারও চকমকে আকাশ পাবো।
যে তারাভরা আকাশ দেখেছে সে কি কখনও ভোর চাইবে বলো?
আমি তো মাঝে মাঝে সূর্যকে পরামর্শ দিই, ঝলমলে চাদরটা কিছুদিন চাঁদকে বন্ধক দাও। তোমার রথের চাকা হাঁপ ছেড়ে বাঁচবে, আমার মত নক্ষত্রভুকেরা আরও কিছু ফুরসতে বেঁচে থাকাকে ভালোবেসে হাঁটতে থাকবে অবাক নির্জনতায়, বুলবুলিটা সবুজ ভালোবেসে হয়ত মাঝরাতে রক্তরাঙা গোলাপ ফোটাবে আর তোমার আমার মত বিপন্নেরা শুধু রাতকেই জীবন ভেবে তৃষ্ণার মগে জোছনা ঢেলে শীতকালীন শিউলির সুঘ্রাণে পৌঁছুবে দুরের ঝাপসা সাঁকোয়।
খ)
তুমি কি জানো? তোমাদের ২৭ নম্বরে আমি একদিন শন মাইকেলের একটা লিপস্টিক হারিয়েছিলাম! তখন রবীন্দ্র সরোবরের উজানে শুধুই ভাঙ্গা ভাঙ্গা পাড় ছিল, ১০ টাকা ঘণ্টা চুক্তিতে রিকশায় কাঁচা রিং রোড দিয়ে শ্যামলী যাওয়া যেত; আমি অনেক দিন ১ টাকার বাদাম কিনে সন্ধ্যার পার্কে বসে লেকের পানিতে মরা চাঁদের শীর্ণ যৌবন দেখতাম; ভাবতামঃ সুখী মানুষের চোখে চাঁদ হয়ত এমন ম্লান নয় কখনও!
সেই কামারবাসার রাতকে আমি টেনে এনেছিলাম বছিলার উঁচু ভেড়িবাঁধে, কিছুটা গল্প জগন্নাথ হলের সরস্বতী পুজোর ছুঁয়াছুয়িতে, তোমার জানার কথা নয়, চারুকলার পদ্মদিঘিতে আমি একদিন পূর্ণ জোছনার পুরোটা কাটিয়েছিলাম প্রগাঢ় ধোঁয়ায়।
আমি জানি তোমার জানার পরিধি ততটা গভীর নয়, যতটা গভীর তোমার ভাবনার অলিগলি; আমাকে তুমি শুধু সময়ের টানে জেনেছ, অথচ পুরোটাই ফাঁকি আর মেদুল সম্পর্কের ফাঁপা আলোয় ভর্তি।
তুমি যেমন কখনও সেই কাঁচা পাঁড়ের লেকের ধুঁয়া পাবে না, আমিও তেমন সেই হারিয়ে যাওয়া টুংটাং আর স্বপ্নঘোরের সজীব বাহুমূলের দুরন্তপনা পাবো না।
হয়ত এটাই আমাদের পরস্পরের নিয়তি।
লন্ডন
০৮/০৯/২০১৪
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০৪
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ কবি।
ভাল থাকুন সবসময়।
শুভরাত্রি!!
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০০
সমানুপাতিক বলেছেন: মুক্তগদ্য পড়তে ভালো লাগলো । শুভকামনা রইল কবির জন্য ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:২৯
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২০
অপূর্ণ রায়হান বলেছেন: লেখায় মুগ্ধতা ভ্রাতা +
কেমন আছেন ?
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভ্রাতা।
আমি বেশ আছি।
আপনার খবর কি!
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২০
অন্ধবিন্দু বলেছেন:
আমি জানি তোমার জানার পরিধি ততটা গভীর নয়,
যতটা গভীর তোমার ভাবনার অলিগলি
সার্বজনীন কথা বলে দিলেন, সোনালী ডানার চিল।
ভালো লাগলো, নিয়তি মেনে চলা এই গল্প ...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৬
সোনালী ডানার চিল বলেছেন:
গল্প কখনও বা কবিতার অনুসর্গ, আমাদের ভাবনার অনুবাদও কখনও কবিতা!
আপনার পাঠ আনন্দ দিল।
শুভকামনা জানবেন!!
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩২
ইমিনা বলেছেন: তুমি যেমন কখনও সেই কাঁচা পাঁড়ের লেকের ধুঁয়া পাবে না, অামিও সেই হারিয়ে যাওয়া টুংটাং আর স্বপ্নঘোরের সজীব বাহুমূলের দূরন্তপনা পাবো না।
অসাধারন বলেছেন। দু'টো তেই মুগ্ধতা জানিয়ে গেলাম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৬
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ইমিনা।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইল।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
ডি মুন বলেছেন: আমি অনেক দিন ১ টাকার বাদাম কিনে সন্ধ্যার পার্কে বসে লেকের পানিতে মরা চাঁদের শীর্ণ যৌবন দেখতাম; ভাবতামঃ সুখী মানুষের চোখে চাঁদ হয়ত এমন ম্লান নয় কখনও
বাহ, চমৎকার
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫২
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস হাসান ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪
কলমের কালি শেষ বলেছেন: জাস্ট ওয়াও লাগলো ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
মেনি থ্যাংকস।
শুভরাত্রি।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১১
বাংলার পাই বলেছেন: ২য় কবিতা সেইরাম লাগলো।
অনেক অনেক শুভেচ্ছা রইলো কবি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৭
নাসরিন চৌধুরী বলেছেন: খুব ভাল লাগা --একবার পড়েছি ,আবার পড়বো বলে প্রিয়তে নিলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৫
সোনালী ডানার চিল বলেছেন:
আমার কৃতজ্ঞতা জানবেন।
মেনি থ্যাংকস।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি জানি তোমার জানার পরিধি ততটা গভীর নয়, যতটা গভীর তোমার ভাবনার অলিগলি; আমাকে তুমি শুধু সময়ের টানে জেনেছ, অথচ পুরোটাই ফাঁকি আর মেদুল সম্পর্কের ফাঁপা আলোয় ভর্তি।
তোমার জানার কথা নয়, চারুকলার পদ্মদিঘিতে আমি একদিন পূর্ণ জোছনার পুরোটা কাটিয়েছিলাম প্রগাঢ় ধোঁয়ায়।
প্রগাঢ় ধোঁয়াও একসময় উড়ে গিয়ে মেশে কুয়াশায় আর
স্বপ্নঘোর কেটে গেলে চারুকলার পদ্মদিঘী হয় মজা পুকুর !
অন্যরকম ভালোলাগা ! ++ ভালো আছেন আশা করি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৬
সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ বলেছেন!
পাঠে কৃতজ্ঞতা!
আমি বেশ ভালো, আপনি কেমন আছেন!
শুভকামনা রইল।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: এইতো আছি ভালোই ভ্রাতা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
যাবতীয় কুশল তো!
কোন দেশে!
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২০
শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
ভালো থাকুন সবসময়।
শুভরাত্রি।।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার দুটো কবিতা পড়ে ঘুমোতে যাচ্ছি।
দ্বিতীয়টা খুব ভালো।
শুভকামনা, কবি।