| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
 
 
ক) 
ভেবে নাও কিছু একটা তোমার ইচ্ছে মত, সাগর পাড়ে দারুণ সূর্যাস্ত অথবা নক্ষত্রখচিত সুমেরু আসমান; অতল মহাজীবনের একাকী আলখেল্লা- সৎকারহীন অবৈষ্ণবের গলিত শব; ভেবে নিতে পারোঃ সুতো বাঁধা শালিকের ঠোঁট, বর্ণিল ঘুড়ির মিলিত সাঁ সাঁ, নুড়ি-পাথরের এ বিরান দ্বিপে সর্বনাশা হারিকেন। তোমার ভাবনার ঘোড়া তুমি যে দিকে চাও ছুটাও, পার হও গহীন পরোক্ষ ছায়াপথ- আমি বলবো না কিছুই!
মানুষের উপর থেকে আমি তুলে নিয়েছি অভিমানের চাদর, শুধু একটা দেশলাইয়ের কাঠি জ্বেলে পুড়িয়ে দিয়েছি অনুযোগ মননশীল শেষরাতে; আমার অভিজ্ঞতায় দ্বিপদের এই প্রাণী শুধুই হৃদয়ের পোস্টারে তামা হওয়া একটি সস্তা মুদ্রা, বাড়তি ক্ষুধায় যা বৃক্ষের বাকল আর শ্বাপদের চামড়া খুঁজে হয়রান অথচ বহিরাবরণে বিয়োগব্যথায় কুঁচকে রাখে পরিব্যাপ্ত মুখোস, যা ভাবনারও অধিক। আমি তাদের একজন যারা অনুতাপের শিশিতে রেখেছে ক্ষতির ঘাম, লোকাচারের অভূত উপলব্ধি সেই রবাহূতের বাইরের জমিন।
তোমার ভাবনায় মানুষ হয়ত মানুষের মত- আমার ভাবনায় মানুষ মৃত এবং বিলুপ্ত হওয়া একটি সম্প্রদায়; 
নিসর্গ তোমার পরিধিতে ডানা মেলুক, আমি খুব রুঢ় সকাশে বিক্রিত হই ব্যাবচ্ছেদের চৌকাঠে; আমার কোন অভিযোগ নেই আর।
১৭/০৯/২০১৪
খ)
ধরো, দারুণ কিছু তৃণভোজী ফুটবল আর মিশুক একগাদা হলদে ঘাস বিদ্যাসাগরের পূর্ণিমা দেখে উল্টে পড়লো পশুর নদীতে, খুব স্রোতে; তারপর গাঢ় পানির নিচে বল্লম হাতে এক ভিনগ্রহের সাহিত্যসমালোচক খোঁচাতে খোঁচাতে যেখানে জোয়ারের ফেনা জমে সেখানে কিছু রুলটানা ৫ নাম্বুরে খাতার সাথে কাজলরেখার কাঁচুলি আর বড়দের একটা গল্পে মশগুল জমায়েতে না চাইতেই আক্ষেপ ঢেলে বাতাসে ছড়িয়ে দিলঃ বোকা পাঠক শব্দের বিপরীতে প্রশ্ন খাঁড়া করে শুধু।
তোমার কি বলার থাকবে অতঃপর! তুমি কি স্তব্দ এক দীর্ঘশ্বাস নিয়ে পাতালে অনুকল্পের সিঁদ কাটবে না! তুমি কি সালভাদর দালির সাথে শক্ত লবিং করে আমাকে বুঝাবে এসব বিপরীত অকল্পনা; তৃণভোজী ফুটবল চামড়ানির্মিত গোলগাল একটি ক্ষয়িষ্ণু শিল্প, আর এলিয়েনদের সাহিত্য নিয়ে মাথা ঘামাতে নেই!
আমি কি তোমার চোখ রাঙানীতে সহজে ভুলবো দায়, যার বিলম্বিত প্রেরণা অবকাশের অতলে ক্ষীণ বুদবুদ যেন।
তুমি পড়ে থাকো তৈলচিত্রে; শব্দচিত্রের ব্যাকরণ তোমার নয়।
১০।০৯।২০১৪
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:৩৫
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন সবসময়। 
২| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১০:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: দারুন লিখেছেন ভ্রাতা +++++++
ভালো থাকবেন সবসময় 
 
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:৩৬
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভ্রাতা!
আপনাকে মিস করি। 
৩| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে কবি। আর একটু বড়িয়ে বলি এলিয়েন আর জ্বীন পরী নিয়ে ভাবনা অলীক ।মাটি চাই যেটি দিয়ে পুতুল গড়া যায় ।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:৩৭
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি, কল্পনায় মানুষ কখনও বা জ্বীন-পরী কখনও বা এলিয়ান!
ভাল থাকুন সবসময়।। 
৪| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হইছে! আশা করি ভালো আছেন ভাই।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:৩৮
সোনালী ডানার চিল বলেছেন: 
ধন্যবাদ কাভা। 
বেশ ভালো, আপনার কি খবর! 
৫| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: দুটোই খুব সুন্দর। তবে প্রথমটা বেশি ভালো লেগেছে।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:৩৯
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ হাসান ভাই।
ভালো থাকুন সবসময়, শুভরাত্রি!! 
৬| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:২৮
অন্ধবিন্দু বলেছেন:  
কবিসাব, 
নতুন পোস্ট দিলেই হবে ! পূর্বের পোস্টে উত্তর দিবে কিডা  
 
ব্লগীয় আদব কায়দা বলে একটা কথা আছি না  
 
শব্দচিত্রে ব্যাকরণের অভাব থাকলেও শব্দচিত্র বড়ই উপভোগ্য ও ভাবনাময় ছিলো। ভালোলাগা ।। ভিনগ্রহের সাহিত্যসমালোচকগণ ! সাউন্ড ইন্টারেস্টিং।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:৪০
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
খুব ভুল হয়ে গেছে!
ব্লগে আলাদা করে বসা হচ্ছে না। আমি জানি এটা বেআদবি! চেষ্টা করছি উত্তর দেবার।
কবিতা ভাললেগেছে জেনে সুখী হলাম। 
৭| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:১১
নাসরিন চৌধুরী বলেছেন: বাহ মুগ্ধ আপনার লেখা পড়ে। শব্দের খেলা পুরোন দেয়াল জুড়ে। 
ভাল থাকবেন। শুভকামনা সতত।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:৪১
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকে অনেক ধন্যবাদ।
আমার লেখা মুগ্ধ করেছে এটা তো অনেক বড় পাওয়া।
শুভরাত্রি। 
৮| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:০১
ডি মুন বলেছেন: ভেবে নিতে পারোঃ সুতো বাঁধা শালিকের ঠোঁট, বর্ণিল ঘুড়ির মিলিত সাঁ সাঁ, নুড়ি-পাথরের এ বিরান দ্বিপে সর্বনাশা হারিকেন। তোমার ভাবনার ঘোড়া তুমি যে দিকে চাও ছুটাও, পার হও গহীন পরোক্ষ ছায়াপথ- আমি বলবো না কিছুই! 
তোমার ভাবনায় মানুষ হয়ত মানুষের মত- আমার ভাবনায় মানুষ মৃত এবং বিলুপ্ত হওয়া একটি সম্প্রদায়; 
---কেমন একটা ছন্নছাড়া ভাব আছে লেখাটাতে। প্রথমটাই বেশী মনোযোগ আকর্ষণ করলো। 
শুভেচ্ছা চিল ভাই 
 
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনার ভাবনা ঠিক। আমাদের ভেতরকার কিছুটা ছন্নছাড়া ভাববোধ এসব শব্দমালার প্রতিবিম্ব! মানুষ কত কি ভাবে, আমিও তাই কিছু কিছু ভেবে নিলাম।
আপানর জন্য শুভকামনা ভাই। মেনি থ্যাংকস!  
৯| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:৩৬
কলমের কালি শেষ বলেছেন: লেখাগুলো ভাল লাগলো । গভীর ভাবনার নিঃসৃত লেখা । ![]()
 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: 
থ্যাংকস ভাই।
কবিতা পড়েছেন এটাই খুব পাওয়া।
আপনার জন্য শুভকামনা রইল। 
১০| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
দারুন, দারুন।। 
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৫
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ আপনাকে কবি।
এটা আপনার পরোক্ষ প্রেরণায়!! 
১১| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:১০
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
তোমার ভাবনায় মানুষ হয়ত মানুষের মত- আমার ভাবনায় মানুষ মৃত এবং বিলুপ্ত হওয়া একটি সম্প্রদায়;
নিসর্গ তোমার পরিধিতে ডানা মেলুক, আমি খুব রুঢ় সকাশে বিক্রিত হই ব্যাবচ্ছেদের চৌকাঠে; আমার কোন অভিযোগ নেই আর।
সুপার্ব দুইটাই।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৮
সোনালী ডানার চিল বলেছেন: 
অনেক ধন্যবাদ কবি।
আপনি অনেকদিন পর আমার লেখা পড়লেন।
কিছুটা অন্যরকম লেখা  লিখতে চেষ্টা করা আর কি! 
১২| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:৩৯
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
অনেক অব্যক্ত ইঙ্গিত বলে গেলেন সাবলীলভাবে ৷
উপলব্দি হোক সবার ৷ ভাল লাগল ৷
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৯
সোনালী ডানার চিল বলেছেন: 
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়। 
১৩| 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:২৪
নুরএমডিচৌধূরী বলেছেন:  দারুন লিখেছেন ভ্রাতা্+++++++++++++++++ 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪  ভোর ৪:৩৬
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন সবসময়!! 
১৪| 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৫৫
ডট কম ০০৯ বলেছেন: এত গভীর বোধ আপনার ভিতরে সবসময় বাস করে কি করে!!
আমি মাঝে মাঝে অবাক হই।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪  ভোর ৪:৩৭
সোনালী ডানার চিল বলেছেন: 
গভীরতা নিয়ে অগভীর সীমান্তে চোরাবালির ভয়ে পালাই পালাই! 
থ্যাংকস আরমান ভাই।। 
১৫| 
১৪ ই অক্টোবর, ২০১৪  সকাল ৯:৪৯
তুষার কাব্য বলেছেন: ভাল লেগেছে কবি।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ৮:২৭
দুখাই রাজ বলেছেন: বেশ ভালো লাগলো লেখাটি ভাই । শুভ সকাল ।