নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

জমে থাকা কবিতারা - ১

২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫২


ক)
কাঁদছে দুঃখী একটা মেয়ে আনমনে,
কাঁদছে নীরব রাতে একাকী; হাত বাড়ালেই বৃষ্টির ফোঁটা, তবু
লোনা জল তার খুব প্রিয়। সে জিহ্বা বাড়িয়ে লোনা জল খায়।
যে জলে ধুয়েছে শোক, কত রকম অসুখ। সে শুধু চোখের জল ভালোবাসে।
আমার যদি ক্ষমতা থাকতো আমি তাকে বাতাসের টিস্যু কিনে দিতাম; কারুকার্যময়।
আমার ক্ষমতা থাকলে আমি শুষে নিতাম তার এই অপারগতার অশ্রুজল।
যদিও আমি সাধ্যের বাইরে বসে তার অবায়বে ফুঁ দি শুধু। যদিও জানি পৌঁছুই না এই
উপশমের প্রকার। তবুও আমি ভাবি এটাই ভালোবাসার ধরন, আমি মধ্যপন্থী এক
বিবশ প্রেমিক শুধু!
কাঁদছে দুঃখী মেয়েটি অন্ধকার বারান্দায়। ফুঁসে ফুঁসে উঠছে কাঁধ, বিপন্ন দুলুনিতে।
বৃষ্টির ঝাপটা কখনও বা লোনাজলে মিশে একাকার। হঠাৎ কান্না ভুলে তাকায় মেয়েটি-
বৃষ্টি ভেজা আসমানেরও ভেতর দিয়ে; মেঘগুল্মের ফাঁকে যেখানে কিছুটা তারায়
আমার নিচিহ্নতা।
আমার ক্ষমতা থাকলে আমিও বজ্রের সাথে টুপ করে খসে পড়তাম ঐ ব্যালকনিতে।

খ)
দুঃখগুলো মুছবো বলে শূন্য দুহাত জ্যাকেটের পকেটে ঢুকিয়ে পলায়নপর এক গানের সুর শিশ দিতে দিতে অগন্তব্যে হাঁটছিলাম। যদিও আমার চকচকে বেশভূষায় কেউ কেউ বিভ্রান্ত হয়; কেউ কেউ বলে উঠে এই ঠিকরে বের হওয়া আভিজাত্যে কোন বিষণ্ণতা নেই। পলিস করা জুতো জোড়ায় রাজ্যের জাঁকজমক। সুখ আমার পকেটের স্নাপ বাটনের উজ্জ্বল পাথর।
কেউ কি কখনও আমার মনের ভিতর দিয়েছে উঁকি!
কেউ কি কখনও একটা একটা করে সবগুলো পোশাক খুলে আমাকে করেছে নিরাভরণ!
কেউ কি আমার শিশ্নের উত্তাপ নিয়ে বলেছে, সুখী মানুষ এতটা শীতল কেন!
কেউ যখন রাখে না খোঁজ এই গভীরতার, কেউ যখন মাপে না মাঝহৃদয়ের উষ্ণতা;
তখন কাকে বলবো বলঃ আমি খুব দুঃখে আছি, বুকের অদেখা অলিন্দে শুধু হাহাকার, ঠমকের চমক ভেদ করে যা পৌঁছুই না দৃষ্টির সীমানায়!
আমাকে তাই তুমি মাঝে মাঝে আদিম করো। মননে আর বিশ্বাসে। সুখ আর দুঃখের তারতম্যে আমি হয়ত বুঝাতে পারবো আনন্দ আর ক্লেশের মিশ্রণ মানুষের মানবিক আদিমতার সাথে খুব সম্পর্কিত!

গ)
অবাক একটি চিত্রনাট্য নিয়ে বসে আছি। পাত্রপাত্রী ঠিক-ঠাক; অস্বচ্ছ আঁধারের মত এক স্বল্পভোরে শুরু হবে প্রথম চিত্রগ্রহণ। সবুজ পাতাময়তায় দারুণ নির্জন এক বনানী- আদিগন্ত বৃষ্টি আর কিছুটা আলোর সকাল; এক প্রথাগত প্রেমিকার বহনের দুঃসাহস নিয়ে নিঃসঙ্গ এক প্রেমিকের পথচলা। পিছনে বিহগল বেজে চলেছে, হেরে যাবার, পালাবার; জীবন থেকে!
অবাক একটা সাহস নিয়ে বসে আছি। লেখার খাতা খোলা। কলমের কালি চুপসে বাতাসে অদৃশ্য কলতায়। শব্দশরীর উড়ছে জানালার পানে, যেন বল্গাহীন এক সায়াহ্নে দেখা উত্তরপুরুষের টানাটানা লিপিসমতায়। আমার সাহসরা পথচারী আজ।
অবাক কল্পনায় তোমাকে ভেবে দারুণ কিছু সংলাপ লিখে চলেছি। দ্বারাপবনের ক্ষোভজমনে যেটুকু মোক্ষলাভ তাকেই বিশুদ্ধ চিন্তায় মন্ত্রপুত করে সাজাবো ভাবছি। কৃষ এক আরধ্য দেবীর জবানে তোমার কথা রেখে আমি উন্নাসিক; বিহ্বল কল্পনায়!
এই ভাবনা যা তেপান্তরের, এই প্রক্ষালন যা বিষণ্ণ আঁধারের, এই বানীচিত্র যা একান্ত ভালোবাসার; তার পুরোটাই তোমার মনস্তাপে- আমি তো শুধু ভাবনার আগ্রহ আর অবাধ্য রেণুর কায়িক উত্তাপ, যার কোন নিজস্বতা নেই।।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৭

খেলাঘর বলেছেন:


আপনার লেখাগুলো কবিরা হয়তো বুঝবে; আমার কাছে ভালো লাগেনি।

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৯

সোনালী ডানার চিল বলেছেন:
হয়ত কবিদের জন্যই লেখা!
তবু কষ্ট করে পড়ার জন্য খুব ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++

অপারজগত থেকে প্রিয় মানুষটির দুঃখ দেখেও কিছু করতে না পারার কষ্ট , অবর্ণনীয় এক অসহায়ত্ব ।

মনের দুঃখ অন্য মানুষ দেখে বুঝবে না , শুনেও বুঝবে না । তাকে সেই মানুষটির কাছে যেতে হবে , অনেক গভীরে ।

স্থির এক চিত্রনাট্য , একই ভাবে রয়ে গেছে , থেকে যাবে ।

অনেক ভালো থাকবেন ভ্রাতা :)

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০০

সোনালী ডানার চিল বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয় ভ্রাতা।
আপনার পাঠ এবং উচ্ছ্বাসিত মন্তব্য সবসময়ই আনন্দদায়ক।

খুব ভাল থাকুন সবসময়।

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৭

সরদার হারুন বলেছেন: গদ্য কবিতারও একটা ধরণ আছে যা গদ্য ও পদ্যের পর্থক্য দিখিয়ে দেয় কিন্তু
আপনর এ লেখা গদ্য না পদ্য তা বোঝা কটিন বলে আমার কাছে প্রদিয়মান হয়েছে। তবে মূল বিষয়বস্তু ভাল লেগেছে ।

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০২

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার প্লাসগুলোকেই আপাতত তুলে নিলাম।
লেখাটা লেখায় না হয় থাক।

ধন্যবাদ আর শুভকামনা রইল।।

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১

আমিনুর রহমান বলেছেন:




অনেকদিন পর কবির কবিতা ব্লগে :)

বরাবরের মতো মুগ্ধতা :)

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ জেসন ভাই।
আপনার মুগ্ধতাই কবির পরিতৃপ্তি!

৫| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

বৃতি বলেছেন: ভালো লেগেছে সবগুলো কবিতাই।

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি।
ভাল থাকুন সবসময়।।

৬| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১১

অদৃশ্য বলেছেন:

বেশ ভালো লেগেছে লিখাগুলো...

শুভকামনা...

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার জন্যও একরাশ শুভেচ্ছা।
ভাল থাকুন।

৭| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই।
শুভরাত্রি।

৮| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো লেখাগুলো।

সংগাবদ্ধ কবিতাই ভাবতে হবে এমন কেন? উপরের কজন কে জিগ্যেস করতে ইচ্ছে করে।

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কবি।
কারো কারো ভাবনা কারো কারো মতন।
তাদের ভাবনা নিয়ে তারা ঘুরে বেড়াক, আমরা আমাদের ভাবনায় নিমজ্জিত রই!

শুভকামনা রইল।

৯| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

ডি মুন বলেছেন: ক ও গ বেশি ভালো লেগেছে।

ব্লগে নিয়মিত হবেন আশাকরি। :)

ভালো থাকা হোক কবি ।

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
ব্লগে নিয়মিত হওয়া উচিত, কিন্তু সময় খুব টেনে ধরে লাগাম।
তবুও এভাবেই কথা হবে; আমি আশাবাদী।

ভাল থাকুন সবসময়।
খুব ধন্যবাদ।

১০| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

মামুন রশিদ বলেছেন: অসাধারণ! ভালো লেগেছে তিনটি কবিতাই । ক তে 'টিস্যু' শব্দটা যেন মানাচ্ছেনা, অন্য কিছু ভাবতে পারেন ।


শুভকামনা কবি ।

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
একটু সময় নিয়ে এটা অবশ্যই ভাববো।
হয়ত অন্য কিছু শব্দ বের হয়ে আসবে, অন্যরকম।

ভাল থাকুন সবসময়।

১১| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭

জাফরুল মবীন বলেছেন: কবিতা উপস্থাপনে কিছুটা নতুনত্ব,সরলভাবে ভাবের প্রকাশ ও বিষয়বস্তু-সবগুলোই ভাল লেগেছে :)

মুগ্ধ হলাম আপনার কবিতা পাঠে।

অভিনন্দন ও শুভকামনা দু’টোই জানিয়ে গেলাম।

১২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৫

কলমের কালি শেষ বলেছেন: ভাাল লাগলো গদ্যস্বাদীয় কাব্য । :)

১৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য !

১৪| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩

লাবনী আক্তার বলেছেন: তখন কাকে বলবো বলঃ আমি খুব দুঃখে আছি, বুকের অদেখা অলিন্দে শুধু হাহাকার, ঠমকের চমক ভেদ করে যা পৌঁছুই না দৃষ্টির সীমানায়!



চমৎকার সব কবিতা।

১৫| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২২

অতঃপর জাহিদ বলেছেন: অসাধারণ লিখেছেন!

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ভাল লাগল।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

জনম দাসী বলেছেন: দিন যায়, দিন আসে... শুধু!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.