নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু ভাবনা - ক, খ

৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:০৮


ক)
কেউ উঁকি দেয়না, মৃত্যুর ঝোপের মত অভেদ্য অন্ধকারে;
সবাই ভয় পায় এবং ভয়ে থাকে কিছুটা বিনম্র।
কেউ কেউ কাঁধে কাঁধ রেখে জমায়তে হয়না লীন; তারা ভাবে-
মানুষের শরীরের স্পর্শে আছে জান্তব ইবলিশ।
অথচ তাদের কেউ কেউ সযত্নে নারীদেহের পলিস লাগাতে চায়,
নিচু হয়ে, কুঁজো হয়ে- যেভাবে পারা যায়।
তবে কি যৌনতা মৃত্যুর চেয়েও সংবেদনশীল!
শরীর কি তবে সব সীমারেখার উপারের উত্তাপ; নাকি
মৃত্যুকে ভোলার এ এক অভিনব সিস্টেম!

খ)
চল কিছু মৃত মানুষকে জিজ্ঞেস করে নি, তাদের সুখানুভূতি কেমন ছিল- বেঁচে থাকা অব্দি। অন্ধকারের জীবন কতটা নিরাপেক্ষ; কতটা স্বাধীন এই অদৃশ্য চলাচল!
চল কিছু মৃত মানুষের অভ্যন্তরীণ টিস্যুতে এসিড ঘষে বুঝে নি, আত্মা হারানোর পর- সজীবকোষগুলো আর কারো কথা শোনে না; উচ্ছল আর নিটোল ত্বকেও ক্ষয়পোকা ঘোরাফেরা করে- যাদের খুদে দাঁতের সারিতে অসীম সব দিগবিজয়ী ইতিহাস টুকরোটুকরো।
চল কিছু মৃত মানুষের ফেলে যাওয়া স্বপ্ন কুড়িয়ে নিই, হয়ত এই স্বপ্নকুণ্ডলীতেই তার সঞ্চারিত সুখানুভূতির প্রসমণ, সে অতঃপর বেঁচে থাকবে এইসব সাড়ে তিন হাত মানুষের আচ্ছাদিত পরিমার্জনায়।
চল কিছু মৃত মানুষের কানে কানে বলে দি, এভাবে টুপ করে মরে যাবার কোন মানে হয় না।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩৯

আমিনুর রহমান বলেছেন:



মৃত্যু ভাবনা B:-) B:-) B:-)


কবিতা বরাবরের মতো দুর্দান্ত +


চল কিছু মৃত মানুষের ফেলে যাওয়া স্বপ্ন কুড়িয়ে নিই, হয়ত এই স্বপ্নকুণ্ডলীতেই তার সঞ্চারিত সুখানুভূতির প্রসমণ, সে অতঃপর বেঁচে থাকবে এইসব সাড়ে তিন হাত মানুষের আচ্ছাদিত পরিমার্জনায়।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ জেসন ভাই।
ভালো থাকুন সবসময়।

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৪

সালমান মাহফুজ বলেছেন: তবে কি যৌনতা মৃত্যুর চেয়েও সংবেদনশীল!
শরীর কি তবে সব সীমারেখার উপারের উত্তাপ; নাকি
মৃত্যুকে ভোলার এ এক অভিনব সিস্টেম!
--- অনবদ্য লেখনী ।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস সালমান।
আমার কবিতায় স্বাগত।

ভালো থাকুন।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৬

মামুন রশিদ বলেছেন: মৃত্যু ভাবনা বরাবরই টানে । কবিতায় ভালোলাগা ।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভসকাল।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৭

নুসরাতসুলতানা বলেছেন: ভাল লাগল। ++++্

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
শবদের অলৌকিক ভাবনা জীবন প্রকাশে ভিন্নতায় ভাবার মত ৷

কেউ উঁকি দেয়না, মৃত্যুর ঝোপের মত অভেদ্য অন্ধকারে; অপেক্ষায় থাকি সবাই ৷

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবসময়

৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++ আরও একটা অনবদ্য পোস্ট ভ্রাতা ।

ভালো থাকবেন সবসময় :)

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবসময় ভ্রাতা

৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার পর্যবেক্ষন ।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:


:(
চল কিছু মৃত মানুষকে জিজ্ঞেস করে নি, তাদের সুখানুভূতি কেমন ছিল- বেঁচে থাকা অব্দি।

জানার কি কোন উপায় আছে কবি?




ভালো লাগলো প্রিয় চিলের মৃত্যু ভাবনা।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: দারুণ কবিতা!

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



একরাশ মুগ্ধতা সুপ্রিয় চিল ভাই।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: গভীর ভাবনার প্রকাশ। অসাধারণ!

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই!!

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

খোরশেদ খোকন বলেছেন: চল কিছু মৃত মানুষের কানে কানে বলে দি,
এভাবে টুপ করে মরে যাবার কোন মানে হয় না।

কি দুর্দান্ত লেখা, শুভেছা...

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চল কিছু মৃত মানুষের কানে কানে বলে দি, এভাবে টুপ করে মরে যাবার কোন মানে হয় না। +

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.