নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
সুখগুলো যেন দুঃখ মোড়া বেদনার আহূতি
নষ্ট শোকে কাঁপছে হৃদয় দুঃসহ সে স্মৃতি
আমি তোমাকে আর বলবো না যে কেন এই কম্পন
আমি হরিদ্রাভ আলোয় খেলি বিবর্ণ আলাপন
তবুও যদি প্রশ্ন করো কেন বা এই ঝড়
আলতো মনে ভালোবাসা অচেনা প্রহর
যে বুকেতে পুড়ে গেছে প্রেমিক বহু আগে
শোকে তাপে সেই বুকেতে রোদ্দুর শুধু জাগে
জাগুক আলো সূর্যতাপে জ্বলুক বসতী
আমার ব্যথায় কাঁদনি তুমি এটাই নিয়তি
মেনে নেয় কেউ বা কেউ এই-ই যে বিধান
কোন সাহসে আমায় শেখাও ভালোবাসার গান-
আমি বলব না আর, কেন যে এই শোকের অস্তরাগ
শিখবে তুমি শিখবে জানি মেঘলা মনস্তাপ
তখন হয়ত পাবে না আর আমার মত কাউকে
আমি তখন খেলছি একা আমার ব্যালকনিতে
আলোর খেলা-
হরিদ্রাভ
আলোই তো জীবন
আলোর মাঝে খুঁজে নেব তোমায় কিছুক্ষণ!
দুঃখময় সুখগুলো তো বাড়তি আয়োজন
ভাবছি তাই তবে কেন কান্নার প্রয়োজন
ছুটি দিলাম নিজেকে আর ছুটি দিলাম, প্রেম
স্মৃতির খেলা চলবে শুধু নেই আর লেনদেন।।
২| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
ডি মুন বলেছেন: চমকপ্রদ ++++
৩| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।
৪| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
অশ্রুত প্রহর বলেছেন: দুঃখময় সুখগুলো তো বাড়তি আয়োজন
ভাবছি তাই তবে কেন কান্নার প্রয়োজন...
ভাল লাগল। :-)
৫| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কবিতা ভালো হয়েছে ।
৬| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দরতম একটা কবিতা ভ্রাতা +
কেমন আছেন ? ঠাণ্ডা কেমন এখন ?
৭| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮
হিমিকা বলেছেন: ভালো লাগলো।
৮| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২১
অন্ধবিন্দু বলেছেন:
সোনালী ডানার চিল,
সহজ কবিতা বিষয়টা কি ?
৯| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭
সকাল হাসান বলেছেন: দুঃখের কবিতা! শুন্যতার মাঝেও তাকে খুজে নেওয়ার নিরন্তর প্রচেষ্টা!
ভাল লাগল!
১০| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।
১১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১
অতঃপর জাহিদ বলেছেন: ভালো লাগলো!!
১২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি বলব না আর, কেন যে এই শোকের অস্তরাগ
শিখবে তুমি শিখবে জানি মেঘলা মনস্তাপ
তখন হয়ত পাবে না আর আমার মত কাউকে
১৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৫
ডট কম ০০৯ বলেছেন: যে বুকেতে পুড়ে গেছে প্রেমিক বহু আগে
শোকে তাপে সেই বুকেতে রোদ্দুর শুধু জাগে
জাগুক আলো সূর্যতাপে জ্বলুক বসতী
আমার ব্যথায় কাঁদনি তুমি এটাই নিয়তি
কী দারুন কথা। কী লাইন। চার লাইনে হারায়ে গেলাম।
১৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
সোহানী বলেছেন: ছুটি দিলাম নিজেকে আর ছুটি দিলাম, প্রেম
স্মৃতির খেলা চলবে শুধু নেই আর লেনদেন।।
ভালো লাগা বাট ছবিটা সহ্য হচ্ছে না..... নৃশংসতা ইঙ্গিত যেন করছে।
+++++