নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
ক)
আজ নিজেকে প্রবোধ দিলাম- সস্তা খামে বেভুল নামে
জোড়াসাঁকোর দলিল নিলাম;
এই দলিলে অন্তমুখি, মাঝ দরিয়ায় ডুবসাঁতারে খেয়ালভোলা মেয়ের ছবি-
এই দলিলে সবুজ শাড়ির পাড় জড়ানো স্বর্ণশরীর,
কামের টানে বৈঠা ছাড়া ডিঙির মাঝে উল্টো শয়ন;
ভালোবাসা এমন খামে কেউ কখনও পাঠাতে পারে-
ভালোবাসা আর কখনও এমন করে চুপটি থাকে!
আপনমনে প্রবোধ দিলাম নিজেকে আজ-
আপনমনে খুব খেয়ালে তোমার দেহে সাঁতার শেষে ঘাপটি মেরে বসে ছিলাম
তোমার মনে শরীর ধরে নিজেকে খুব বাজিয়ে নিলাম।
এই প্রবোধে কি যায় আসে, দলিল যখন প্রেমের তাবিজ
এই ভালো তো বাসতে পারে ঐ যে দেখা অচিন পথিক
শরীর শুধু ভোগের তো নয়- মনের ভোগও চাইছে মন
তোমার দেহে শরীর রেখে বাসবো ভালো এটাই পণ!
খ)
বেছে নিলাম আগুন সমেত এই আকাশী বাণ
শব্দমালা তুচ্ছ করে মন রেখেছি গাঙের জলে
ভালবাসার তুফান মেলে সব করেছি দান
কষ্ট পাব যদি ফেরাও
বিষাদ যদি করে ঘেরাও
তোমার অভিমান-
২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২১
মামুন রশিদ বলেছেন: দুটোই ভালো লেগেছে ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
সোহানী বলেছেন: হুম.... কবিতায় ভালো লাগা........++++++++
৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: খুব ভালো লাগলো ভ্রাতা । ৩য় ভালোলাগা +
ভালো থাকবেন সবসময়
৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লাগলো কবিতা চিল ভাই! অনেকদিন পরে আপনার কবিতা পড়া হল!
শুভেচ্ছা রইলো!
৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯
অদৃশ্য বলেছেন:
চমৎকার...
শুভকামনা...
৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
বলেছেন: ভালো লাগল+++++
৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ২য়টি বেশি ভাল লাগলো ।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
আলম দীপ্র বলেছেন: বাহ ! বেশ ভালো দুটোই । অনেকদিন পর কবিতা দিলেন মনে হয় ?
১০| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৫
মাতাল প্রেমী বলেছেন: বাহ !
১১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো । ৬ষ্ঠ ভাললাগা ।
১২| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভীষণ ভালো লাগলো ।
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
হাসান মাহবুব বলেছেন: দারুণ!
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
ডট কম ০০৯ বলেছেন: পণ ভাল হইছে।
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আরাম পেলাম পড়ে,,,,,,,,,,,,শুভকামনা কবি............
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
♥কবি♥ বলেছেন: লেখক যে অনুভূতি নিয়ে কবিতা লেখে সেই অনুভূতি পাঠকের মাঝে চালান করে দিতে পারাই স্বার্থকতা। ভাল থাকা হোক।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
তাশমিন নূর বলেছেন: চমৎকার!!! প্রথমটা আরেকটু ঘষামাজা করলে আরও ভালো হবে মনে হয়। ছন্দের মাত্রার দিকে খেয়াল রেখে লাইনগুলো পুনর্বিন্যাস করলে সুন্দর আরও সুন্দর হয়ে উঠবে। শুভেচ্ছা এবং শুভকামনা।