নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

সময়, কবিতা আর মানুষের পরিক্রম

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭





সময় তুমি কি ঘড়ির কাটার দ্রুত বয়ে যাওয়া বিষাদ, নাকি

আমারও বুকের তিল তিল নিযুত স্মৃতির ধুলোর শালবন! একটা একটা পাতা ঝরার মত দূর প্রবাস কিংবা দেশপ্রবাসে বিষন্ন মন ভার করে থাকা প্রেয়সীর অশ্রুবিন্দু!

সময়, তোমার রথের চাকায় কেন শুধু বারুদ আর মখমলের অবান্তর সমন্বয়, কালের শিরিষ কি শুধু দুঃখবাদ!

তবে এই যে বেচে থাকা, সুস্থির টলমল জলে পা ভেজানো- ভোরের কাককে কুয়াশায় হারিয়ে ফেলা, ব্যস্ত রাস্তায় অস্পস্ট তরুণীপিঠ, লাল চায়ের বাহাদুরিতে সন্দীপনের কোপ----

এসবই তো সময়! এসবই তো কাল, যা পেরুই তোমাদের ক্যালেন্ডারের মানচিত্রে; আমার কবিতায় নয়;

আমি তো শুধু শব্দভুক প্রহরে প্রতিটি নতুন ভোরকেই এক একটা সীমানা ভাবি, অতিক্রমের!

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১২

নুরএমডিচৌধূরী বলেছেন: সময় কবিতা খুবি সুন্দর হয়েছে
অনেক শুভ কামনা
নব বর্ষের শুভেচ্ছা

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সময় এমনই, কেবল খরস্রোতা নদী।
আমরা কি আর পারি ক্যালেন্ডারের সাথে আর কিছু বদলে দিতে পারবো?


হ্যাপি নিউ ইয়ার!

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

মামুন রশিদ বলেছেন: নিউ ইয়ারের শুভেচ্ছা কবি ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

নেক্সাস বলেছেন: সময়, তোমার রথের চাকায় কেন শুধু বারুদ আর মখমলের অবান্তর সমন্বয়, কালের শিরিষ কি শুধু দুঃখবাদ!


অসাধারণ অভিব্যাক্তি

৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: কবি, ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা !!! !:#P

৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

ছন্দ্বহীন বলেছেন: বছরের প্রথম কবিতা পাঠ হলো এবং মুগ্ধ হলাম পাঠে! শুভকামনা জানবেন।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

তুষার কাব্য বলেছেন: অসাধারণ !

নতুন বছরের শুভেচ্ছা কবি ...

৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে কবি। নতুন বছরকে বরণ করে নিতে সার্থক এই কবিতা।

শুভেচ্ছা।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

অন্ধবিন্দু বলেছেন:
কবি সোনালী ডানার চিল,
ক্যালেন্ডারের ছোট মানচিত্রে সীমানা পেরুলেই কি যায় দেখা মখমলের বিষাদ !

১০| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


হ্যাপী নিউ ইয়ার ভাইয়া।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য

১২| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কথামালা ।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

ডানাভাঙ্গা চিল বলেছেন: কবিতা ভাল লেগেছে কবি।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি তো শুধু শব্দভুক প্রহরে প্রতিটি নতুন ভোরকেই এক একটা সীমানা ভাবি, অতিক্রমের!

এগিয়ে যান প্রতি পদক্ষেপে, প্রতিটি কুয়াশা ভোরে!

ভালোলাগা জানবেন।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৪

ডি মুন বলেছেন:
সময়, তোমার রথের চাকায় কেন শুধু বারুদ আর মখমলের অবান্তর সমন্বয়, কালের শিরিষ কি শুধু দুঃখবাদ!

এই লাইনটা খুব ভালো লাগল প্রিয় কামরুল ভাই

সুন্দর কবিতায় +++

কবিতাময় হোক ২০১৫

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: খুবই ভালো লাগলো চিল@ ভাই +

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা !:#P !:#P !:#P

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

জনম দাসী বলেছেন: ভালো থাকা হোক সব সময় কবি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.