নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
বিবাদ কান্নায়
বিবাদী প্রেষনা ধুলো, ধুয়া আর ধুমে
পাল্টেছে রাতের অট্টালিকাময় বিষাদী এ শহরের
নিমজ্জিত অন্তর্বাস;
পাগলাটে বৃষ্টি নখের ময়লায় রাবার বুলেটও হারায়
সংগোপনে, আড়ালে কিছুটা স্লেঘার দেয়ালে আটপৌরে কষ
বিবাদ সহজপাঠে
রাস্তায় বুট আছে, বুলেট আছে, রিক্সা আছে, ককটেল আছে
কিন্তু বিবেক নেই কোন!
বিবাদ নিতিশাস্ত্রে
টি শার্টএ চে ঘুমায়, কব্জিতে দালাইলামা-
অন্তরে কামরুলের আকা কোন পতাকা, বাসনার মত স্বচ্ছ্ব নজরুল;
বিবাদ কবিতায়, বিবাদ বন্ধুত্বে, বিবাদ রবীন্দ্র সরোবরের নস্ট অন্ধকারে-
কত ব্যবহার দেখ লোহার শেকলের
তবে কেন দৃশ্যমান নয় অন্তরের কাটাতার আর তার বিবাদী সবরকম বিক্ষত যাতনাসকল!
তাই খুব আশা করছি সংরক্ষিত করতে বিবাদহীন এক পরাজীবন, কবিতার খুব কাছাকাছি কিন্তু কবিতা নয়, লড়ায়ের খুব কাছাকাছি কিন্তু প্রথাগত বিবাদ নয়!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৭
সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ দাদা!
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯
তাশমিন নূর বলেছেন: বিবাদ নিতিশাস্ত্রে
টি শার্টএ চে ঘুমায়, কব্জিতে দালাইলামা-
অন্তরে কামরুলের আকা কোন পতাকা, বাসনার মত স্বচ্ছ্ব নজরুল;
বিবাদ কবিতায়, বিবাদ বন্ধুত্বে, বিবাদ রবীন্দ্র সরোবরের নস্ট অন্ধকারে-
কত ব্যবহার দেখ লোহার শেকলের
তবে কেন দৃশ্যমান নয় অন্তরের কাটাতার আর তার বিবাদী সবরকম বিক্ষত যাতনাসকল!
পুরো কবিতাটাই অসাধারন! শুভেচ্ছা এবং শুভকামনা রইল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৭
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! শুভকামনা রইল!
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য কবি ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৮
সোনালী ডানার চিল বলেছেন: থ্যাংকস ভাই!
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু টাইপো আছে, পরে ঠিক করে নিয়েন।
একটা লাইন নিয়ে আপত্তি আছে।
এমনিতে কবিতা ভাল্লাগছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৯
সোনালী ডানার চিল বলেছেন: থ্যাংকস কবি!
টাইপ করা নিয়ে ঝামেলায় আছি!
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮
কাবিল বলেছেন: ভাল লাগা থাকল
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯
আবু শাকিল বলেছেন: স্লেঘার অর্থ কি ভাইয়া ??
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: টি শার্টএ চে ঘুমায়, কব্জিতে দালাইলামা-
এদেরই আবার দেখা যায় অন্যায় দেখেও চোখ বুজে সহ্য করতে। তাই যথার্থই বলেছেন, বিবাদ নিতিশাস্ত্রে
ঘরে বাহিরে বিবাদের অভাব নাই। তারপরও আশাবাদী হই কবি যখন বলেন,
তাই খুব আশা করছি সংরক্ষিত করতে বিবাদহীন এক পরাজীবন, কবিতার খুব কাছাকাছি কিন্তু কবিতা নয়, লড়ায়ের খুব কাছাকাছি কিন্তু প্রথাগত বিবাদ নয়!
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় ভালো-লাগা
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: খুব ভালোলাগা ভ্রাতা +++++++++++
অনেক শুভকামনা
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুন কবিতা।++++
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৩
ডি মুন বলেছেন: খুব কাছাকাছি কিন্তু কবিতা নয়, লড়ায়ের খুব কাছাকাছি কিন্তু প্রথাগত বিবাদ নয়!
শেষ লাইনটা দুর্দান্ত।
দারুণ কবিতা কামরুল ভাই
+++
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬
নেক্সাস বলেছেন: চমৎকার, অনবদ্য। সমসাময়িক নাগরিক রক্তক্ষরনের চমৎকার চিত্রায়ন।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন: চমৎকার কবিতা প্রিয় চিল!!!
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০০
নীলপথিক বলেছেন: হুমম! কবিতা আমাদের বিবেককে নাড়া দিয়ে যায়। অবশ্য ঠিক নাড়া নয়। অনুভূতিটা খানিকটা কম্পনের মতন। ক্ষণস্থায়ী।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।