নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
আঁটসাঁট কালো কামিজে যতই নিতম্ব ঢেকে রাখো
আমার অপলক অনুভব সেখানের স্বস্তির সমুদ্র ভেবে
ডুব দেবে কখনও আমি ভেবেছিলাম তা, প্রথম দর্শনের
সান্ধ্যিক নম্রতায়। দেখো এটা লোলুপ আগ্রাসন নয়-
হৃদয় এবং সুখের বিপুল গাম্ভীর্য; ভালোবাসা ভেবে
কেউ কেউ ভুল করে আর শোধরায় প্রেমষ্পদ জিঘাংসায়।
তোমাকে বলিনি ঋতুবর্তি তমশায় দীঘল কাঁধে যখন
অনাবৃত আফসোস ঝোলে তা দীর্ঘায়িত হয় স্পর্শের
তালুতে, যেখানে সংক্রমিত প্রেম কিছুটা লালা ফেলে
আরও মানবিক হতে চায়, দূরদর্শিত পূরুষ তখন চশমার
ফাঁক দিয়ে দেখে মেদুল সহযোগ কতটা কামনা ধরে!
যে কামনায় পিছলে পড়েছে ফিটফাট গৃহপরিতোষক-
যা মধ্যবয়স্ক আবেগের আপ্লুত সংসার হয় কখনও,
অথবা মধ্যরাতের ভাবনায় জান্তব কল্পকামনা।
তুমি আমাকে যে কোনটা ভেবে নিও;
আমার কোন আক্ষেপ নেই আর।
০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ কবি! ভালো থাকুন সবসময়।
২| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৫:১৮
অ্যা সান অফ দ্য গুড আর্থ বলেছেন: ভালো লাগলো
০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১০
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য। শুভকামনা রইল।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৩
তাওহিদ আহমেদ বলেছেন: Khob valo laglo
০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১১
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০
শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ আবেদনময়ী!
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৮:৩৫
সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ আপনাকে! ভালো থাকুন সবসময়।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৩৩
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় লোলুপভাব ফুটে উঠেছে সুন্দর সাহিত্যিক আঁচড়ে ।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৫৯
সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ!
৬| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো কবি।
০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৪:০৯
সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। শুভরাত্রি!
৭| ০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:২৩
নাসরিন চৌধুরী বলেছেন: খুব ভাল লিখেছেন। শুভ কামনা জানবেন।
১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৫
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ!!
৮| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:২৮
সাদরিল বলেছেন: বেশ সাহসী কবিতা
১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৫
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৫:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দারুণ সব উপমার ব্যবহার দেখছি।
শুভেচ্ছা কবি।