নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
১।
তুমি ব্যস্ত থাক বেশ
ব্যস্ততা তোমার পোশাক, জ্যান্ত পরিবেশ
আমি নিমিষেই বুঝে নেই পাল্টানো সে সুর
তোমার আমার মাঝে যেন বিমর্ষ দুপুর
তুমি ব্যস্ত থাক খুব
সুখ তখনই মেঘের ফাকে টুপ করে দেয় ডুব
আমার কল্পনাতে ঐ কপোলে লুকানো যে তিল
না দেখাটা হাহাকারে খামছে ধরে দিল
তোমার ছবি আঁকা বুকে ভীষন ক্ষত নীল
অনাদরে শুকনো যেন ভালবাসার ঝিল
তুমি লুকাতে পারো সব
মাঝরাতে আমার সাথে আবেগী সংলাপ
তুমি মুছতে পারো সব
মাতাল সময়ে এসব দৈন প্রভাব
আমি বুঝে নেব তবে
ব্যস্ততা নয়, তুমি এখন অন্য কোন মোহে
পুড়ছো এবং ডুবছো খুবই
নাম না জানা দোহে!
২।
কাউকে আর ভাবছি না তো
কেউ নেই ভাবনায়
কারো শোকে পুড়ছে না এই
শোকার্ত হৃদয়-
ভাবছি শুধু ভালোই হলো
চুকিয়ে লেনদেন
অশ্রুমতি দু'চোখ ভরে
অভিমানী মেল-
কোথায় যাবে, গন্তব্য কই
কোনটা নিয়তি
জানি না তো, দু:খ হাওয়ার
নিরব সম্মতি;
যে হাওয়াতে উড়ছে বিষাদ
যে হাওয়াতে শোক
সে পরাস্ত পবনাদল
আমার সঙ্গী হোক।
ভাবছি না আর তোমায় নিয়ে
ভাবছি না তো প্রেম
তুমি এখন অন্য ছবি
ভিন্ন মনের ফ্রেম;
তারচেয়ে এই বিষাদ ভালো
আধারই চাই, নিভাও আলো
হাটছি একা নিকষ কালো
আমার চতুর্দিক-
তোমায় ছুটি, তুমি পালাও
সূর্যমনে কিরণ বিলাও
সামনে দিগবিদিগ।
ভাবছি শুধু নিজেকে আজ
ভাবনা আমার দুখপরিতাপ
অগম্যতা বাঁধছে হৃদে
মায়াবী কারুকাজ-
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিরীক্ষা কেন? বা কী ধরনের নিরীক্ষা করলেন?
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: অনেক ভালো হয়েছে।
৩য় প্লাস।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১
এলোমেলো জীবন ৬৯ বলেছেন: ভালোলাগা +++
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: +++
৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮
কলমের কালি শেষ বলেছেন: ভালো লেগেছে দুইটাই ।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭
রাবেয়া রব্বানি বলেছেন: ভালো
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার দুটোই।