নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পড়াশুনা-১

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:০৭

কিছুটা অবসর, ক্ষণিক বিনোদনের আশায় ইষ্ট লন্ডনের আইডিয়া লাইব্রেরিতে ঢু মারা হয়। অসংখ্য ইংরেজি বইয়ের সাথে কমিউনিটি বই বিভাগে বাংলা বইয়ের সংগ্রহ মন্দ নয়, অন্তত: দারুন কিছু রান্নার বই আমি এখানে পেয়েছি; আর হুমায়ুন আহমেদ, সুনীলে ভরা; যা এখন আমার পাঠ্য নয়। আমি তার চেয়ে আত্মজিবনী বিষয়ক কিছু পুস্তক আর ওপার বাংলার ভূত সংকলন পড়ে আনন্দ পেয়েছি। কবিতার বই অপ্রতুল। হয়ত কবিতা সাহিত্য নয় এদের বাংলা বিভাগীয় সংগ্রাহকদের কাছে; গদ্য কবিতা তো নয়ই। বরং আমি ইংরেজি বইয়ের সেলফে অবিস্মরণীয় কিছু কবিতার বই পড়ে ঋদ্ধ হয়েছি আর প্রবলতর তৃষা নিয়ে আবারও বাংলা বইয়ের তাকে চুপচাপ চোখ বুলিয়ে শান্ত্বনা খুঁজেছি- আহা হোক চর্বিত উপন্যাস তবুও বাংলা হরফ তো!
আজ এখন হঠাৎ একটা বইয়ে চোঁখ আটকে গেল- 'অশ্লীল' লোকছড়ায় সমাজচিত্র। (গতিধারা প্রকাশনা) লেখক : বিলু কবির।
পড়ছি। থমকে আছি। নিমজ্জিত।
কিন্তু দু:খজনক হলেও সত্যি আজ লাইব্রেরি কার্ডটা আনতে ভুলে গেছি। বইটি সাথে নিতে পারছি না। আবার কবে আসা হবে, সেদিন বইটা যদি না পাই! আইডিয়া লাইব্রেরির অনেকগুলো লাইব্রেরি আছে, যেগুলোতে বই একসাথে ঘুরে। তাই অনেক সময় এক লাইব্রেরির বই অন্য লাইব্রেরিতে চলে যেতে পারে।

সময় থাকতেই তাই আমি কয়েকটি লোকছড়া এখানে কোট করলাম।
১। প্যাডে নাই ভাত
ল্যাঙ্গে নাই কাপড়
মোরা স্বাদীন দেশের স্বাদীন নাগর।
২। হরিদাস পাল,
বালেশ্বর বাল। (কুষ্টিয়া)
৩। আতা গাছে
পাতা নেই,
টেডি মাগির
ভাতার নেই।
৪। যে খেলে তাস
তার পুঙায় বাঁশ। (গোপালগঞ্জ)
৫। হেগে খায়, খেয়ে মুতে
তারে না ছোয় যমদূতে।
৬। গাছের তলায় মোতে
ল্যাওড়া ধইরে কোতে।
৭। গরম মুড়ি খাতি মজা
চ্যাঙড়া ছেড়ি ধত্তি মজা
এক ছাওয়ালের মা কত্তি মজা।
৮। পারে না বাল ফালাইতে
উইড্ডা বইছে বেইন্যা রাইতে। (বরিশাল)
৯। যে যেমন ঢেমনি
সে দেখে তেমনি। (সাতক্ষীরা)
১০। খানকি মাগীর খাসা বাড়ী
ভদ্রলোকের গোলপাতা
আজব শহর কোলকাতা। (কোলকাতা)
১১। মারা পুঙা হয় না ফেরৎ
হাজার রকম হাজলতে,
ঢেমনি মাগির যা গেছে তা
কুরকুরানির খাজলতে। (সিরাজগঞ্জ)
১২। ভাবী ভাবী চম্পা
ভাবীর সোনা লম্পা
ভাবী ভাবী যদু
ভাবীর বুনি কদু। (কুমিল্লা)
১৩। দুধ ভালো কালা গাই
মাগি ভালো বড় মাই। (পাবনা)
১৪। যার নেই শালী
শুদো বউতি সুক না-পালি।
১৫। নিজের গু সুনা
পরে গু নুনা।
১৬। দা- এ বালি
কুড়োলে শিল,
ভদ্দরে গালি
চাষায় কিল। (পাবনা)
১৭। টাক্ টুক্
বর্ষাকালে হাগা সুখ।
১৮। অল্প বয়সে পাকলি বাল
তার দু:খ চিরকাল। (খুলনা)
১৯। ভাত জোটে না লাইট হাতে
বুকে পাইলট পেন
বাড়ী গিয়ে খায় শালা
পান্তা ভাতের ফেন। (সাতক্ষীরা)
২০। জা'র গু গায়-গায়
ননোদের গু গন্দ কয়।

বইটির ভূমিকার কিছু অংশ:
অশ্লীলতা যতই বিতর্কিত শব্দ হোক, সাহিত্যে তার প্রসঙ্গ বার বার এসেছে। একসময়ের অশ্লীলতা পরবর্তী সময়ে ঐ দুর্নাম কাটিয়ে উঠেছে। একশ বছর আগে যা অশ্লীল বলে বিবেচিত হয়েছিল এখন হয়তো মানুষ তাকে অশ্লীল বলে মনে করে না।
তারপরও অশ্লীলতা শব্দটির একটা আলাদা আকর্ষন আছে। এর মধ্যে এক ধরনের গোপনীয়তা, লুকোচুরি খেলা করে। সাহিত্য, শিল্পে এমনকি সংগীতেও অশ্লীলতার প্রসঙ্গ উঠেছে বারবার। খেউর, আখড়ায় কিংবা লোলিটা, প্রজাপতি প্রসঙ্গ তো চোখের সামনেই ঘোরাফেরা করে বেড়ালো দীর্ঘকাল।
তাহলে অশ্লীলতা কি? তার কি রুপ বদলায়? ছি: ছি: ধিক্কারের ভেতর থেকে তার পুনর্জন্ম হয়? হয় নিশ্চয়।
শুরুতেই বলে নেওয়া ভালো, এবং বিশ্বাস করি প্রজ্ঞাবান পাঠক বিষয়টা আমার থেকে ভালই বোঝেন, অশ্লীলতা এবং ইংরেজি স্ল্যাং এক জিনিস নয়। স্ল্যাং হচ্ছে সাধারণকথ্য এবং অপ্রাতিষ্ঠানিক। লিখিত ভাষায় অব্যবহার্য। শিক্ষিত শিষ্টজনের ভাষা থেকে আলাদা এবং ইতর বা লঘু শ্রেনীর মানুষের সাংকেতিক ভাষা। এরিক প্যাট্রিজ বলেছেন-
Slang, after all, is a peculiar kind of vagabond language, always hanging on the outskirts of legitimate speeches. (Slang: Today and Yesterday)

( ভূমিকার অংশ)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: হাহাহা। মজা পাইলাম।

২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১

সোনালী ডানার চিল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ হাসান ভাই। আমিও মজা পেয়েছি, তাই শেয়ার করেছিলাম

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৮

কেএসরথি বলেছেন: হাহাহাহা :)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:

৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪

ইসিয়াক বলেছেন: খ্‌ব মজা পেলাম । =p~
আপনি এমন পোষ্ট ও দেন :-B =p~
হা হা হা......
শুভকামনা প্রিয় কবি।

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:


অনেক ধন্যবাদ কবি-
একসময় লন্ডনে থাকতে লাইব্রেরিতে ঘোরা হতো-
এখন আর যাওয়া হয়না- মিস করি সেসব সময়!

ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.