নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
১।
কথা হয়না তাই, বয়ে বেড়ানো এ শোকের শব-
কাঁধে নিয়ে, যখন কেউ কেউ হরিদ্রাভ বিকেলে কোমর ডুবিয়ে
লবন-পানির অন্তরালে সমৃদ্ধি আর সুগন্ধি ক্যান্ডেল নিয়ে নিমগ্ন
জলকেলিতে।
তাদের জলের রঙ নীল, আমার বিষাদের মতো; তাদের কাঁধে
রঙিন তোয়ালে, আমার যেমন শোক-
তাদের বোগলে ফর্সা কব্জি, তোমারটা যেমন ফসকিয়েছি আমি।
কথা হয়না তাই-
আমিও ডুব দিয়ে রই সুখী মানুষের মতো বিষন্ন সরোবরে, তারা যেমন
সুখ গলিয়ে কখনও গলা অবধি- আয়েশে মিশুক টান দু'একটা;
আমি তোমার স্মৃতিতে তেমন, কখনও সখনও তরিয়ে নিই।
আমি অবাক, অথচ তোমরা তাকে সুখী বলছো!
২।
ফিসফিস করে কি বলে দেবো: অযুত নক্ষত্রের কোনটা আমি-
আকাশের বিস্তৃর্ন মেঘালীর কোনটাই আমার ঘরদোর,
নীলাভ বেদনার কতটা গভীরতর অসুখে এই আকাশযাপন!
আমার অক্ষম, পরাহত ভালোবাসার
পরাজয় আমাকে আকাশী শূন্যতা আর তোমাকে যাপিত দু:খময় বসতিতে প্রোত্থিত করেছে।
তাই আমি আকাশচারী আর তুমি ভূমিধ্বসের আতঙ্কে মূহ্যমান।
২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
সোনালী ডানার চিল বলেছেন: আমার কবিতায়, স্বাগত! অনেক ধন্যবাদ ভাই।
২| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: ***কথা হয়না তাই, বয়ে বেড়ানো এ শোকের শব-
কাঁধে নিয়ে, যখন কেউ কেউ হরিদ্রাভ বিকেলে কোমর ডুবিয়ে
লবন-পানির অন্তরালে সমৃদ্ধি আর সুগন্ধি ক্যান্ডেল নিয়ে নিমগ্ন
জলকেলিতে।
তাদের জলের রঙ নীল, আমার বিষাদের মতো; তাদের কাঁধে
রঙিন তোয়ালে, আমার যেমন শোক-
তাদের বোগলে ফর্সা কব্জি, তোমারটা যেমন ফসকিয়েছি আমি।***
আপনি এখানে কাকে বুঝিয়েছেন...আমি তা ধরতে পারি নাই...।
২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
সোনালী ডানার চিল বলেছেন: একজন দু:খী মানুষের সাথে প্রথাগত সমৃদ্ধ মানুষের তুলনা!
ধন্যবাদ ভাই!
৩| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩১
আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল ,
শেষেরটি ভালো লেগেছে । আকাশের অযুত নক্ষত্রের কোনটা আমি- ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায় ...
২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৭
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন
৪| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:২২
সুমন কর বলেছেন: কেমন আছেন? অনেক দিন পর !
কবিতা পড়তে ভালো লাগল।
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪০
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য!
আমি বেশ ভাসো আছি। আপনি কেমন আছেন!
শুভেচ্ছা জানবেন!
৫| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই।
ভালো থাকুন সবসময়!
৬| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দুটো কবিতাই ভাল লেগেছে ।+++
২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
সোনালী ডানার চিল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়!
৭| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: নির্মল সুন্দর। খুব ভালো লাগল
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৯
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাল লেগেছে, শুভকামনা রইল।