নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

মাঝরাতে ভালোবাসা খোঁজে বিস্মিত মানুষ-যারা!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮




এখন মাঝরাত পেরিয়ে গেছে। রাতের বাসে কটকটে আলোয় ফিরছি ঘরে। আমার ডানপাশের সিটে এক পূর্বইউরোপিয় তরুনী, একমনে মোবাইল টিপে চলেছে; সামনের সিটে ভারতীয় উপমহাদেশীয় এক তরুন ঠোঁট চুসছে শ্বেতাঙ্গী যুবতীর। আর একবারে পিছনে বৃদ্ধ কালো এক মাতাল বিড়বিড় করে কথা বলছে আনমনে।
আমি অপারগ হয়ে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে দেখছি এসব। আমি সময় কাটানোর ধান্ধায় খুব করে চোখ বুলিয়ে নিলাম সবার মুখের উপর। মানুষের পরিচয় আর সম্ভাব্য সব কর্মসমাচার তো মুখে লেখা থাকে না, তবে মুখের ভাজ আর আর্দ্রতা কিছুটা ধারনা এনে দেয়। যেমন এখন ভারতীয় উপমহাদেশীয় যুবকের চকচকে চোখ আমাকে কাম আর লালসার ছবি দেখাচ্ছে, যেখানে ভালোবাসা নেই; আবার চুম্বনরত যুবতীর চোখে ক্লান্তির উৎপ্রক্ষা, এখানেও ভালোবাসা নেই। আমি পাশের তরুনীটির চোখে দায়িত্ব আর ঘরে ফেরার তাড়া দেখে বৃদ্ধ মাতালকে তাক করলাম- কিন্তু হায়! এখানেও রাজ্যের বিতৃষ্ণা আর অদ্ভুত চাহনীর অপলক ঘৃণা। আমার বাস পাল্টানোর সময় হলে আমি ড্রাইভারকে ধন্যবাদ বলে গেটে পা রাখলাম, আর ভেবে নিলাম এই মাঝারাতে মানুষের ভালোবাসা হয়ত শুধু বিছানায় খেলে! কিন্তু ড্রাইভারের প্রতিউত্তরে সে দিকে তাকিয়ে বিবশ আর অস্ফূট আমার দু'চোখ ভালোবাসা খুঁজে পেল- তাহলে মানুষের হৃদয় শুধু ক্রমাগত প্রেতপুর হয়ে যায় নি!

আমার জন্য আরো বিস্ময় অপেক্ষা করছিল। অন্য বাসের অপেক্ষায় আকাশে চোখ তুলে দেখি- ভালোবাসা থইথই করছে জোছনায়। আমি বিলম্ব না করে ছবি তুলে নিলাম!

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চমৎকার... :)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ভালোবাসা খুঁজে ফেরার অনুভূতি ভাল লেগেছে । শেষ পর্যন্ত প্রকৃতি আশা পূরণ করেছে , করে এসেছে বহুকাল থেকেই ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৩

সোনালী ডানার চিল বলেছেন: সেটাই হয়ত। অনেক ধন্যবাদ আপনাকে!

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

রুদ্র জাহেদ বলেছেন: মাঝরাতে ভালোবাসা খোঁজে বিস্মিত মানুষ-যারা!
শিরোনামেই চমৎকার বলেছেন কবি

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

মানুষের মুখ যাচাই করা ...
ভালো লেগেছে লেখা ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৪

সোনালী ডানার চিল বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়!

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো লেখাটি ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৬

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ!

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৩২

কিরমানী লিটন বলেছেন: কথাকথিকেথিকথন বলেছেন: ভালোবাসা খুঁজে ফেরার অনুভূতি ভাল লেগেছে । শেষ পর্যন্ত প্রকৃতি আশা পূরণ করেছে , করে এসেছে বহুকাল থেকেই । ++

শুভকামনা আর মুগ্ধতা রেখে গেলাম ...

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৪৭

তিথীডোর বলেছেন: ++++++++++++

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৭

সোনালী ডানার চিল বলেছেন: থ্যাংকস

৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:১৪

রক্তিম দিগন্ত বলেছেন: ++

ভালবাসা খোঁজার অনুভূতি খুবই খারাপ। পাওয়াই তো যায় না। :(

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৮

সোনালী ডানার চিল বলেছেন: কখনও হয়ত এভাবেই মেলে! আমরা আশাহত নই- শুভেচ্ছা জানবেন!

৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

অগ্নি সারথি বলেছেন: ভাল।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ!

১০| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০

নেক্সাস বলেছেন: চমৎকার লিখা । খুব খুব দারুন অনুগল্প হতে পারে।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

১১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২

ম.র.নি বলেছেন: ছবিটা নিশ্চয়ই আগে তোলা,ইস্টহ্যামে তো ভালো কুয়াশাছিল ;)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

সোনালী ডানার চিল বলেছেন: এভাবে বলা যায় - সত্যি ঘটনা অবলম্বনে!
বেশ কিছুদিন আগের ছবি এবং লেখা; ছবিটা কিন্তু সত্যিই আমি সেইরাতে তুলেছিলাম!

হ্যা এখন কুয়াশা পড়েছে!

ধন্যবাদ।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

রমিত বলেছেন: ভালোবাসা আর যৌনতা এই দুয়ের সম্পর্কটা খুব অদ্ভুত!
ভালো লিখেছেন।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ! ভালোবাসা আর যৌনতার তফাতও আছে, মনে হয়!

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: অনুসন্ধিৎসু মনের ভালোবাসা খুঁজে ফেরার অভিযান। চাইলে ভালোবাসা ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাপারেও খুঁজে পাওয়া যায়। আর যারা এসব দেখতে পায় না, তারা একাকী আর অভিশপ্ত হয়ে যায়।

ভালো লাগলো।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

সোনালী ডানার চিল বলেছেন: ঠিক বলেছেন হামা ভাই।
অনেকদিন পর পোষ্ট করলাম।

আপনার ভালো লেগেছে জেনে সুখী হলাম। থ্যাংকস!

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

ডাঃ মারজান বলেছেন: চমৎকার উপস্থাপন। অনেক অনেক ভালো লাগলো।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রাঞ্জল উপস্থাপন ! খুব ভাল লাগল ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য! ভালো থাকুন সবসময়।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
সোনালী ডানার চিল,
ব্লগিং তো ছেড়েই দিলেন। কারণ টা কি ?

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

সোনালী ডানার চিল বলেছেন: কোন কারন নেই ভাই! এই তো ফিরে এলাম!

কেমন আছেন?

শুভকামনা একরাশ!

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

গেম চেঞ্জার বলেছেন: ভালবাসার খোঁজ নিতে না গিয়েও নিউরনের তাড়া খেয়ে একটা সভ্যতার অবক্ষয় তুলে ধরলেন। নিভু নিভু এই ভালবাসার কথাই বা ভাবার সময় কত।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ বিদগ্ধ মন্তব্যে!
শুভকামনা জানবেন।

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

হানিফ রাশেদীন বলেছেন: ভালোবাসা ও সুন্দরের জয় হোক।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

সোনালী ডানার চিল বলেছেন: থ্যাংকস কবি!

২০| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: শিরোনামটিই আমাদের কথা বলে দিয়েছে....

ভালো লাগল।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! শুভেচ্ছা রইল।

২১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

থার্টিন বলেছেন: আপনার শিরোনামটা অসাধারন.।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

সোনালী ডানার চিল বলেছেন: থ্যাংকস পড়ার জন্য!

২২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

আবু শাকিল বলেছেন: অল্পতে দারুন কথা বলেছেন ।
ভাল লাগল ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন!

২৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

উপমহাদেশীয়রা কামুক। পূর্বদেশীয়রা ভাবুক। পশ্চিমারা দুইটাই! /:)

ছবিটা তো একদম পরজাগতিক হয়ে গেছে! বাঁদিকে "মি. মোবাইলস-এর" সাইনবোর্ডটা না থাকলে... একে পেইন্টিং বলে চালিয়ে দেওয়া যেতো।




যতটুকু মনে পড়ে... গত ডিসেম্বরে আপনার সাথে ঢাবিতে সাক্ষাৎ হলো অন্যান্যদের সাথে। এত তাড়াতাড়ি এত দূরে চলে গেলেন!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

সোনালী ডানার চিল বলেছেন: দূরেই ছিলাম, মাঝখানে শুধু আসা যাওয়া!

ছবিটা ঐ ঘোরের রাতে তোলা, শুধু ফোনে একটু এডিট করেছিলাম, রিয়েলিটি নষ্ট করতে!

আপনাকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। ভালো থাকুন সবসময়!

২৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

আমিনুর রহমান বলেছেন:



আসলে যারা ভালোবাসা খুঁজে ফেরে তাদের জন্য ভালোবাসার অভাব হয় না, কোথাও না কোথাও খুঁজে পায়ই।

প্রিয় কবি কেমন আছেন?

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

জেন রসি বলেছেন: ভালোবাসা কিংবা ঘৃণা একে অপরের সাথেই থাকে। শুধু আলাদা করে চিনে নিতে হয়।

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চোখ মেলে তাকিয়ে দেখেছেন মনের গভীরতা দিয়ে -- আর তাইতো আপনি প্রকৃত সত্যিটা উপলব্ধি করতে পেরেছেন --- চমৎকার উপস্থাপনা

২৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


কেমন আছেন ভাই ?

২৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক দিন্ পর আমি আপনার লেখা পড়লাম ব্লগে। ছবি টা সুন্দর হয়েছে।
পাব্লিক বাসে দেখার মতো অনেক কিছুই থাকে। তবে রাতের বাসগুলো কেমন যেন হয়, আলো আধারি, ক্লান্তি, রহস্যময়তা, ঘরে ফেরার তাড়া সব মিলিয়ে অদ্ভুত হয় !

৩০| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুন্দর।

৩১| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

জনম দাসী বলেছেন: ভালো থাকুন সব সময়!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.