নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

মানুষের মনস্তত্ত্ব নিয়ে তুমি কথা বলেছিলে অনেকক্ষণ!

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭




সেই মধ্যরাতে যখন উন্মনা চাঁদ, আকাশে অথবা তোমার জানালার ক্যানভাসে-
তোমার সাথে তখন আমার কথাবিনিময়ের সমান্তরালে চলেছিল আশ্চর্য্য দহন, যার প্রেক্ষিতে একদ্বীপ বনজোছনায় শুধুই ঊনিশ উড়ছিল।
মানুষের মনস্তাত্বিক জটিলতায় তোমার আগ্রহ আমাকে অন্ধকার মাতাল এক যন্ত্রযাত্রায় থামিয়ে দিল হঠাৎ; আমার মনে হলো তুমি সদ্য ঊনিশ পেরুনো নও, তুমি বরং সময়ের সহযাত্রী আমার বয়সী কিংবা তার চেয়ে অভিজ্ঞানের নাটাই নিয়ে ঘুরছো!

আমার খুব জানতে ইচ্ছে হলো, তোমার সৌভাগ্যবান প্রেমিকের কথা,
সে কি কখনও তোমার গভীরতম হৃদপিন্ডের ফিসফাস মন্ত্রশ্বাসের খবর রাখে, নাকি দেহজ আবহে শুধুই অবগাহন!

আমি বলতে চেয়েছিলাম মানুষের কৌতুহলেই এই পরম সভ্যতার বিনির্মান; আমি দ্রাঘিমা পেরিয়ে কোন এক শস্যক্ষেতে চলে গিয়েছিলাম, জানো! যেখানে জীবনানন্দ আর কুবরিক একই আইলে গা এলিয়ে নভোকভ পড়ে। আহা! তোমাকে যদি দেখাতে পারতাম ফ্লেমিং এর ধমকে কতটা বিহ্বল ব্রুসনান সবসময়, যদিও তার ঈগল চোখ কখনও বা চিল হয়ে যায়!
সেই মধ্যরাতে উন্মনা চাঁদ; সেই আঁধারের মতো কথা বলবার সময়ে মানুষের মনস্তত্ত্ব- সেই শিক্ষকের প্রেমে পড়া সদ্য কুড়ির কবিতাসুন্দরী

তোমার হয়ত মনে আছে কামুর আউটসাইডারের কথা;
তোমার হয়ত সালভাদর ভালো লাগে,
তুমি হয়ত ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে ফের অবচেতনায়-
এই ভালোলাগার টুকরো-টাকরা, মেরুদেশের প্রবল তুন্দ্রায় কাঁপতে থাকা কারো সাথে সেতুবন্ধন; যেন সব মানুষের ভেতরে ভেতরে আন্ত:যোগাযোগের সুড়ঙ্গ ধরে ভাবনার পথে নামা।

আমার কোন বয়স রইলো না আর!

মন্তব্য ৪৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লেখক আলবেয়ার কাম্যুর কথাও আছে :)

অনেকদিন পর ব্লগে আপনি ।

প্রথম লাইক :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

ব্লগে আসা হয় কম, তবে নিয়মিত হবো আশা রাখি

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

কথাকথিকেথিকথন বলেছেন: বোঝাবুঝিতে কিছুটা কমতি থাকলেও লেখায় এক অনন্য অনুভূতি কাজ করে । লেখায় অনুভূতিকে টেনে ধরে আমায় আরও পড় আরও পড়ো !!!!

সুন্দর লেখা । ভাল লেগেছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাক সত্যভাষণে।
খুব ভালো থাকুন

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

আরজু পনি বলেছেন:

কবিতার ভেতরের মহাজ্ঞানীদের ভীড়ে আমি ক্ষুদ্র মানুষ শুধু ...সে কি কখনও তোমার গভীরতম হৃদপিন্ডের ফিসফাস মন্ত্রশ্বাসের খবর রাখে, নাকি দেহজ আবহে শুধুই অবগাহন! এটুকুতে আটকে গেলাম ।

শুভেচ্ছা রইল বুলবুল কবি ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা কবিতা পাঠে

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতাটি বোধগম্য হ্ল না ,আমারই অপারগতা তবে ছবিটি অসাধারন । শুভ কামনা ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি।
খুব ভালো থাকুন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছু শব্দ চয়ন দুর্দান্ত। লেখায় ভিন্নতা এসেছে এইটা একটা চমৎকার দিক।

একরাশ ভাল লাগা রইলো।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

সোনালী ডানার চিল বলেছেন: মাঝে মাঝে ভিন্ন ভিন্ন লেখা নিজেকে আনন্দ দেয়।

থ্যাংকস কান্ডারি ভাই। ভালো থাকুন সবসময়।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

হাসান মাহবুব বলেছেন: আমি দ্রাঘিমা পেরিয়ে কোন এক শস্যক্ষেতে চলে গিয়েছিলাম, জানো! যেখানে জীবনানন্দ আর কুবরিক একই আইলে গা এলিয়ে নভোকভ পড়ে।

অসাধারণ কল্পনা। অনেক ভালো লাগা রইলো।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই, কবিতা পড়ার জন্যে।

খুব ভালো থাকুন সবসময়-

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

নীলসাধু বলেছেন: চমৎকার।


ভালো লাগা রইল। বেশ কয়েকবার পড়লাম। মুগ্ধতা।

ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

সোনালী ডানার চিল বলেছেন: আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
কবিতা পাঠে কৃতজ্ঞতা।

ভালো থাকুন সবসময়।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

সুমন কর বলেছেন: পড়তে ভালো লাগল। (বুঝি আর না বুঝি !! ;) )

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

অতঃপর হৃদয় বলেছেন: পড়লাম, তবে বেশ কিছু জায়গায় বুজি নাই,,, জ্ঞান কম তো তাই হয়তো বা।ল

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

সোনালী ডানার চিল বলেছেন: কষ্ট করে পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৯

অর্বাচীন পথিক বলেছেন: মাথার উপরে দিয়া না তার ও উপরে দিয়া গেল ( সত্য কথা ভাই কিচ্ছু বুঝি নাই :( )

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

সোনালী ডানার চিল বলেছেন: আমি আন্তরিক দু:খিত আপনার না বোঝার জন্যে!
তবুও সময় নষ্ট করেছেন, এজন্যে ধন্যবাদ।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:০৫

বৃতি বলেছেন: সময়হীনতার ভেতর দিয়ে অন্তর্যাত্রা- চমৎকার লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

সোনালী ডানার চিল বলেছেন: সেটাই তুলে ধরতে এ আবহ!
ধন্যবাদ কবি।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১০

সুলতানা রহমান বলেছেন: উনিশ পেরুনো তরুনী হলেই কি হবে? মেয়েরা চল্লিশ পেরুনোর মনস্তত্ব ও বুঝতে পারে। :D
ভাল লেগেছে।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

সোনালী ডানার চিল বলেছেন: ঊনিশটা রুপক সময়, আসলে সময়ের বুঝে উঠাও বয়সী রহস্য।

শুভকামনা রইল।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক ভাল লাগলো। মুগ্ধতা রেখে গেলাম :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন-

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

শামছুল ইসলাম বলেছেন: একজন মানুষের বয়সটা মুখ্য নয়,তার মনোজগতের পরিপক্কতা তার বয়সের সীমারেখা ভেঙ্গে ফেলেঃ

//মানুষের মনস্তাত্বিক জটিলতায় তোমার আগ্রহ আমাকে অন্ধকার মাতাল এক যন্ত্রযাত্রায় থামিয়ে দিল হঠাৎ; আমার মনে হলো তুমি সদ্য ঊনিশ পেরুনো নও, তুমি বরং সময়ের সহযাত্রী আমার বয়সী কিংবা তার চেয়ে অভিজ্ঞানের নাটাই নিয়ে ঘুরছো! //

এই মনস্তাত্বিক আন্তঃযোগাযোগই পরস্পরকে কাছে আনে,কবিকে অনন্তকালের সাথে মিশিয়ে দেয়ঃ

//আমার কোন বয়স রইলো না আর!//

কবিকে,কবিতাকে পড়তে চেষ্টা করেছি।
ভুল হলে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শুধরে দেবার অনুরোধ করছি কবিকে।

অনেক,অনেক ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।


০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
আসলেই আপনার কথার চারপাশে কবিতাটা ঘুরছে।

শুভকামনা একরাশ

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে পড়তে। বোঝা না বোঝা পরের ব্যাপার। ++

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

সোনালী ডানার চিল বলেছেন: সত্যভাষণ

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

আবু শাকিল বলেছেন: আবেগ ভরা লেখা। সেই কারনেই বুঝি পড়ে মুগ্ধ হইছি।যদিও লেখার প্রকৃত মানে বুঝি নাই।যত দূর মনে হচ্ছে কারও প্রতি খুব টান অনুভব করছেন :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

সোনালী ডানার চিল বলেছেন: হ্যা, সেই টান থেকেই লেখা।
আপনাকে অনেক ধন্যবাদ সময় করে পড়েছেন।

ভাল থাকুন সবসময়।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: খুবই খুবই চমৎকার লেগেছে মুক্তগদ্য/কবিতাটা পড়তে ।
শুভকামনা

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়তে আসার জন্যে।
অনেকদিন ব্লগে আসা হয় না তাই মাঝে মাঝে স্মরণ!

ভালো থাকুন সবসময়।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

রুদ্র জাহেদ বলেছেন: আমার খুব জানতে ইচ্ছে হলো, তোমার
সৌভাগ্যবান প্রেমিকের কথা,
সে কি কখনও তোমার গভীরতম হৃদপিন্ডের
ফিসফাস মন্ত্রশ্বাসের খবর রাখে, নাকি দেহজ
আবহে শুধুই অবগাহন!

দারুণ কবিতা।পুরোপুরি না বুঝলেও পড়তে ভালো লেগেছে+

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা রইল।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

নীল কপোট্রন বলেছেন: অসাধারণ!

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

সোনালী ডানার চিল বলেছেন: থ্যাংকস।
শুভেচ্ছা রইল।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

নেক্সাস বলেছেন:
আমার খুব জানতে ইচ্ছে হলো, তোমার সৌভাগ্যবান প্রেমিকের কথা,
সে কি কখনও তোমার গভীরতম হৃদপিন্ডের ফিসফাস মন্ত্রশ্বাসের খবর রাখে, নাকি দেহজ আবহে শুধুই অবগাহন
দারুন

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসমঁয- শুভকামনা রইল।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

জনম দাসী বলেছেন: ভালো থাকা হোক সব সময় কবি...

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

হানিফ রাশেদীন বলেছেন: ‘আমার খুব জানতে ইচ্ছে হলো, তোমার সৌভাগ্যবান প্রেমিকের কথা,
সে কি কখনও তোমার গভীরতম হৃদপিন্ডের ফিসফাস মন্ত্রশ্বাসের খবর রাখে, নাকি দেহজ আবহে শুধুই অবগাহন!’

এই দুই লাইন এমন যে, পড়ার পরে মনে হয় কী বলা হলো! এই ‘কী বলা হলো’ মনে হওয়ায় আবার লাইন দুটো পড়ি আমরা। এবং আবার পড়ার পরে, নিজের অজান্তেই কয়েক সেকেণ্ড থেমে থাকি, এই ‘থেমে থাকা’ আমাদের মনে হয় আসলে, মূলত কী যেন বুঝতে চাই আমরা। একবার মনে হয় বুঝতে পেরেছি, এই তো এর মানে, আবার মনে হয়, না, কী যেন বুঝতে পারছি না। এই যে ‘পাঠ’ এখানেই একজন লেখকের স্বার্থকতা। শব্দের জটিলতার ধাঁধায় ফেলা নয়, জীবনকে তাৎপর্যময় আবহে দেখান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.