নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

পাপ আর পুণ্যের সন্তারণ-

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯




নিমজ্জিত পাপে,
নিমগ্ন আমার অহরহ ভোগে- মাঝে মাঝে না ঘুমানোর পরী
সিদকাটে, পাপ হয়; আত্মজ আমার রাগে মূর্ছা যায় শোক, যেন
বেয়ানটে রক্তের ধারার সাথে প্রবাহিত সব দেনা- নিমজ্জিত পাপ।

আমি কোথা রাখি বলো এ আত্নতিরস্কারের ঝাপি-
আমি ফেলে রাখি যথাতথা অদেখা পাপের সারি; সারি-সারি আবার
রক্তের সাথে ধুয়ে যায় না ক্রোধ জেনেছি পরিশেষে- যখন সূর্যটা টুপ করে
উঠে পড়ে সংকেতবিহীন। আমার আর সময় থাকে না শোধরানোর-

পাপের হিমবালুকায় গচ্ছিত রাখি গতরাতের না ঘুমানোর খসড়া
পাহাড়ে, সমুদ্রে আর নিহারিকাভেদে কিছু কিছু মানুষের হৃদয়ে-
বাদ পড়া দো'নালা বন্দুকের মরচে নলে, বায়ূর পরাগ আর নীলাভ
আশায় মেলে দিই আমারও পাপের সন্তারণ;

কেউ কেউ যেন সূর্য উঠার আগেই তবে খেয়ালখুশিমত পাল্টাতে পারে
নিজস্ব দেনা, পুণ্যের বিপরীতে।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: লেখাটি অসাধারন হয়েছে ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

নুরএমডিচৌধূরী বলেছেন: কেউ কেউ যেন সূর্য উঠার আগেই তবে খেয়ালখুশিমত পাল্টাতে পারে
নিজস্ব দেনা, পুণ্যের বিপরীতে

পোরো কবিতা পর্যালোচনা করলে
একটা বই হবে
কবিকে অনেক ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
দারুন মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
সুখী হলাম ভাই-

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



অসাধারণ ও অনন্য +++++++

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৭

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। কেমন আছেন!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার লাগলো। +

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৮

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ-

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
সন্তরণ নয় কেনও ?

কবিতার আহবানে আত্ম তিরস্কিত হচ্ছিলেম, কবি।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২০

সোনালী ডানার চিল বলেছেন: আপনার স্পর্শে আমিও ঋদ্ধ হলাম-

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: কেমন আছেন, কবি?

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২১

সোনালী ডানার চিল বলেছেন: চলছে ভাই। আপনি কেমন আছেন?

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুর্দান্ত লেখা! বহুদিন পর লিখলেন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২২

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। নিয়মিত লেখার আশা রাখি।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: পদ্যখানি পড়িয়া মুগ্ধ হইয়াছি বৎস ! আশীর্বাদ করিয়া দিলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২২

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবিগুরু!

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭

জনম দাসী বলেছেন: .....................................................................

''আমি কোথা রাখি বলো এ আত্মতিরস্কারের ঝাপি''

দোয়া...; ভাল থাকা হোক সব সময় কবি............

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৩

সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ-
শুভেচ্ছা নিন।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৪

সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই-
শুভেচ্ছা নিরন্তর-

১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

জনম দাসী বলেছেন: এই দেয়াতে রেখে গেলাম... নতুন বছরের শুভেচ্ছা....................................ভাল থাকুন চিল সব সময়।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৫

সোনালী ডানার চিল বলেছেন: আপনার জন্যও শুভকামনা-

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো এটাও। আপনার কবিতা তো সব সময় বড়। এমনকি লাইনও বড়। এই কবিতাতে, আমি যতটা ধরতে পারছি মেদ নেই, এবং স্বচ্ছ উপস্থপন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৭

সোনালী ডানার চিল বলেছেন: দারুন মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা রইল-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.