নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
কিছু সুসভ্য মানুষেরা আড়াআড়ি প্রায়নগ্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছে চারপাশে। যেন অজস্র মনিমুক্ত আর জাফরানের মাঝে বেমানান আমি আটসাটো হয়ে বসে উপভোগ করছি শীতল সক্ষমতা।
হ্যা, বেশ ঠান্ডা পড়েছে বছরের এই শেষরাতে। তবে লন্ডনে তুষারপাত হয়নি এবার, এখনও। মানুষ কানাকানি করছে গত ২৫ বছরে নাকি এমন ডিসেম্বর আসেনি যে সুর্যের পশরা ম্লান করছে হিমবাহ- বৃষ্টিতে উত্তর ইংল্যান্ডের কিছু অংশে বন্যা পরিস্থিতি বেশ ভয়াবহ।
হয়ত বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন আর প্রথাগত মানুষের চারপাশের পর্যবেক্ষণ এসব আলোচনাকে উসকে দিচ্ছে।
আমার থেকে একটু তফাতে দু'জন সুঠাম দীর্ঘদেহী তন্বী অতিসংক্ষিপ্ত কাপড়ে কাঁপছে। রিনরিন করছে তাদের সোনালী লোমের অনাবৃত বাহু। আমার পাপাসক্ত চোখ কিন্তু বিভ্রান্ত হলো মদির চাহনীর সহজিকায়, কোন আস্ফালন নেই, আগ্রহ নেই, ভয় নেই এমনকি লজ্জাও নেই ঐ ভাবলেশহীন চোখবৃত্তে, তবে কি মানুষ হারিয়েছে তার যাবতীয় চাওয়ার সুনির্মিত আকাংখা, নাকি মানুষের ভোগের পরিধি আজ মহাকাশের মতো বিভ্রান্ত, অসীম এবং অলিক!
ট্রেনের দুলুনিতে আমার ভাবনার সুর কেটে গেলে আমি মননিবেশ করলাম আমার বিপরীতে বসে থাকা বৃদ্ধ আর বৃদ্ধাযুগলে। তাদের বয়সী ঠোঁটে অপর্যাপ্ত শ্বেদ- পরস্পর আকড়ে আছে যেন বিচ্ছেদের পরবর্তী ভাবনায়। শরীর ঢেকেঢুকে টানটান আমার মতো। তবে কি মানুষের নিয়তিই সবচে বড় শিক্ষক, ভয়ের পর্যালাচনা আর সমাপ্তির রহস্যময় যবনিকাপাত!
এসব ভাবনায় আমাকে নপুংশক করে, এসব ভাবনায় আমাকে ডিসেম্বরের কুয়াশা আর বরফজাত তৃতীয়সন্ধ্যার মতো কুর্নিশ করে। আমি আবারও দেখি; নগ্নতায় নিমগ্ন হয়ে হয়ে কাম ভুলে কল্পনা তুলে নিই মস্তিস্কের কেন্দ্রে। আমার হয়ে যায়!
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০
সোনালী ডানার চিল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন সবসময়-
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকে হ্যাপি নিউ ইয়ার!
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬
জনম দাসী বলেছেন: ভাল লাগা রেখে গেলাম কবি; ভাল থাকুন সব সময়...........................।
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্যে!
৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬
প্রামানিক বলেছেন: লেখায় সুন্দর একটি বর্ননা ফুটে উঠেছে। নতুন বছরের শুভেচছা রইল।
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
নতুন বছরের শুভেচ্ছা
৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
শামছুল ইসলাম বলেছেন: শুভ নববর্ষ।
ভাবনা গুলো এখনো কাউকে কাউকে ভাবায়, তাইতো তারা মানুষঃ
//শরীর ঢেকেঢুকে টানটান আমার মতো। তবে কি মানুষের নিয়তিই সবচে বড় শিক্ষক, ভয়ের পর্যালাচনা আর সমাপ্তির রহস্যময় যবনিকাপাত!//
ভাল থাকুন। সবসময়।
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
সোনালী ডানার চিল বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।
হ্যা, কেউ কেউ নিশ্চয় ভাবে; কারো কারো ভাবনা এখনও মানবিক!
থ্যাংকস-
৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের নিয়তিই সবচে বড় শিক্ষক, ভয়ের পর্যালাচনা আর সমাপ্তির রহস্যময় যবনিকাপাত!
এসব ভাবনায় আমাকে নপুংশক করে, এসব ভাবনায় আমাকে ডিসেম্বরের কুয়াশা আর বরফজাত তৃতীয়সন্ধ্যার মতো কুর্নিশ করে। আমি আবারও দেখি; নগ্নতায় নিমগ্ন হয়ে হয়ে কাম ভুলে কল্পনা তুলে নিই মস্তিস্কের কেন্দ্রে। আমার হয়ে যায়!
কথাগুলো ভাল লাগল!
হ্যাপ্পি নিউ ইয়ার!
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
সোনালী ডানার চিল বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ভাই।
আপনার ভালো লেগেছে জেনে সুখী হলাম।
শুভকামনা রইল।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
কল্লোল পথিক বলেছেন: সুন্দর ভাবনার পোস্ট
নতুন বছরের শুভেচ্ছা।
১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২২
সোনালী ডানার চিল বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা!
৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
আবু শাকিল বলেছেন: মুগ্ধ পাঠ । দারুন শব্দমালা ।
ধন্যবাদ ।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
জল ও ছবি বলেছেন: নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা
১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
সুলতানা রহমান বলেছেন: উপলব্ধি টা খুবই ভাল। সাথে সাথে প্রকাশও চমৎকার!
সব পেতে পেতে মানুষের আজ কোন কিছুতেই আগ্রহ নেই।
শুভকামনা +
১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: উপলব্ধির শিল্পিত প্রকাশ| ঘোর লাগা বাক্যের পশরা|
হ্যাপি নিউ ইয়ার
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
আরাফাত আল মাসুদ বলেছেন: “তবে কি মানুষ হারিয়েছে তার যাবতীয় চাওয়ার সুনির্মিত আকাংখা, নাকি মানুষের ভোগের পরিধি আজ মহাকাশের মতো বিভ্রান্ত, অসীম এবং অলিক।” অসাধারণ লাগল........
সোনালী ডানার চিল, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছরে সবার উপলব্ধি জেগে উঠুক।
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভ নববর্ষ
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
Tanvir Ahmed বলেছেন: ভালো লাগলো
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
কিরমানী লিটন বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো ....
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা ভাই।
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর ভাবনা। ভাল লাগা রেখে গেলাম
২০| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো শীতল শহরের বিদগ্ধ কথামালা। নতুন বছরের শুভেচ্ছা রইলো।
২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
অগ্নি সারথি বলেছেন: নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা।
২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
অভ্রনীল হৃদয় বলেছেন: উপভোগ্য লেখনী। নতুন বছরের শুভেচ্ছা রইলো।
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
রুদ্র জাহেদ বলেছেন:
সুন্দর লিখেছেন কবি।নান্দনিক প্রকাশ
নতুন বছরের শুভেচ্ছা
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
সুপান্থ সুরাহী বলেছেন: ভাবনার অনবদ্য প্রকাশ নান্দনিক হলো।
খুব ভাল লেগেছে।
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
রক্তিম দিগন্ত বলেছেন: এসব ভাবনায় আমাকে নপুংশক করে, এসব ভাবনায় আমাকে ডিসেম্বরের কুয়াশা আর বরফজাত তৃতীয়সন্ধ্যার মতো কুর্নিশ করে। আমি আবারও দেখি; নগ্নতায় নিমগ্ন হয়ে হয়ে কাম ভুলে কল্পনা তুলে নিই মস্তিস্কের কেন্দ্রে। আমার হয়ে যায়!
স্টানড। ভাষাহীন আমি - এইটুক পড়ে!
২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
জনম দাসী বলেছেন: ২৫০০০ বার ব্লগ টি দেখা পূর্তিতে শুভ কামনা রইলো কবি।
তার মধ্য হয়তো আপনার এই নীরব পাঠকই অর্ধেক পূরণ করেছে,
ভাল থাকুন সব সময়...............
২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
জনম দাসী বলেছেন: নতুন পোস্টের অপেক্ষায় থাকি কবি।
ভাল থাকুন সব সময়.........
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২
লেখোয়াড়. বলেছেন:
+++++
নতুন বছরের শুভেচ্ছা।